নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

অদেখা ভূবন

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪





প্রিয় অদেখা ভুবন, তোমার জন্য অপেক্ষায় কেটেছে, আমার দীর্ঘ রাত, দীর্ঘ প্রহর। আমার কাছের সব পরিচিত মানুষগুলোকে তুমি নিয়েছ ডেকে তোমার ভূবনে। তারা পেয়েছে তোমার দেখা, তারা হয়েছে গর্বিত। তারা পেয়েছে সেই সাধ, যে সাধের জন্য মানুষ, আমৃত্যু লড়াই করতে পারে , যেই সাধের জন্য মানুষ আজীবন তপস্যা করতে পারে। আকুন্ঠ পিপার্সাত মানুষ পিপাসা মেটানোর জন্য বল কত কিছুই না করে, তেমনি করে আমিও তোমাকে দেখব বলে অপেক্ষা করছি। অপেক্ষা শেষের অপেক্ষায় ক্লান্ত আমি তোমাকে বানিয়েছি কোন এক কল্পিত ভূবনে।



অপেক্ষাগ্রস্ত এই আমি, নিজেকে শুনিয়েছি কত শত সান্তনার বানী। ঠান্ডা এলোমেলো বাতাসে যখন তোমার ভূবনের কোন এক তরুনীর এলোকেশ সাগরের ঢেউয়ের মত ফুঁসে উঠে, যখন সেই তরুনীর হাসির সুনামী আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে, যখন ফুটপাতে একা হাঁটতে থাকা এই আমার, চারপাশে উড়তে থাকে গাছের ঝরে পরা পাতারা, তখন মৃদ্যু হেসে আমি নিজেকেই সান্তনা দিয়ে বলি, ‘আমি একাই পৃথিবী’।



হ্যাঁ, আমি একাই পৃথিবী। আমার বেঁচে থাকা, আমার স্বার্থপরতা, আমার হিংসা, আমার ব্যর্থতা, নিজেকে নিজে ধ্বংস করার অপচেষ্টা সবই আমারই জন্য। হ্যাঁ, তুমি আমার পৃথিবী থেকে সযত্নে চুরি করেছ বেঁচে থাকার সবচেয়ে বড় উপাদান, আমার একমাত্র অক্সিজেনের উৎসস্থল, ‘ভালোবাসা’। আর তাই তো অক্সিজেনহীন আমার পৃথিবীর আকাশ নীল নয়, ধুষর সাদা। আমার পৃথিবীর সকাল আর গোধুলিটা তোমার ভূবনের মত রঙ্গিন হয় না। এখানে রং নিয়ে হয় না নানা রঙের খেলা। এখানে রং দিয়ে খেলা আজীবন নিষিদ্ধ। এখানে শুধু সাদা আর কালোদেরই রাজত্ব। আমার পৃথিবীর সমুদ্রের পানিগুলো নীলাভ সবুজ নয় বরং কালচে ধুসর। আমি সেই কালচে ধুসর রঙের সমুদ্রের তীরে দাঁড়িয়ে সকাল দেখি, বিকেল দেখি, আর দেখি গোধুলী। তবে হ্যাঁ, আমার পৃথিবীতে নিয়মিত বৃষ্টি হয়, আমি সেই বৃষ্টিতে ভিজি আর অপেক্ষা করি রংধনুর। অপেক্ষা শেষ হয়, রংধনুও উঠে, তবে তা তোমার পৃথিবীর রংধনুর মত বেনীআসহকলা নয় শুধুই সাদাকালোর গ্রেস্কেল।



আমার প্রিয় ভালোবাসার অদেখা ভুবন, আমার চির অপেক্ষার শেষ দেখতে চাই আমি। আমি কথা দিচ্ছি, আমি গর্বিত হব না, কথা দিচ্ছি, আমি অহংকারী হব না, কথা দিচ্ছি, আমি তপস্যা ভাঙ্গব না। কথা দিচ্ছি আমি শুধু কৃষকই হব। তোমার হৃদয়ের মাঠে হবে শুধু আমার ভালোবাসার চাষাবাদ। শুধু ছোট্ট একটা জমি চাই তোমার সেই বিশাল ভূবনে। আমি হব তোমার প্রিয় পরিব্রাজক। অনেকটা ইবনে বতুতার মত, ঘুরে ঘুরে আবিষ্কার করব তোমার ভূবনের রহস্য। কথা দিচ্ছি, সব রহস্য তোমারই থাকবে, আমি হব না শার্লকহোমসের মত রহস্যভেদী। দিনশেষে শুধু বলব, ‘ভূবন ভ্রমিয়া শেষে, আমি এসেছি নতুন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ওগো বিদেশিনী’





** লাস্ট পোষ্টটা পড়ে অনেকেই বলেছিলেন, কিছুটা ভিন্নভাবে প্রেক্ষাপটে লেখার জন্য। তাই এই চেষ্টা।

মন্তব্য ৮৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

একজন আরমান বলেছেন:
‘আমি একাই পৃথিবী’

আমার প্রিয় ভালোবাসার অদেখা ভুবন, আমার চির অপেক্ষার শেষ দেখতে চাই আমি। আমি কথা দিচ্ছি, আমি গর্বিত হব না, কথা দিচ্ছি, আমি অহংকারী হব না, কথা দিচ্ছি, আমি তপস্যা ভাঙ্গব না। কথা দিচ্ছি আমি শুধু কৃষকই হব। তোমার হৃদয়ের মাঠে হবে শুধু আমার ভালোবাসার চাষাবাদ। শুধু ছোট্ট একটা জমি চাই তোমার সেই বিশাল ভূবনে

লাইনগুলো চুরি করলাম। কারো জন্য রেখে দিলাম। :)

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! সুন্দর! কাজে লাগলানোর জন্যই তো এই লাইন। :) ;)

সুন্দর ভাবে কাজে লাগিয়ে ফেল। :) :)

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

রাইসুল সাগর বলেছেন: চমৎকার লিখা। ++। ভালোলাগা এবং শুভকামনা সব সময়ের জন্য।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধনবাদ সাগর ভাই। ভালো থাকবেন। :)

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

মাহতাব সমুদ্র বলেছেন: ভাই ফডু ডা আপনার এইডা শিঊর। আর লেখার প্রতিটা লাইন আমার দেখা ভুবনকে দিতে পারলে ভালো লাগতো।।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহা। এডি কি কন! ফডোটা আমারই। ;) ;)

ঠিক আছে, নিয়ে নিন, পাঠিয়ে দিন তাকে। :)

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।

শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :) :)

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার পৃথিবীতে নিয়মিত বৃষ্টি হয়, আমি সেই বৃষ্টিতে ভিজি আর অপেক্ষা করি রংধনুর। অপেক্ষা শেষ হয়, রংধনুও উঠে, তবে তা তোমার পৃথিবীর রংধনুর মত বেনীআসহকলা নয় শুধুই সাদাকালোর গ্রেস্কেল।

কাউকে প্রেম নিবেদন করার জন্য যথেষ্ট।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! আফসোস। কাকে করি বলেন!! :) :)

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: লেখায় বানান কোন সমস্যা নয়, কিন্তু ভাল একটা লেখা বানানের দিক থেকে নিখুঁত হলে পাঠক একটু চোখের শান্তি পায়।

তাই সামান্য আবেদন, 'স্বাধ', 'ধুষর' বানানগুলো ঠিক করা হোক।

আর হ্যাঁ, লেখা বরাবরের মতই, ভাল।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিক বলেছেন। আমি আপনার সাথে শতভাগ একমত। ব্যক্তিগত ভাবে বানান ভূল আমার কাছে খুবই খারাপ লাগে। নিজের মনের শান্তির জন্য নির্ভুল বানানের অনেক প্রয়োজন আছে।

আপনার আবেদন সাথে সাথে পূর্ন করা হলো। আমি ঠিক করে নিয়েছি।
অনেক ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

একজন আরমান বলেছেন:
আচ্ছা।
কিন্তু এতো অনুরোধ কিভাবে মানুষ ফেলে দেয় তাও বুঝিনা।
স্কুলের এসিস্ট্যান্ট হেডমাস্টারের কাছে টিফিন পিরিয়ডের পর ছুটি চেয়ে আবেদন করলে কখনো আমাকে ফিরায়ে দিতো না। আর এখন ভালোবাসা চাইতেছি তা এইভাবে ফিরায়ে দিচ্ছে !

মেয়ে তুমি আমার স্কুলের এসিস্ট্যান্ট হেডমাস্টারের থেকেও খারাপ !

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাহাকে চাকুরী থেকে বরখাস্ত করা হোক।!!!

ধন্যবাদ। :)

৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
কেন কোন মৎস্য কন্যা নাই নাকি :P

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানে!! ঠিক বুঝলাম না।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

রহস্যময়ী কন্যা বলেছেন: ঠান্ডা এলোমেলো বাতাসে যখন তোমার ভূবনের কোন এক তরুনীর এলোকেশ সাগরের ঢেউয়ের মত ফুঁসে উঠে, যখন সেই তরুনীর হাসির সুনামী আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে, যখন ফুটপাতে একা হাঁটতে থাকা এই আমার, চারপাশে উড়তে থাকে গাছের ঝরে পরা পাতারা, তখন মৃদ্যু হেসে আমি নিজেকেই সান্তনা দিয়ে বলি, ‘আমি একাই পৃথিবী’।

+++++++ দিলাম কল্প..... :)

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ :) :)

১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

শিপন মোল্লা বলেছেন: আহ খুব হিংসা হচ্ছে। আমিও বিয়ে করলাম আর ফেসবুক ও ব্লগে প্রেম উড়ছে। আগে যদি যানতাম দুই চারটা প্রেম আমিও করতাম বিয়ে কি তাহলে সহজে করতাম। ঠিকই আছে প্রেমে যতো মজা আনন্দ বিয়েতে ততোই একগিয়েমি শুধু একটা নিয়ে পরে থাকা।

আমার পৃথিবীতে নিয়মিত বৃষ্টি হয়, আমি সেই বৃষ্টিতে ভিজি আর অপেক্ষা করি রংধনুর। অপেক্ষা শেষ হয়, রংধনুও উঠে, তবে তা তোমার পৃথিবীর রংধনুর মত বেনীআসহকলা নয় শুধুই সাদাকালোর গ্রেস্কেল।

এরকম সাহিত্য যাদের ভিতর থাকে তাদের আর যাইহোক প্রেমিকার যে অভাব নেই আমি হলফ করে বলে দিতে পারি।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। এটা কি বললেন?!!! প্রেমিকার অভাব নেই!!! হাহা
অনেক মজা পেলাম ভাই। :) বিয়ে করলে কি প্রেম শেষ হয় নাকি? আপনি তো মিয়া ঐ ভুবনের লোক! তবে কইলাম লক্ষন ভালো না। আপনার কথার মধ্যে আমি রবি ঠাকুরের কবিতার মিল পাচ্ছি, ' এই জগতে হায়, সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি .........।

এমন হইলে তো বিপদ। ;) ;)

১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

পেন্সিল চোর বলেছেন: লেখায় ৪র্থ ভালো লাগা রইলো...
++++++++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

শায়মা বলেছেন: বিদেশিনী!!!


এখন আবার বিদেশিনী!!!!!!!!!!!!!

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। আপু অদেখা ভুবনে যে থাকে সেই তো আমার কাছে বিদেশিনী।!!!! ;) ;) :)

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

এরিস বলেছেন: কোন মন্তব্য হবেনা। প্রিয়তে নেয়ার অপশন পাওয়া যাচ্ছেনা, তাই X(

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি? বলেন নি! মনে হয় পেজ লোড হতে সময় লাগছিল। :(

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আহাঃ!!!!

তখন মৃদ্যু হেসে আমি নিজেকেই সান্তনা দিয়ে বলি, ‘আমি একাই পৃথিবী’।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :) :) না না। নিজেকে দ্রুত একা পৃথিবী ভাবা বাদ দিন। :)

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

স্বপনবাজ বলেছেন: লিখা এবং ছবি দুটা তেই ++

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

মামুন রশিদ বলেছেন: মনে হলো কবিতা পড়ছি ।


ভালোলাগা+++++

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। :)
আশা করি ভালো আছেন। :)

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

শ্রাবণ জল বলেছেন: ভাই, সুন্দর লিখেছেন।
ভাল লাগা জানবেন।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভ কামনা। :)

১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

বোকামন বলেছেন:




অদেখা ভালোলাগা ...
সবকিছুই দেখা যায়না !

রংধনুর জন্য অপেক্ষায় আছি ....

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও :)

১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

মহাজাগতিক পাগল বলেছেন: কাল্পনিক ভুবন - লেখা পড়ে আপ্লূত 8-|

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :) :)

২০| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

'আমি একাই পৃথিবী’

আমার একলা পৃথিবী!!! :(


ভালোলাগা।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ এবং পাঠে কৃতজ্ঞতা।

২১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১০

বাংলার হাসান বলেছেন: লেখাটা যতটুক ভাল লাগছে তার চেয়ে বেশি ভাল লাগছে ছবিটা।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধনবাদ হাসান ভাই। :)

২২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহ, সেই অদেখা ভুবন !!

ভাল্লাগলো।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন। :)

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৫

বাংলাদেশী দালাল বলেছেন:

কান্ডারী কি আপনারে মৎস জীবী ভাবছে নাকি?
এর বিচার চাই।

আফসোস আমার আর কামে লাগব না।
কিন্তু ভাল লাগা থেমে নেই।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, উনি কুবের মাঝি কিনা, তাই উনার সবাইকে মৎসজীবি মনে হয়। তিনি জাল দিয়ে নয়, তিনি মন দিয়ে কপিলা ধরেন। ;) ;)


অনেক ধন্যবাদ। :)

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

রাতুল_শাহ বলেছেন: ভাই বিদেশিনীর কাছে জল খাবার পেয়েছেন না বিদেশিনীর দ্বারে দাঁড়িয়ে আছেন?

যাহোক সুন্দর লেখা

পড়লেই অন্যরকম অনুভূতি আসে।
:)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিদেশিনী সবই দিয়েছেন। :) বিদেশিনী বড়ই অতিথিপরায়ন। :)

পাঠে কৃতজ্ঞতা। :) :)

২৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

রাতুল_শাহ বলেছেন: :)

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ;) :)

২৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

ৎঁৎঁৎঁ বলেছেন: আমি হব তোমার প্রিয় পরিব্রাজক। অনেকটা ইবনে বতুতার মত, ঘুরে ঘুরে আবিষ্কার করব তোমার ভূবনের রহস্য। কথা দিচ্ছি, সব রহস্য তোমারই থাকবে, আমি হব না শার্লকহোমসের মত রহস্যভেদী।

সুন্দর!!!

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ৎঁৎঁৎঁ। কেন যেন এই ৎঁৎঁৎঁ দেখলে আমার বেশ মজা লাগে। :) :)

ভালো থাকবেন। শুভ কামনা।

২৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

ভিয়েনাস বলেছেন: আমার পৃথিবীতে নিয়মিত বৃষ্টি হয়, আমি সেই বৃষ্টিতে ভিজি আর অপেক্ষা করি রংধনুর। অপেক্ষা শেষ হয়, রংধনুও উঠে, তবে তা তোমার পৃথিবীর রংধনুর মত বেনীআসহকলা নয় শুধুই সাদাকালোর গ্রেস্কেল। ...... যা অদেখা তার সবটুকুই হয়তো সুন্দর।

চমৎকার করে লিখেছেন।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস। আপনার মন্তব্য পেলে ভালো লাগে।
ভালো থাকবেন। শুভেচ্ছা। :)

২৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

হাসান মাহবুব বলেছেন: উথালপাথাল একটা লেখা। খুব ভালো লাগলো।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই। আপনার মন্তব্য পেলে আমি সাহস পাই লেখার। অনেক ধন্যবাদ সব সময় অনুপ্রেরনা দেয়ার জন্য। :)
ভালো থাকুন প্রিয় ব্লগার। :)

২৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

বৃতি বলেছেন: অদেখা ভুবন নিয়ে অনেক রোম্যান্টিক একটি লেখা । বেশ ভাল লাগলো । আপনার লেখাও বেশ প্রানবন্ত ।
কিন্তু Seeing is believing, তাই না?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও আমার ব্লগে স্বাগতম। :)

হ্যাঁ, যা আমরা দেখি, সেটাই বিশ্বাস করি। অনেক সময় যা দেখা যায় না, তার অস্তিত্ব স্বীকার করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। :) একটা পূর্নতা আছে। ঐ পূর্নতার লোভেই অনেকে অদেখা ভূবন খোঁজে। :)


৩০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

সুপান্থ সুরাহী বলেছেন:
কথা দিচ্ছি আমি শুধু কৃষকই হব। তোমার হৃদয়ের মাঠে হবে শুধু আমার ভালোবাসার চাষাবাদ।

অসাম!!!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

৩১| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

গৃহ বন্দিনী বলেছেন: :|| :|| :|| :|| :|| :|| :|| :||

কিছু বুঝি নাই ।

লেখকের কষ্টের প্রতিদানসরূপ ১৪ নম্বর প্লাসটা দিয়া গেলাম :P :P

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না বুঝে প্লাস দেয়ার অভ্যাস ত্যাগ করাই ভালো। :)

মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভকামনা। :)

৩২| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

জুন বলেছেন: চাষী হতে চেয়েছেন ভালো কথা :) শার্লক হোমস হতে চেয়েছেন ভালো কথা :) কিন্ত আমি হব তোমার প্রিয় পরিব্রাজক। অনেকটা ইবনে বতুতার মত, এটা কেমন কথা কালপনিক :-*
সুন্দর এক এলোমেলো বাট অর্থপূর্ণ লেখায় :)
+

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা জুনাপু!!!!! আসলে সেই অদেখা ভূবনে কত সৌন্দর্য লুকিয়ে আছে, আমি সেগুলো দেখতে চাই আর কি। হা হা হাহা

অনেক মজা পাইছি আপু!!! =p~ =p~ =p~

৩৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। ঘোর লাগা লেখা। আমার খুব ভালো লেগেছে। :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আমি অনেক ঘোরের মধ্যেই লিখেছি। :)

৩৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

আরমিন বলেছেন: চমৎকার কাল্পনিক! লেখা এবং প্রচ্ছদ দুটোই!

১৭তম ভালোলাগা!

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। :) আশা করি ভালো আছেন। :)

৩৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভাললাগার মত বাক্য দিয়ে ঘেরা পোস্ট। ভাল না লেগে উপায় আছে? ভাল থাকুন অনেক। লিখতে থাকুন।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ নাজিম ভাই। :)

শুভেচ্ছা নিরন্তন :) শুভ দুপুর। :)

৩৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

মেহেরুন বলেছেন: অসাধারন ++++++

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

৩৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখা ভিন্যধরনেরই হইছে ।

বিদেশীনি কিডা ভাই ?

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ পাইলট ভাই। :)
আপনি পড়লে আমার ভালো লাগে। :)

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

এম হুসাইন বলেছেন: ভালোবাসার অদেখা ভুবন আপনার কাছে ধরা দিন তার নান্দনিক কোমলতার স্পর্শ নিয়ে; অপবাদ, অপরাধ কিংবা প্রতিশোধ নয়, জয় হোক ভালোবাসার।

লেখা ভালো লাগলো।

+++

শুভেচ্ছা নিন, ভালো থাকুন, নিরন্তর।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা রইল।

৩৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

ফারজানা শিরিন বলেছেন: আহ ভালোবাসা !!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই, আশা করি অদেখা ভুবনের সাথে দেখা হলে এই ভাবেই বলবেন, আহ! ভালোবাসা!! :)

অনেক শুভেচ্ছা এবং শুভ রাত্রি। :)

৪০| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: তোমার হৃদয়ের মাঠে হবে শুধু আমার ভালোবাসার চাষাবাদ। শুধু ছোট্ট একটা জমি চাই তোমার সেই বিশাল ভূবনে। আমি হব তোমার প্রিয় পরিব্রাজক। অনেকটা ইবনে বতুতার মত, ঘুরে ঘুরে আবিষ্কার করব তোমার ভূবনের রহস্য। কথা দিচ্ছি, সব রহস্য তোমারই থাকবে, আমি হব না শার্লকহোমসের মত রহস্যভেদী।

অসাধারণ এক কাল্পনিক ভালবাসা দেখলাম এক অদেখা ভুবনে।

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :)

ভালো থাকা হোক নিরন্তন। :)

৪১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

ভাল্লাগসে।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই। :)

৪২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

টুনটুনি সুখি বলেছেন: হায় আল্লাহ , এত চমৎকার লেখা আর আমি কিনা মিস করছিলাম

+++++++

:) :)

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.