নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
আজকে ষষ্ঠ বাংলা ব্লগ দিবস। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় হলো, যোগাযোগে সামাজিক মাধ্যম এবং আমাদের দায়বদ্ধতা। এটা নিঃসন্দেহে অনস্বীকার্য যে বর্তমানে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক মাধ্যম একটি বিশাল গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে চলেছে এবং এর প্রভাব প্রতিনিয়ত বিস্তার লাভ করছে সমাজের গভীরে। তাই গুরুত্বপূর্ন এই "টুলসটি"র যথাযথ ব্যবহার করা আমাদের সকলের দায়িত্ব। আমি আশা করি আমরা সবাই এই মাধ্যমটি কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র, সামাজিক এবং সর্বোপরি ব্যক্তিগত উন্নয়নের জন্য কাজ করে যাব। মুক্তমত প্রকাশে আমাদের অধিকার হলো বাকস্বাধীনতা এবং আমাদের দায়বদ্ধতা হলো বাক দায়িত্বশীলতা। আমি নিশ্চিত আমরা আমাদের অধিকার এবং দায়বদ্ধতা সঠিক ভাবেই পালন করতে পারব। সবাইকে ব্লগ দিবসের অনেক শুভেচ্ছা জানাই।
আজকের ব্লগ ডে সম্পর্কিত কিছু তথ্য এখানে তুলে ধরছিঃ
১) ব্লগ ডে তে যারা ঢাকার আসেপাশে এবং দূর থেকে আসবেন তাদের সুবিধার্থে এবার আমরা অনুষ্ঠানটি ঠিক ৪ টার সময় শুরু করব। তাছাড়া একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আমরা আর সি মজুমদার মিলনায়তনটি ব্যবহার করার ব্যাপারে অনুমুতি পেয়েছি।
২) ব্লগ ডে শুধু মাত্র ব্লগারদের জন্যই উন্মুক্ত নয় বরং অন্যান্য সামাজিক মাধ্যমের ব্যবহারকারী ও ব্লগিং সম্পর্কে যাদের আগ্রহ আছে তাদের সকলের জন্যই উন্মুক্ত।
৩) বিষয় ভিত্তিক প্রতিপাদ্যের উপর আলোচনায় অংশ নেয়ার পাশাপাশি যে কেউই তাঁর নিজের যে কোন অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষন ইত্যাদি তুলে ধরতে পারেন।
৪) উপস্থিত ব্লগারদের মধ্যে যে কেউই চাইলে কয়েক লাইন গান বা কোন কবিতার অংশ বিশেষ আবৃতি করে শোনাতে পারেন।
৫) উপস্থিত সকল ব্লগারদের জন্য বিশেষ উপহার এবং চা চক্রের ব্যবস্থা করা হয়েছে।
৬) উপস্থিত ব্লগারদের রক্তের গ্রুপিং বিনামূল্যে করে দেয়া হবে এবং যে কেউ চাইলে, স্বেচ্ছায় রক্ত দান করতে পারবেন।
অনুষ্ঠান স্থলঃ আরসি মজুমদার মিলনায়তন, (লেকচার থিয়েটার বিল্ডিং) ঢাকা বিশ্ববিদ্যালয়। সময়ল বিকেল ৪ টা
পাশাপাশি অন্য কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষন করছিঃ
এবার একটু 'কম সিরিয়াস' প্রসঙ্গঃ
ক) সৃজনশীল প্রতিভার সাক্ষর দিতে কেউ যদি গান গাইতে চান এবং যদি কোন কারনে তাঁর গলার ব্যাপারে সন্দিহান থাকেন, তাহলে দয়া করে আমাদেরকে আগেই জানিয়ে দেবেন। গেট বন্ধ করে গান উপভোগের ব্যাপারে সকলে বাধ্য করা হবে।
খ) কবিতা আবৃত্তির ক্ষেত্রে যদি কোন আবৃত্তিকারকের কাছ থেকে জোর করে মাইক কেড়ে নিতে হয় বা যদি কারো ঘুমিয়ে পড়ার আশংকা তৈরী হয়, তাহলে কোন ভাবেই কর্তৃপক্ষকে দায়ী করা যাবে না।
গ) সিরিয়াস বিষয়ের সাথে মিল রেখে আমাদের কম সিরিয়াস অংশের প্রতিপাদ্য হলো - 'ইনবক্স' যোগাযোগে সামাজিক মাধ্যম এবং দায়বদ্ধতা।
ঘ) যারা নিজ নামের বদলে মাল্টি নিক দিয়ে পরিচয় দিবেন, তারা দয়া করে অন্যের মাল্টি নিজের নামে চালিয়ে দেবেন না।
----------------------------------------------------------------------------------------------
আশা করি সবার সাথে দেখা হচ্ছে । আবারও ব্লগ দিবসের অনেক শুভেচ্ছা রইল।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আরমান। বহুদিন পর তোমাকে ব্লগে দেখে ভালো লাগল।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
ঢাকাবাসী বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা আর শুভকামনা।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকে দেখি নি!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
পার্থ তালুকদার বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা -------------------
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা! আপনাদের সিলেটে ব্লগ ডে বেশ দারুন ভাবে পালিত হয়েছে!
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা ------
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
মামুন রশিদ বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা
আমরা যারা ঢাকার বাইরে ঢাকঢোল আড়ম্বর সহকারে ব্লগডে পালন করছি, আমাদের গিফট কবে পৌছাবে ভাইয়া??
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেউ কথা রাখে নি। কথা ছিল কেউ ঢাকায় আসবেন, এক সাথে ব্লগ ডে পালন করব। কেউ কথা রাখে নি, তো গিফট কিভাবে রাখে!! গিফট তো আর মানুষ না!!!!
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
হাসান মাহবুব বলেছেন: রক্ত দিমু। গান গামু।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোনটাই তো করলেন না
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা থাকলো জাদিদ ভাই।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকল ব্লগ বন্ধুকে ব্লগ দিবসের শুভেচ্ছা। শুভ হোক আগত দিনগুলো, সকল ব্লগের, সকল ব্লগারের।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকেও শুভেচ্ছা
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০
আলম দীপ্র বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা !
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। তোমাকেও শুভেচ্ছা!
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪
দীপংকর চন্দ বলেছেন: বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
শুভকামনা সকলের প্রতি। অনিঃশেষ। সবসময়।
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকেও শুভেচ্ছা
১১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৯
নেক্সাস বলেছেন: শুভেচ্ছা
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকেও শুভেচ্ছা
১২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
বাউল আলমগী সরকার বলেছেন: বাংলা ব্লগ দিবসে গিয়েছিলাম বেশ ভাল লাগল
কিন্তু তেমন কার সাথে পরিচয় হতে পারি নি
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আমি দেখেছি। কথা হয় নি, তবে সামনেবার যে কোন উপলক্ষে দেখা হয়ে যাবে!
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৫
এমএম মিন্টু বলেছেন: আমার প্রমেসন হয়েছে ভাই
মডারেশন স্ট্যাটাস
আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।
এখানে ক্লিিক করুন পোষ্টটি দেখুন
একদিনে একজনের দুটি লেখা কিকরে নির্বাচিত পাতায় যায়
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
বাড্ডা ঢাকা বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা থাকলো।
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
প্রামানিক বলেছেন: শুভেচ্ছা সকলের প্রতি
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
মিজানুর রহমান মিলন বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০
এমএম মিন্টু বলেছেন: বস কোন অপরাধের কারনে আমাকে জেনারেল । আমার এই পোষ্টটির কি অন্যায় করছে একটু জানাবেন দয়া করেএই পোষ্টটি একবার দেখুন
২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মেইলটি চেক করুন। কেন জেনারেল হলেন, তা নিশ্চয় আপনাকে মেইলের মাধ্যমে জানানো হয়েছে।
ধন্যবাদ।
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
এমএম মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই পোষ্টটি একেবারে মুছে দিয়েছি মনে চাইলে সেফ কইরেন না মনে চাইলে কইরেন না ।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এখানে কারো মন চাওয়া বা না চাওয়ার কিছু নেই। একটি নির্দিষ্ট নীতিমালা এবং প্রক্রিয়ার মাধ্যমে সামগ্রিক ব্যাপারটিকে নিয়ন্ত্রন করা হচ্ছে।
আপনি আমাদের একজন দারুন এক্টিভ ব্লগার। সামনের দিনগুলোতে আপনার ব্লগীয় পদচারনা আরো গঠনমুলক এবং ভাল হবে বলেই আমি আশা করি।
শুভ কামনা।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫০
টুম্পা মনি বলেছেন: ভালুবাসা ভাই আপনি কি মডু? আমি খালি সাইন আউট হয়ে যাইতেসি কেন বলেন তো
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! ইয়ে মানে, কি আর বলতাম!! আমি ডায়েট করছি, কিন্তু মডুই হয়ে যাচ্ছি। হাহাহা
যাইহোক, খুব ভালো হয় আপনি আমাকে বা আমাদের ব্লগ টিমকে আপনার এই সমস্যাটি ফিডব্যাকে মেইল করে পাঠিয়ে দেন। তাহলে খুব দ্রুত সমস্যাটি সমাধান করতে পারব। এখানে বললে তা পারব না।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
রঙ তুলি ক্যানভাস বলেছেন: অভিনন্দন! যদিও অনেক লেট
২১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩১
আমিভূত বলেছেন: মিষ্টি চাই
আপনি যে মডু হয়ে গেছেন তা আপনার পোস্টের কমেন্ট দেখেই বুঝা যাচ্ছে
২২| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
গোর্কি বলেছেন: বিলম্বিত অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
২৩| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪
ধুতরার ফুল বলেছেন: কম সিরিয়াস বিষয়গুলো ভালো ছিল।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪
একজন আরমান বলেছেন:
ব্লগ দিবসের শুভেচ্ছা প্রিয় কাভা ভাই।