নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় সহব্লগারবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, সামহয়্যারইন ব্লগের ব্লগার সাদাত হোসেন তার সৃজনশীল লেখনী, আলোকচিত্র এবং স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মানের জন্য “জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০১৩” তে মনোনিত হয়েছিলেন। গত ৪ অক্টোবর, হোটেল ওয়েস্টিনে এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে কালচালার এ্যাচিভমেন্ট ক্যাটাগরীতে তিনি " TEN OUTSTANDING YOUNG PERSONS" হিসেবে পুরষ্কার পেয়েছেন।
উল্লেখ্য, জেসিআই (JCI) একটি আন্তর্জাতিক সংঘঠন যা মূলত সচেতন এবং সংক্রিয় নাগরিকদের অন্যতম সেরা মিলনকেন্দ্র। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় ২০০,০০০ হাজার তরুন সদস্যদের বিভিন্ন শ্রেনীতে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এই পুরুষ্কার প্রদান করা হয়। একদল দক্ষ এবং যোগ্য বিচারকের চুলচেরা বিশ্লেষনের মাধমে উপযুক্ত ব্যক্তিকেই এই পুরুষ্কার দেয়া হয়।
কিছু মানুষ থাকেন যারা সবার অলক্ষ্যে মানুষের জন্য কাজ করে যান, কাজের পরিধিই যাদেরকে আমাদের সামনে নিয়ে আসে, সাদাত তেমনই একজন মানুষ। ব্লগে তিনি পরিচিত একাধারে কবি, গল্পকার এবং একজন আলোকচিত্রী শিল্পী হিসেবে, যিনি কিনা যিনি হতদরিদ্র মানুষের ছবি তুলেই ক্ষান্ত হন না, কাজ করেন তাদের জন্যেও।
সামহয়্যারইন ব্লগের সকল ব্লগারের পক্ষ হতে তার এই অর্জনে, তাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আর এই বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য ব্লগার এরিসকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তিনি না জানালে হয়ত এই বিষয়টি আরো অনেক পরেই জানতাম। এই বিষয় নিয়ে তারই লেখার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারনে তিনি পারেন নি বিধায়, আমিই পোষ্ট করলাম।
২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৯
ডি মুন বলেছেন: অভিনন্দন সাদাত হোসেন
৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
হন্টক২৮ বলেছেন: শুভেচ্ছা থাকলো সাদাত হোসেন এর জন্য।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯
শায়মা বলেছেন: সাদাতভাইয়া, এরিস আর তোমাকে অনেক অনেক থ্যাংকস আমাদেরকে জানানোর জন্য।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩
আমি অপদার্থ বলেছেন: অভিনন্দন ব্লগার সাদাত হোসেন
এরকম একটি আনন্দের সংবাদের পোষ্ট সাময়িক কেন???
৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক শুভেচ্ছা তার জন্য /।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন সাদাত।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪
ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন সাদাত।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৫
আম্মানসুরা বলেছেন: অভিনন্দন সাদাত ।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮
শাহেদ খান বলেছেন: দারুণ সংবাদ ! শেয়ার করার জন্য + !
১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২
টিসেলিম বলেছেন: অভিনন্দন
১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মামুন রশিদ বলেছেন: অভিনন্দন সাদাত ।
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
টুম্পা মনি বলেছেন: অভিনন্দন সাদাত হোসেন
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অভিনন্দন ব্লগার সাদাত হোসেন ।
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সাদাত হোসাইন বলেছেন: নানা কারণেই আমি ব্লগে নিয়মিত নই। আসলে অনেকটা স্বার্থপরের মতই ব্লগে লিখি আমি। সেই স্বার্থপরতার জায়গাটা হচ্ছে, ফেসবুকে যা লিখি তা হারিয়ে যায়, ব্লগে তা সংরক্ষিত থাকে.। এটি একটি সরল স্বীকারোক্তি। এমন স্বার্থপরতা এবং অনিয়মিতভাবে ব্লগে আসার পরও হাতে গোনা দুএকজন ব্লগারকে দেখি নিয়মিত আমার লেখায় মন্তব্য করতে, যাদের মন্তব্যের প্রতিটি অক্ষর আমার জন্য সীমাহীন উৎসাহের বাতিঘর। এরিস যার মধ্যে অন্যতম। এতো বিশ্লেষণাত্মক এবং তীক্ষ্ণ দৃষ্টি যে ওর মন্তব্যের প্রতিটি অক্ষর আমার কাছে সবসময়ই বিশেষ কিছু।
ব্লগের গণ্ডি পেরিয়ে শেষমেশ ফেসবুকেও এরিসের সাথে কথা হয়। সত্যি, ও কি সহজভাবেই না প্রতিটি বাক্যে অনুপ্রাণিত করে চলে.।
কাল্পনিক ভালবাসার সাথে আমার কখনো কথা হয় নি, তবে হ্যা, আমার লেখাগুলোয় নিয়মিত যে দু চারটা নাম দেখি, তার মধ্যে আপনি একজন। এই মুহূর্তে এই দুইজন মানুষের এমন করে চমকে দেয়াটা হজম করতে খানিকটা সময় লেগেছে। শেষমেশ, যে স্পর্শের ছোঁয়া পেয়েছি তাতে পুরোপুরি অভিভূত .।
আমার এই প্রাপ্তির কোথাও না কোথাও আপনাদের স্পর্শ অবশ্যই আছে.।
সবার প্রতি কৃতজ্ঞতা, এবং ভালোবাসা। দোয়া করবেন, হয়তো স্বপ্নের সীমানাটা ছোঁবোই। সেই যাত্রায় সাথে থাকবো আমরা সবাই।
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫
নেক্সাস বলেছেন: সামহয়্যারইন ব্লগের সকল ব্লগারের পক্ষ হতে তার এই অর্জনে, তাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
সেই সাথে কাল্পনিক ভালোবাসা কে শীতের টাটকা ধইন্যা পাতা সুন্দর খবরটি জানানোর জন্য
১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪
বশর সিদ্দিকী বলেছেন: অভিনন্দন ব্লগার সাদাত হোসেন ।
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার !
অভিনন্দন সাদাত !!
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
আমিনুর রহমান বলেছেন:
পোষ্ট সাময়িক কেন? অসাময়িক করো। সাদাতকে অভিনন্দন ২য় বার
২০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২
গৃহ বন্দিনী বলেছেন: ফেসবুকে সাদাত হোসেনের ''বোধ'' শর্ট ফ্লিমটা দেখি প্রথম ।
অসাধারণ একজন ফোটোগ্রাফার , সেই সাথে শর্টফ্লিম নির্মাতা ।
অনেক অনেক অভিনন্দন তার জন্য ।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় ব্লগার সাদাতকে অভিনন্দন।
এবং এরিস ও কা_ভা-কে ধন্যবাদ।
২২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮
মোঃ ইসহাক খান বলেছেন: সাদাত হোসেনের জন্য অভিনন্দন।
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: খবরটি আমাদেরকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং ব্লগার সাদাতকে অভিনন্দন।
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
লেখোয়াড় বলেছেন:
অভিনন্দন সাদাত।
ধন্যবাদ কাল্পনিক_ভালবাসা ও এরিসকে।
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০
শান্তির দেবদূত বলেছেন: সাদাত হোসেনকে প্রাণঢালা অভিনন্দন।
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫০
শামীম সুজায়েত বলেছেন: অভিনন্দন।
গর্বিত হলাম, আত্নবিশ্বাসী হলাম, উৎসাহিত হলাম।
শুভ কামনা সব সময়।
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪
খেয়া ঘাট বলেছেন: অনেক শুভকামনা। অনেক অভিনন্দন। অনেক শুভেচ্ছা।
২৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৯
অদৃশ্য বলেছেন:
অভিনন্দন সাদাত ভাই...
শুভকামনা...
২৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
ৎঁৎঁৎঁ বলেছেন: অভিনন্দন সাদাত হোসেন! তার কাছে আরও অনেক কিছুর প্রত্যাশা তৈরী হল!
আপনাকে আর এরিস কেও ধন্যবাদ, বিষয়টা আমাদের কে জানানোর জন্য, আমরা একজন একজন গুনী মানুষের পরিচয় জানলাম!
৩০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪
সমুদ্র কন্যা বলেছেন: ব্লগার সাদাত হোসেনকে অভিনন্দন।
৩১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০
আরজু পনি বলেছেন:
বাহ্ খুবই আনন্দের সংবাদ ।
অভিনন্দন সাহাদাতকে ।
আর এরিস ও কাল্পনিককে বিশেষ ধন্যবাদ খবরটি আমাদের কাছে প্রাশ করার জন্যে ।।
৩২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সবাইকে। আসলে যেহেতু আমরা সবাই মিলে সাদাত হোসেনকে অভিনন্দন জানাতে চেয়েছি তার আর সবার কমেন্টের আলাদা জবাব দিলাম না। আমাদের শুভেচ্ছা এবং শুভ কামনা পৌছে দেয়াই মূল উদ্দেশ্য।
আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ
৩৩| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
অভিনন্দন রইল।
পোস্ট সাময়িক কেন? থাকুক না!
৩৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩
উদাসী স্বপ্ন বলেছেন: অভিনন্দত। এরকম মেধাবীদের যোগ্য সম্মান আরও বেশী বেশী হওয়া উচিত।
কিপ ইট আপ
আর এরকম একটা ব্যাপার নজরে আনার জন্য লেখক আর এরিসকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন ব্লগার সাদাত হোসেন ।