নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
ইদানিং যতবারই তোমার সাথে দেখা হয়, ততবারই আমি চমকে উঠি। চলতি পথে এক চিলতে জানালার ফাক দিয়ে তোমাকে দেখি আর ভাবি এটাই কি সেই তুমি? কোথায় তোমার সেই উচ্ছল, দূরন্ত, প্রানবন্ত, সর্বনাসী রুপ? যা দেখে আমি বার বার তোমার প্রেমে পড়েছি আর নিজেকে প্রস্তুত করেছি কোন এক প্রচন্ড দূরন্ত যুদ্ধের জন্য। সকল প্রেমই হয় স্বার্থ ও শর্তবিহীন। তাই তো তোমার প্রতি ছিল না আমার কোন স্বার্থ ও শর্তের দেয়াল। শুধু তোমাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চেয়েছি। দীর্ঘদিনের হৃদয়ের দাবিগুলো মেটাতে চেয়েছি। আর চেয়েছি তোমাকে নিয়ে সফলতার উচু পর্বত থেকে দেখতে নতুন দিনের প্রথম সূর্য। কিন্তু তুমি কথা রাখলে না। তুমিও হয়ে গিয়েছ সেই সব কথা না রাখা প্রেমিকাদের মত। যারা ভালোবাসার দাবি দেখিয়ে ভালোবাসাই এড়িয়ে যায়। আচ্ছা, এত ভালোবাসার দায় কিভাবে তুমি এড়াতে পার?
তুমি এখন পড়ে আছো নির্জিব হয়ে। নির্লিপ্ত তোমার রঙ ফ্যাকাশে। তোমার সেই সব আদুরে, শিহরন জাগানো রং গুলো সব বিবর্ন হয়েছে। তুমি দিন দিন ফ্যাকাশে থেকে শুধু ফ্যাকাশেই হয়েছ। অনেকটা যেন রক্তচোষা কোন প্রানী প্রবল আক্রোশে চুষে খেয়েছে সকল রক্ত। তোমার অবস্থা দেখে আমার গ্রীষ্মের পাকা রসালো আমের কথা মনে হয়। রসালো পাকা আম যেভাবে চুষে খেয়ে ছুঁড়ে ফেলা হয় শুধু ছোবড়াটাকে, তোমার দেহকে তারা আজ অনেকটাই তেমন করেছে। তুমি আজ আর রসালো নও, শুধুই ছোবড়া।
তোমার দেহ এখন আর উত্তাপ ছড়ায় না, তোমার স্পর্শে এখন আর আমি শিহরিত হই না। বরং ঠান্ডা নির্বিষ জিনিসে আমার করুনা হয়, বড্ড করুনা। চলতি পথে যখন তোমাকে দেখি তখন আমি চোখ বন্ধ করে ফেলি। বন্ধ চোখে করি কল্পনা, খুঁজে ফিরি সেই আগের উষ্ণতা, আমার প্রিয় সেই উষ্ণতার রাত, যেই ঝড়ের রাত। আমার অনেক কষ্ট লাগে, যখন দেখি তোমার বুকের হতাশার চাপা দীর্ঘশ্বাসে আমার চুলগুলো এলোমেলো হয়, আমার অনেক কষ্ট লাগে যখন দেখি তোমার পরিধি কমে আসছে, তুমি চলে যাচ্ছ বিস্মৃতির অতল গভীরে। তোমাকে ব্যবহার করে তোমাকে ছুঁড়ে ফেলেছে রাস্তায়। সেই রাস্তায় এখন শুধু ধুলো আর ধুলোদেরই রাজত্ব।
হে আমার প্রিয় গল্পের মৃত প্রেমিকা, হে আমার প্রিয় শাহবাগ, যখন তোমাকে দেখি তোমার শরীর জুড়ে ছড়ানো শুধু মৃত সব ফুলেদের পাপড়ি, যখন দেখি তোমার প্রানকেন্দ্রে হতাশ কোন এক যুবকের উদভ্রান্ত চাহুনী তখন আমার বড় কষ্ট হয়। জোরে দীর্ঘশ্বাস ফেলি না ভয়ে, শুনেছি প্রতারিত প্রেমিকের দীর্ঘশ্বাস কালবৈশাখী ঝড়ের মতই ভয়ংকর। আমি চাই না, তুমি আরো লন্ডভন্ড হও, তাই দীর্ঘশ্বাসগুলো আমার বুকেই কেবল ঝড়ের মাতম তোলে। আমার বুকে উঠে শুধু বিষন্ন ভয়ংকর ঝড়ের তান্ডব। আমি খুব চাই এই তান্ডব গুলো প্রকাশ পাক, তান্ডবে ধ্বংশহোক তোমার গায়ে লেগে থাকা রক্তচোষা পরগাছাগুলো। আমি আবারও তোমার জন্য রাজপথে নামতে চাই, আবারও তোমার স্তুতি গাইতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমার মাঝে প্রানের ছোঁয়া আনতে চাই। প্রতিশোধের কালো মেঘগুলো হৃদয়ে জমাট বেধেছে। থেকে থেকে সেখানে বজ্রপাত হচ্ছে। ঠান্ডা বাতাসও বইছে। এখন অপেক্ষা শুধু বর্ষনের
** শাহবাগ আন্দোলনের প্রথম সেই দিন গুলোর কথা ভেবে লিখা।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। শিরোনাম আর প্রচ্ছদের ভিতরের অংশটা ভালো লাগলে আরো ভালো লাগত।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
রাইসুল সাগর বলেছেন: হে আমার প্রিয় গল্পের মৃত প্রেমিকা, হে আমার প্রিয় শাহবাগ, যখন তোমাকে দেখি তোমার শরীর জুড়ে ছড়ানো শুধু মৃত সব ফুলেদের পাপড়ি, যখন দেখি তোমার প্রানকেন্দ্রে হতাশ কোন এক যুবকের উদভ্রান্ত চাহুনী তখন আমার বড় কষ্ট হয়। জোরে দীর্ঘশ্বাস ফেলি না ভয়ে, শুনেছি প্রতারিত প্রেমিকের দীর্ঘশ্বাস কালবৈশাখী ঝড়ের মতই ভয়ংকর
এই কয়ডা লাইন চরম হইছে। পোষ্টে +।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সাগর ভাই। গতকাল বিকেলেই আপনাদের সাথে শাহবাগে হাটতে গিয়ে এই কথাগুলো মাথায় এসেছে।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
মাহতাব সমুদ্র বলেছেন: সুন্দর সুন্দর
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মাহতাব ভাই।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
ঘুড্ডির পাইলট বলেছেন: বুঝতে হবে
এটাও একটা স্যাটায়ার তবে রম্য স্যাটায়ার নয় ।
সত্যি কথাই বলছেন !
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ পাইলট ভাই। সো ফার আপনি ব্যাপারটা বুঝেছেন।
এটা নিঃসন্দেহে মন খারাপের লেখা।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
বাপরে আপনার লেখার প্রশংসা করে আমার আদব কায়দা সব জলে ফেলব নাকি। আপনি হলেন লেখা লিখির জন্য আমার চোখের পুতুল।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঞ!!!!!
৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
হাসান মাহবুব বলেছেন: সেই সব দিন...! লেখাটা অনেক ভালো লাগলো।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ হামা ভাই শুরুর সেই সব দিন। গতকাল শাহবাগের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কেন যেন অনেক খারাপ লাগল।
আপনার ভালো লেগেছে জেনে আমারও বেশ ভালো লাগছে। কিছুটা শান্তি পেলাম। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অনেকেই পড়েছেন, ফেবুতে নক করে বলেছেন, এইডা কিছু হইল, শেষমেষ শাহবাগ!!
কি আর কমু।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
জোরে দীর্ঘশ্বাস ফেলি না ভয়ে, শুনেছি প্রতারিত প্রেমিকের দীর্ঘশ্বাস কালবৈশাখী ঝড়ের মতই ভয়ংকর। আমি চাই না, তুমি আরো লন্ডভন্ড হও, তাই দীর্ঘশ্বাসগুলো আমার বুকেই কেবল ঝড়ের মাতম তোলে। আমার বুকে উঠে শুধু বিষন্ন ভয়ংকর ঝড়ের তান্ডব। আমি খুব চাই এই তান্ডব গুলো প্রকাশ পাক, তান্ডবে ধ্বংশহোক তোমার গায়ে লেগে থাকা রক্তচোষা পরগাছাগুলো। আমি আবারও তোমার জন্য রাজপথে নামতে চাই, আবারও তোমার স্তুতি গাইতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমার মাঝে প্রানের ছোঁয়া আনতে চাই। প্রতিশোধের কালো মেঘগুলো হৃদয়ে জমাট বেধেছে। থেকে থেকে সেখানে বজ্রপাত হচ্ছে। ঠান্ডা বাতাসও বইছে। এখন অপেক্ষা শুধু বর্ষনের।
.........................................................................................................
চরম ভাবাবেগ । পোস্টে +++++++++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
বাংলাদেশী দালাল বলেছেন: আপনার কি কণ্ঠ ভাল?
তাহলে অডিও রেকর্ড করে ফেলুন।
কাব্যিক ছন্দ আছে শুনতে ভাল লাগবে।
ভাল লাগল।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমার কোন কিছুই খুব একটা ভালো না। তাই আমার দ্বারা হয়ত আবৃতি হবে না। যারা পারেন, তারা করলে বরং আমি একটু শুনতে পাব।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
অপর্ণা মম্ময় বলেছেন: শাহবাগ না দিলে লেখাটার অন্য মানে থাকত ! মানে হতে পারত আর কি !
আবার শাহবাগ কে জুড়ে দেয়াতে ' তুমি' টার মানেও বদলে গেল।
তবে ' তুমি ময় ' জীবন বড়ই যন্ত্রণার - থাকলেও আবার না থাকলেও !
শুভ কামনা আপনার জন্য ।
( যারা শাহবাগের শুরুর দিন গুলোতে একেবারে আন্তরিক ভাবেই ছিলেন - কোন দলের না হয়ে, কোন স্বার্থে জড়িত না হয়ে - তাদের জন্য শুভ কামনা। কিন্তু একটা সুন্দরের অপমৃত্যু হোক/হবে এটা আসলে কেউ মানতে পারে না )।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সুন্দর বলেছেন,
একটা সুন্দরের অপমৃত্যু হোক/হবে এটা আসলে কেউ মানতে পারে না।
কিন্তু হয়ত সেই সুন্দরের মৃত্যূই হয়েছে।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: টাইটেল টা ভাল লেগেছে সেই সাথে লেখনী।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
শীলা শিপা বলেছেন: লেখাটা অনেক ভালো লাগলো।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পাঠে কৃতজ্ঞতা।
১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
ইয়াশফিশামসইকবাল বলেছেন: প্রেমিকা কে কখনই মৃত ভাবতে চাইনা, সে সারাক্ষণ মিশে থাকুক আমার চেতনায় আমার আমৃত্যু কাল। পড়ে ভাল লাগল।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মৃত তো ভাবতেই চাই না। কিন্তু মাঝে মাঝে প্রিয় প্রেমিকরা কেন যেন মৃত হয়ে যায়।
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: বাংলাদেশী দালাল বলেছেন: আপনার কি কণ্ঠ ভাল?
তাহলে অডিও রেকর্ড করে ফেলুন।
কাব্যিক ছন্দ আছে শুনতে ভাল লাগবে।
ভাল লাগল
কল্প উনার কথাটা ভেবে দেখো......ভালই হবে
আর লেখায় ৫ম ভাললাগা
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। নাহ! আমার কন্ঠস্বর আবৃতি করার জন্য ততটা ভালো নয় বলেই আমি জানি।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর ....++++্
ধন্যবাদ ... ভাল থাকবেন
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনার নিকের একটা ছায়া আছে।
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই।
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
বোকা ডাকু বলেছেন: "প্রতারিত প্রেমিকের দীর্ঘশ্বাস কালবৈশাখী ঝড়ের মতই ভয়ংকর।"
যথার্থই বলেছেন। এই আক্ষেপ এখন সকলের।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই আক্ষেপ এখন সকলের।
পাঠে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪
এরিস বলেছেন: বাংলাদেশী দালাল বলেছেন: আপনার কি কণ্ঠ ভাল?
তাহলে অডিও রেকর্ড করে ফেলুন।
কাব্যিক ছন্দ আছে শুনতে ভাল লাগবে।
সহমত।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমার কন্ঠস্বর খুব একটা আবৃতিযোগ্য নয়। হলে অবশ্যই আমি করে ফেলতাম।
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শেষে বলে না দিলে, প্রথম দুটি প্যারা পাঠক নিজের মত করে ভাবতে পারতো। নিজের না পাওয়া কে (ব্যক্তিগত বিষয়) সহজেই মিলাতে পারতো।
এবং যারা শেষে চোখ রাখেনি প্রথমে, তাদের ভাবনায় এমনটিই হবার কথা।
খুব সুন্দর, বলতেই হবে।
আপনার লেখাগুলো এক একটা পূর্ব্বতন পোস্টের মান কে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিটা চলতে থাকুক, শুভকামনা।।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে। ১০ টা পোষ্ট না পড়ে মন্তব্য পাওয়ার চাইতে একটা পোষ্ট পড়া মন্তব্য পেতেই আমার বেশি ভালো লাগে। অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দূর্জয় ভাই।
২০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
আশিক মাসুম বলেছেন: শিরোনাম দেখে কেমন জানি চেনা চেনা লাগলো, বুঝলাম না
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আশিক। এটা আমাদের প্রিয় ব্লগার তোমার গল্পের মৃত রাজকন্যার ব্লগ-নিকের ছায়া অবলম্বনে নামকরন করা হয়েছে। তুমি পুরোটা পড়লে বুঝতে পারবে।
২১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩
গৃহ বন্দিনী বলেছেন: সম্ভাবনাময় একটা আন্দোলনের অপমৃত্যু এভাবে তুলে ধরার জন্য লেখককে ধন্যবাদ ।
১৩ এবং ১৮ নং কমেন্টের রিপ্লাইয়ে লেখকের অত্যধিক ন্যাকামির জন্য
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! অনেক ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা।
২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: এত বড় গণজাগরণ অনুপাতে শাহবাগের প্রাপ্তি খুবই সামান্য এবং ধীরে ধীর বাতাসে মিলিয়ে যাচ্ছে। অবস্থাদৃষ্টে মনেহচ্ছে শাহবাগের রেশ নিয়ে ভবিষ্যতে মুভমেন্ট করার মত কোন বেইজ থাকছেনা।
কালকে কার ওয়ালে যেন ছবিটা দেখে হার্ড ড্রাইভে সেভ করে রাখছিলাম।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সঠিক বলেছেন। খুবই দূর্ভাগ্যজনক।
পড়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হা হা হা ...
হুউম ...
জানি !!!
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭
রাতুল_শাহ বলেছেন: লেখাটা দারুণ লাগলো।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ
আশা করি ভালো আছেন।
২৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০
পেন্সিল চোর বলেছেন: ১৩ তম ভালো লাগা
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল।
২৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখাটা দারুণ লাগলো! +++++++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার প্লাসটিও দারুন লাগলো।
২৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
স্বপনবাজ বলেছেন: অসাধারণ !
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ধন্যবাদ অভি।
প্রিয় চকলেট বয়
২৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
সজিব তৌহিদ বলেছেন: রসালো প্রেমের গল্প । পড়ে এই গভীর রাতে গভীর প্রেমময় রস অনুভব করলাম।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে বলেন কি!! রস আস্তে খরচ করেন ভাই।
তা শেষ লাইন পর্যন্ত কি পড়তে পেরেছিলেন??
নাকি আগেই রসাক্ত হয়েছেন??
২৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়।
৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
প্রিন্স হেক্টর বলেছেন: @সজিব তৌহিদ ভ্রাতা, পোষ্ট না পড়লেও অন্তত কয়েকটা কমেন্ট পড়া উচিৎ, শিরোনাম দেখে কমেন্ট দিলে পেট ব্যাথা হয়।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৩১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
এম হুসাইন বলেছেন: শিরোনাম দেখে তো আমি "থ"
তুমি এখন পড়ে আছো নির্জিব হয়ে। নির্লিপ্ত তোমার রঙ ফ্যাকাশে। তোমার সেই সব আদুরে, শিহরন জাগানো রং গুলো সব বিবর্ন হয়েছে। তুমি দিন দিন ফ্যাকাশে থেকে শুধু ফ্যাকাশেই হয়েছ।
+++++++
চমৎকার লেখনি ভাই।
শুভকামনা জানুন।
ভালো থাকুন।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। কেন থ কেন!!
আপনিও ভালো থাকবে, শুভেচ্ছা রইল।
৩২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
শ্রাবণ জল বলেছেন: ভাল লাগল, ভাইয়া।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। )
৩৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩
প্রিন্স হেক্টর বলেছেন: আমার পোষ্টেও এমনে অনেকে ধরা খায় । সাঈদির পোষ্টের কথা মনে আছে?
এমন অকেশনে ভালা মজাই লাগে
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ মনে আছে! মিয়া তুমি একটা জিনিস! হাহা সাঈদির পোষ্টে তো অনেকেই ধরা খাইছিল।
৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৫
আশিক মাসুম বলেছেন: মারছে আমারে , বুজতে পাইরা সাইলেন্ট থাকতে চাইছিলাম। হায়রে আমি আকার ইঙ্গিতে সারতে চাইছিলাম
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৩৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮
মাক্স বলেছেন: চমত্কার লিখেছেন!
ভালো লাগলো।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মাক্স।
৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩
s r jony বলেছেন: ঠান্ডা বাতাসও বইছে। এখন অপেক্ষা শুধু বর্ষনের
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
৩৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
সোহাগ সকাল বলেছেন: অনেক ভালো লিখেছেন।
শুভ কামনা।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ।
৩৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
একজন আরমান বলেছেন:
আমি জানতাম আপনি এমন কিছুই লিখবেন !
আপনার সেই লাফ দিয়ে চলে যাওয়াই আমার মনে হয়েছিল আপনি বিরক্ত আর দুঃখিত !
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমার পর্যবেক্ষন শক্তি ভালো।
ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা।
৩৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
বাংলার হাসান বলেছেন: হে আমার প্রিয় শাহবাগ, যখন তোমাকে দেখি তোমার শরীর জুড়ে ছড়ানো শুধু মৃত সব ফুলেদের পাপড়ি, যখন দেখি তোমার প্রানকেন্দ্রে হতাশ কোন এক যুবকের উদভ্রান্ত চাহুনী তখন আমার বড় কষ্ট হয়।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার তখন আপনার চেহারা মনে হয়।
ধন্যবাদ ভাই।
৪০| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: আহ! দারুন দিন আর কিছু নির্ঘুম রাতের কথা মনে করিয়ে দিলেন! ভাল লেগেছে লেখাটা।
সময় হলে এই গল্পটা দেখবেন ব্রিজরক্ষক
১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই। সেই দিন গুলো আসলেই দূর্দান্ত ছিল।
আপনার লিংকে যাচ্ছি।
ভালো থাকবেন। শুভেচ্ছা।
৪১| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
ডানাহীন বলেছেন: ভালোর চাইতেও বেশী কিছু .. দীর্ঘশ্বাস ফেলতেও লজ্জা এসে ঘিরে ধরে, ঘৃণায় বলতে ইচ্ছে করে আমিও কি তাদের মতো!
১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালোর চাইতেও বেশী কিছু .. দীর্ঘশ্বাস ফেলতেও লজ্জা এসে ঘিরে ধরে, ঘৃণায় বলতে ইচ্ছে করে আমিও কি তাদের মতো
- সহমত।
ধন্যবাদ।
৪২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ একটা গতিময় চাঞ্চল্য লেখাটিতে । মুগ্ধ পাঠ
১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।
হ্যাপি ব্লগিং।
৪৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: বিশাল একটা কমেন্ট দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, যান্ত্রিক চাঞ্চল্যের কারণে সেটি হারিয়ে গেছে। তাই কিঞ্চিৎ খোশ মেজাজে আছি
তবু, মানগত কারণে অর্থাৎ লেখা ভাল হওয়ায় এই লেখায় পুনরায় কমেন্ট করা কর্তব্য।
পোস্টে প্লাস।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসর সাহেব। আপনার ভালো লেগেছে শুনে আমি আনন্দিত বোধ করছি। খারাপ লাগছে, সেই বিশাল কমেন্টটি পড়তে পারলাম না বিধায়। শতভাগ মন খারাপ আমারও।
অনেক ভালো থাকবেন এবং শুভকামনা।
৪৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
তারছেড়া লিমন বলেছেন: আপনার সাথে আমিও সমব্যাথি।।।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ জানাব কিনা বুঝতে পারছি না।
পড়ার জন্য ধন্যবাদ।
৪৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
মাহমুদা সোনিয়া বলেছেন: শিরোনামটি চমৎকার। অন্য ব্যাকগ্রাউন্ডে এই নামে আবার লিখবেন।
লেখায় প্লাস।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আমার ব্লগে স্বাগতম।
৪৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
মামুন রশিদ বলেছেন: গল্পের প্রিয় মৃত নায়িকা নিয়ে আমারও অনুভূতি আপনার মতোই, তথৈবচ..
তবু স্বপ্ন দেখা ছাড়িনি । একদিন গল্পের ফিনিক্স পাখির মতোই আমার গল্পের প্রিয় মৃত নায়িকা ছাইভস্ম থেকে জেগে উঠবে । জেগে উঠবে সেই কমনীয়-রমনীয় রুপে দ্যুতি ছাড়িয়ে । আবার তাকে পরম আদরে বুকে পেতে নেব । আবার জেগে উঠবে মানুষ । মানুষের উপর বিশ্বাস হারানোটা পাপ ।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি হতাশ হইনা মামুন ভাই। শুধু কিছু কষ্ট আছে। আর কিছু না। বিশ্বাস রেখেই চলেছি। দেখা যাক, বিশ্বাসের উপর বিশ্বাস কতক্ষন থাকে।
৪৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯
জাকারিয়া মুবিন বলেছেন:
কয়েকদিন ব্লগে অনুপস্থিত ছিলাম। দেরিতে কমেন্টের জন্য স্যরি।
নায়িকা আবার মৃত্যুঘুম থেকে জাগ্রত হোক, এই প্রত্যাশা করছি।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুঃখিত হবার কোন কারন নেই মুবিন ভাই।
পড়েছেন আমি এতেই খুশি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
৪৮| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০
নীলপথিক বলেছেন: হাজারো প্রানের আকুতির, দীর্ঘশ্বাসের বহিঃপ্রকাশ ঘটলো আপনার লেখায়। ভালো লাগা রইলো।
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আসলে এটা একটা বড় হাহাকারেরই নাম আর কিছু না।
৪৯| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৭
জুন বলেছেন: তুমিও হয়ে গিয়েছ সেই সব কথা না রাখা প্রেমিকাদের মত। যারা ভালোবাসার দাবি দেখিয়ে ভালোবাসাই এড়িয়ে যায়।
সত্যি চমকে যাবার মত লেখা কাল্পনিক আর এ লাইনগুলো তো অসাধারণ।কিভাবে আমার চোখ এড়িয়ে ছিল এতদিন অবাক হয়ে ভাবছি আমি !!
+
১০ ই মে, ২০১৩ রাত ১০:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।! আপনি এত আগের একটা লেখা দেখেছেন এটা ভাবতেই আমার আনন্দ লাগছে।
আমি শাহবাগ দিয়ে যাই আর দেখি। কিছু বলার নেই। মানুষের সৎ আবেগ নিয়ে যারা খেললো, তাদের পরিনাম ভালো হবাই কথা না।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শিরোনাম ও প্রচ্ছদ দুটি বেশ চমৎকার হয়েছে।