|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কাল্পনিক_ভালোবাসা
কাল্পনিক_ভালোবাসা
	একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
 
  
 
প্রিয় ব্লগারগন শুভেচ্ছা নিন। প্রচন্ড গরম, ট্রাফিক জ্যামের এই শুক্রবারে যারা রাস্তায় বের হয়েছিলেন, তাদের জন্য একরাশ মায়া এবং করুনা উৎসর্গ করে আমি আমার এই পোষ্ট শুরু করছি।  আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ব্লগের বেশ কিছু পুরানো নথিপত্র ঘাটতে গিয়ে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর  তথ্য উদঘাটন করেছি।  জুলিয়ান এ্যাসেঞ্জ দ্বারা অনুপ্রানিত হয়ে আমিও সেই তথ্যগুলো ফাঁস করলাম। এই জন্য উইকিলিকস কর্তৃপক্ষ ব্লগকিলিস নামে একটি পেজ বরাদ্ধ করেছেন।
প্রিয় ব্লগারগন, আপনারা মাল্টিনিকের ব্যবহ্যার অপব্যহার ইত্যাদি সম্পর্কে জানেন। এর ভালো মন্দ দুইটাই আছে। একটি নিকে আপনি আছেন নারী হিসেবে আবার একটি নিকে আপনি আছেন পুরুষ হিসেব। যারা জেন্ডার এ্যাডভেঞ্চারিষ্ট তারাই এই ধরনের কাজ করে।  এই ধরনের কর্মকান্ড ধরা খাইলে যেমন জামিন নাই, তেমন এই ধরনের নিকের মালিক হইলে বিভিন্ন প্রকার পুরুষ ব্লগারের লুতুপুতু কমেন্ট দেখে বিনোদনের সাগরে সার্ফিং করা যায়।
  এই ধরনের কর্মকান্ড ধরা খাইলে যেমন জামিন নাই, তেমন এই ধরনের নিকের মালিক হইলে বিভিন্ন প্রকার পুরুষ ব্লগারের লুতুপুতু কমেন্ট দেখে বিনোদনের সাগরে সার্ফিং করা যায়।
মাল্টিনিকের সুবিধাও আছে। যেমন মনে করুন, কাউকে আপনার ভালো লাগল না, কিন্তু নিজ নিকে আপনি তাকে কিছুই বলতে পারছেন না, তখন মাল্টি বাবার দারস্থ হলে তাকে সম্পূর্ন অন্ধকারে রেখেই হাল্কার উপর ঝাপসা টাইপের সাইজ দিয়ে আসতে পারেন। বেচারা চোখে সর্ষেফুল দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না  
 
আবার মনে করুন, কেউ এক নিকে সুন্দর সুন্দর কবিতা লিখেন, আবার আর অন্য নিকে গল্প। এক নিকে কেউ সাধু পুরুষ, আবার অন্য নিকে আপনি চাঁদ। ইয়ে মানে কিছুটা কলংক আছে। 
আর এক শ্রেনী আছে, এরা সবচেয়ে বেশী ঘৃনিত। এক নিকে ছাগুদের বিপক্ষে হেব্বি ফাইট করে আবার অন্য নিকে নিয়মিত বাঁশের কেল্লার সাপোর্টে পোষ্ট দেন। এই ধরনের রিভার্স পাবলিকদের ধরতে পারলে ৭ দিন যেন কোথাও পশ্চাৎদেশ দিয়ে বসতে না পারে, সেটার ব্যবস্থা করা আপনার নৈতিক দায়িত্ব।
হ্যাঁ প্রিয় ব্লগারবৃন্দ  আপনাদের আর অন্ধকারে রাখব না। আজকের ফাঁস হওয়া তথ্যের তালিকায় উঠে এসেছে বিভিন্ন ব্লগারের মাল্টিনিক গুলো। 
আমি জানি এই ধরনের গোপনীয়তা ফাঁসের কারনে অনেকেই আমার ব্যান চাইবেন। কিন্তু আমি বিশ্বাস করি, সাধারন ব্লগারগন আমার পাশে থাকলে আমি অবশ্যই কোন না কোন নিকে রাজনৈতিক আশ্রয় পাব। 
চলুন দেখে নেয়া যাক প্রিয় ব্লগারদের সম্ভাব্য মাল্টি নিকসমূহঃ 

জানাপুঃ 
অজানা  
অন্যমনস্ক শরৎ
মনযোগী হেমন্ত  
দূর্যোধন
বাংলার হারকিউলিস   
রেজোওয়ানা
প্রাচীন জাদুঘর  
হাসান মাহবুব
হিচককের প্রেতাত্মা  
আরজুপনি
মডুপনি  
জুন
বারোমাসি পথিক  
*কুনোব্যাঙ*
*সোনাব্যাঙ*  
মধুমিতা
বলাকা 
খেয়াঘাট
কপিলা এখন ঘাটে।   
নোমান নমি
উফ! নরম নমি!  
তন্ময় ফেরদৌস
দি মডেল হান্টার (লেডিস প্লীজ)  
ফ্রাঙ্কেস্টাইন
তোমাদের চে দা  
তোমার গল্পের মৃত রাজকন্যা
মেঘের দেশের রাজকন্যা!!! 
কান্ডারী অথর্ব
**হারবালে কান্ডারী সক্ষম**  
ৎঁৎঁৎঁ
::: 
ঘুড্ডির পাইলট
এসো মাল্টি বানাই।   
মাননীয় মন্ত্রী মহোদয়
কালোবিড়াল।  
শ্রীঘর
চৌদ্দ শিকের কাবাব  
জনৈক গণ্ডমূর্খ
টিপসই  
banglar_hasan
চেতনার ফেরিওয়ালা  কথিত আছে উনার নাকি আরেকটি নিক আছে। তা হলো, পাকি হাসান। যদিও লিংকটি আমি খুঁজে পাচ্ছি না।  
 
আমিনুর রহমান
ডুবসাঁতার  
রিয়াল রিফাত
এত্তগুলো মেহজাবিন  
মামুন রশিদ
মাইর হপে সাউন্ড হপে না   
অপর্ণা মম্ময় 
বাংলা অভিধান 
আজ আমি কোথাও যাবো না
আজ আমি ছাগু পাইলে এক্কেরে ফাডাইলামু  
একজন আরমান
হ্যাঁ, আমিই আরমান।  
রহস্যময়ী কন্যা
 
  
  
  
খাটাস
পিশাচ  
আমি যদিও এই সব মাল্টিবাজি করি না। তারপরও আমার দুইটি মাল্টি নিক আছে। 
 
 ক) বাস্তবিক ভালোবাসা  
খ) কমলুল ভালোবাসি  
আরো অনেকের নাম দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু সময় সল্পতার কারনে তা প্রকাশ করতে পারলাম না।
বিঃদ্রঃ ইহা নিতান্তই একটি ফান পোষ্ট। কারো মাল্টিঅনুভূতিতে আঘাত লাগলে আমি কোন ভাবেই দায়ী নই।  আচ্ছা না যান আগে থেকে ক্ষমা প্রার্থী। 
 ২১৪ টি
    	২১৪ টি    	 +৩৪/-০
    	+৩৪/-০  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:  
 
২|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৫
joos বলেছেন: বেয়াফুক ফুষ্ট। পারলে আমার মাল্টি বাইর করেন দেহি.।  
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আপনার নিকও জানি তো  
 
beshi joss!  
৩|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৮
মাক্স বলেছেন: ঞঁ
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, এটা আপনারই মাল্টি। ভালো হইয়া যান!!
৪|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫৯
রেজওয়ান তানিম বলেছেন: খুব কম ক্ষেত্রেই মাল্টিনিক নিরাপদ বলে প্রমাণিত
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী!! খুব কমক্ষেত্রই 
৫|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০১
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০১
 আমিনুর রহমান বলেছেন: 
আজ আমি ছাগু পাইলে এক্কেরে ফাডাইলামু  হইবে মনে হয় একটু দেখে নিও 
হিচককের প্রেতাত্মা
*সোনাব্যাঙ* 
বলাকা 
বাংলা অভিধান 
সেইরকম হইছে ++++
আর আমি কেমটে ডুবসাতার হইলাম   
   
   
   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধইন্যা!!
এই সব এইখানে ব্যাখ্যা করন যাইতনা!!  
 
৬|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৩
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঢ্যাঁড়স দ্যা লেডিস ফিঙ্গার বলেন তো এইটা কার মাল্টি ??
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কার আবার ঢ্যাঁড়স এর!! 
৭|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৫
সপ্নাতুর আহসান বলেছেন: পোস্ট আশানুরুপ হয় নাই   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সব সত্য বাইর হইয়া গেসে তো! ভালা হইবে কেমনে!!
আপনারটা কন তো!! এ্যাড কইরা দিই। 
৮|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:০৯
 আমিনুর রহমান বলেছেন: 
কালো বিড়াল দেহি মাইন্ড খেয়ে অন্যের মাল্টিনুভুতিতে আঘাত শুরু কইরা দিছে !!!  
  
  
  
  
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৩
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ!! তাই তো দেখি!!!!!!!!!
৯|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৫
আশিক মাসুম বলেছেন: ধরা খাইছেরে সব ধরা খাইছে  
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এক্কেরে হাতে নাতে কট!!!
১০|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
শুয়ে শুয়ে একটু আরাম করে ব্লগ দিয়া নেই চালাইতেসিলাম ... নিজের মাল্টি নিক এর নাম দেইখা উলটি খাইয়া এক্কেরে চিতপটাং ...   
   
   
   
   
 
ধুরও মিয়া ...এইডা কি করলেন ... এইভাবে কেউ হার্ট এটাক দেয় নাকি!!!     
   
  
  
   
   
   
   
   
 
শক টা সেইরাম ছিল কা_ভা ভাই!!   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা!!!! দারুন দারুন! নিক ঠিকাছে না!!!  
 
১১|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:১৯
বাংলাদেশী দালাল বলেছেন: রিয়াল রিফাত
এত্তগুলো মেহজাবিন    
  
   
   
   
   
 
মাল্টিবাজিকে না বলুন। ক্যাচাল মুক্ত সামু গড়ুন।   
 
+++++++++++
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২১
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! ধন্যবাদ। মন্তব্যে প্লাস হবে!! 
তা ভাই, আপনার মাল্টি যেন কোনটা?? 
১২|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৪
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৪
আশিক মাসুম বলেছেন: আমার কিন্তু মাল্টি নাই , আমি ভালা পোলা।
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! তাই না!!! খুব ভালো। চিমটি।
১৩|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
  ওহ আর হ্যাঁ, এই নিকের ব্যান চাইতে ভুলে গেসি ... ব্লগে মাল্টিবাজিকে উস্কে দিয়ে আপনি ব্লগের শান্তি দূষণ করতে চান!!??
   ওহ আর হ্যাঁ, এই নিকের ব্যান চাইতে ভুলে গেসি ... ব্লগে মাল্টিবাজিকে উস্কে দিয়ে আপনি ব্লগের শান্তি দূষণ করতে চান!!??   
   
   ...
  ...
এই অপরাধে - আপনার শাস্তি হল ভূতের গল্প তাড়াতাড়ি পোস্ট দিন   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:  
  
  এই ভাবে আমার ব্যান চাইতে পারলেন!!!
 এই ভাবে আমার ব্যান চাইতে পারলেন!!!  
 
আপনারা করবেন, আর আমি করলেই দোষ!!  এই দুনিয়ার বিচার!!
 এই দুনিয়ার বিচার!! 
ঠিকাছে এমন ভূতের গল্প লিখুম যে নিজেই ব্যান হইয়া যাইবেন  
  
 
তখন বুঝবেন মজা! 
১৪|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:২৯
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আঘাতের কি দেখছেন । এই নিন মাল্টিবাজ আমিনুর রহমানের আরেকটা বিখ্যাত মাল্টি
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩১
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহা! তওবা তওবা! উনি এই নামেও মাল্টিবাজি করেন!!! ছি ছি!! এই অবস্থ!! পাইলট ভাইএর কি হবে!!
১৫|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৩
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৩
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: 
উখে! লেটচ চি ...   
 
  
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪০
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উখে!!!!!!!!!!!!!!!   
   
   
 
১৬|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ জমেছে! তবে সবচেয়ে মজা পেয়েছি মামুন ভাইয়ের টা দেখে! প্রিয় কান্ডারী অথর্ব ভাই জানের জন্য অনেক মায়া! এই কমেন্ট টি ওনার মাল্টি হারবাল কান্ডারী কে উতসর্গ করলাম, একই সাথে লেখকের সাথে সুর মিলিয়ে আওয়াজ তুলতে চাই আরমান একজন ই!
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪০
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন মামুন ভাই??   
 
এখানে তো দুইজন আছে!!!
১৭|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৬
 আমিনুর রহমান বলেছেন: 
কালো বিড়াল সবাই রে দেহি তাহার মতই ভাবে ... !!!
সব কইলাম ফাঁস কইরা দিমু মন্ত্রী সাহেব। আইর লগে এত চুদুর বুদুর চইল ত ন   
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪১
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 

১৮|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: 
**হারবালে কান্ডারী সক্ষম**  
সব মাল্টিরই মর্মার্থ বুঝলাম কিন্তু এই মাল্টির মর্মার্থ বুঝলাম্না   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আমিও জানি না।  তবে শুনেছি উনি এখন প্রায় বাসায় হেঁটে যান।  :-&
 তবে শুনেছি উনি এখন প্রায় বাসায় হেঁটে যান।  :-&   :#>
  :#> 
১৯|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৩৮
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: মাইনষের লুঙ্গি ধইরা টানতে খুব মজা তাই না? খারান বুঝাইতাছি মজা   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৩
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চে দা!!!!!!!!! তুমি কি লুঙ্গি পড় নাকি হে!!!!!!  
 
২০|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৫
নোবিতা রিফু বলেছেন: মাল্টি থাকার উপকারিতাঃ 

  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
ওহ! মারে মা! আমি হাসতে হাসতে মারা গেলাম!!!!!!!!! 
২১|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: http://www.somewhereinblog.net/blog/jadid
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫০
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুর মিয়া!! এইডা তো সবাই জানে!!!
২২|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৪৭
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বয়স তো কম হইলো না আমিনুর রহমান সাহেব , এই বয়সেও যদি এইসব করেন তো বাচ্চাকাচ্চা গুলান কি শিখবে ???
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫০
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
   
   
   
   :-&  :-&  :-&
  :-&  :-&  :-& 
২৩|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫১
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫১
বাংলাদেশী দালাল বলেছেন: ২০ নাম্বার কমেন্ট স্টিকি করা হোক   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত!!!!!!!!!!! আমিও এই দাবী জানাই। 
২০ নাম্বার কমেন্টটা স্টিকি করা হোক!!!!!!! 
২৪|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১:৫৭
সোহাগ সকাল বলেছেন: মাল্টি নিকের পরের নিক "কাভা" 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০০
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ভাই ২০ নাম্বার কমেন্টটা দেখেন!! এই কমেন্টই এই পোষ্টের আসল মজা!  
 

২৫|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০৩
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০৩
সোহাগ সকাল বলেছেন: আমিনুর ভাই, আপনার মাল্টি নিকে কিন্তু সিরাম ভালোলাগার কিছু ফুডু আছে। মাল্টিবাজি চালায়া যান! 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইস! ধরা খাইলো রে!!!!!  
 
২৬|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০৫
 আমিনুর রহমান বলেছেন: 
রিফু গ্রেট +++
থলের কালো বিড়াল বের করল কাভা আর মন্ত্রী সাহেব লাগলো এই অধমে পিছে ... হেতের কি কালো বিড়াল দেখে মাথা বিগড়ে গেলো নাকি !! 
  
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৪
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্ত্রী এখন সচিব!!!!!!  তাই সে এখন সৎ !! ফলে সবই দেখি  সত্য কথা বাইর হইতেছে!!!!!!
 তাই সে এখন সৎ !! ফলে সবই দেখি  সত্য কথা বাইর হইতেছে!!!!!!
রিফু তো সেই গ্রেট +++ এই পোষ্টের এক মাত্র আলো হইল নিফুর সেই কমেন্ট!  
 
২৭|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
মাল্টির ব্যবসা সামুর জন্য লাভজনক।
এখন অবশ্য কমছে। 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, আপনে তো পুরান ব্লগার! চলেন কিছু ব্যবসা করি  
  
২৮|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১২
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: 
মন্ত্রী ভালো হয়ে যাও, আমার নিক নিয়ে কেন নাড়াচাড়া শুরু করলা !!!
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একি!!!!!! কি শুরু হইল এই সব!!!!!
২৯|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঢেঁড়স তুমি পোলা হইয়া মাইয়াগো আঙ্গুল নিয়া চিন্তিত কেন ?? নিজেরে কি ছাইয়া ভাবো ??
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
   
   
 
৩০|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৮
তন্ময় ফেরদৌস বলেছেন: হাটে হাঁড়ি ভেঙ্গে দিলা !!   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি সত্য প্রচারক!!! সত্য প্রচারে বিমুখ হইনা  
 
৩১|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৯
নোমান নমি বলেছেন: আমার মাল্টি নিক ফাঁস করবার নামে আমার অশ্লীলতা করা হয়েছে। এটা মেনে নেয়া যায় না। পোষ্ট বয়কট করলাম!
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এইটা আবার কি বল্লা। আমার বিরুদ্ধে তুমি এই অভিযোগ করতে পার না। 
তন্ময়কে কি বলেছি পড়ে দেখ!  
  
  
 
তবে ২০ নাম্বার কমেন্ট টা প্লীজ দেখ!!
৩২|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:১৯
স্বপ্নসমুদ্র বলেছেন: বাপরে পাবলিক এত টালটি মালটি করে!! বিষ মিতো।   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাল্টিবাজির দেখছেন কি!!!  মাত্র তো শুরু!!
 মাত্র তো শুরু!! 
৩৩|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৪
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৪
ফারিয়া বলেছেন:   
   
   
  
এত্তগুলা মাল্টি?
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৮
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
   
   
  
আরো আসিতেছে!!! আচ্ছা আপনার মেইন নিক কি যেন??  
 
৩৪|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৬
ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন: 
আমি পোলা তাইতো মেয়েদের আঙ্গুল নিয়ে খেলবো, তুমি কি পোলাদের আঙ্গুল নিয়ে খেলা কর নাকি মন্ত্রী। ব্যাপার ঠিক ভালো ঠেকছে না   
   
 
কে জানে থলের মধ্যে আরো কতগুলো কালো বিড়াল   আছে !!!
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহেম আহেম! আপনারা দেখি একেবারে আজকে নিজেদের সব উজাড় করে বের করে দিচ্ছেন  
 
৩৫|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৩৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৩৯
গোর্কি বলেছেন: কাজের পোস্ট। কিছু চরম আইডিয়া পেলাম। ভবিষ্যতে কাজে লাগবে। 
বৃদ্ধাঙ্গুল উচানোর ইমো হইবে। 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ  
 
যদিও নিতান্তই ফান পোষ্ট! 
৩৬|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪২
কাজী মামুনহোসেন বলেছেন: বিয়াফুক হইছে। পিলাস লন।   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামুন ভাই অনুগ্রহ করে ২০ নাম্বার কমেন্টটা দেখেন!!
৩৭|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৪
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৪
সাদরিল বলেছেন: 
  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 
৩৮|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৫৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৫৫
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: মাল্টি থাকা ভালো না। আমার মাল্টি নাই। আমি খুব ভালো   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০০
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালও। কোথাও কোন শাখা না থাকাই ভালো।  
 
৩৯|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৫৬
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৫৬
কাজী মামুনহোসেন বলেছেন: আমার উপরোক্ত মন্তব্য ২০ নং এর উদ্দেশ্যে করা।   
   
   
   
  
উল্লেখ্য : হাতে ব্যাথা পাওয়ার কারনে গত রাত থেকে ঘুমাতে পরছিনা। ব্যাথার জ্বালায় হাসা তো দুরের কথা বলতে গেলে কেঁদে কেঁদে দিন পার করছি।
তবে ২০ নং এর ছবি দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার অবস্থা, চরম কষ্টের সময়ে হাসানোর জন্য নোবিতা রিফু কে আন্তরিক ধন্যবাদ।   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০১
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহাহা! আমারও মামুন ভাই!!!! পুরাই অস্থির!!!!!!!!!!!!!!!!!!!!
আমি ১০ মিনিট পাগলের মত হাসছি।!
৪০|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৫৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ২:৫৭
মিজানুর রহমান মিলন বলেছেন: হায় হায় প্রাইভেসীতে হাত দিয়েছেন ! এখন অপেক্ষা করুন স্নোডেনের মত শেষ মেষ স্নোডেনের মত আশ্রয়ের জন্য আবেদন করা লাগে কি না   
 
তয় একটা ব্যাপার বুঝলাম -যারা মাল্টি নিক ইউজ করে তাদের মাল্টি নিকগুলোতেও হয়তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একটা মিল রেখে দেয়। যেমন 
জানাপুঃ  অজানা,    অন্যমনস্ক শরৎ মনযোগী হেমন্ত, আরজুপনি মডুপনি,তোমার গল্পের মৃত রাজকন্যা মেঘের দেশের রাজকন্যা!!!,কুনোব্যাঙ* *সোনাব্যাঙ*, খেয়াঘাট, কপিলা এখন ঘাটে ইত্যাদি।
৯ম ভাল লাগা ।
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৪
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:  :!>  :!>  :#>  :#>  আপনাদের জন্য অনেক কষ্টে বের করেছি! কিন্তু কেউ কিছু উপহার পর্যন্ত দিল না।   
   
 
     
৪১|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ৩:১৫
০৬ ই জুলাই, ২০১৩  রাত ৩:১৫
নোমান নমি বলেছেন: কাল্পনিক ভালোবাসার মাল্টিনিক হইলো কাল্পলুল ভালোবাসা    
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৮
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ নোমান! আমি অভিযোগ করছি, আমার এই নিকটা তুমি ব্যবহার করে করে নিকের ইমেজ নষ্ট করেছ। খুব খ্রাপ! 
এখন আমার কি হপে! " ইয়ে মানে তোমারটা কি ধার দেয়া যাবে??
 ইয়ে মানে তোমারটা কি ধার দেয়া যাবে??
৪২|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ৩:২৯
০৬ ই জুলাই, ২০১৩  রাত ৩:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ
মাইর হপে সাউন্ড হপে না
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ!  
 
৪৩|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৫৮
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৫৮
ভিটামিন সি বলেছেন: আমার মাল্টি মনে হয় ভিটামিন এ হবে, তাই না? কিন্তু ভিটামিন এ অনেকদিন যাবত ব্লগে অনুপস্থিত।
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! এই তো নিজের মাল্টি আপনি নিজেই প্রকাশ করেছেন! 
৪৪|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৯:০৪
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৯:০৪
এরিস বলেছেন: শেষমেশ সব মাল্টি ধরা পড়লো। কাল্পনিক ভাই সমগ্র ব্লগার জাতির যে উপকার আজ করলেন, সেটা ম্যাঙ্গো ব্লগাররা আজীবন মনে রাখবে।  
 
নাম সিলেকশনগুলো উইটি ছিল, যদিও অনেকগুলো নামকরণের শাণে নুযূল বুঝতে পারিনি। 
ৎঁৎঁৎঁ
:::
হা হা। নিক দুর্বোধ্য, কল্পিত মাল্টিও দিয়েছেন দুর্বোধ্য। জিনিয়াস। 
জাল তুলবেন না, একটা করে করে মাল্টি ধরবেন, আর আমাদেরকে রেঁধে দিবেন।   
 
পোস্টে প্লাস। 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২২
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খিক খিক! আপনারটাও দেয়ার ইচ্ছে ছিল। আগামীতে আপনাকে আটক করিব ইনশাল্লাহ!!!  
  
যেগুলোর শানে নুযুল বুঝতে পারেন নি, সেগুলোর শানে নুযুল ব্যাখ্যা করিতে আমার কপালে মাইর আছে। তাছাড়া সেইক্ষেত্রে পোষ্টের সামনে কিঞ্চিত কিছু সতর্কতামূলক ট্যাগ দিলেও দিতে হইতে পারে।  
  আর সেই সব নিকধারীর মাইরের কথা আর নাই বা বললাম।
  আর সেই সব নিকধারীর মাইরের কথা আর নাই বা বললাম। 
জী, ৎঁৎঁৎঁ  এক মাত্র শাখা হলো গিয়ে ::: 
 
৪৫|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৯:০৬
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৯:০৬
মামুন রশিদ বলেছেন: আওয়াজ ছাড়া মাইর হয় কেমনে   
   
  
আপনার ঐ নিকটা কই ?? "শরিয়ত সম্মত লুল" !!   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৬
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে! এই কথা এখন কইতে গেলে, আমার আর অবস্থা ঠিক থাকত না  
 
হাহাহাহাহাহা!! জী, ঐটা আমি জনৈক হেফাজতি সমর্থককে দিয়েছি। 
৪৬|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৫৭
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৫৭
মাগুর বলেছেন: কাল্পনিক ভালোবাসার পরবর্তী মাল্টি: বাস্তব ঘৃণা! 
বিয়াফুক মজার সহিত পাঠ করিলাম। ধন্যবাদ গ্রহণ করিতে হইবে 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৭
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহ!! দারুন নিক দিসেন! বাস্তব ঘৃনা!!!!!!!!! +++++++
৪৭|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩০
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩০
শুঁটকি মাছ বলেছেন: আমার একটা মাল্টিনিকও নাই!!!!আমি নিঃস্ব,আমি গরীব!!!!!!  
   
   
   
   
   
   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কে বলছে নাই!!!! আপনারও আছে। আমি দিতে ভূলে গিয়েছিলাম
আপনার নিক তো হইল লবন ইলিশ  
৪৮|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৩
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: সবি বুঝলাম বাট মাল্টি জিনিস কি সেটাই বুঝলাম না ! সেটা কি মসলা জাতিয় কিছু? বা আচার জাতিয়? বা আইসক্রিম জাতিয়? বা চকলেট /চিপস জাতিয়? বা চা/কফি জাতিয়? বা মেডিসিন জাতিয়?   
   
   
   
   
 
এটা দিয়ে কি ব্যবসা করা যায়? বিনোদন দেয়া যায়? সিনেমা বানানো যায়? কবিতা বা গপ লেখা যায়?   
   
   
   
 
বিস্তারিত জানার পর ঠিক করবো মাল্টি নেয়া যায় কিনা   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৪
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ! অতিদ্রুত আপনি বুঝতে পারবেন! সেই ব্যবস্থাই করব। তবে এই সংক্রান্ত কোন দায় আমি নিতে পারব না। 
৪৯|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১১:০২
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১১:০২
মায়াবী ছায়া বলেছেন: বেশ মজা পেলাম ।। 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৫
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ 
৫০|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১১:২৫
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১১:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: এইটি ছাড়া আমার কোথাও কোন শাখা না। সমস্যা হইল ব্যাপারটা ভালু না খারাপ ?? ঝাতি ঝান্তে চায়   
   
   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৭
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইহা অবশ্যই ভালু! আসেন হাতে হাত মিলাই। আমারও কোথাও কোন শাখা  নেই।  
  
 
৫১|  ০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১১:৫৫
০৬ ই জুলাই, ২০১৩  সকাল ১১:৫৫
আরজু পনি  বলেছেন: 
মাল্টি আবার কি ?! সহ নিক হইবে ! সাহায্য করে যেই নিক   
 
ব্লগাররা আমারে মডু হিসেবে দেখতে এতো পছন্দ করে জানতাম না তো ! আগে জানলে তো এতোদিন এতো কষ্ট করে পেটে কথা আটকিয়ে রাখলাম ক্যান ! আজকেই ফেসবুকে পেশা মডারেটর এট সামহোয়ার দিমু ভাবতাছি   
   
 
 পোস্টটা স্টিকি করার কথা ভাবছি   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪০
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উফ! আপনার অশেষ শুকরিয়া!!!!!!!!!!!!!!!!! 
শেষ পর্যন্ত এলেন। নিজের নামের সার্থকতা প্রমান করে পোষ্টটিকে নির্বাচিত করেছেন!!! স্টিকি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিকাছে বাটন রুজ হইয়া যাইব তাইলে  
  :#>
  :#> 
৫২|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:১৩
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ২০ নম্বর কমেন্ট স্টিকি করা যেতে পারে...বাস্তবিক ভালবাসা না অবাস্তব হবে বোধ করি।
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪১
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী ভাই, ২০ নাম্বার কমেন্টটা স্টিকি হওয়ারই মত!!!!!!
৫৩|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:২৭
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:২৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন:   
   
   আমার মাল্টিনুভুতিতে তেব্র আঘাত লাগসে! আজ আমি কোথাও যাবো না। ছাগু পাইলে ফাডাইলামু!
    আমার মাল্টিনুভুতিতে তেব্র আঘাত লাগসে! আজ আমি কোথাও যাবো না। ছাগু পাইলে ফাডাইলামু!   
    
একটা গুপন কথা আমিতো নিজেই মাল্টি!   
   আমার মাল্টি বাইর করসেন এবার মেইন নিক বাইর করেন।
  আমার মাল্টি বাইর করসেন এবার মেইন নিক বাইর করেন।  
   
     
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪২
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহ!!  আমি জানি! কিন্তু  কমু না!!! চিনি কইলাম!!!!!!!!!!!!!!  
  
 
৫৪|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৩১
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: তবে মাল্টিটা পছনদ হৈছে ব্যাপক। হি হি হি হি আজ আমি ছাগু পাইলে এক্কেরে ফাডাইলামু!  :#> 
হা হা হা শুন্টাছো তুমি হাসতে হাসতে কান্টাছি আমি!   
   
   
   
       
অট: মাল্টি বাজি উস্কে দেয়ার চেষ্টায় এই নিকের ব্যান চাইতে তো ভুলেই গেছি!   
   ব্যান চাই ব্যান চাই!
  ব্যান চাই ব্যান চাই!   না দিলে .......ইয়ে মানে কি আর করমু! আপনার গল্প পড়মু!
  না দিলে .......ইয়ে মানে কি আর করমু! আপনার গল্প পড়মু!
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৩
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী আমার গল্প পড়াই একটা বড় শাস্তি হইতে পারে  
 
আমি ব্যান হলে, সামুবাসী সামুতে আগুন জ্বালিয়ে দিবে!!!!!!!!! জ্বালো ও জ্বালো!!!!!!!!!!!!!!
(তবে ইতিমধ্যেই অনেক নিক আমাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।)
৫৫|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৪০
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৪০
গারো হিল বলেছেন: মাল্টি ভালা না   একটা নিক নিয়েই সুখে আছি
  একটা নিক নিয়েই সুখে আছি   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৪
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও 
৫৬|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৪
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৪
লিঙ্কনহুসাইন বলেছেন: আমার একটা আছে কমুনা :/ তবে সেইটা দিয়া পোষ্ট দিলে প্রথম পাতায় আসেনা
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৪
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি? ঠিক আছে লিংক দেন। এখানে সুপারিশ গ্রহন করা হয় 
৫৭|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৬
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৬
রিমন রনবীর বলেছেন: বাপের ভাতিজা হইলে কনতো দেখি এইটা কার মাল্টি?    
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৫
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উমমমম। কইতে পারতাছি না তো!  
 
৫৮|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৬
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
খেলতাম না   এমনতো কথা আছিল না। আমার মাল্টি হয় নাই। আমার কুসুম কোমল হৃদয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
 এমনতো কথা আছিল না। আমার মাল্টি হয় নাই। আমার কুসুম কোমল হৃদয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। 
আমি হারবালে বিশ্বাসী না। ওরা মানুষ ঠকায়। এখন আধুনিক যুগ আইছে। সব কিছু রবোটিক হইয়া গেছে আর আপনে মিয়া সেই হারবালেই পইরা আছেন। এইটা কিছু হইল, কিছুইতো হইলনা।   
 
ভাই বেকার মানুষ তাই হেটেই বাসায় যাই।   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৬
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে হে!! লাভ নাইক্কা!!  সব ফাস হইয়া গেসে গা! বেশি তেরিবেরী করলে বাকি গুলাও কইয়া দিমু!  
 
৫৯|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৭
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৪৭
~মাইনাচ~ বলেছেন:   
   :#>
  :#> 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৮
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বদ্দা অনের প্লাস নিক হডে??   
 
৬০|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৯
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: আমারটা কইরে মনা   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই তো কোপা সামসু কোপা!!!
৬১|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৯
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: গোপন তথ্য ফাঁস করার কারণে আপনারে মাইনাচ। (পিলাচটা গোপনে দিলাম)।  
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৯
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে! ধন্যবাদ। আমিও গোপনে প্লাসটা নিলাম। 
৬২|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৩১
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৩১
দূর্যোধন বলেছেন: 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:০৮
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ!!!! ধন্যবাদ ভাই!!!!! আমি তো ভেবেছি আপনি দেখবেনই না 
৬৩|  ০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৩৭
০৬ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৩৭
টুম্পা মনি বলেছেন: আমাল মালতি নাই।   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১০
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিকাছে!!! আমি দিয়া দিব নে 
৬৪|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:০৭
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:০৭
বৃতি বলেছেন: মাল্টিনিকের ব্যবহার অপব্যবহার উদাহরণ- বিস্তারিত জানলাম । মাল্টি নিলে কয়েকটা নিতে হবে   নোবিতা রিফুর দেয়া ছবিটা মারাত্মক - এখনও হাসছি ।
  নোবিতা রিফুর দেয়া ছবিটা মারাত্মক - এখনও হাসছি । 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১১
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! এই পোষ্টের প্রানই সেটা!! জটিল জিনিস! মাল্টি না থাকাই ভালো।  
 
৬৫|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৩
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৩
~মাইনাচ~ বলেছেন: হঅন ন যাইবু বদ্দা, সিক্রেট   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৬
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:  
  আইচ্ছা!
 আইচ্ছা!
৬৬|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৯
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:২৯
রহস্যময়ী কন্যা বলেছেন: নোমান নমি বলেছেন: কাল্পনিক ভালোবাসার মাল্টিনিক হইলো কাল্পলুল ভালোবাসা 
  
   
   
   
   মজা পাইলাম অনেক। আপনার মাল্টি নিকের জন্য এই নামটাই পারফেক্ট
 মজা পাইলাম অনেক। আপনার মাল্টি নিকের জন্য এই নামটাই পারফেক্ট   
   
 
আর সবার যা নাম দেখলাম তাতে মনে হলো যে এই   
   
   ইমুটা তো দেখি আমাকে বাঁচিয়ে দিলো এইসব মারাত্মক নাম হতে। জয় হোক ভেংচির।
 ইমুটা তো দেখি আমাকে বাঁচিয়ে দিলো এইসব মারাত্মক নাম হতে। জয় হোক ভেংচির।  
 
 আরেক বার দিলাম   
   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩০
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আপনার তো একটা নিকের নামই বললাম। সেটাই ১০০ টার সমান।  তবে আমি  নিশ্চিত অতি সত্তর এই :প:প :প ব্যবহার করে আপনি একজন উদীয়মান মহিলা লুল হিসেবে নিজের স্থান দখল করবেন। ফেবুতে  একটু নজর দিলেই তা বুঝা যায়।
 তবে আমি  নিশ্চিত অতি সত্তর এই :প:প :প ব্যবহার করে আপনি একজন উদীয়মান মহিলা লুল হিসেবে নিজের স্থান দখল করবেন। ফেবুতে  একটু নজর দিলেই তা বুঝা যায়।  
  
 
ব্যাপার না। আমরা নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করি।  আপনি তো এখনও  শিলু (শিশু লুল)।   কবি বলেছেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।
 আপনি তো এখনও  শিলু (শিশু লুল)।   কবি বলেছেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। 
আমিও সুর মিলিয়ে বলি, এসেছে নতুন শিলু, তাকে আমি ছেড়ে দিব স্থান। 
আব তুম খুশ হো না!!  
   
   
 
৬৭|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৫৫
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৫৫
মাহমুদা সোনিয়া বলেছেন:  হা হা হা হা   
   
   
   
   
   অনেক মজা পেলাম!!
 অনেক মজা পেলাম!!   
   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩০
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক  ধন্যবাদ আপু!!!!!!!!!!!!!!  
  
 
৬৮|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০০
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:০০
নৈঋত বলেছেন:   
   
  
মাল্টি হইতে মুঞ্চায়   
 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩২
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জলদি শাখা খুলেন তাইলে!!!!!!!
৬৯|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৪২
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৪২
দূর্যোধন বলেছেন: না দেখার কারন নাই । অফলাইনে থাকলেও ব্লগে মোটামুটি নজর থাকেই 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৪
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।!  
 
৭০|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:০৫
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:০৫
লেখোয়াড় বলেছেন: 
আমার কোন মাল্টিনিক নাই। আমি মাল্টিবাজ নই।
মাল্টিবাজরা হইলো একটি ব্লগপালিত জন্ত।
ইহার দুটি পা, দুটি হাত, দুটি চোখ, একটি মন.............. ইত্যাদি আছে।
ইহারা...................
টাংকু।
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৫
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আমার কোথাও কোন শাখা নেই।  
  লেখোয়াড় ভাই!
 লেখোয়াড় ভাই! 
৭১|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:১৪
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:১৪
শুঁটকি মাছ বলেছেন: লবন ইলিশ ভালা!
তয় লইট্টার শুটকী আরো ভালা খাই এই যা! :-<  :-<  :-< 
  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৭
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলেন কি! আপনার এত গুলো মাল্টি??  
 
৭২|  ০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৪
০৬ ই জুলাই, ২০১৩  বিকাল ৫:৩৪
অপর্ণা মম্ময় বলেছেন: মচতকার পুষ্ট ! তোমার মাল্টি প্রতিভায় মুগ্ধ মানে বিমুগ্ধ !!
খিতাব পাইয়া খুশী। এখন ইস্টেটাস ঘাইটা  ভুল বাইর করুম এবং নিজের নামের রোশনাই বৃদ্ধি করুম।
এত্ত গুলো পিলাস দিলাম 
  ০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহ! আপা মাফ কইরা দিয়েন   
  
প্লাসের জন্য ধইন্না!
৭৩|  ০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:২৩
০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:২৩
খাটাস বলেছেন: আমার ও দেখি মাল্টি আছে।  
   শুনে ফেরেস ফেরেস কুল কুল লাগে।
  শুনে ফেরেস ফেরেস কুল কুল লাগে।   
   
 
 মজাদার পোষ্ট। প্লাস।
ফ্রিঃ অ্যাডভাইস ঃ আপনার মাল্টি গুলো যদি নিজেই ফরমাইতেন, অন্য কারও কাছে বে ইজ্জতি হউয়া থেকে বাইচা যাইতেন।  :#>  :#>   
   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১০
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ খাটাস! 
অতিব আফসোস এর বিষয় হচ্ছে আমার এখন পর্যন্ত কোথাও কোন শাখা নেই।  দেখি সামনে নতুন একটি শাখা খুলতে হবে।  :#>  :#>
 দেখি সামনে নতুন একটি শাখা খুলতে হবে।  :#>  :#>   
   
 
৭৪|  ০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  মাল্টি খুইলা লাভ কি?????????   বুঝান। 
  
   
   
   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১০
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ২০ নাম্বার কমেন্টটা দেখেন, তাইলে বুঝতে পারবেন  
 
৭৫|  ০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
০৬ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:৩৫
নাইট রিডার বলেছেন: কেউ কয় মাল্টি, কেউ কয় সহ নিক, কিন্তু আমারটা ছিল ভুল নিক
১ নং ভুল- নিজ নামে খুলছিলাম।
২ নং ভুল- খোলার পরে দেখি আর সেফ হই না। বুঝলাম প্রথম দিকের পোষ্টগুলা ভুল হইতাছে (মডু আকর্ষনী পোষ্ট দেওয়া লাগব)।
৩ নং ভুল- পাসওয়ার্ড ভুইল্যা গেছি।
 আপনার পোষ্ট ব্যাফুক হিছে----বিশেষ কইরা মাননীয় মন্ত্রী আর কান্ডারীরটা তো অচাম।
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৫
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ! ধন্যবাদ। একটু মজা করলাম। তাহারা তো ব্যফুক হুমকি ধামকি দিসে আমাকে  
 
আমিও একটা নিক খুলেছিলাম, এই নিকেই। মাঝখানে কোন _ ছিল না। সেটার আমি পাসওয়ার্ডও ভূলে গিয়েছি  তাই এটা খুললাম।
 তাই এটা খুললাম। 
৭৬|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ৯:০১
০৬ ই জুলাই, ২০১৩  রাত ৯:০১
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: লললললললললল
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৭
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:  
  
 
৭৭|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ৯:৪৭
০৬ ই জুলাই, ২০১৩  রাত ৯:৪৭
হাসি .. বলেছেন: যাক আমারটা পান নি   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৮
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারটা খুঁজে পাইনি।!  কিন্তু আমি জানি ভেংচি নামে একটা নিক আপনার ছিল!
 কিন্তু আমি জানি ভেংচি নামে একটা নিক আপনার ছিল!  
 
৭৮|  ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১১:৩২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১১:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন: 
কান্ডারী অথর্ব
**হারবালে কান্ডারী সক্ষম** 
রেজোওয়ানা
প্রাচীন জাদুঘর 
আরজুপনি
মডুপনি 
খেয়াঘাট
কপিলা এখন ঘাটে
banglar_hasan
চেতনার ফেরিওয়ালা 
মামুন রশিদ
মাইর হপে সাউন্ড হপে না 
অপর্ণা মম্ময়
বাংলা অভিধান 
একজন আরমান
হ্যাঁ, আমিই আরমান 
আমিনুর রহমান
ডুবসাঁতার  
  
   
   
   
 
এগুলো বেশি ভাললাগছে। 
হারবালে কাণ্ডারী সক্ষম এই নিকের তাৎপর্য কি ভাই?   
 
আমিনুর ভাই এর মাথা বোধয় বেশি ভারি! এজন্যে ডুব সাঁতার দিতে বেশি পছন্দ করেন।   
   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:২০
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই সব ব্যাখ্যা করিলে, আমি আর ব্লগে থাকিতে পারিব না। তাহারা অন্য মাল্টি দিয়ে এসে আমারে সাইজ দিবে!  
 
সো, দেখা হইলে কানে কানে বইলা দিব নে  
  
 
৭৯|  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:৪৫
০৭ ই জুলাই, ২০১৩  রাত ১২:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ , একদম সুন্দর হইল 
নিরন্তর শুভকামনা 
কাল্পনিক + ভাল + বাসা 
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ২:২৬
০৭ ই জুলাই, ২০১৩  রাত ২:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। 
৮০|  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ৩:০০
০৭ ই জুলাই, ২০১৩  রাত ৩:০০
আমি অপদার্থ বলেছেন:   
   
   
   
  
আমার মাথাই ঘিলু নাই আমার কোন মাল্টিও নাই।   
   
   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ৩:০৩
০৭ ই জুলাই, ২০১৩  রাত ৩:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেন মিথ্যে বলছেন???  এই যে এইটা তো আপনার
 রস এবং আয়নের গল্প  
৮১|  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ৩:১৬
০৭ ই জুলাই, ২০১৩  রাত ৩:১৬
আমি অপদার্থ বলেছেন: 
  
   
   
   
 
কেন অপবাদ দিচ্ছেন ভাই। ইহা মাল্টি না আমার ব্লগ।  
আমার মাথাই ঘিলু নাই আমার কোন মাল্টিও নাই। আমার ব্লগে পোষ্ট নাই। 
ইহাই সত্য। 
সত্য মেনে নেয়ার সুইচ্ছা গড়ে উঠুক আপনার মনে।  
সুন্দর ও সুস্থ ব্লগিং করার শুভ কামনাই রইলো ।   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৯
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! ওকে অকে!!  
 
৮২|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৪৬
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৪৬
একজন আরমান বলেছেন: 
এইটা কিছু হইলো?
বাড়ি থাকার কারণে আমি এই মজা থেকে বঞ্চিত হইলাম। খেলবো না। 
কান্ডারী অথর্ব
**হারবালে কান্ডারী সক্ষম** 
আর রহস্যময়ী কন্যা 
এই দুইটা পইড়া হাসতে হাসতে জান শেষ।   
   
   
 
আমার একজন আরমান এর আত্মা লগ ইন হয় না কয়েক মাস ধইরা।   
   
   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:১৯
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
   
  
ধন্যবাদ  
 
৮৩|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২২
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:২২
তাসজিদ বলেছেন: মাল্টি থাকা টা কি খুব জরুরি? 
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২০
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না! তেমন দরকার নাই। 
৮৪|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৪৭
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৪৭
অপূর্ণ রায়হান বলেছেন: আপনার এই পোস্ট আমার ব্লগানুভুতিতে আঘাত করায় + রইল ভ্রাতা  
 
সব ফাঁস করি দিছেন যে !  হা হা হা
 হা হা হা 
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২১
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! ধন্যবাদ ভ্রাতা! শিট! আপনারটা দিতে তো ভুলেই গিয়েছিলাম!!!  
  
  
  
৮৫|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:২৯
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:২৯
এসএমফারুক৮৮ বলেছেন: হা -হা-হা-হা ।
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২১
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ  
 
৮৬|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৩
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৩
সঞ্জয় নিপু বলেছেন:   এইসব কি শুরু করলেন ভাই ?? 
আপনি তো দেখছি 
" জাদিদকিলিস " হয়ে যাচ্ছেন !! মানুষের গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন ?? 
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২২
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা নিপু ভাই! আপনেরা ছাইড়া দিলাম এবার। ইনশাল্লাহ! আগামীবার হবে  
 
৮৭|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৮
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ১০:৩৮
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা 
আফসোসের শেষ নাই আমার! 
আমার মাত্র ১ টাই আছে!   আর একটা খুলতে পারলে মন্দ হইতো না।
   আর একটা খুলতে পারলে মন্দ হইতো না।   
 
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২২
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জলদি খুইলা ফালান!!!  আমরা আমরাই তো!!!
 আমরা আমরাই তো!!! 
৮৮|  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৪
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: হাহাহা! নামগুলা জোস হইসে! আমার মাল্টিটা দিয়া নিয়মিত পুস্টামু ভাবতাসি!
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৪
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অতি উত্তম ভাবনা! জলদি নতুন পোষ্ট দেখার অপেক্ষায় আছি হাসান ভাই!  
  তবে এই পোষ্টের সবচেয়ে জটিল কমেন্টা দেখার অনুরোধ করছি। আমি হাসতে হাসতে শেষ। ক্রেডিট নোবিতা রিফু!
 তবে এই পোষ্টের সবচেয়ে জটিল কমেন্টা দেখার অনুরোধ করছি। আমি হাসতে হাসতে শেষ। ক্রেডিট নোবিতা রিফু!   
 
২০ নাম্বার কমেন্টটা ভাই।  হাহাহ! জটিল ছবি। 
৮৯|  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ১২:০১
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১২:০১
নাজিম-উদ-দৌলা বলেছেন: ২০ নম্বর কমেন্টটা আসলেই অস্থির হইছে। আমগো রিফু মিয়া ছাড়া এইসব আর আর কে ভাল জানব!   
   
   
   
   
   
  
আমার একটা মাল্টি আছে ঐ একই নামে।   
 
  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ১:০৫
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ!!!!!! নাজিম ভাই, সে একটা ট্যালেন্ট!!!!!!!!! তার মন্তব্য স্টিকি করা হোক! 
৯০|  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ১২:০৮
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১২:০৮
রেজোওয়ানা বলেছেন: ব্যাক্তিগত আক্রমনাত্মক পোস্টের জণ্য কাল্পনিকের ভ্যান চাই   
 
  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ১:০৬
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
   
   /#
  /#
সবচেয়ে সুন্দর এবং ঘটনমূলক মাল্টি তো আপনার।  তারও ভ্যান চাইলেন। হপে না
 তারও ভ্যান চাইলেন। হপে না   
   
 
৯১|  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ১:৪২
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১:৪২
আমি তুমি আমরা বলেছেন:  ভাল আইডিয়া  
 
  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
০৮ ই জুলাই, ২০১৩  রাত ২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   ধন্যবাদ
 ধন্যবাদ 
৯২|  ০৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৪
০৮ ই জুলাই, ২০১৩  দুপুর ১:০৪
মধুমিতা বলেছেন: হু মমমমমম
  ০৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১৪
০৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহ!  ধন্যবাদ বলাকা ভাই! মধুমিতা আর বলাকা আমার দুইটা প্রিয় প্রেক্ষাগৃহ!
 ধন্যবাদ বলাকা ভাই! মধুমিতা আর বলাকা আমার দুইটা প্রিয় প্রেক্ষাগৃহ!  
  
  
 
৯৩|  ০৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৪০
০৮ ই জুলাই, ২০১৩  বিকাল ৩:৪০
সমুদ্র কন্যা বলেছেন: মজা পাইলাম নামগুলা পইড়া! ইন্টারেস্টিং   
   
 
  ০৮ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
০৮ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ধন্যবাদ  
 
৯৪|  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ৮:৪৯
০৮ ই জুলাই, ২০১৩  রাত ৮:৪৯
শিপন মোল্লা বলেছেন: মাল্টি, আবার খুজে পাবেন প্রশ্নই উঠেনা।
  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ১০:০৪
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১০:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:   
   
   
   
   
   
 
৯৫|  ০৮ ই জুলাই, ২০১৩  রাত ১০:১৫
০৮ ই জুলাই, ২০১৩  রাত ১০:১৫
জালিস মাহমুদ বলেছেন: ওরে কত মাল্টি রে.....................
  ১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:০৯
১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সামনে আপনাদেরটাও খুঁজে বের করছি  
  
  
 
৯৬|  ১১ ই জুলাই, ২০১৩  ভোর ৫:৫৫
১১ ই জুলাই, ২০১৩  ভোর ৫:৫৫
ৎঁৎঁৎঁ বলেছেন: এই পোস্টখানা আগে পড়ে গেছি, কিন্তু সুযোগমত মন্তব্য করা হয়নি। তবে প্রতিবারই প্রানখুলে হাসছি! অসাধারণ মজার আইডিয়া!   
   
   
   
 
আমারটা প্রায় কাছাকাছি গেসিলেন, অল্পের জন্য মিস হইসে! আমার চন্দ্রবিন্দু কই?   
  
আমার একখানা নিক হইতেসে ঞ্চঁঞ্চঁঞ্চঁ ! 
হারবালে কান্ডারী সক্ষম! -- হাস্তে হাস্তে মফিজ হৈ গেলাম উস্তাদ!   
   
   
   
 
বাংলা অভিধান! - পারফেক্সো! 
  
  ১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:১৩
১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা জেনে বড়ই ভালো লাগল।  
 
এই  ঞ্চঁঞ্চঁঞ্চঁ নিকটাও আপনার?? ওরে!! কত মাল্টি আছে রে!!!!!!!!!   
   
 
জী কান্ডারী ভাই এর জন্য দোয়া করবেন। আশা করি সামনে আমরা আরো ভালো খবর শুনতে পাব  
 
বাংলা অভিধান আপা আমারে কইছে আমার খবর আছে   
   
 
৯৭|  ১১ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩০
১১ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৩০
প্রোফেসর শঙ্কু বলেছেন: বুদবুদের মত হাসি আসিতেছে 
 
  ১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:১৫
১১ ই জুলাই, ২০১৩  রাত ১১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ!!!! ধন্যবাদ 
৯৮|  ১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৭:০৪
১৪ ই জুলাই, ২০১৩  সকাল ৭:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পৈত্রিক নামেই যত দূর যাওন যায়। তবে বহু-নিক বা সহ-নিক যারা ব্যবহার করেন, তাদের উদ্দেশ্য থাকতে পারে। তাই, কোন মন্তব্য নয়। এসব একটি গণ-ব্লগের সহজাত চরিত্র। একজন মানুষের তো এমনিতেই মাল্টি-ক্যারেকটার আছে। বহুবিদ ভূমিকাও আছে... তবে ব্লগে থাকতে দোষ কী! 
অনেক মজা পেলাম আপনার লেখায় 
মন্তব্যের মাঝেও অনেক মজা লুকিয়ে আছে 
শুভেচ্ছা জানবেন 
  ০৬ ই আগস্ট, ২০১৩  ভোর ৫:১২
০৬ ই আগস্ট, ২০১৩  ভোর ৫:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা ! অনেক ধন্যবাদ 
৯৯|  ০৬ ই আগস্ট, ২০১৩  ভোর ৫:৩০
০৬ ই আগস্ট, ২০১৩  ভোর ৫:৩০
খেয়া ঘাট বলেছেন: "মাল্টিনিকের সুবিধাও আছে। যেমন মনে করুন, কাউকে আপনার ভালো লাগল না, কিন্তু নিজ নিকে আপনি তাকে কিছুই বলতে পারছেন না, তখন মাল্টি বাবার দারস্থ হলে তাকে সম্পূর্ন অন্ধকারে রেখেই হাল্কার উপর ঝাপসা টাইপের সাইজ দিয়ে আসতে পারেন। বেচারা চোখে সর্ষেফুল দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না " ---------লও ঠেলা.................
তবে সত্যি কথা আমার আরেকটি নিক আছে। যেখান থেকে লিখা একটি পোস্ট............ব্লগের প্রিয় পোস্টের তালিকায় অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। সে পোস্টটি আবার বিভিন্ন জন ফেসবুকে, বিভিন্ন ব্লগে, যার যার মতো কাটা ছেড়া, ঘষামাজা করে বাজারজাত করছেন। কিন্ত আফসোস.........সে কথা কাউকে বলতে পারিনা। মাল্টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। 
ঈদের শুভেচ্ছা থাকলো।ঈদমোবারক।
  ০৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:১৪
০৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আফসোস, আমার কোন মাল্টি নাই।  
 
আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা।  ঈদ মোবারক।
১০০|  ০৬ ই আগস্ট, ২০১৩  ভোর ৬:৪৮
০৬ ই আগস্ট, ২০১৩  ভোর ৬:৪৮
শান্তির দেবদূত বলেছেন: খাইছে ! ব্যাপক ঘবেষণামুলক   
   পোষ্ট !
  পোষ্ট !
  ০৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:৩৬
০৬ ই আগস্ট, ২০১৩  দুপুর ১:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর বইলেন না ভাইয়া!!! অনেক কষ্ট ও রিস্ক নিয়ে এই পোষ্ট দেয়া!!!
  ২৭ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:১০
২৭ শে নভেম্বর, ২০১৩  ভোর ৪:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ধন্যবাদ  প্রিয় শান্তির দেবদূত ভাই। আপনার মাল্টিটাও কিন্তু ধরে ফেলেছি। "দোযগের আজাজিল" এই নিক দিয়ে আর ক্যাচাল কইরেন না তো!!!
 প্রিয় শান্তির দেবদূত ভাই। আপনার মাল্টিটাও কিন্তু ধরে ফেলেছি। "দোযগের আজাজিল" এই নিক দিয়ে আর ক্যাচাল কইরেন না তো!!!  
 
১০১|  ০৬ ই জানুয়ারি, ২০১৪  রাত ১০:২৩
০৬ ই জানুয়ারি, ২০১৪  রাত ১০:২৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মাল্টি নাই ! আফসুস !
১০২|  ২০ শে নভেম্বর, ২০১৪  ভোর ৬:৩৬
২০ শে নভেম্বর, ২০১৪  ভোর ৬:৩৬
 বলেছেন:   
   
   
   
   
 
১০৩|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:১৬
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:১৬
আরজু পনি  বলেছেন: 
ইয়া মাবুদ !
আমার হার্ট এটাক হবার যোগার হয়েছিল   
   
 
আমি এখন একটা ভয়ই পাই...
বর্তমান সময়ে মাল্টি ব্যবহার না করেও কারো রোষের ফাঁদে না পড়ে যাই   
 
দেখা যাবে তার নিজের মাল্টি দিয়েই আমার নামে চালানোর অপচেষ্টা করছে  
১০৪|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২৯
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১:২৯
নতুন বলেছেন: আফসোস, আমার কোন মাল্টি নাই।  
১০৫|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৫
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১৫
আবু শাকিল বলেছেন: মাল্টি নিয়ে যুগে যুগে অনেক কিছু হয়ে গেছে  
১০৬|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩২
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: জানাপুঃ 
অজানা
হাসান মাহবুব 
হিচককের প্রেতাত্মা 
আরজুপনি 
মডুপনি 
খেয়াঘাট 
কপিলা এখন ঘাটে। 
নোমান নমি 
উফ! নরম নমি! 
কান্ডারী অথর্ব 
**হারবালে কান্ডারী সক্ষম**  
  
   
   
  
তবে বর্তমানগুলা মজার হবে না সাংঘাতিক হবে।  
১০৭|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে একি কান্ড!
এতো দেখি মাল্টির হাট বাজার বসাইছেন.. সামুর এসাঞ্জ!  
 
আপ্নের মতো খেমতা থাকলে- আমি সবডি কইয়া দিতাম   
  
খেলারাম খেলল- তারার মাল্টি না দিয়া দিলেন আমজনতা মাল্টি!! ইডা কিছূ হইল?????
অনেকের মনের প্রশ্নের আগুন নিভাইতে ঐ বিশেষ নিকগুলোর ব্লগলিক্স সামু জাতির জাতীয় দাবী! 
ভাই আমার কিন্তু মাল্টি নাই! শাখা আছে-একটা সাহিত্যের জন্যি- খুব কম ব্যবহার হয়- অন্যটা ইহা!  হা হা হা! 
আপ্নের কাছেতো পেট ছুপানো যাইবে না। কারণ আফ্নে হইলেন দাইমা   
   
   
   
   
   
 
১০৮|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৪
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৫:৩৪
সালাহউদ্দীন আহমদ বলেছেন: 
হোঃ হোঃ ভ্রাতা, বড়ই রঙ্গভরা বিষয় তুলেছেন। এক সময় হাতে প্রচুর সময় থাকতো। ব্লগে বহু সময় কাটাতাম। তখন থেকে বিভিন্ন ব্লগারের মন্তব্য আর পোস্টের মাধ্যমে, ক্ষেত্র বিশেষে সামনা সামনি আলাপের মাধ্যমেও অনেকগুলো মাল্টি'র পরিচয় জেনেছিলাম। একটা স্প্রেডশীটে সব তুলে রাখতাম। দুস্কের বিষয়, শক্তথালাটি ক্র্যাশ করায় সব হারিয়ে গিয়েছে... 
১০৯|  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০৮
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:০৮
বিদগ্ধ বলেছেন: 
হাআমি যে খে তুমার তুমি থা বুইঝা লও.... 
হামি চিরদিনই সামুরই তো থাকবো.....  
১১০|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৪১
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ২:৪১
ভ্রমরের ডানা বলেছেন: ভাই, আমার কোন মাল্টি আছে নাকি দেখুন তো  
১১১|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫০
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৪:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক নিকের রসদ যোগাতে গিয়েই বৌয়ের দৌড়ানি খাই ! আবার মালটি ! 
পোস্ট দেখে ভেবেছিলাম , মাল্টিদের ব্যাপারে মনে হয় সামু হার্ডলাইনে চলে গেছে , তাই সবার পরিচয় ফাঁস করে দিচ্ছে । দুই তিনটা মাল্টিতে ক্লিকও করেছি । 
বিরাট ডস খাইলাম   
  
কাল্পনিক ভালবাসার রিয়েল মাল্টি আমি ঠিকই সনাক্ত করেছি -''বাস্তবিক খারাপ অফিস''   
  
১১২|  ১৮ ই মার্চ, ২০১৬  রাত ১২:১১
১৮ ই মার্চ, ২০১৬  রাত ১২:১১
খায়রুল আহসান বলেছেন: খুব মজার পোস্ট, অনেকগুলো মন্তব্য আরও মজার। সবার মন্তব্য পড়ে বুঝতে পারলাম যে ২০ নং মন্তব্যের ছবিটা ব্যাপক হাসির ছিল, কিন্তু দূর্ভাগ্যক্রমে সেটা এখন আর দেখা যাচ্ছেনা।
১১৩|  ১৫ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৮
১৫ ই ডিসেম্বর, ২০১৮  বিকাল ৫:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ  
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫২
০৬ ই জুলাই, ২০১৩  রাত ১২:৫২
প্রত্যাবর্তন@ বলেছেন: 
   
  