নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ আজ তুমি কোথাও যাবে না।

১২ ই মে, ২০১৩ রাত ১:২৭

অনেক্ষন থেকেই বাসের জন্য অপেক্ষা করছি। দুই তিনটা বাস এলো, চেষ্টা করেও উঠতে পারলাম না। ইদানিং হরতালের আগের দিন বিকেল থেকেই বাস চলাচল সীমিত হয়ে যায় এবং প্রতিটি হরতালের আগের দিন হয়ে উঠে সিএনজি ড্রাইভারদের জন্য আনন্দময় ঈদের দিন। ফলে আমার মত সাধারন মানুষের জন্য সেদিন সিএনজি নিষিদ্ধ এবং যাতায়াতের একমাত্র উপায় লোকাল বাস।



যাই হোক, একটা বাস আসল, মোটামুটি খালিই বলতে গেলে। সবাই ভেতরে ঢুকে যাওয়ার পর দরজার সামনেই দাঁড়ালাম। হেলপার প্রথমে রাজি হলো না। কিন্তু দুইটাকা ভাড়া বেশি দিব বলায় কোন সমস্যা হলো না। ভিতরে দাঁড়িয়ে সেদ্ধ হবার চাইতে, দরজায় দাঁড়ানো অনেক আরামের। মুফতে কিছুটা হাওয়া খাওয়া যায়। যারা লোকাল বাসে নিয়মিত উঠেন বিশেষ করে ৩ নাম্বার বাসে তারা জানেন, ব্যাপারটার শানে নজুল কি। বাস চলতে শুরু করায়, আরো খানিকটা বাতাসের লোভে মাথা বের করে দাঁড়ালাম। হঠাৎ দেখি, সামনের সংরক্ষিত লেডিস সীটের পাশের জানালা দিয়ে এক গোছা চুল বের হয়ে বাতাসে উড়ছে। আমি তো খুবই অবাক। খুব ইচ্ছে হলো, দেখি তো চেয়ে, কে এই কেশবতী ললনা?



মাথা ভেতরে নিয়ে সীটের দিকে তাকাতেই মেয়েটির সাথে চোখাচোখি হল। কিছুটা চমকে উঠলাম। এমন তীব্র চোখের চাহুনী বহুকাল আমি দেখিনি। কেমন যেন একটা অদ্ভুত আর্কষন আছে চোখ দুটোর। শুধু চেয়েই থাকতে ইচ্ছে করে। চোখের ভূলে পরনারীর দিকে একনজরে তাকানো হয়ত অনেকটাই সিদ্ধ, কিন্তু আমি কোন মতের তোয়াক্কা না করে, পূর্ন নজরেই বার বার মেয়েটিকে দেখছি। মেয়েটির চোখের সাথে আমার এক মাত্র দূরত্ব হলো, বাসের সেই শীর্ন, মোচড়ানো, ট্যাব খাওয়া ক্ষীন দরজা। আমার মনে হচ্ছিল, পৃথিবীর যাবতীয় সৌন্দর্য এই শীর্ন, মোচড়ানো, ট্যাব খাওয়া ক্ষীন দরজার ওপাশে লুকিয়ে আছে। চারিদিক হঠাৎ করে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগল। ইমেজ এডিটিং সফটওয়্যারের মাধ্যমে যেমন করে, একটি নির্দিষ্ট মুখের বাইরে বাকি সব কিছুকে গ্লসিয়ান ব্লার করে ফেলা যায়, তেমনি মনে হলো, মেয়েটির মুখ ছাড়া বাকি বাসের সবাই ব্লার হয়ে গিয়েছে। আমি টের পাচ্ছি প্রবল গতিতে বাস ছুটছে। গ্লসিয়ান ব্লার ক্রমশ হয়ে যাচ্ছে মোশন ব্লারে। নাহ! মানতেই হল দীর্ঘদিন এত সৌন্দর্যের মুখোমুখি আমি হইনি।



হঠাৎ ড্রাইভারের খিস্তি খেউড়ে আমি সম্বিত ফিরে পেলাম। এক রিকশাওয়ালা সাইড দিচ্ছিল না। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে ঐ রিকশাওলার চৌদ্দগুষ্টি উদ্ধার করছিল। প্রচন্ড মেজাজ খারাপ হলো। একটা মেয়ের সামনে কি কেউ এইভাবে গালিগালাজ করে? আবারও দরজার আড়াল থেকে মেয়েটির দিকে তাকালাম। মেয়েটি নির্বিকার। বুঝাই যাচ্ছে, এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে সে অভ্যস্ত। এই প্রথম ভালো করে আবার তাকালাম মেয়েটির দিকে। বাসের অল্প পাওয়ারের বাতির মিটমিটে আলো এসে পড়ছে মেয়েটার মুখে। বেশ সাধারন একটা মেয়ে। হতে পরে কোন সরকারী অফিসে টাইপিস্টের কাজ করে কিংবা কোন ফ্যাশন হাউজের সেলস গার্ল। বয়স তেইস কি চব্বিশ, হাল্কা পাতলা গড়ন। সাদা রং এর একটা কামিজ পড়া। কলেজের মেয়েরা যেভাবে ওড়না পড়ে, অনেকটা সেইভাবে ওড়না পড়েছে। নাকের ডগায় হালকা ঘামের চিহ্ন। বুঝাই যাচ্ছে, কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরে যাচ্ছে।



প্রায় প্রসাধনবিহীন শ্যামলা রঙ্গের এই মেয়েটিকে দেখে মনে হলো, মেয়েদের আসল সৌন্দর্য তাদের শ্যামলা বর্ণে, গৌর বর্ণে নয়। প্রসাধন বলতে দুচোখের কাজল। উফ! কি অসহ্য একটি ব্যাপার। সব কিছু বলে, ব্যখ্যা করে বুঝাতে নেই। এতে কল্পনা শক্তির মৃত্যু হয়। আমি ব্যাখ্যা করে বুঝাতে চাই না। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, আমি হয়ত ব্যাখ্যা করে বুঝাতে অপারগ।



আমি আবার দরজা দিয়ে বাইরে তাকালাম। বাস ছুটে চলেছে তীব্র গতিতে। হু হু করে বাতাস আসছে। আমি অজানা কোন কারনে ঘামছি।মাথায় যে অল্প কিছু চুল অবশিষ্ট আছে, তাও প্রবল বাতাসে এলোমেলো।

আমি হাত দিয়ে দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছি। যেখানে হাত বাড়ালেই অমোঘ সুন্দরের ছোঁয়া, সেখানে নিজের হাত দিয়ে বাসের দরজার নোংরা হাতল আঁকড়ে ধরে থাকাটা একটা নির্মম বাস্তবতাও বটে।



ক্ষনে ক্ষনে বিজলী চমকাচ্ছে। মাঝে মাঝেই চলতি বাসে অপেক্ষাকৃত ঠান্ডা বাতাসের ছোঁয়া। খুব ইচ্ছে করছিল, হাত বাড়িয়ে বাতাসে উড়ন্ত চুলের খানিকটা স্পর্শ পাই কিংবা স্পর্শ করি তার দুটি হাত কিংবা নিই তার চুলের গন্ধ। মাঝে মাঝে অবাস্তব কিছু চিন্তা করার মাঝেও আনন্দ আছে।



-মামা, নামেন নামেন ফার্মগেট আইসা গেল তো।



হেলপারের তাড়ায় বাস্তবে ফিরে আসি। বাস থেকে নেমে পড়ি আমি। অনেক যাত্রী নেমে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে বাস। আবার নতুন যাত্রী উঠছে, ভর্তি হয়ে যাচ্ছে বাস। আচ্ছা মেয়েটা কি এখানে নামবে না??



'মতিঝিল, মতিঝিল, যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি,'- হেলপারের তীব্র ডাকাডাকি চরম শব্দ দূষনের প্রতিরুপ।



চলতে শুরু করেছে বাসটি। এক্ষুনি চলে যাবে শহরের অন্য কোন মাথায়। হঠাৎ প্রচন্ড ঝড়ো বাতাশ শুরু হল, চারিদিকে নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের ছোটাছুটি।





আমি নিরাপদ আশ্রয়ের জন্য বাসটিকেই বেছে নিলাম। আবারও দৌড়ে উঠলাম বাসে। এবার সামনের দিকে সীটেই বসেছি। আবার তাকালাম মেয়েটির দিকে। আমার দিকে চোখ পড়ল মেয়েটির, মুখে ফুটে উঠল হালকা হাসির রেখা। হ্যাঁ, দীর্ঘ দিন পর, আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি।

মন্তব্য ১৪৭ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ১:৩০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: প্রথম কমেন্ট করার মজাই আলাদা।
পড়তে গেলাম।

১২ ই মে, ২০১৩ রাত ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা, না পইড়াই আগে কমেন্ট করে রে!!!!!!
দেশী আফনে আসলেই আমার দেশি!! ;) :)

২| ১২ ই মে, ২০১৩ রাত ১:৩৭

তামিম ইবনে আমান বলেছেন: আজ জাদিদ ভাই কোথাও যাবে না ;)

১২ ই মে, ২০১৩ রাত ১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা। সেটাই। কোথাও যাব না। ;)

৩| ১২ ই মে, ২০১৩ রাত ১:৩৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আহাঃ পুরাই লুলুময় পোস্ট। মেয়ের যে বর্ণনা দিছেন আমি পুরাই ফিদা। ছবি টবি দুই একটা তুলতে পারেন নাই?? :P

শেষে আবার ফার্মগেট ফিরলেন কিভাবে?? না মেয়েটিকে নিয়েই :-B :-B ;)

১২ ই মে, ২০১৩ রাত ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি কেমনে জানেন, আমি কই আছি এখন?? ;) ;)

৪| ১২ ই মে, ২০১৩ রাত ১:৩৯

রহস্যময়ী কন্যা বলেছেন: হ্যাঁ, দীর্ঘ দিন পর, আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি।
আহেম আহেম.......ঘটনাটা কি?? ;) ;) B:-)
লেখা ভালো হয়েছে অনেক :)

১২ ই মে, ২০১৩ রাত ১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। এটা আসলে ভালো লেখা কিনা জানি না। মোটামুটি এমন একটা ঘটনা ঘটেছিল। সেটার প্রেক্ষিতেই লেখা। :) :)

৫| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্প.। ;) :P

১২ ই মে, ২০১৩ রাত ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, জীবনের সকল গল্পই তো বাস্তব। :) :)

৬| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪৩

সানড্যান্স বলেছেন: কাজল দেয়া চোখ গুলো খুব অসহ্য লাগে কেন? আমারো লাগে, কিন্তু কেন লাগে?

১২ ই মে, ২০১৩ রাত ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি জানি!!!! অদ্ভুত একটা ব্যাপার। !!!

৭| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪৩

রহস্যময়ী কন্যা বলেছেন: ঘটনা তাহলে সত্যিই ঘটে গেছে?? পার্টি পার্টি পার্টি চাই !:#P !:#P !:#P

১২ ই মে, ২০১৩ রাত ১:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সারা দিন তো খালি এই জিনিস নিয়াই আছো না?? নিজের ঘটনার মেজবান দাও, তারপর অন্য কথা।

৮| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪৭

রহস্যময়ী কন্যা বলেছেন: আমারটা আগে তো ঘটুক।অবশ্যই দিমু। :)
এখন তোমার পালা ;)

১২ ই মে, ২০১৩ রাত ১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। ঠিক আছে।

৯| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: নিক এর সাথে কাহিনীর মিল পেলাম .........।।
লেখা ভাল লেগেছে :)

১২ ই মে, ২০১৩ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। দিলেন তো খোঁচাটা।!!! লেখা ভালো লাগার জন্য ধন্যবাদ। :) :)

১০| ১২ ই মে, ২০১৩ রাত ১:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কৃষ্ণ করলে লীলা , আর আমরা করলেই দোষ । X( X(

লুলামিতো কেউ ই কম করেন না দোষ হয় শুধু আরমান ভাইয়ের /:) /:)


পোস্টের শিরোনাম কেন আরো একজন ব্লগারের নামে হলো জাতি সেটা জানতে চায় ?? ;) ;) ;) ;)

১২ ই মে, ২০১৩ রাত ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমারা যে এখনও আন্ডার এজ তা আবার প্রমানিত হইল! ;) ;)

এখানে তো লুলামীর কিছু নাই।! ইহা একটি নিখাদ প্রেমের গল্প। প্রেমের গল্প একটু আধটু লুলামী না থাকলে জমে না। :) :)

যে ব্লগারের নামের সাথে মিলে গিয়েছে, সেটা একটি কাকতালীয় ব্যাপার। :) :) গল্পের লেখক দায় স্বীকার করছে না। গল্পটাই এমন নাম সাজেশন দিয়েছে। :) :)

১১| ১২ ই মে, ২০১৩ রাত ১:৫১

বাংলাদেশী দালাল বলেছেন:
"মেয়েদের আসল সৌন্দর্য তাদের শ্যামলা বর্ণে, গৌর বর্ণে নয়।"

একদম সত্য কথা।

আপনের চুলের কথা শুইনা নিজের চান্দি হাতাইলাম। :((

একটা প্রশ্ন কয় নাম্বার ভালো লাগা?

১২ ই মে, ২০১৩ রাত ১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত। ভালো লাগার কি আর কোন নাম্বার আছে?? ;) :)

আজকে বিকেলে কিছুটা এমন ঘটনা ঘটেছিল, সেটার একটা গল্প রুপ দিলাম আর কি। :)

১২| ১২ ই মে, ২০১৩ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
একটি নির্দিষ্ট মুখের বাইরে বাকি সব কিছুকে গ্লসিয়ান ব্লার করে ফেলা যায়, তেমনি মনে হলো, মেয়েটির মুখ ছাড়া বাকি বাসের সবাই ব্লার হয়ে গিয়েছে।

বর্ণনা টা ভালো লাগলো।

আর একটা অণু-কাব্য মনে এলো শেষটা পড়ে-

তোমার চোখে কাজল,
আমি তো পাগল !
;)

১২ ই মে, ২০১৩ রাত ১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহা! সুন্দর অনু কাব্য! :) :)

ধন্যবাদ আরমান। :)

১৩| ১২ ই মে, ২০১৩ রাত ১:৫৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: :)

১২ ই মে, ২০১৩ রাত ২:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :) :)

১৪| ১২ ই মে, ২০১৩ রাত ২:০১

শিপন মোল্লা বলেছেন: প্রেমে পরছেন।
অবশ্যই শু খবর
মিষ্টি খাওয়ান।



চমৎকার লিখছেন ভাই। খুব ভাল লাগছে।
+++++

১২ ই মে, ২০১৩ রাত ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আরো ভালো লাগছে, আপনাকে অনেকদিন পর কোন রাজনৈতিক পোষ্টের বদলে হালকা টাইপ পোষ্টে কমেন্ট করতে দেখে।

সময় আসুক। মিস্টি অবশ্যই খাওয়াব।

১৫| ১২ ই মে, ২০১৩ রাত ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আহারে কত প্রেম করেরে :!> :!> :!>

১২ ই মে, ২০১৩ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবই আপনাদের বিশেষ করে আপনার দোয়া ভাই গো।
অধমের কদম বুচি নেন। ( খুব শ্রদ্ধা মাখা ইমো হবে )

১৬| ১২ ই মে, ২০১৩ রাত ২:০৯

নিয়েল হিমু বলেছেন:
এই পথের বল শেষ কোথায়
বলবে কি আমায় ?
পাশা পাশি এই ছুটে চলা
মুখে নেই ভাষা.....

অভিজ্ঞতার গল্পটা হৃদয় ভাইয়েই এই গানটা মনে করিয়ে দিল । ভাল লাগল এবং আবার বাসে উঠে পরার কারনে ++

১২ ই মে, ২০১৩ রাত ২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ হিমু। তখন গল্পের নায়কের কাছে, সেটাই সবচাইতে নিরাপদ আশ্রয় ছিল। :) তাই বাসে না উঠে যাবে কই?

১৭| ১২ ই মে, ২০১৩ রাত ২:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: এতসব হতাশার মাঝে একটু আধটু প্রেম খারাপ লাগে না। বরঞ্চ, বেশ লাগে। চলুক প্রেম, চলুক হৃদয়ে হৃদয়ে ঠোকাঠুকি, এবং রোমান্টিসিজম ঘরে ঘরে প্রত্যেক মানব মানবীর বুকে আনন্দময় হতাশা ও ব্যথা ছড়িয়ে দিক।

আর হ্যাঁ, বেশ প্রাণ জল করা বর্ণনা। ভাল লাগল।

১২ ই মে, ২০১৩ রাত ২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে! প্রফেশর সাহেব! আপনাকে আমার এই গল্পে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। :) আজকে সন্ধ্যায় অনেকটা এমন একটা ঘটনা ঘটেছিল। তার সাথে কিছু কল্পনার রং মিশিয়ে লেখা।

ঠিকই বলেছেন, মাঝে মাঝে প্রেম খারাপ না। মাঝে মাঝে প্রেম প্রেম বোধ নতুন আশার সৃষ্টি করে। :)

প্রান জল করা বর্ননার আমার লেখার মূল শক্তি। আমি অন্যদের মত এত ভালো লিখতে পারি না। :) :)

পড়ার জন্য অনেক ধন্যবাদ। :)

১৮| ১২ ই মে, ২০১৩ রাত ২:২৪

অনীনদিতা বলেছেন: ওফ অবশেষে বাংলা লিখতে পারলাম তাহলে ;)
কিন্তু কি লিখবো ভুলে গেছি । :(

এত প্রেম আসে কোনহানতন?
কম কম প্রেম করেন। :P

মেয়েটির মুখে হালকা হাসির রেখা। হ্যাঁ, দীর্ঘ দিন পর, আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি।
কয়দিন পর? ;)

১২ ই মে, ২০১৩ রাত ২:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক, আলহামদুলিল্লাহ! বাংলা লিখতে পেরেছেন।! :)

এত প্রেম যে কোথা থেকে আসে, সেটা আমি নিজেও বুঝি না। তবে যেহেতু নাম দিয়েছি, কাল্পনিক ভালোবাসা, তাই বুঝতে হবে যতদিন কল্পনা চলবে, ততদিন প্রেমের জার্নিও চলবে। :)

দীর্ঘদিন ঠিক মনে নেই। প্রেমহীন এক একটি দিনই তো এক একটি যুগের সমান। আমি কত যুগের কথা বলব বলেন??

১৯| ১২ ই মে, ২০১৩ সকাল ৮:৩১

কালোপরী বলেছেন: বাংলা একটা গান গাইতাম, কিন্তু মুড নাই

তাই টাইপ করতেসি ;)

প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে

=p~ =p~ =p~

১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা, আহা! গানটা গাইলেই ভালো হতো। :) :)

২০| ১২ ই মে, ২০১৩ সকাল ৯:৪৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: অসাধারন হইসে জাদিদ ভাই !! চমৎকার লেখনী !!

+++++++++++++++

১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ধলা ভাই। অনেক দিন পর আপনাকে পেলাম। আশা করি ভালো আছেন। :)

২১| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো হয়েছে!! খুব ভালো লেগেছে!!!! ++++++++++

১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। প্রথমে আমার গল্পের নাম ছিল, ' আজ আমি কোথাও যাব না' - কিন্তু আপনার নিকের সাথে মিলে যায় দেখে অনেকেই আবার ইনবক্স এ গিয়ে গুতাগুতি শুরু করছিল। তাই শান্তির জন্য চেঞ্জ করে দিসি। :) :)

২২| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আহা, প্রেমে পড়াপড়ি।
সাত সকালে রোমান্টিকতা পাঠ :)

১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই। প্রেমময় হোক সারাটি দিন। :)

২৩| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:১৭

আর.হক বলেছেন: আহরে কতদিন বাসে উঠি না। আবার বাসে উঠা শুরু করতে হইবেক তাইলে পেরেম পেরেম খেলা শুরু করা যাইবে

১২ ই মে, ২০১৩ দুপুর ১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না ভাই, প্রেমে পড়েন, কিন্তু প্রেম প্রেম খেলা ভালো না। এই খেলায় অনেক মানুষ চিরতরে মানসিক ভাবে পঙ্গু হয়ে যেতে পারে। :) :) ;)

২৪| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩৪

s r jony বলেছেন:



ওফফ!!!!! জটিল!!!!
দোয়া করি সেই মেয়েটির সাথে আবার আপনার দেখা হোক, কিছু হোক।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনার দোয়া কবুল হোক।!!

২৫| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭

হাসান মাহবুব বলেছেন: হু হু! বর্ণনাটা একটু বেশিই বাস্তব লাগলো। এই অনুভূতির প্রকাশ মিথ্যে হতে পারে না। না না না... :-/

১২ ই মে, ২০১৩ দুপুর ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা!! হামা ভাই, বাস্তব তো বটেই। :!> :!> :P

২৬| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৪

স্বপনবাজ বলেছেন: আসলেই একটি নিখাদ প্রেমের গল্প !
আপনি সামুর সেরা গল্প লেখক !

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা আবার কি বললা? এই ভাবে পচানোর তো কোন মানে নাই।!!!
আমি সেরা গল্প লেখক, হুর বেডা!!!! গাঞ্জা মাঞ্জা খাইয়া আইসস তুই! আমারে বেইজ্জত করিস না।

বাই দ্যা ওয়ে, পড়ার জন্য ধন্যবাদ। :) :)



২৭| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৮

স্বপনবাজ বলেছেন: B:-) B:-) B:-)

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P :P :P

২৮| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪১

শীলা শিপা বলেছেন: ঘটনা কি সত্যি?? সত্যি হলে দোয়া করি আবার ঐ মেয়ের যেন দেখা পান।

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। সামগ্রিক ব্যাপারটিকে একটি গল্প হিসেবে দেখলেই ভালো। :) :)

২৯| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৫২

আমিভূত বলেছেন: পুরো লেখায় ভালো লেগেছে একটি প্যারা অসম্ভব !

প্রায় প্রসাধনবিহীন শ্যামলা রঙ্গের এই মেয়েটিকে দেখে মনে হলো, মেয়েদের আসল সৌন্দর্য তাদের শ্যামলা বর্ণে, গৌর বর্ণে নয়। প্রসাধন বলতে দুচোখের কাজল। উফ! কি অসহ্য একটি ব্যাপার। সব কিছু বলে, ব্যখ্যা করে বুঝাতে নেই। এতে কল্পনা শক্তির মৃত্যু হয়। আমি ব্যাখ্যা করে বুঝাতে চাই না। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, আমি হয়ত ব্যাখ্যা করে বুঝাতে অপারগ।

এই কটা লাইনের জন্য A+

ভালোবাসায় পড়ে গেছেন তাহলে ? শুভ কাজে দেরী কেন ?
শুভ কামনা ।

১২ ই মে, ২০১৩ বিকাল ৪:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো লেগেছে শুনে ভালো লাগল।
আসলে মাঝে মাঝে গল্পে বাস্তবতার একটা ছোঁয়া আনতে উত্তম পুরুষে লেখা ছাড়া কোন বিকল্প নেই। আমার ব্যাপারটিও ঠিক তাই।

এই ধরনের একটি মেয়েকে আমি দেখেছিলাম চলতি পথে বাসে। বাসার ফিরতে ফিরতে কিছু আকাশ কুসুম ভাবছিলাম। তবে হ্যাঁ, এটা সত্য, অনেকদিন পর কোন মেয়েকে দেখে একটা প্রেমবোধ জাগ্রত হয়েছিল। :) :)

৩০| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:২৯

এরিস বলেছেন: প্রায় প্রসাধনবিহীন শ্যামলা রঙ্গের এই মেয়েটিকে দেখে মনে হলো, মেয়েদের আসল সৌন্দর্য তাদের শ্যামলা বর্ণে, গৌর বর্ণে নয়। প্রসাধন বলতে দুচোখের কাজল। উফ! কি অসহ্য একটি ব্যাপার। সব কিছু বলে, ব্যখ্যা করে বুঝাতে নেই। এতে কল্পনা শক্তির মৃত্যু হয়। আমি ব্যাখ্যা করে বুঝাতে চাই না। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, আমি হয়ত ব্যাখ্যা করে বুঝাতে অপারগ। যাক, জাদিদ ভাইজান আমার মনের কথা বুঝেছেন। গৌর বর্ণের অভাবে এরিস কন্যার বিবাহের প্রস্তাব আসেনা। :( :(( শ্যামলা হয়েছি, বেশ করেছি, এখন খুশি খুশি লাগছে। :P প্রসাধনী করিনা, ইভেন কাজল ও না। ( লাইট কমেন্ট করলাম, কিছু মনে করবেন না ভাই। মেয়েটির বর্ণনা শৈল্পিক। শেষে হারিয়ে ফেলার চেয়ে আবার বাসে উঠে পড়ার দৃশ্যটি গল্পে অন্য মাত্রা যোগ করেছে। অসাধারণ। অনেক ভালোলাগা। :) )

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাঝে মাঝে হালকা কমেন্ট করা ভালো। আসলে সৌন্দর্যবোধ একটি আপেক্ষিক ব্যাপার। বলা হয়, Beauty lies in the eyes of the beholder

আমিও তাই মনে করি। আপনার পড়ে ভালো লেগেছে জেনে প্রীত বোধ করলাম। :)

ভালো থাকবেন শুভেচ্ছা রইল।
অতি দ্রুত আপনি একজন ধলা মনের কালা মানুষ পান। :) :) :)

৩১| ১২ ই মে, ২০১৩ বিকাল ৫:৫২

সালমাহ্যাপী বলেছেন: প্রেমের মরা জ্বলে ডুবেনা ;)


কিন্তু আপনে তো দেখি ডুইবা পুরাই একাকার :P :P

লেখা ভাল্লাগছে :)

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা লাইফজ্যাকেট দেন, তারপর ধইন্যা দিমু। ;) :)

৩২| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

লাবনী আক্তার বলেছেন: ও পরুষ মানুষ তাহলে এভাবেই মেয়েদের পর্যবেক্ষন করে! :P জাদীদ ভাই বর্নণা খুব ভালো লেগেছে।

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। পর্যবেক্ষনের এটা হয়ত একটা প্রতিরুপ।! :) :)

ধন্যবাদ। ভালো থাকবেন।

৩৩| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! খুব চমৎকার রোমান্টিক গল্প । এভাবেই মানুষ আবেগীত হয় ।






ফোন নম্বর লাগলে বইলেন ;)

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মন্তব্য পেলে আমার সব সময়ই ভালো লাগে পাইলট ভাই। :)
মাঝে মাঝে রোমান্টিকতা খারাপ না। :)

আহেম আহেম, এত উত্তম প্রস্তাবে সাড়া না দিলে তো বিপদ!!!

৩৪| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১২

বটবৃক্ষ~ বলেছেন: প্রায় প্রসাধনবিহীন শ্যামলা রঙ্গের এই মেয়েটিকে দেখে মনে হলো, মেয়েদের আসল সৌন্দর্য তাদের শ্যামলা বর্ণে, গৌর বর্ণে নয়। প্রসাধন বলতে দুচোখের কাজল। উফ! কি অসহ্য একটি ব্যাপার। সব কিছু বলে, ব্যখ্যা করে বুঝাতে নেই। এতে কল্পনা শক্তির মৃত্যু হয়। আমি ব্যাখ্যা করে বুঝাতে চাই না। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, আমি হয়ত ব্যাখ্যা করে বুঝাতে অপারগ।

আহা কি সরল স্বীকারোক্তি!!! আসলেই!! আপনার অপারগতা কনসিডার করা হইলো!! :):)

এরিস আপির কমেন্টের প্রতি টা বিষয়ের সাথে সহমত!
এন্ডিংটা অসাম হইসে ভাইয়া!! আর চুল নিয়া ভাইবেননা!;);) ডিজিটাল যুগে সবই সম্ভব... :P :P

১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। অপারগতা মাফ করে দেয়ার জন্য। :) :)

হাহাহা আহ! চুল!!! নাহ! ভাবি না কিছুই ভাবি না। পড়ার জন্য আবারো অনেক ধন্যবাদ। :)

৩৫| ১২ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

প্রিয়তমেষূ বলেছেন: বাহ্‌ সুন্দর গল্পতো, মধু মধু!!! (মডু মডু না কিন্তু)

ঘটনা সত্য নাকি????

১২ ই মে, ২০১৩ রাত ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :) সকল গল্পই কোথাও না কোথাও বাস্তব। :)

৩৬| ১২ ই মে, ২০১৩ রাত ১১:৩৮

আশিক মাসুম বলেছেন: আপনার গল্প বরাবরই মুগ্ধ হয়ে পড়ি।

অসাধারন!!

+ এর ঝড় হবে

(বরাবরের মতই কিসের যেন গন্ধ পেলাম ;) :P )

১৩ ই মে, ২০১৩ রাত ২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আসিক। + এর ঝড়ের জন্য ধন্যবাদ। আমি নিরাপদ আশ্রয় কেন্দ্র খুঁজছি।


কিসের গন্ধ হে?? বেলী ফুলের নাকি??

৩৭| ১৩ ই মে, ২০১৩ রাত ১:৪৭

বোকা ডাকু বলেছেন: আফারা আফনাদের উফর অখন থিকা বোরখা পরুনের রুল নিশি জারি করা হইলু। :D :D :D :-0 :-0

"বাচতে চাইলে পরতে হবে" B-)) B-)) B-))




আর খালি বইলে আমগো দুষ। আমগো পুলাপান পাইয়া ব্যাক্তেই খালি দুষ দেয় :( :( :(( :((

১৩ ই মে, ২০১৩ রাত ২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই, তোমাদের হইল গিয়া নজরে সমস্যা। পোলাপাইন তো বার বার প্রেমে পড়ে, প্রতিদিনই পড়ে। আমি তো দীর্ঘদিনে পর পড়লাম। এটাও দোষ :( :(

৩৮| ১৩ ই মে, ২০১৩ রাত ২:৩৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


অফ লাইনে পড়ে চলে যাওয়াটা অন্যায় হবে ভেবে ... অনলাইন এ এলাম প্লাস দিতে ... অনেক দিন পর অনেক ভালো একটা লেখা পড়লাম ...আর পাঠককে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতাটা দারুণ ...


:)

ভালো লাগা জানবেন !

১৩ ই মে, ২০১৩ ভোর ৫:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :) লেখক হিসেবে কাউকে আনন্দ দিতে পারছি, এই আনন্দ খাঁটি এবং অকৃত্তিম। নিজেকে ভাগ্যবান মনে করলে আশা করি দোষের কিছু হবে না। :)

ভালো থাকবেন।

অটঃ কমেন্ট অপশন খোলা থাকলে, আমাদের মত সাধারন মানুষজন দু একটা কমেন্ট করার সুযোগ পেত। :) :) ;)

৩৯| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘটনাটা কি শুধুই গপ, না কিছুটা বাস্তবেরও ছোয়া আছে?

১৩ ই মে, ২০১৩ দুপুর ১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, আসলে সব গল্প কোন না কোন জীবন থেকেই নেয়া হয়। :)

ধন্যবাদ।

৪০| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:১২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


হারিয়ে যেতে যেতে কিছু লিখে গেলাম কি না ... তাই ওটা বন্ধ করে রেখেছি ! :P


:)

১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমমম। বুঝেছি, ভাই আপনাকে গান শুনিয়েছে, ' কাল থেকে পৃথিবীর কোন সীমানায়, কেউ খুঁজে পাবে না তোমায়' ;) :P :P

৪১| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৫৬

সিয়ন খান বলেছেন: অসাধারণ লেখা +++
প্রেমে পরতে মন চায় :P

১৩ ই মে, ২০১৩ দুপুর ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ :) :)

পড়েন পড়েন প্রেমে পড়েন
প্রেমে পড়লে অন্তর পরিষ্কার হয়। :P

৪২| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:২০

ছিরা কবি বলেছেন: a prem jeno sotti prem e hoi.....
shudhu sobde badha fremm na hoi.....
shuvo kamona roilo.....

১৪ ই মে, ২০১৩ রাত ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৪৩| ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৪০

আমিনুর রহমান বলেছেন:


অসাধারন ও মুগ্ধ ২ বারের মত ;)


ঘনঘন কি এইজন্যই ওই রাস্তায় ওই সময় চলাচল করছো :P

১৪ ই মে, ২০১৩ রাত ১০:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ধন্যবাদ ভাই।

না ইয়ে মানে, ইয়ে আর কি, যদি পড়ে চোখে, যদি পাই তার দেখা,
কি জানি হয়ত, বলা হয়ে যেতেও পারে, মনের দুটি কথা। :) :) :P :P

৪৪| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৪০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


:P :P যা ভাবেন আর কি !!


:)


১৪ ই মে, ২০১৩ রাত ১০:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: !:#P !:#P !:#P :-B :-B :D :D :P :P

৪৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৪৭

টুনটুনি সুখি বলেছেন: এ দেখি জটিল প্রেম ............... লেখাটা পড়ে খুব ভাল লাগলো
আপনার জন্য শুভ কামনা রইল
:) :)

১৪ ই মে, ২০১৩ রাত ১১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইল। :)

৪৬| ১৫ ই মে, ২০১৩ রাত ২:০৪

ফালতু বালক বলেছেন: kajol kalo chokher fande apne tahole poirai gelen....++++++

১৫ ই মে, ২০১৩ রাত ২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :)

৪৭| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:৫৫

এম হুসাইন বলেছেন: কি আর বলবো ভাই......

+++



শুভেচ্ছা ও শুভকামনা।
ভালো থাকবেন।

১৬ ই মে, ২০১৩ রাত ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মিনহাজ ভাই। :)
ভালো থাকবেন।

৪৮| ১৬ ই মে, ২০১৩ রাত ১:৫২

দুঃখিত বলেছেন: ভাইয়া কল্পনা না বাস্তব খুব জানতে ইচ্ছে করে, গল্পের প্রতিটা লাইন পড়ে মনে হলো জীবনের কোন অংশ থেকে সরাসরি তুলে দেয়া হয়েছে, আবার নিজের জীবনের কথা মনে পড়লে মনে হচ্ছে কল্পনায় আঁকা এক সুখকর মুহূর্ত । :( সবার তো আর এমন সৌভাগ্য হয় না ! :) ভালো থাকবেন ভাইয়া ।

১৬ ই মে, ২০১৩ রাত ২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আসলে ভাইয়া, জীবনটা কিছু কল্পনা, আর কিছু কল্পনার বাস্তব রুপ। আমরা যা কল্পনা করি, মাঝে মাঝে তা বাস্তবে ঘটে যায়। :)

আপনার কমেন্টটা বেশ ভালো লাগল। ভালো থাকবেন। শুভেচ্ছা।

৪৯| ১৬ ই মে, ২০১৩ রাত ২:১১

দি সুফি বলেছেন: তা বাস থিকা নামলেন কোথায়? ;) ;)

ফুন নাম্বার-টাম্বার জোগাড় করতে পারছিলেন? নাকি এইটাও ফুরুত? :D :D

বরাবরের মতই গল্প সুন্দর হইছে। তাই বরাবরের মতই একটাই প্লাস B-)) B-))

১৬ ই মে, ২০১৩ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা। :) :) :)

থাক সব বলে দিলে আর মজা কই?? ;) কিছু না হয় রহস্য থাকুক। ;)

আপনাদের জন্যই লেখা, যদি কারো ভালো লাগে তাহলে অনেক শান্তি পাই। প্লাস এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি ভালো আছেন। :)

৫০| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: সমস্যা কোথায় হয়েছিল জানিনা। ব্লগের আপডেটের পর সবাই লগইন করতে পারলেও আমি পারছিলাম না। অনেক ঝামেলা করে অবশেষে লগ ইন করা গেছে। মিস করেছি ব্লগকে, মিস করেছি আপনাদের লেখাগুলো। এখন খুজখুজে পড়ছি সব।

১৭ ই মে, ২০১৩ দুপুর ২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই। হ্যাঁ, অনেকদিন আপনাকে দেখিনি। :)
আশা করি ভালো আছেন। :) আমি অনেকবারই গিয়েছিলাম আপনার ব্লগে, দেখি নতুন কোন লেখা দিয়েছেন কিনা। মন্তবের জবাব নেই দেখে বুঝেছি, আপনি লগইন করতে পারছেন না। দেখা যাক, এই সমস্যা কবে সমাধান হয়।

৫১| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৬

প্রিন্স হেক্টর বলেছেন: :| :| :| :| :|

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :-< :-< :-< /:) /:) /:)

৫২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩০

গৃহ বন্দিনী বলেছেন: আবার নতুন যাত্রী উঠছে, ভর্তি হয়ে যাচ্ছে বাস।

আবারও দৌড়ে উঠলাম বাসে। সামনের সীটেই বসেছি।

কিউরিয়াস মাইন্ড জানতে চায় , মানুষ ভর্তি বাসে সামনের সিট পাইলেন ক্যামনে ?? :P :P :P

(ভুল ধরার জন্য দুঃক্ষিত)

লেখনী বরাবরের মতই ।

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খালি ভূল ধরলেই তো হবে না, ভূল সংশোধনের উপায়ও দিতে হবে। :)
ধন্যবাদ মন্তব্যের জন্য। :)

৫৩| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মামুন রশিদ বলেছেন: আপনি প্রেমে পড়েন নি । প্রেম সেদিন বর্ষন রুপ নিয়ে আপনার মাথার উপর পড়েছে । প্রচন্ড ঝড়ো বাতাস না আসলে কি আবার ঐ বাসে উঠতেন !!

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! মামুন ভাই হলেও হতে পারে। !!!! :P :P

৫৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:০১

গৃহ বন্দিনী বলেছেন: ভূল সংশোধনের উপায় আমি দিব ক্যামনে ?? ইহা তো লেখকের চতুষ্কোণাকার মস্তিষ্ক নির্ভরশীল ব্যাপার স্যাপার =p~ =p~ =p~

১৯ শে মে, ২০১৩ রাত ৩:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাহ! মানে বলছিলাম কি, যেহেতু আপনি ঘরেই বসে থাকেন, এই সব আপনি হয়ত ভালোই পারেন। যদিও শুনেছি অলস মস্তিস্ক কিসের যেন বাসা, আমি পজেটিভ ভাবতেই পছন্দ করি। তাই ভাবছি আপনি ভালো কিছুই করবেন। :)

৫৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:২০

মাক্স বলেছেন: লোকাল বাসে বর্ষা!
ভালোতো ভালো না? ;)

১৯ শে মে, ২০১৩ রাত ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো মানে, পুরাই ভালো ;)

৫৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

এ্যাপোলো৯০ বলেছেন: হ্যাঁ, দীর্ঘ দিন পর, আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি।

এইটা ভালো ছিলো।

১৯ শে মে, ২০১৩ রাত ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানে এই লাইনটা?? হাহা!

ধন্যবাদ :)

৫৭| ১৯ শে মে, ২০১৩ রাত ১:৪২

একজনা বলেছেন: আপনি তো প্রেমে পড়েননি, প্রেম আপনার উপড়ে পড়েছে (একটু সুর করে পড়ে নিয়েন) ;)

আপনার নতুন প্রেমে পড়ায় শুভকামনা ;)

সুন্দর গল্প। আপনার লেখা নিয়ে নতুন করে বলার কিছু নাই। বরাবরের মতই সাবলীল এবং ভালোলাগাময় :)

ভালো থাকবেন।

১৯ শে মে, ২০১৩ রাত ৩:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :) পাঠে কৃতজ্ঞতা।

এই সব লেখা পড়ে কেউ আনন্দ পাচ্ছে, ভাবতেই ভালো লাগে। :)

৫৮| ১৯ শে মে, ২০১৩ দুপুর ২:২০

অনীনদিতা বলেছেন: প্রেমহীন এক একটি দিনই তো এক একটি যুগের সমান। আমি কত যুগের কথা বলব বলেন??

হুম ...
আপনি এত সুন্দর করে কেমনে বলেন...........
:)

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর হলো, একটা মিষ্টি হাসির ইমো
:) :)

হাহা, ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫৯| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

রাইসুল সাগর বলেছেন: চমৎকার কথনে + এবং ভালোলাগা।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৬০| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:১৬

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার লাগলো । অনেকটা চিত্রকল্প । পড়তে পড়তে আমিও যেন দেখতে পেলাম সুন্দর সাদা কামিজ পড়া একজোড়া কাজল কালো চোখ , মুগ্ধ দৃষ্টি অগ্রাহ্য করা নির্বিকার উদাসীন দৃষ্টি ।

১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। তাহলে বর্ননা সার্থক হয়েছে। !! :) :)

৬১| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:২৩

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর...পড়া শেষে মুখে আপনাতেই হাসি ফুঁটে উঠে! :)

১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ। :) :) পাঠে কৃতজ্ঞতা।

৬২| ২০ শে মে, ২০১৩ ভোর ৪:৪৩

শোশমিতা বলেছেন: সুন্দর গল্প!
পড়ে ভালো লাগলো অনেক +

২০ শে মে, ২০১৩ সকাল ৭:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। ভালো থাকবেন। :)

৬৩| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর এবং মিষ্টি।

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ!! আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। :)
ভালো থাকবেন। শুভেচ্ছা রইল। :)

৬৪| ২৫ শে মে, ২০১৩ রাত ২:৩০

ফারজানা শিরিন বলেছেন: বলে কি !!!???

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানে??

৬৫| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪১

রুপ।ই বলেছেন: কি ব্যাপার আপনার লেখার মন্তব্যগুলো নারীদ্বারা জর্জরিত কেন ?
লেখাটা আরো একটু বড় হলে মন্দ হত না কিন্তু লেখা চমৎকার ।

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলেন কি!!! এই ভাবে তো আসলে ভেবে দেখি না!! হতে পারে আমার গল্পে সাধারন নারীদের গল্পই থাকে বেশি, সেই কারনে হয়ত তারা পড়তে পছন্দ করেন। :)

আসলে আমি বেশি বড় লিখতে পারি না। তাও আমার মনে হয় লেখা গুলো বেশি বড় হয়ে যাচ্ছে, মানুষের পড়ার আগ্রহ থাকবে তো!! এটা আসলে আমার এক প্রকার ব্যর্থতাই।

আপনার ভালো লেগেছে জেনে ধন্যবাদ।

৬৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭

ফারজানা শিরিন বলেছেন: দীর্ঘ দিন পর, আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছি। :- /

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা!!! :) :) হুমম :) সত্যিই তো। :#> :#>

৬৭| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: যেই বর্ণনা দিলেন ললনার.........................

২৬ শে জুন, ২০১৩ রাত ৩:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :#> :#>

৬৮| ২৬ শে জুন, ২০১৩ রাত ৩:১৯

লেজকাটা বান্দর বলেছেন: বর্ণনা পড়ে তো আমিই প্রেমে পড়ে গেলুম বস!! মেয়েটা থাকে কোথায়???

২৬ শে জুন, ২০১৩ রাত ৩:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কওন যাইব না, মাইষেরে বিশ্বাস নাই, আর আপনি তো মিয়া লেঞ্জা কাট!!!!

৬৯| ২৬ শে জুন, ২০১৩ রাত ৩:৪৬

লেজকাটা বান্দর বলেছেন: না বস, প্রয়োজন হলে আরেকটা লাগিয়ে নেব!! তবু আপনার গল্পের নায়িকাকে আমার চাইই চাই!!!

২৬ শে জুন, ২০১৩ রাত ৩:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :( :( ঠিকাছে!!! কি আর করা! আবদার যখন করছেন! :P

৭০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

শান্তির দেবদূত বলেছেন: বাহ! বেশ রোমান্টীক লেখা
হুমম, তিন নাম্বার বাস, মানে উত্তরা থেকে মতিঝিল; তো, ফার্মগেট থেকে পুনরায় উঠে কোথায় গিয়ে নামলেন? হা হা হা ।
ঝরঝরে লেখা, শুরু করতে না করতেই শেষ।
শুভেচ্ছা রইল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনি পড়েছেন দেখে ভালো লাগছে। অনেকদিন কঠিন কঠিন লেখা পড়ছিলাম, ভাবলাম দেখি কিছু হাল্কা রোমান্টিক লেখা লিখি।

আর কোথায় নেমেছি তা বলা যাবে না ;) সবাই অহেতুক হামলা করবে :P

৭১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৭

সালমাহ্যাপী বলেছেন: চেনা চেনা লাগে তবু অচেনা... ;)

গল্পটা আবারও পড়লাম...

সুন্দর সুন্দর... :D

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! অনেক ধন্যবাদ!!!!!!!!!!!!! B-) B-) :P

৭২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: আপনি এখন এত কম লিখেন কেন?

৭৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: আপনি এখন এত কম লিখেন কেন?

৭৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

পুলক ঢালী বলেছেন: দারুন গল্প। সময়মতই বৃষ্টি আনলেন। এই গল্প যখন আপনি লিখেন তখন ব্যাচেলর ছিলেন। আপনার ব্লগে এত মেয়েদের ভীড় কেন আপনি কি চারকোনা মাথা নিয়ে লেডীকিলার ছিলেন ? ;)
আপনার লেখা অনেক গভীর এবং হৃদয়গ্রাহী হয়। এত কম লিখেন কেন ?

৭৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৬

সোহানী বলেছেন: আগে পড়েছিলাম কি না মনে নেই। যাহোক কঠিন প্রেমের গল্পে ভালোলাগা।

৭৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইরকম গল্পের স্বাদই আলাদা ;)

আর সব কমেন্ট পড়ে মজা পেলাম, "প্রথম পুরুষে" গল্প লেখার বিড়ম্বনার তুলনা নেই। গল্পে +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.