নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞপ্তিঃ ব্লগের নতুন সিন্ডিকেটের জন্য সদস্য আহবান।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৫





জরুরী ভিত্তিতে বাংলা ব্লগস্ফিয়ারের একটি চালু ব্লগের জন্য 'আর্জেন্টিনা সমর্থক ' নামের একটি সিন্ডিকেটের জন্য নতুন সদস্য তথা ব্লগারদের নাম অন্তর্ভুক্তি করার আহবান জানানো যাচ্ছে। ব্লগটির নাম সামহোয়্যারইন ব্লগ।



বিশ্বকাপ উপলক্ষে নতুন সদস্যদের আগ্রহের কথা ভেবে সম্পূর্ন বিনা মূল্যে এই সদস্য সংগ্রহের কাজ চলছে। এই পোষ্টে একটি মাত্র সম্মতি সূচক কমেন্টের মাধ্যমেই আপনি হয়ে যেতে পারেন এই বিখ্যাত এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ন অংশ।





এই গুরুত্বপূর্ন সিন্ডিকেটের সদস্য হলে যে সকল সুবিধা আপনি পাবেনঃ



১। আপনি পোষ্ট দেয়া মাত্রই আপনার পোষ্টে সিন্ডিকেটের বাকি সদস্যরা ঝাঁপিয়ে পড়ে কমেন্ট, লাইক দেয়া শুরু করবে।



২। পোষ্ট যতই অখাদ্য হোক না কেন, নির্বাচিত পাতায় তা নেয়ার জন্য বার বার মডুদের দৃষ্টি আকর্ষন করা হবে।



৩। অন্য কোন দলের ব্যক্তি, সমর্থক এবং সিন্ডিকেট আপনার উপর নোংরা আক্রমন করলে সম্মিলিত ভাবে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।



৪। গুরুত্বপূর্ন ভালো পোষ্ট সবাই মিলে শেয়ার করে হিট বাড়ানোর ব্যবস্থা গ্রহন করা হবে।



৫। বিভিন্ন ফাইভ স্টার হোটেলের বলরুমে, বড় মাঠে একত্রে খেলা দেখার সুযোগ পাবেন।



৬। প্রিয় দলের জার্সি কেনার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।



৭। প্রতিটি জয় উৎসব পালন করার সময় থাকবে খানা পিনায় অংশগ্রহনের সুযোগ।



৮। অন্য কোন দলের একজন সমর্থককে যদি প্রমান সহ আর্জেন্টিনা সমর্থক বানানো যায় তাহলে থাকছে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসার বিশাস সুযোগ।



৯। অন্যান্য দলের সমর্থকদের কান্নায় যদি দেশে বন্যার সৃষ্টি হয় তাহলে পাবেন সবচেয়ে বিনামূল্যে একটি করে নৌকা।



১০। সবশেষে থাকছে বিশ্বকাপ জয়ের পর বিজয় মিছিলে অংশগ্রহনের সেরা সুযোগ। (ইনশাল্লাহ- এই ইভেন্ট আয়োজন করে পালন করা হবে )। তখন নতুন কেউ এসে যদি বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থক তাহলে তা গ্রহনযোগ্য হবে না।





যা কোন ভাবেই করা যাবে নাঃ

১) ফানের নাম করে অন্য দলের সমর্থকদের মনে আঘাত দেয়া যাবে না।



২) অন্য দলের নাম, খেলোয়ারদের ছবি নিয়ে কোন প্রকার অশ্লিল ছবি প্রকাশ করা যাবে না।

৩) প্রানবন্ত আলোচনার সময় যুক্তিশূন্য হলে গালাগালি দেয়া যাবে না। যদি কেউ কোন প্রকার গালাগালি করেন তাহলে আমরা ধরে নিব, সেই গালিগুলো তার লুকায়িত ডাকনাম।







এই সিন্ডিকেটের সাথে অনেক রথী মহারথি জড়িত। উদহারন স্বরুপ এই সিন্ডিকেটের সভাপতি হিসেবে আছেন, জনপ্রিয় ব্লগার হাসান মাহবুব। এবং আরো একজন জনৈক সুন্দরী সেলিব্রেটি। (অনুরোধে নামটি প্রকাশ করা হলো না।) বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে এক্টিভ সদস্য পাবেন- এই দুইজনের যে কোন একজনের সাথে লাঞ্চ করার সুবর্ন সুযোগ। তাহলে আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ুন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সত্যি এবং সেরাদের পক্ষে আপনার দ্যর্থহীন অবস্থান।



লাইকের বন্যায় ভেসে ভাবে অন্যায়।

জয় আর্জেন্টিনার জয়!!!!!!!!!



গ্রুপের লিংকঃ আর্জেন্টিনা সিন্ডিকেট



মন্তব্য ১৯২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কথা সত্য নাকি!!!
আমি আছি গ্রুপে। :) :)

১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!

২| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: একই সাথে সামুর মডুদের কাছে অনুরোধ জানাইয়া যাই সামগ্রিক ক্যাচালের সার্থে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের একটা ক্যাচাল পোষ্ট বিশ্বকাপ চলাকালীন পুরা সময়ের জন্যে স্টিকি করে রাখা হোক।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আমিও একই আশা করি। এই পোষ্টটি স্টিকি করা হোক। সকল মিথ্যাচারের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার সময় এসেছে।

৩| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫

ইমিনা বলেছেন: আমি কিন্তুক ঠিক ই জানি কে কে ব্রাজিল সমর্থক। সুতরাং, কেউ মিথ্যা বললেই তা জানিয়ে দিব আর কর্তৃপক্ষ যেন অবশ্যই সেই মিথ্যার জন্য উপযুক্ত ব্যবস্থা করেন তার আশা রাখছি :-B :-B

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন। আপনি হচ্ছে স্পাই!! গ্রেট। এই তো আমাদের সিন্ডিকেট দারুন ভাবে এগিয়ে যাচ্ছে।

৪| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P :P

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্বাগতম!

৫| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২০

সাসুম বলেছেন: কাভা ভাই আগে ভাগেই বলে দিলাম , সুন্দ্রি আমার -_-

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-) B-) ;) :P

৬| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৪

হাসান মাহবুব বলেছেন: মহিলার নামটা কয়া দিমু নাকি? ;)

১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাসান ভাই! সারপ্রাইজটা নষ্ট কইরেন না। B-)

আমি ভাবছি সারপ্রাইজটা ব্লগ সংশ্লিষ্ট মানুষগুলো কিভাবে নিবে!

৭| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৪

হাসান মাহবুব বলেছেন: পংবাড়ি কি খায় সেটার নাম এখানে বলে কেন?

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা বিনোদন পাইলাম।

৮| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৮

জিয়া চৌধুরী বলেছেন: আজাইরা

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ বুঝছি!

৯| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাকে সদস্য করতেই হবে নইলে কারো রেহাই নেই।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আলহামদুলিল্লাহ! আমিন। আইসা পড়েন।

১০| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

রিফাত ২০১০ বলেছেন: Shhundory Female celebrity er name bolen

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটাই তো সারপ্রাইজ! এটা কি আগে বলা যায়!

১১| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৯

হাসান মাহবুব বলেছেন: তুমার পাছায় লাত্থি দিয়া ফুটবল খেলি, কি কও @আবালবাড়ি?

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~
মন্তবে প্লাস।

১২| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৮

আম্মানসুরা বলেছেন: লেখক বলেছেনঃ যদি কেউ কোন প্রকার গালাগালি করেন তাহলে আমরা ধরে নিব, সেই গালিগুলো তার লুকায়িত ডাকনাম। =p~ =p~ =p~ =p~ =p~

হাসতে হাসতে শেষ। আমি এই সিন্ডিকেটের সদস্য হতে চাই। আমি যেই দল কে সাপোর্ট করি সেই দল হারে কি না ;) !! তাই ভাবলাম এবার আর ব্রাজিল নয় আর্জেন্টিনাকেই সাপোর্ট করব :P

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই যেমন দেখেন পংভাই সাহেবের ডাক নাম পায়খান!

আপনি এতদিন ভুল দল সমর্থন করে এসেছেন। এবার সঠিক দলে আসুন। :) সিন্ডিকেটে স্বাগতম।

১৩| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:০১

অপর্ণা মম্ময় বলেছেন: উক্কি দিয়া গেলাম, ঝোপ বুঝে কোপ মারা হইবে

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :-P :-P :P :P :P
সুযোগ সন্ধানী হইলে হবে না!!!!!!!!!!! B-) B-) :D :D :P :P

১৪| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:০২

জাহিদ ২০১০ বলেছেন: এই নেন সেই সুন্দরী আফার লিংকু


https://www.facebook.com/silentfighters

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হয় নাই। এত ইজি গেসিং হইলে তো কাম হইছিলই। B-) :D :D

১৫| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১০

দৃষ্টিসীমানা বলেছেন: ছি ছি এসব কি হচ্ছে!! তারচেয়ে সবাই আমার ব্লগ এর ফুড কর্নার এ ঘুরে যান :) :)

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আপনাকে খাওয়া দাওয়ার দায়িত্ব দিব। বিশ্বকাপ উপলক্ষে কি কি খাওয়া দাওয়া সহজে বানানো যাবে এই সংক্রান্ত কিছু লিখেন।

১৬| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার এই পোস্টে যদিও আমার ঢোকা ঠিক হয়নি তবু কেমনে কেমনে জানি আইসাই পরলাম। আর আইসাই যখন গেছি তখন একটা লিঙ্ক দিয়ে যাই।

আড্ডা আড্ডা চলে বিশ্বকাপ ফুটবল ২০১৪ আর্জেন্টিনা vs ব্রাজিল

সামু যদি এই পোস্টটা পুরো বিশ্বকাপ জুড়ে ইস্টিকি করতো তাইলে হেব্বি জমতো। এইখানেও ফাইট ভালই জমছে।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যাপার না, আমি জানি আপনি সব সিন্ডিকেটেই আছেন।

১৭| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭

রায়হান চৌঃ বলেছেন: মানুষ কামনে পারে এই স.........। :)

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও জানি না। কেমনে সম্ভব! পুরাই বাদুর!

১৮| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৬

প্রবাসী পাঠক বলেছেন: আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা,
এবং শুধুই আর্জেন্টিনা।

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বড় ভালো লাগল!!!!!

১৯| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৭

আছিফুর রহমান বলেছেন: গ্রুপে যুগ দিতে পারলাম না বইলা দুঃখিত, আমি আবার ব্রাজিল করি কিনা

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে কমেন্ট করলেই কি আর সদস্য হওয়া যায়!


ব্রাজিলের প্রতি শুভ কামনা রইল। আমরা আর্জেন্টিনা সাপোর্টাররা খুবই খেলোয়াড় সুলভ মনের মনের অধিকারী!

২০| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


ঐ মিয়া আমি কোনভাবেই এই হারজেন্টিনার সাথে নাই X( X(( X(

@আছিফুর রহমান ভাই চলেন আমরা ব্রাজিল সিন্ডিকেট এদার দেখায় দেই আমরা কি !!! !:#P !:#P !:#P

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাম বিকৃতি করবেন না। আপনাদের দলের নাম বিকৃতি করার রুচি নাই। সেটা ১৮+ ব্যাপার।

করেন আপনারা সিন্ডিকেট মানা করছে কেঠা! মাঠেও ফাইট হবে ব্লগেও ফাইট হবে!

২১| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৬

পাঠক০০৭ বলেছেন: @পংবাড়ীঃ তুমি এইখানে কি কর? তোমার তো 'বল' নাই। তুমি কি দিয়া খেলবা? মনে নাই একবার যে মাইরা তোমার বল ফাটাইয়া ফালাইছিলাম।



আর্জেন্টিনা! এবার আর্জেন্টিনা ইনশাল্লাহ জিতবে। লেডি সেলিব্রেটির নাম কন।

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহ! ভাই রে ভাই! কি কমেন্ট করলেন!


সেলিব্রেটির নাম এখন বললে মজা নষ্ট!

২২| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ২/৪ দিনের জন্যে সিন্ডিকেট করে কি লাভ??? তার চেয়ে ভাল টিস্যু পেপারের ব্যাবসায় নামেন......... :)

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: টিস্যু না আমরা নৌকার ব্যবস্থা করছি। আপনাগো কান্দনের চোটে যে বন্যা হইব তার থেকে বাঁচার জন্য ঘরে ঘরে নৌকা বানানোর প্রস্তুতি নেয়া হইতেছে। ;)

২৩| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০১

মাহমুদ০০৭ বলেছেন: আর্জেন্টিনা , আরররররররররররর জেন্টি নাআআআআআআআআআআআআআআআআআআআআ

ভালবাসিইইইইইইইইইইইইইইইইই
সাথে আছিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাবাশ!!!!!!!!!!! দারুন সব লোকের ভীড়ে সিন্ডিকেট মুখর!!!!!

২৪| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

শ্রাবণধারা বলেছেন: "১) অন্য দলের সমর্থকদের মনে আঘাত দেয়া যাবে না।
২) অন্য দলের নাম, খেলোয়ারদের ছবি নিয়ে কোন প্রকার অশ্লিল ছবি প্রকাশ করা যাবে না।
৩) গালাগালি দেয়া যাবে না।"

আরে ধুর ! এটা তাহলে আবার সিন্ডিকেট হলো কি করে? ব্লগের বড় বড় সিন্ডিকেট ভাইদের নাম মনে করে দেখুন, একেকটা নক্ষত্র তারা - কলিজাতে কাঁপন ধরিয়ে দিতে না পারলে আবার কিসের সিন্ডিকেট?

নাহ, আপনার সাথে খেলতাম না ......।

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা প্রতিষ্ঠিত হতে চাই, হারিয়ে যেতে চাই না। তাই তাদের উদহারন আমরা গ্রহন করলাম না। নক্ষত্রদের হারিয়ে যেতে নেই। :D B-) :P

২৫| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: @কা_ভা ভাই..

সুন্দর উদ্যোগ।

কিন্তু দু:খের কথা কি কমু! ব্রাজিল সমর্থক গুলা পুরাই বিএনপির মতো;) সবকিছুতে পিছে।
এই যেমুন আপ্নের দেখাদেখি এখন সিন্ডিকেট বানাইতে ডাক দিছেন তাও কা_অ ভাই ........একজন...সমর্থক একজন।

কন সবকিছু এত দিরং করলে চলে ;)

আসলেই- কুট্টিকালে যে কালোমানিক পেলে মাথায় ঢুকছে আর বেরুনের নাম নাই।
তার্‌ উপ্রে এখন আবার যৌবনে সাম্বা নৃত্যের ঝলকানী ;)

আপনেরে কানে কানে দাওয়াত দিয়া যাই- আর্জেন্টিনা সপুট করেন সুমস্য নাই..

সাম্বা দেখতে কিন্তু চোখ কানি কইরা দেইখেন না। মনটা খুইলা দেইখেন। ব্রাজিলয়ানরা মাইন্ড খাইবনা ;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

( অ.ট. কান্ডারী ভাই - বেটার লেট দেন নেভার :) জলদি শুরু করেন ) :)

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহাহাহহা! প্রতিপক্ষ সিন্ডিকেটের হলেও আপনার মন্তব্যে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধাবোধ আছে দেখে মুগ্ধ। আসলে কাউকে না কাউকে তো দৃষ্টান্ত স্থাপন করতে হবেই। তাই এগিয়ে গেলাম। B-)

২৬| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

ভূতাত্মা বলেছেন: আই এম ইন !!! B:-) B:-/ :-B

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলখাম বাডি!

২৭| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

জনাব মাহাবুব বলেছেন: আমি দুনোমনো মানুষ। আর্জেন্টিনা বনাম ব্রাজিল দুটোর পক্ষেই আছি। ;) ;) ;) ;) ;)


ভাই একসাথে দুই দলের সিন্ডিকেটের সদস্য হওয়া যাবে কিনা? :P :P :P :P

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না হবে না! /:) /:) /:)

২৮| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: জার্মানির সিন্ডিকেট কই?? :-/

১১ ই জুন, ২০১৪ রাত ১১:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B-) :D :D
কেউ না খুললে ভাইয়া অন্তত আপনার জন্য হলেও আমি খুলব। :)

২৯| ১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পোস্টটা পড়ে মজা পাইলাম। "পায়খানা" সাহেবের মন্তব্য এবং তার প্রতিউত্তর গুলা পড়ে আরো মজা পাইলাম। (কিন্তু আমি ব্রাজিলের সমর্থক)

১১ ই জুন, ২০১৪ রাত ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা এই ধরনের সৌহাদ্যমূলক সম্পর্ক চাই। :) :) ব্রাজিলকে আমি অপছন্দ করি তা কিন্তু না। কিন্তু আর্জেন্টিনা আমার ফাস্ট চয়েজ।

আর পং ভাইকে নিয়ে যা বলেলেন বা দেখলেন, সেটার ব্যাপারে আমি আনন্দিত। দীর্ঘদিন পর সামুতে বিনোদনখরা কেটে যাচ্ছে। :D :P

৩০| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: @কা_ভা ভাই...

ব্রাজিলের সমর্থনের কারণ পেলে যেমুন কট্টিকালের কালো মানিক.. তেমনি রেকর্ডটা একটু দেখেন.............

খান্দানি বইলা কথা আছৈ না ;) ....

আর লাইনের কত নীচে খোঁজা লাগে!!!

কে কতবার জিতেছে এই বিশ্বসেরা কাপ তার একটি তালিকা
জেআরটি = (জুেলিরেমট্রফি )
Country JRT == FIFA Cup Total
Brazil ===3=== 2======== 5
Italy =====2== 2======== 4
Germany===1==2======== 3
Uruguay ===2==0========2
Argentina===0==2======= 2
England ====1==0=======1
France ===== 0==1=======1
Spain ======0==1=======1


অট: এখনু সুময় আছে ব্রাজিলে আইসা পড়েন.. এটলিষ্ট ৫ টাইমস.. থিংক ব্রাদার থিংক...
আপনের মতো এলিট মানুষরে মানায় ;)
আইসা পড়েন জার্সি বদলাই :P B-) ;) =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই জুন, ২০১৪ রাত ১১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহা! ভাই আপনাকে যে মন্তব্য করব ভাবছিলাম সেটা দিলাম না। এটা ধরেন যাকে বেশি পছন্দ না তাকে সেই রিপ্লাইটা দিব হাহাহা।

আচ্ছা যান, আপনাকে একটা ফেসবুকের স্ট্যাটাস শেয়ার করি। স্ট্যাটাসটি দিয়েছেন ব্লগার ভূতাত্মা। B-) :D :P :P

আর্জেন্টিনাঃ আমরা ১৪ বার কোপা জিতেছি।

ব্রাজিলঃ আমরা ৫ বার বিশ্বকাপ জিতেছি!

আর্জেন্টিনাঃ আর্জেন্টিনা বনাম ব্রাজিল, মোট ম্যাচ ৯৫ টি।
আর্জেন্টিনার জয় ৩৬ টি, ব্রাজিলের জয় ৩৫ টি!

ব্রাজিলঃ আমরা ৫ বার বিশ্বকাপ জিতেছি!

আর্জেন্টিনাঃ আমরা ২ বার অলিম্পিক জিতেছি।

ব্রাজিলঃ আমরা ৫ বার বিশ্বকাপ জিতেছি!

আর্জেন্টিনাঃ আমরা সব বিগ টুর্নামেন্ট মিলিয়ে (বিশ্বকাপ, কোপা, নফেডারেশন, অলিম্পিক) সর্বমোট ট্রফি জিতেছি ১৯ বার, ব্রাজিলের চেয়ে ৩ টা বেশি।

ব্রাজিলঃ আমরা ৫ বার বিশ্বকাপ জিতেছি!

আমরা ৫ বার বিশ্বকাপ জিতেছি = এড মেহ্‌ আই এম বলক

ক্লোজ এনাফ!!


আপনাকে ভালোবাসি, তাই একই অফার আপনার জন্যও রইল। যদি আপনি আমাদের টিমে আসেন, তাইলে আপনাকে আমি নগদে জার্সি উপহার দিব। আপনার মত একজন বিবেচক মানুষ এই ভুল কেমনে করে!!!!

৩১| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: প্রকৃতি শূন্যতা সহ্য করে না, তাই হয়তো শিরোপার খরা এভাবেই যুগে যুগে সুন্দরী ডিনারের প্রলোভন লটারী, ফাইভ স্টারে খেলা দেখা আর শিরোপা জয়ের কাল্পনিক ভোজ দিয়েই যাবে, আমার দুঃখ হয় বন্ধু, তুমি তো জানো কবিরা অন্যের দুঃখ সহ্য করতে পারে না, কিন্তু প্রতি বিশ্বকাপে তোমাদের চোখের পানি দেখতে দেখতে আমার বুক ভেঙ্গে যায়! (এই কে আছিস- টিস্যু এনে দে)। দুধের স্বাদ ঘোলে মিটাইতে না হইলে হয়ত তোমরাও জানতে যে দল জিতলে সাদা কালো টিভিতে দেইখাও শান্তি! যাই হোক, শুভকামনা রইলো উজাড় করে, কিন্তু শত কামনাতেও যে বেগুন গাছে গোলাপ ফুটে না! :( :(

বেস্ট অফ লাক! সভাপতি ভাইরে সেলাম!

১১ ই জুন, ২০১৪ রাত ১১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধুর! তুমি ফুটবল লিয়া কবিতা লেহ তো। ফুটবল টুটবল খেইলো না তো।

৩২| ১১ ই জুন, ২০১৪ রাত ৮:৪৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সিন্দিকেটের মতো বাজে,ঘৃণ্য,বর্বর শব্দের সাথে আর্জেন্টিনার নাম যুক্ত করায় আপনার পোস্টটি ঊর্ধ্বতন কর্তিপক্ষের কাছে রিপোর্ট করিলাম ।

১১ ই জুন, ২০১৪ রাত ১১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো কাজের জন্য সিন্ডিকেটে কোন সমস্যা নাই। B-)

৩৩| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:১৮

বটবৃক্ষ~ বলেছেন: ^_^ ^_^ ^_^

মেসিঈঈঈঈ!!!!!! :!> :#> :#> :#> :> :> :> :> :>

গ্রুপে জয়েন রিকু দিয়ে এসেছি!! :) জলদি এড করেন!! এডমিন হয়ে তো বসে আছেন!! :P

১১ ই জুন, ২০১৪ রাত ১১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইয়েস ইয়েস ইয়েস!!

৩৪| ১১ ই জুন, ২০১৪ রাত ৯:২৬

তওসীফ সাদাত বলেছেন:

জয় আরজেন্টিনা সিন্ডিকেট/সমর্থক গ্রুপের জয় !!!

১১ ই জুন, ২০১৪ রাত ১১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিন!!!!

৩৫| ১১ ই জুন, ২০১৪ রাত ১০:৪৩

আম্মানসুরা বলেছেন: পংভাই কে?

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: 'পু' বাবা।

৩৬| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ৯০ এর পর আর্জেন্টিনার সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফা্ইনাল।এই সিন্ডিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। পরিসংখ্যান ? শুধু কোপা শামছু কাপ দিয়ে এগিয়ে থাকার চিন্তা। ;) !:#P

তারপরও শুভকামনা সিন্ডিকেটের সদস্যদের জন্য ।তারা যেন ভাল থাকে।
কষ্টের দিন শেষ হবে খুব দ্রুত। :P

তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য শুভকামনা এমন হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল।ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়া ।র্জে

ল্যাটিন কোন দল ৯০ এর পর ফাইনাল খেলেছে আমার জানা নেই।একমাত্র ব্রাজিল ছাড়া ।অল ল্যাটিন ফাইনাল? সেটা এক মাত্র কল্পনায় সম্ভব।

কাপটা কুফা বা কোপা হলে ভাল হতো।

মামুন রশিদ ভাই আর্জেন্টিনা করেন মানলাম তিনি ৮৬ বিশ্বকাপ ৯০ এর বিশ্বকাপ দেখেছেন। দেখেছেন মেরাডোনা ভেলকি।

আর তুমি ? বুঝলাম না। পোস্টে আর্জেন্টিনর কোন প্লোয়ার নেই ।শুধু মেসি আর ব্রাজিল। #:-S

শুনো দুইদলের সমর্থকের মধ্যে খেলা হলেও ব্রাজিলের সমর্থক দল জিতবে। :)

প্রেসিডেন্ট সাহেবের জন্য শুভকামনা থাকলো ।


১২ ই জুন, ২০১৪ রাত ১:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত কথা বলার টাইম নাই। আপনার জন্য একটাই কারন এনাফ সেলিম ভাই- আমাদের আর্জেন্টিনার সুন্দরী সমর্থক বেশি। এখন বাকিটা আপনার বিবেচনা। আর্জেন্টিনা সাপোর্ট করুন, সামনে নতুন জীবন বেছে নিন।! ;) ;) ;)

৩৭| ১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪৪

একজন ঘূণপোকা বলেছেন:
B:-/ B:-/ B:-/

উহু!! আইছে। ;)


ব্রাজিল ব্রাজিল ব্রাজিল।

এইসব সিন্ডিকেটে কোন কাজ হইবো না X( X( X( :P :P =p~ =p~ =p~ =p~

১২ ই জুন, ২০১৪ রাত ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানে কি কইতাম আর! আমরা তো অন্য দলের কাউরে ডাকি নাই। হুহ! হুদাই!! আইসেন ক্যারে এইখানে! এই সিন্ডিকেটে এসে কাপঝাপ করলে কিন্তু ঘুণপোকা আসলেই ধরে যাবে ;) ;)

৩৮| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


@ বিদ্রোহী ভৃগু ভাই আর যাই হোক ব্রাজিল সমর্থকরা ব্রাজিলের মতোই খেলার নিয়ম কানুন মেনে চলে। অবৈধতাকে বৈধতায় রুপ দিয়ে সাফল্য আশা করে না। ;)

যাই হোক এখানে দেখছি সেলিম আনোয়ার ভাই, ঘূণপোকা ভাই, অঘটনঘটনপটীয়সী ভাই আপনি আর আমি ব্রাজিল দলের সমর্থক। আমাদের মাঝে কেউ একজন এমন উদ্যোগ নিলে মন্দ হয় না। আমি সাথে আছি।

!:#P !:#P !:#P

১২ ই জুন, ২০১৪ রাত ১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আচ্ছা ঠিক করে বলেন তো, একটা টিমে মোট কয় জন থাকে? ;)

যাইহোক, এইভাবেই যুগে যুগে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনাদের অনুসরন করে গেছে। বাই দ্য ওয়ে, আপনিও কি পাঁচ নাকি? ;)

মডুদের কাছে অনুরোধ জানাই, কান্ডারী অর্থব নামটি চেঞ্জ করে কান্ডারী পাঁচ করে দেয়া হোক।

কান্ডারী পাঁচ কি জয় হও!!!!। ;) ;)

৩৯| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:৩৫

উদাস কিশোর বলেছেন: আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা,
আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা,
আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা,
:) :)

১২ ই জুন, ২০১৪ রাত ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা,

৪০| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯

সুমন কর বলেছেন: খালি আর্জেন্টিনা/ব্রাজিল করলে হবে না!!!
আরও দল আছে.........

পোস্টে ঘুরে গেলাম।

১২ ই জুন, ২০১৪ রাত ১:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। জী, অন্য দলকে আমরাও সাপোর্ট করি। ব্রাজিলকেও করি। তবে আগে আর্জেন্টিনা। তারপর, অ আ, ক খ গ ঘ টীম B-) :P

৪১| ১২ ই জুন, ২০১৪ রাত ১:১২

অদিতি মৃণ্ময়ী বলেছেন: আমরা ব্রাজিল সিন্ডিকেটের গ্রুপ খুলমু। আগ্রহীরা যোগাযোগ করুন :/

কুচক্রীদের ষড়যন্ত্র ভেঙ্গে দাও জ্বালিয়ে দাও ।

১২ ই জুন, ২০১৪ রাত ১:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানা করছে কেডা আফা!! আমাদের দেখানো পথে আপনাদেরকেই হাটতে হবে। :P :P

৪২| ১২ ই জুন, ২০১৪ রাত ১:২০

ভূতাত্মা বলেছেন: অদিতি মৃণ্ময়ী বলেছেন: আমরা ব্রাজিল সিন্ডিকেটের গ্রুপ খুলমু। আগ্রহীরা যোগাযোগ করুন। কুচক্রীদের ষড়যন্ত্র ভেঙ্গে দাও জ্বালিয়ে দাও।

হাহাহাহাহাহাহা!!! এতো দেখছি ভাতের মধ্যে ছাই!! এতো বিনোদন রাখি কই???? =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই জুন, ২০১৪ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে হে হে। পাঁচ বার হাসেন। এ্যড মিহ! উই আর বলগ।

৪৩| ১২ ই জুন, ২০১৪ রাত ১:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: হায় হায় কি দিন আইলো ব্রাজিলের গ্রুপ খুলতে আর্জেন্টিনার পেজে আইসা বিজ্ঞাপন দিয়া সমর্থক খুঁজতে হয়। ব্রাজিলের এমন দুরাবস্থা হইলে পাইট করমু কার লগে। ;) ;) =p~ =p~ =p~

১২ ই জুন, ২০১৪ রাত ১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! সেটাই তো কথা!! কন কই যাই!!!

৪৪| ১২ ই জুন, ২০১৪ রাত ১:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: একজন সক্রিয় আর্জেন্টিনা সমর্থক হিসেবে সিন্ডিকেটে আমার অবস্থান শক্তিশালী হওয়া চাই! ছুপা ব্রাজিল কিংবা ছুপা জার্মানী সমর্থক ধরার কাজটা আমি চাই!

১২ ই জুন, ২০১৪ রাত ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উখে!! চলুক অভিযান। মেইন গ্রুপে আপনার অবস্থান চাই!!!

৪৫| ১২ ই জুন, ২০১৪ রাত ৩:০৪

অদিতি মৃণ্ময়ী বলেছেন: দেখান পথ! হাঁসাইলেন! আমি তো দেখতেসি আপনারাই হন্ডুরাসের সমর্থকদের দেখান পথে হাঁটলেন :পি

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি বলেন এইগুলো!! উপরের কমেন্টগুলো পড়ছেন!! কারা কাদের পথে হাটছে বুঝা যাবে!!! :P :P

৪৬| ১২ ই জুন, ২০১৪ ভোর ৪:৪০

অ্যামাটার বলেছেন: সিন্ডিকেটে যোগ দিলুম :)
আর্জেন্টিনা ফরএভার~~~

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলখাম!!!!!!!!!! :D :D

৪৭| ১২ ই জুন, ২০১৪ ভোর ৬:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কোন ফিস না লাগলে আমার নামটি যেন লিখে রাখেন... B-) ;)

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় মাঈনউদ্দিন ভাই! আপনাকে স্বাগতম!!!!!!!!!!!

৪৮| ১২ ই জুন, ২০১৪ ভোর ৬:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //*কুনোব্যাঙ* বলেছেন: একই সাথে সামুর মডুদের কাছে অনুরোধ জানাইয়া যাই সামগ্রিক ক্যাচালের সার্থে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের একটা ক্যাচাল পোষ্ট বিশ্বকাপ চলাকালীন পুরা সময়ের জন্যে স্টিকি করে রাখা হোক।// ;) :P

জয়েন করে আসলাম...

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আর্জেন্টিনার পক্ষে পেয়ে খুবই আনন্দিত। বিশ্বকাপ জয়ের সম্ভবনা আরো প্রবল হলো।

৪৯| ১২ ই জুন, ২০১৪ সকাল ৯:১২

সিরাজ সাঁই বলেছেন: আমি আছি :)

বাট, আর্জেন্টিনা সিন্ডিকেটে ঘোর ব্রাজিলিয়ান নিমচাঁদ ভাই কেম্নে ঢুকলেন ?

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাধু সাধু গুরুজী! আপনাকে স্বাগতম।


নিমদা গিয়েছেন বিশেষ শিক্ষা কার্যক্রমে সাহায্য করার জন্য। আমাদের ছেলে পেলেরা শিখবে কিভাবে ব্রাজিলিয়ানদের কাউন্টার দিতে হয়। আশা করি তিনি এই সুযোগে প্রকৃত ফুটবল বুঝে আর্জেন্টিনা সাপোর্ট করবেন। ;) ;)

৫০| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা :) :) :)

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা

৫১| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাদের টিমের জন্য শুভকামনা। বাট আমি ব্রাজিল ফুটবল টিম সাপোর্ট করি :)

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই। আপনাকেও ব্রাজিল টিমের জন্য শুভ কামনা। আশা করি এবার ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল হোক। :)

৫২| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৭

কেএসরথি বলেছেন: আমার কভার ফটো ;)



ডাউনলোড: Download

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! আমি ডাউনলোড করে নিচ্ছি।

৫৩| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৯

কেএসরথি বলেছেন: File Size: 800kb
Resolution: 1280 x 800

Download

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। :)

৫৪| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ২। পোষ্ট যতই অখাদ্য হোক না কেন, নির্বাচিত পাতায় তা নেয়ার জন্য বার বার মডুদের দৃষ্টি আকর্ষন করা হবে। :D :D :D :D :D :D :D

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P :P :P

আপনি কোন দল বীথি?

৫৫| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:৫৪

আশা জাগানিয়া বলেছেন:
সিন্ডিকেটবাজিরবিরুদ্ধেসামুবরাবরইসোচ্চার।
সিন্ডিকেটবাজদেরশিগগীরইব্যানকরারতীব্রদাবীজানিয়েগেলামB-))

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহহ! আপনারা আগে করতে পারেন নাই দেইখা এখন এই সব কথা! বুঝি না আমরা??

৫৬| ১২ ই জুন, ২০১৪ রাত ১১:০৫

ফা হিম বলেছেন:
সিন্ডিকেট ভালা না। মাইনাচ

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার টিমের খেলা দেখলাম। মাইনাস সেখানে দিয়েন। ;)

৫৭| ১৩ ই জুন, ২০১৪ রাত ৩:৪৮

মামুন রশিদ বলেছেন: আমিতো সিন্ডিকেটের প্রতিষ্টাতা মেম্বার! নাইলে ফোন দিলাম একজনরে, কা_ভা সেই ফোন ধৈরা আর্জেন্টিনা আর্জেন্টিনা কৈব কেন! ধুর, এই সিন্ডিকেটের খবর সন্ধ্যায় পাইলে সিন্ডিকেটের সাথে বৈয়া খেলা দেখতে পারতাম ।

ধিক রেফারি..

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মিস হইয়া গেল্গা! এক লগে খেলা দেখতে পারলে মনে করেন ঐ মানুষরে আরো পচাইয়া ভর্তা বানাইতে পারতাম। B-) :D :D :P

ভামোস আর্জেন্টিনা। আপনাকে এই সিন্ডিকেটে পেয়ে খুবই আনন্দিত।

৫৮| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: এটা আর্জেন্টিনা নামে এন্টি ব্রাজিল সিন্ডিকেট। #:-S

এখনো সময় আছে ব্রাজিল টিম সমর্থন করে ২০১৪ ওয়ার্লড কাপ জয়ী দলের সমর্থক হওয়ার পরম আনন্দ উপভোগ করা।

তাই আর দেরী না করে যোগ দাও দলে দলে....ব্রাজিলে :)

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যে ব্রাজিল কেন সমর্থন করেন, আমরা বুঝি না মনে করছেন? সেলিম ভাই, ঠিক হয়ে যান, আর কত!! লাইনে আসেন, ব্রাজিলই সাপোর্ট করেন, কিন্তু সেটা ফুটবলের জন্য অন্য কিছুর জন্য না। :D B-) ;) :P :#) :#) :-* :)

৫৯| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:২৫

বাবুই_পাখি বলেছেন: জাদীদ মামা, এবার যদি আর্জেন্টিনা ভালো খেলে আমি আর আম্মু তোমাদের দলে আসবো। কি খাওয়াবে তাহলে বলো ? আমার পছন্দের দলে আর্জেন্টিনা ৪ নাম্বারে আছে এখন। B-)

১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মামা! আর্জেন্টিনা সব সময়ই ভালো খেলে। তুমি দেরী না করে জলদি চলে আসো। পরে আসলে সবাই পচা বলবে। :)

৬০| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

ডানাভাঙ্গা চিল বলেছেন:

রোনালদিনহো সর্বশেষ কবে প্রতিযোগীতা মূলক ফুটবল খেলছে রোনলদিনহো নিজেই জানেনা ! আর দেখেন সেলিম আনোয়ারের মত ব্রাজিল সাপোর্টারেরা এখনো পারলে পেলেরে মাঠে নামাইয়া দেয় !

শোনেন সেলিম মিয়া , হুদাই লাফাইয়েন না , টিম যেইটা আছে এইটাই এখন কার সেরা , দৌড় সেকেন্ড রাউন্ড।
রোনালদিনহো কেনু , কবরে যাওয়া প্লেয়ারদেরো মিস করেন ।

১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬১| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭

দি সুফি বলেছেন: হাহাহাহাহা সুন্দরী সেলিব্রীটির লোভ দেখিয়ে দলে টানবার চেষ্টা! পুরাই দেখি ইউনিভার্সিটি অব সাউদ এশিয়া কারবার :-P :-P

১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ! এই উপমহাদেশে তাদের মার্কেটিং কৌশল পুরাই অবর্থ্য! বুঝতে হপে!!!!!!!!! ;)

৬২| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৮

মোহাম্মদ তুহিন১৫ বলেছেন:

১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! খুবই সুন্দর!

৬৩| ১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

মুদ্‌দাকির বলেছেন:

এই সিন্ডিকেটের সদস্য হবার কোন ইচ্ছা নাই

এই সিন্ডিকেটে ঢুকে গেলে আমার চিন্তধারা বাস্তবতা বিবর্জিত হয়ে যাবে

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই জুন, ২০১৪ রাত ৯:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যা হইতে পারবেন না, তা না করাই ভালো! ;)

৬৪| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৮

বৃতি বলেছেন: সিন্ডিকেটে সদস্যসংখ্যা কিভাবে বাড়ানো হচ্ছে, তার জলজ্যান্ত সাক্ষী আমি :P শুভকামনা থাকলো আপনার দলের জন্য, যদিও এই শুভকামনায় খুব কাজ হবে বলে মনে হচ্ছে না /:) /:) B-)

১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ! নিন্দুকের কথায় আর কি আসে যায়! B-) :P :P

ভামোস আর্জেন্টিনা!!!!!!!

৬৫| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩০

সুইট এঞ্জেল বলেছেন: আংকেল তোমার সাথে তো আমার মিল আছে। আমি মেসিকে খুব্বি পছন্দ করি। :#)

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওকে ভাতিজি। আসো মা বুকে আসো। আনন্দে কোলাকুলি করি।

৬৬| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

ভারসাম্য বলেছেন: আপনাদের খেলা নিয়ে সিন্ডিকেইটবাজীর বিপক্ষে পোস্ট দিয়েছি। উৎসর্গের তালিকায় আপনাকেই প্রথমে রেখেছি। দ্বিতীয়তে অবশ্য 'কান্ডারি অথর্ব' আছে, ব্রাজিল সিন্ডিকেইটের কান্ডারী হিসেবে।

নিমন্ত্রণ রইল। :)

১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! ধন্যবাদ। এখুনি যাচ্ছি।

৬৭| ২১ শে জুন, ২০১৪ রাত ৩:৫৫

নোমান নমি বলেছেন: কি হইতেছে এসব? আমি সুন্দরী আপুর সাথে লাঞ্চ করতে চাই। এই ব্যাপারে আসেন আমরা লাঞ্চ করতে করতে আলোচনা করি।

২১ শে জুন, ২০১৪ দুপুর ১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিশ্বকাপ শেষ হোক বাছা!!! ;) অন্যরা সুযোগ দিক তারপর না হয় ..।.।.।.।।। :P B-)

৬৮| ২১ শে জুন, ২০১৪ রাত ১০:০৪

খাটাস বলেছেন: দশে মিলে করি কাজ, হারলে নাই লাজ। ;)
কষ্ট বেশি মানুষের মাঝে ভাগ করে নিলে নাকি কমে.।.।.। ;)
শুভ কামনা রইল আর্জেন্টিনা গ্রুপের জন্য। :)

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমরাও দেখছি- হেক্সা মিশনের একটা দলের খেলা!!!

;) ;) তাদের জন্যও শুভ কামনা। আশা করি তাদের কষ্টও কম হবে। :P :P

৬৯| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫২

ইখতামিন বলেছেন:
এত্তো এত্তো অফার দেখে আর্জেন্টিনার সমর্থক হতে মনে চায় ;) :)

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! হয়ে যান, নইলে কইলা পরে বললে লাভ হবে না। ;)

৭০| ২২ শে জুন, ২০১৪ রাত ১১:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: দেরিতে হলেও সদস্য হলাম +++++++ =p~ :P :-P

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ বন্ধু! আপনাকে পেয়ে খুব ভালো লাগল।

৭১| ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:০৫

লিমন আজাদ বলেছেন: কাভা ভাই, আমার রিকু তাড়াতাড়ি approve করেন সহ্য হইতেছে না। :D
আর্জেন্টিনা <3

২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারে তো সেই কবেই এপ্রুভ করা হইছে গ্রুপে।!!

গ্রুপে স্বাগতম!!

৭২| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা সুবিধা গুলো পড়ে ব্যাপক মজা পেলাম। কেউ যদি আমার মত নিরপেক্ষ হয় তাকে দলে টানলে কি কি 'এক্সট্রা" সুবিধা দেয়া হবে?

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমেই আপনাকে মেসির ছবি সহ একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। তারপর আপনাকে মিষ্টি মুখ করান হবে সুন্দর এবং সঠিকের দিকে এক পা এগিয়ে আসার জন্য।

বিমানের বিশেষ ক্লাসে আপনি পাবেন যাতায়াতের একটি করে ফ্রি টিকেট।

পাশাপাশি আর্জেন্টাইন সিন্ডিকেটের কার্ড দেখিয়ে আপনি যেখানেই হাত তুলবেন সেখানেই মেট্রো রেল থেমে যাবে।

বিশ্বকাপ জিততে পারলে পাবেন, এক মাসের ফ্রি ব্লগিং সুবিধা!! ;)

সুতরাং আর দেরি নয়। এক্ষুনি চলে আসুন!

৭৩| ২৬ শে জুন, ২০১৪ রাত ৮:২৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: 'সিন্ডিকেট' শব্দটাও আর্জেন্টাইন মৌলবাদীরা দখল করে নিল !!!

হায় ফিফা !!! আমরা কি এমন সমর্থক গোষ্ঠী চেয়েছিলাম !!!!

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই সব অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। যুগে যুগে এইভাবে আমাদের প্রতি অপপ্রচার চালানো হয়েছে।

৭৪| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:০০

যুবায়ের বলেছেন: ব্রাজিলের সাপোটার বইলা কথা...

২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনিও কি আমগো লগে আছেন নি!!

৭৫| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: মেসি সর্বস্ব দলের জন্য এ ঝামেলায় আমি নাই। :P :P :P

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিছু জিনিস একাই একশ ভাই একাই একশ!!

৭৬| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরিহ!! আমি আছিতো!!!! ;)

এই পোস্ট দেখলাম এত্তো পরে!!! :(

যাইহোউক আম ইন ... B-))

২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, আপনার পোষ্টটা দূর্দান্ত হইছে! ফাটাফাটি।

এই সিন্ডিকেটে অতিথি হিসেবে আসছেন, তার জন্য ধন্যবাদ। ;)

৭৭| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

জুন বলেছেন: এই গুরুত্বপূর্ন সিন্ডিকেটের সদস্য হলে যে সকল সুবিধা আপনি পাবেনঃ

১। আপনি পোষ্ট দেয়া মাত্রই আপনার পোষ্টে সিন্ডিকেটের বাকি সদস্যরা ঝাঁপিয়ে পড়ে কমেন্ট, লাইক দেয়া শুরু করবে।
২। পোষ্ট যতই অখাদ্য হোক না কেন, নির্বাচিত পাতায় তা নেয়ার জন্য বার বার মডুদের দৃষ্টি আকর্ষন করা হবে।
৩। অন্য কোন দলের ব্যক্তি, সমর্থক এবং সিন্ডিকেট আপনার উপর নোংরা আক্রমন করলে সম্মিলিত ভাবে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।
৪। গুরুত্বপূর্ন ভালো পোষ্ট সবাই মিলে শেয়ার করে হিট বাড়ানোর ব্যবস্থা গ্রহন করা হবে।

=p~ =p~

কাল্পনিকের সিন্ডিকেটে যোগদান করলাম, যদিও কিছুটা লেট হইলো তবে পুষিয়ে যাবে লাইকের বন্যায় আমার পোষ্ট :P :P

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপা! আপনি যোগদান করাতে আমাদের এই সিন্ডিকেট শুধু শক্তিশালীই হয়ে উঠেনি বরং নতুন করে প্রান সঞ্চার হয়েছে। সুস্থ, সুন্দর এবং রুচিশীল কোন ব্যাপারে যে বিজ্ঞজনরা দ্যর্থহীন থাকেন, আপনার এই যোগদানের মাধ্যমে তা আবার প্রমানিত হইল।

সাদরে, আন্তরিক স্বাগতম!! :D B-)

৭৮| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ইয়ে ধইন্না টইন্না পরে দিয়েন, আগে কইয়া লন, জিভে জল আনা সুবিধাদি অতিথির জন্য প্রযোজ্য হইবে তো!? ;) ;)

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হে হে হে! ইয়ে মানে আপনি যদি প্রকাশ্যে যোগদান করেন, তাহলে সাধারন নিয়ম অনুযায়ী সকল সুবিধা তো পাবেনই, এটা কি আর নতুন করে বলতে হবে। তবে, আপনি যে সুন্দর সুন্দর ছবি দিয়েছেন, তাতে তো সিন্ডিকেটে পোলাপাইন ধরে রাখাই মুসকিল হয়ে যাবে ;) ;) ;)

৭৯| ২৯ শে জুন, ২০১৪ রাত ১০:০১

ফয়সাল হিমু বলেছেন: আমি আর্জেন্টিনার একজন কট্টর এবং জঙ্গি সমর্থক। এছাড়াও আমি নরসিংদীর পোলা। আমিও পিডাইয়া হুতায়ালাইতে জানি। আমারে এই গ্রুপে লইলে গ্রুপের নাম উজ্জ্বল করার সর্বাত্মক চেষ্টা চালামু।

***আমার পোস্টে লাইক, কমেন্ট না দিলেও চলবে।

২৯ শে জুন, ২০১৪ রাত ১০:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ভয়ে ভয়ে স্বাগতম। গ্রুপের সকল নিয়ম এবং সর্তকতা মাথায় রাখার জন্য অনুরোধ করছি। #:-S :#) :-* :|| B-) :D B:-) :-B :P

৮০| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ১:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হেহেহে! :P
বুঝতে হবে ... ;) ;) ;)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :#) :#) :P :P

৮১| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ১:৩০

রাজিব বলেছেন: আমি ১৯৮২ সাল থেকে আর্জেন্টিনার সমর্থক তবে ম্যারাডোনার কারণে নয় বরং ফকল্যান্ড যুদ্ধের কারণে। পেপারে প্রতিদিন ব্রিটিশদের বিরুদ্ধে আর্জেন্টিনা কিভাবে বিরত্বের সঙ্গে লড়ছে তার বর্ণনা থাকতো। এ যুদ্ধ যেদিন শেষ হয় তার ১-২ দিন আগে থেকে শুরু হয় ১৯৮২ সালের বিশ্বকাপ ফুটবল স্পেনে। যাইহোক সেবার ম্যারাডোনা খারাপ খেলেনি।
১৯৮৬ সাল ছিল ম্যারাডোনার সময়। ১৯৯০ সালে ম্যারাডোনার প্রভাবে আর্জেন্টিনা খুড়িয়ে খুড়িয়ে ফাইনালে যায়। অবশ্য সেসময়ের গোলকিপার ম্যারাডোনার থেকেও অনেক ভাল খেলে। ১৯৯৪ সালে ম্যারাডোনা ২ খেলার পর নিষিদ্ধ হয় নিষিদ্ধ কিছু একটা নেবার কারণে। ১৯৯৮ সালে দারুন টিম থাকলেও কোয়ার্টার ফাইনালে কপালের দোষে হল্যান্ডের কাছে হেরে যায়। ২০০২ সাল ছিল সবচেয়ে খারাপ সময়। প্রথম রাউন্ড থেকেই বিশ্রী ভাবে বাদ পরে যায়। ২০০৬ সালে দারুন খেলে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ট্রাইবেকারে হেরে যায়। ২০১০ সালে শুরুটা দুর্দান্ত হলেও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে যায়।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম, আশা করি এবার ভালো কিছু হবে। মেসির জন্য কাপ চাই!

৮২| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:০৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আর্জেন্টিনা সিন্ডিকেটে আছি। :)

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আলহামদুলিল্লাহ লিসানি ভাই!! ইনশাল্লাহ জয় আমাদের হবে।

৮৩| ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:১৫

বলো জয় বাংলা বলেছেন: আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হারবে বলে দিলাম ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আশা করি জবাব পেয়েছেন! :)

৮৪| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিন্ডিকেটের বর্তমান অবস্থা কী? =p~

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই অস্থির!! দলে দলে মানুষ যোগদান করছে! ভাবছি সিন্ডিকেট সেক্রেটারী রাখব =p~ :P !:#P

৮৫| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: গ্রুপে যোগদানের সময় কি শেষ নাকি ভাই ??
B-)) B-)) B-))

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এক্কেরে লাস্ট সময়ে আইছেন, তবে ভালোর পথে আসার কোন শেষ সময় নাই, এটাই আনন্দের কথা! B-) :#) :#) ;) :P

৮৬| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: অলওয়েজ আর্জেন্টিনা B-)

বলো জয় বাংলা , আপনার কুফা কমেন্টে মাইনাস B:-/

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সাবাশ!!!!!!! এটাই তো চাই! আপনাকে এই সিন্ডিকেটে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত!

বাংলা ভাই ইতিমধ্যে তার কুফা কমেণ্টের জবাব পেয়ে গিয়েছেন। এখন সামনে নিজেদের খেলা নিয়া ভাবলে ভালো হয়! ;)

৮৭| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

বলাকাবিহঙ্গ বলেছেন: খেলা শেষ- মন্তব্য এখনো শেষ হয়নি!

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-)

৮৮| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: এখনো চলছে এ্ই সিন্ডিকেট । এটাকি ২০১৮ র জন্য ।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, চলছেই চলবে! ;) আপনি তো মিস করলেন।

৮৯| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:০২

আরজু মুন জারিন বলেছেন: এই গুরুত্বপূর্ন সিন্ডিকেটের সদস্য হলে যে সকল সুবিধা আপনি পাবেনঃ

১। আপনি পোষ্ট দেয়া মাত্রই আপনার পোষ্টে সিন্ডিকেটের বাকি সদস্যরা ঝাঁপিয়ে পড়ে কমেন্ট, লাইক দেয়া শুরু করবে।

২। পোষ্ট যতই অখাদ্য হোক না কেন, নির্বাচিত পাতায় তা নেয়ার জন্য বার বার মডুদের দৃষ্টি আকর্ষন করা হবে। :| :-& :( B-)

ওমা তাই নাকি !!! বলেন কি ? আমি আগ্রহী। আপনাদের নির্বাচন কি শেষ। আমার জন্য একটা পদ রাখবেন ভাই। বিনা ফি তে নির্বাচন। ..এই সুযোগ ছাড়া উচিত না।

মজার একটি পোস্ট পড়লাম। ধন্যবাদ কাল্পনিক ভালবাসা। ভাল থাকবেন।

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জি অবশ্যই। আমাদের গঠন তন্ত্রে বলা আছে, এই পোষ্টে যারা দলের প্রতি ভালোবাসায় স্বেচ্ছায় মন্তব্য করবেন, তাদের সবাইকেই এই সিন্ডিকেটের সম্মানিত সদস্য হিসেবে ঘোষনা করা হবে। সো, যেহেতু আপনি মন্তব্য করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন, তাই আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। :D B-) B-)

এখন থেকে আপনার পোষ্ট দেখা মাত্রই সিন্ডিকেটের সদস্যরা বাকি কাজ করবেন, পাশাপাশি মডুদের বাধ্য করা হবে পোষ্ট নির্বাচিত করা ব্যাপারে। B-) B-) ;) ;) :P :P

৯০| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৯

আরজু মুন জারিন বলেছেন: এখন থেকে আমার পোষ্ট দেখা মাত্রই সিন্ডিকেটের সদস্যরা বাকি কাজ করবেন, পাশাপাশি মডুদের বাধ্য করা হবে পোষ্ট নির্বাচিত করা ব্যাপারে???

মজা পেলাম । X( :| X(( |-)

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :P :P :P

৯১| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:১১

লিখেছেন বলেছেন: আর কি সুবিধা আছে ?

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক সুবিধা আছে, লিখে শেষ করা যাবে না।

৯২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: জার্মানি জয়যুক্ত হয়েছে!
জার্মানি জয়যুক্ত হয়েছে!!
জার্মানি জয়যুক্ত হয়েছে!!!

B-) B-) B-) B-) B-)

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: :| :| :|
যাক ১ গোলে জয়যুক্ত হয়েছে এটাই আনন্দের কথা! ;) ;)

৯৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৭

কালের সময় বলেছেন: জার্মান,,,,,,,,,জার্মান,,,,,,,,,জার্মান,,,,,,,,,জার্মান,,,,,,,,,জার্মান,,,,,,,,,জার্মান,,,,,,,,,এবার জিতছে
আগামীতেও জিতবে ,,,,,,,,,,,,,,,,

৯৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

ফাহিমুল ইসলাম বলেছেন: জয় আর্জেন্টিনার জয় আর্জেন্টিনার জয়...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.