নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় সহ ব্লগারবৃন্দ,
শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে জানেন, রাজস্ব আদায়ের লক্ষ্য পুরন এবং দেশকে স্বয়ংসম্পূর্ন করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সবাইকে ভ্যাট প্রদানে উৎসাহিত করছেন। বলা হয়ে থাকে, ''সুখি স্বদেশ গড়তে ভাই, ভ্যাটের কোন বিকল্প নাই'' । দার্শনিক প্লেটো বলেছেন, ‘একজন বিবেকবান মানুষ সঠিকভাবে ভ্যাট দেন, বিবেকহীন মানুষ ভ্যাট প্রদান করেন না’। বর্তমান সময়ে ব্লগ এবং ব্লগার একটি আলোচিত ব্যাপার। সমাজের বিবেক হিসেবে ইতিমধ্যে ব্লগাররা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তথাপি অনেক ব্লগারই আছেন যারা এই বিষয়ে সচেতন নন- তাই সকল ব্লগারদের বিবেককে জাগ্রত করার ব্রত নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্লগারদের দারস্থ হয়েছেন। তারা আশা করেন ব্লগাররা নিজেরা ভ্যাট দিবেন এবং অন্যদেরকেও ভ্যাট দিতে উৎসাহ করবেন।
চলুন জেনে নিই, ব্লগারদের উপর আরোপিত ভ্যাট নীতিমালা সম্পর্কিত বিস্তারিত তথ্যঃ
১.
(ক) এখন থেকে ব্লগারদেরকে পোস্ট প্রতি একটি নির্দিষ্ট হারে ভ্যাট প্রদান করতে হবে। যদি কোন ব্লগারের পোস্ট ২৫০ বারের অধিক পঠিত হয় তাহলে তাহলে ২৫০ বারের উপর যে কয়বার পঠিত হয়েছে তার উপর শতকরা ৭.৫% হারে ভ্যাট প্রদান করতে হবে। যদি কোন পোস্ট ৪৫০ বারের অধিক কিন্তু ৫৫০ বারের কম পঠিত হয় তাহলে ২৫০ থেকে ৪৫০ বার পর্যন্ত ৬.৫% হারে এবং ৪৫০ থেকে ৫৫০ বার পর্যন্ত ৬.০% হারে ভ্যাট প্রদান করতে হবে। যদি কারো পোস্ট ৮০০- ১০০০ বার পঠিত হয়, তাহলে উদীয়মান ব্লগার হিসেবে স্বীকৃতি ও উৎসাহ দিতে তাকে ৫% হারে ভ্যাট প্রদান করতে হবে। এছাড়া ১০০০ বারের অধিক পঠিক মানসম্মত সকল পোস্ট ভ্যাটের আওতামুক্ত থাকবেন।
(খ) যে সকল ব্লগ পোস্ট ৫০টির অধিক স্বতন্ত্র মন্তব্য পাবে, তাদেরকে ভ্যাট মওকুফ করা হবে। তবে যে সকল পোস্টে মন্তব্য খরা দেখা যাবে, তাদেরকে পোস্ট প্রতি ৮% হারে ভ্যাট প্রদান করতে হবে। কেউ যদি কোন মন্তব্যই না পান, তাহলে তাকে ১০% হারে ক্ষতিপূরন এবং ক্ষতির উপর সম্পুরক কর প্রদান করতে হবে।
২.
(ক) কবিতা পোস্টের উপর সর্বোচ্চ ২০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে। একই দিনে যারা একাধিক কবিতা প্রকাশ করবেন, তাদেরকে ৩০% হারে ভ্যাট প্রদান করতে হবে।
(খ) এক ব্লগ বছরে প্রকাশিত একজন ব্লগারের সকল কবিতার উপর আলাদা করে ১০% ভ্যাট সংযোজন করা হবে।
৩.
(ক) গল্প পোস্টের উপর ৮% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
(খ) অনুগল্পের উপর ৫% হারে ভ্যাট আরোপ করা হয়েছে
(গ) ধারাবাহিক গল্পের উপর ১২% ভ্যাট আরোপ করা হয়েছে।
(ঘ) একই দিনে প্রকাশিত ধারাবাহিক গল্পের একাধিক পর্বের উপর ১৫% ভ্যাট আরোপ করা হয়েছে।
৪.
(ক) ভ্রমন/ ছবিব্লগ/ ইতিহাস শ্রেনীর পোস্টকে শিক্ষামূলক পোস্ট হিসেবে চিহ্নিত করে স্বতন্ত্র ভ্যাট আরোপ করা হয় নি। তবে পঠিত ও প্রাপ্ত কমেন্ট সংখ্যার ভিত্তিতে ঐ সকল পোস্ট সমুহে ব্লগ ভ্যাট নীতিমালার ১(ক) ধারা অনুসরণ করা হবে।
(খ) গঠনমূলক রাজনৈতিক পোস্টে ১০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
(গ) প্রতিহিংসা ও কট্টরপন্থী রাজনৈতিক পোস্টে ১৮% ভ্যাট আরোপ করা হয়েছে।
(ঘ), বিশ্লেষনমূলক, সমালোচনা, আলোচনা, প্রবন্ধ, রিভিউ ইত্যাদি পোস্টে ৭% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
৫.
(ক) যে কোন প্রকার কপিপেষ্ট পোস্টে ২০০% ভ্যাট আরোপ করা হয়েছে।
(খ) যে কোন ধরনের অনুমোদনবিহীণ বিজ্ঞাপনমূলক পোস্টে সর্বোচ্চ ৪০০% পর্যন্ত ভ্যাট আরোপ করা হয়েছে।
(গ) যে কোন প্রকার কট্টরপন্থী আদর্শ (ধর্ম বিশ্বাসীদের অথবা অবিশ্বাসী) এর উপর ১০০% ভ্যাট আরোপ করা হয়েছে।
(ঘ) ভুল বানান ও অর্থহীন পোস্টের উপর ৫০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে।
ভ্যাট মওকুফ
যে সকল ব্লগার ব্লগ নীতিমালা অনুসরন করে ব্লগিং করবেন এবং সুষ্ঠ ব্লগীয় পরিবেশ বজায় রাখতে ভুমিকা রাখবে, অন্যদের পোস্টে মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নিবেন, নতুন ব্লগারদেরকে উৎসাহ দিবেন তাদেরকে বিশেষ বিবেচনায় ব্লগ ভ্যাট মওকুফের জন্য যোগ্য বিবেচনা করা হবে।
মনে রাখবেন, ভ্যাট অধ্যাদেশের ২০৩১ এর ধারা ৪২(০) এর আওতায় ব্লগ ভ্যাট নির্ধারণের এই বিধানটি প্রণয়ন করা হয়েছে। যে ব্লগ বছরে আপনি নিবন্ধন সম্পন্ন হবে, সেই বছরের ১লা জুলাই তারিখের পর থেকে যে কোন সময় সংপ্তি পদ্ধতিতে ব্লগাররা পরিশোধযোগ্য ভ্যাট পরিশোধ করিবেন।
সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
আপনাদের ভ্যাট ও ব্লগ জীবন সুখের হোক।
এই ভিডিওটি দেখতে পোস্টটি অন্যদের সাথে শেয়ার করুন এবং যতবার খুশি ক্লিক করুন ($২)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা আপনার ব্লগ পোস্টের লিংক এনবিআরে পাঠিয়ে দিব। আশা করি এই ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
সুমন কর বলেছেন: ভ্যাট মওকুফ
যে সকল ব্লগার ব্লগ নীতিমালা অনুসরন করে ব্লগিং করবেন এবং সুষ্ঠ ব্লগীয় পরিবেশ বজায় রাখতে ভুমিকা রাখবে, অন্যদের পোস্টে মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নিবেন, নতুন ব্লগারদেরকে উৎসাহ দিবেন তাদেরকে বিশেষ বিবেচনায় ব্লগ ভ্যাট মওকুফের জন্য যোগ্য বিবেচনা করা হবে।
আমি মনে হয়, এ আওতায় বেঁচে গেলাম।
২+।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আমারও তাই ধারনা। আপনার কয়েক ধাপ পরে আমি আছি। হয়ত আপনার সাথে সাথে আমারও মাফ হয়ে যেতে পারে। দোয়া কইরেন ভাই।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: যাইগা আমার পোস্টের হিট, কমেন্ট আর লাইকগুলা বাড়ায় নেই। কোথায় আমার মাল্টিনিকেরা সব!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইয়ে মানে দেইখেন! সাবধান কিন্তু!!! তদন্তে আবার ধরা খাইলে দ্বিগুন ভ্যাট আদায় করা হবে।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
ইছামতির তী্রে বলেছেন: হাহাহাহা। সাংঘাতিক অবস্থা! আপনার সিস্টেম দেখি শাখের করাতের মত। দু'ভাবেই কাটবে। মনে হচ্ছে, আমাকে খুব একটা ভ্যাট দিতে হবে না।
'ভ্যাট মওকুফ' সবচেয়ে উত্তম মনে হচ্ছে। ওটাই আমার পছন্দ।
আচ্ছা দার্শনিক প্লেটোর সময়েও কি ভ্যাট-ট্যাট ছিল নাকি?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! তা ঠিক বলতে পারছি না। তবে আয়কর সম্পর্কে তিনি নাকি বলেছেন, একজন বিবেকবান মানুষ সঠিকভাবে কর দেন, বিবেকহীন মানুষ কর প্রদান করেন না’।
সেটাই, আমিও মনে করি ভ্যাট মওকুফই সেরা পদ্ধতি।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০
নীরব দর্শক বলেছেন: পুরান মাল VAT ( ভাত/ভ্যাট ) পায় না নতুন মালের আমদানি
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্তব্যের উপরও ভ্যাট আছে কইলাম।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
শহুরে আগন্তুক বলেছেন:
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আশা করি ভ্যাট সংক্রান্ত এই সকল নীতিমালা অনুসরন করবেন।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে কন্ডিশন দেখছি , আমিতো ভ্যাট দিতে দিতে ফতুর হয়ে যাবো !
আমাকে আগাম দেউলিয়া ঘোষণা করা হোক ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আগাম দেউলিয়ার হওয়ার কোন ব্যবস্থা নাই। প্রয়োজনে আপনাকে পোস্ট লোন দেয়া হবে।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
আমি মিন্টু বলেছেন:
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যালো মিন্টু ভাই! ভ্যাট দিয়েন কিন্তু ঠিক মত!
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
কাবিল বলেছেন: জো হুকুম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কাবিল ভাই!!
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২
সাহসী সন্তান বলেছেন: এই ভ্যাট ভ্যাট কইরা তো আপাতত ভটভটিতে পরিনত হওনের জোগাড় হইছি! তয় আমারও সুমন কর ভাইয়ের মত বলতে ইচ্ছা করতাছে "আমিও বাঁইচা গেছি মনে কয়"!
কয়দিন আগে শায়মাপুনি একটা মন্তব্যে এমন কিছু উত্থ্যাপন করছিলেন, সেইটাযে এত দ্রুত কার্যকর হবে তা তো ভাবিনি। ভাই আমার লাস্ট পোস্টটা পঠিত সংখ্যা ১০০০ ছাড়াতে আর অল্প কিছু বাকি আছে। মনে হয় খুব শীঘ্রই ছাড়িয়ে যাবে, তয় সেই পর্যন্ত একটু অপেক্ষা করন যায় না? পোস্টটা লিংক দিয়ে দিলাম। আপনি পড়লে আরও একজন পাঠক সংখ্যা বাড়ে আর কি!
http://www.somewhereinblog.net/blog/SHOMMRAT/৩০০৬৯২৩৩
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত অল্পতে বাইচা গেলে তো কামই হইছিল। আপনার যে সম্পদের ঠিকানা দিসেন, তা সঠিক ভাবে খুঁজে পাওয়া যায় নি। মনে রাখবেন, সময়, স্রোত এবং ভ্যাট কারো জন্য অপেক্ষা করে না।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভ্যাটটা অটো জেনারেট কইরা দেয়া যায়না? ব্লগারদের এইসব ভ্যাটজনিত বিড়ম্বনা লাঘবে ব্লগ কর্তৃপক্ষ নজর দিবেন বইলা আশা রাখি।
ভিডিউ লিঙ্কের টেস্ট রেজাল্টট বলে আই থিংক স্ট্রেইট। ইয়েএএএএ.... আই এম নট এ গে...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ভ্যাট অটো জেনারেট করা আছে। প্রয়োজনে আবার স্বয়ংক্রিয় থেকে ম্যানুয়াল করা যায়। যেখানে ভ্যাট আদায় করা দরকার, এন বি আর এর সহযোগিতায় তা দ্রুত আমরা আদায় করে নিব।
ওয়াও!!!!!! গ্রেট! অভিনন্দন!!!!!!!!!!!!!! লাস্ট লিংকের রেজাল্ট পজেটিভ এসেছে! হাহাহাআহ
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
বিদ্রোহী সিপাহী বলেছেন: আমাকেও দেউলিয়া ঘোষণা করা হউক।
আচ্ছা, দেউলিয়া কে ঘোষণা করবে? সামু? এনবিআর? সরকার?
নাকি আমি নিজেই?
দেউলিয়া হলে ভ্যাট দিতে হয় না তো?
জানাবেন প্লিজ!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি দেউলিয়া হলে, আপনাকে কিছু পোস্ট ঋণ দিয়ে ভ্যাট আদায় করা হবে।
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
জানা বলেছেন:
কিন্তু আমার? আমার কি হৈব ভাই? আমি কি কিছু ফেরত পাওয়ার জন্য নতুন ব্যাঙ্ক এ্যাকাউন্ট খুলুম নাকি যা আছে তাও কোলোজ কৈরালামু? আমার মাল্টির তো কুন হিসাব নাই। হাজার নামে ইমেইল এড্ডেস খুইলা বোলোগ আইডি বানায়া এখন সবডির পাসউয়াড খোয়াইছি আর কিছু বন্দু-বান্দবরে চালাইতে দিয়া ক্যাচালে পরছি। হিসাবটা এট্টু ঠিকমত বলেন ভাই। যুদি কিছু পাওয়ার সম্ভাবনা থাকে তাইলে সামু বোলোগের মডুগোরে দৌরের উপ্রে রাখুম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আরে আফা!! আপনে!! হাচাই দেখতাছি নাকি!! তা এই যে ভ্যাটের হাত থেইক্কা বাচনের লাইগা অন্যে মাইনসেগো নামে ব্লগ একাউন্ট খুলছেন, ভ্যাট ফাঁকি দিতাছেন, কামডা কি ভালা হইতাছে?? ওক্ষনও সময় আছে, জলদি পোস্ট মোস্ট দিয়া ভ্যাট শোধ করেন। পরে কিন্তু মডুও বাঁচাইতে পারবো না কইলাম!!
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২
রিকি বলেছেন: সব থেকে ধরা খাবে বোকা মানুষ ভাই !!!!!
ধারাবাহিক গল্পের উপর ১২% ভ্যাট আরোপ করা হয়েছে।
আর ভ্রমণ পোস্ট তো আছেই !!!!
আর আমার ৭% ভ্যাট--- সমস্যা নাই--- প্রাইভেট ইউনিভার্সিটির থেকে 0.5% কম !!!! একই পরিমাণ থাকলে আন্দোলন করতাম!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্রমন পোস্টকে শিক্ষামুলক পোস্ট হিসেবে চিহ্নিত করে শিক্ষার উপর থেকে ভ্যাট মওকুফ করা হইছে।
খালি ধারাবাহিকের কথা বললেন? কবিতার কথা বললেন না?? ক) কবিতা পোস্টের উপর সর্বোচ্চ ২০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে। একই দিনে যারা একাধিক কবিতা প্রকাশ করবেন, তাদেরকে ৩০% হারে ভ্যাট প্রদান করতে হবে।
আপনার ভ্যাট আগামী ব্লগ অর্থ বছর পর্যন্ত স্থগতি করা হলো।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
লেখোয়াড়. বলেছেন:
দারুন পোস্ট!! স্টিকি করা হোক!!!
তা কা_ভা..................
ভ্যাট কত প্রকার ও কি কি?
হাসাইলেন বড্ড।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ লেখোয়াড় ভাই!! সম্প্রতি দেখেছি ভ্যাট এক প্রকারই - এর নাম এম- ভ্যাট
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
থিওরি বলেছেন: যে সকল পোস্টে মন্তব্য খরা দেখা যাবে, তাদেরকে পোস্ট প্রতি ৮% হারে ভ্যাট প্রদান করতে হবে। কেউ যদি কোন মন্তব্যই না পান, তাহলে তাকে ১০% হারে ক্ষতিপূরন এবং ক্ষতির উপর সম্পুরক কর প্রদান করতে হবে।
নাহ ব্লগে আর লেখালেখি করা যাবে না দেখছি!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, যে ব্লগার থেকে ভ্যাট পাওয়া যাবে না বা যে ব্লগার ভ্যাট দিতে সক্ষম নন, এমন ব্লগারকে আমরা ভ্যাটোক্ষম করে গড়ে তুলতে চাই। তাই মন খারাপ করে চলে যাবেন না। শুধু লেগে থাকুন।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০
কাবিল বলেছেন: আবার আসলুম, আসস্লামুয়ালাইকুম।
অল্প কথা বলতে,
কারন আমি অল্প কথা বলতে পছন্দ করি।
আমি বেশি কথা বলিনা।
বেশি কথা বলা ভাল না।
যাইহোক,
যে কথা বলতে চাচ্ছি।
কি কথা?
ও হ্যাঁ ভ্যাট প্রসঙ্গে।
যে কথা বলতে চাচ্ছি, আপনার কথা সব ঠিক আছে
কিন্তু অনেক পোস্টে দেখা যায় যে,
পোস্ট অনেক ছোট কিন্তু মন্তব্য ইয়া বড় বিশাল।
আমি অল্প কথায় সেরে ফেলব।
এই বড় বড় মন্তব্যের ক্ষেত্রে কি পরিমান
মূসক দিতে হবে তা কিন্তু উল্লেখ করেন নাই।
আমি সব সময় ছোট ছোট মন্তব্য পছন্দ করি।
তাই বেশি কিছু বলব না।
আমার জোর আবেদন বড় বড় মন্তব্যকারিদের
আচ্ছামত মূসক ধরা হোক।
আর কথা বাড়ালাম না।
আসি,
সালামালাইকম।
আর ও হ্যাঁ যে কথা বলতে ভুলেই গেছিলাম,
কথা হোল আমি কিন্তু ভ্যাট মুক্ত আওতায় পরি।
কারন আমি ছোট ছোট মন্তব্য করি।
ছোট ছোট মন্তব্যের একটা ধারা বের করা হোক।
এই যেমন,
ভ্যাট অধ্যাদেশের ২০৩১ এর ধারা ৪৩(১) ইত্যাদি ইত্যাদি।
আর বেশি কিছু বলব না।
বাই
আর একটা কথা না থাক পড়ে বলব
কারন আমি যে কম কথা বলি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না রে ভাই! আপনি তো ভ্যাট মুক্ত নন! আপনি ভ্যাট খেলাপি!!
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
রিকি বলেছেন: @ কাবিল ভাই : আপনার উপর শুল্ক এবং কর দুইটাই বসানো হোক---'কথা' শব্দটাই আপনি সতেরো বার ব্যবহার করেছেন--- আপনার উপর ১৭*২০০= ৩৪০০% ভ্যাট প্রয়োগের দাবী জানায় (শুল্কের পরিমাণটাও দেখবেন একটু কা_ভা ভাই) !!! কাবিল ভাইয়ের 'কথা' ভুলে গেলে হবে না, কারণ কাবিল ভাই 'কথা কম বলে' !!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারে দেখি সামনে ভ্যাট মন্ত্রী বানানো লাগবো!
১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮
জিয়া চৌধুরী বলেছেন: কত টাকা মূল্যের উপর এই ভ্যাট নির্ধারণ করতে হবে জনাব?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানদন্ড উপরে উল্লেখ্য করে দেয়া আছে তো জিয়া ভাই!!! এখানে পঠিত আর কমেন্টের হিসাব হবে।
২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
মশিকুর বলেছেন:
কী-বোর্ডের তিনটা বাটন খুইল্লা রাখলাম... ভ্যাট হিসেবে লয়া যাইয়েন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সে কি! কেন মশিকুর ভাই!!! ভ্যাট তো দিতেই হবে!!
২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: ও আইচ্চা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্যাট দিয়ে দিয়েন কিন্তু!!!
২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
প্রবাসী পাঠক বলেছেন: সরকার কিংবা বলগ সব জায়গায় গরীবের কোন মূল্য নাই। গরীব এর উপর ভ্যাট এর বোঝা না কমাইয়া এইখানেও বড় লোকের সুবিধা দেয়া হইছে। কালকেই একটা নতুন কি বোর্ড কিনতে হইবেক, এফ ফাইভ যাতে ইচ্ছা মত চাইপ্পা ধইরা রাখা যায়। কপি বাজদের ভ্যাটের পরিমাণ আরও বাড়ানো হোক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্যাট মওকুফের ব্যাপারে দ্রুত কাজ করুন প্লিজ। প্রয়োজনে আপনাকে কী বোর্ড কিনতে লোন দিবো আমরা!!
২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: আমি আমার ভাইয়া আপুনিদের নিয়ে এই ভ্যাটের বিরুদ্ধে অবরোধ ঘোষনা করলাম! কাল্পনিকভাইয়া সাবধান!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্লীজ অনুগ্রহ করে ব্লগের প্রথম পাতা অবরোধ করে রাখবেন না। মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিয়ে আলোচিত ব্লগে আসুন।
২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪
সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: এত অল্পতে বাইচা গেলে তো কামই হইছিল। আপনার যে সম্পদের ঠিকানা দিসেন, তা সঠিক ভাবে খুঁজে পাওয়া যায় নি। মনে রাখবেন, সময়, স্রোত এবং ভ্যাট কারো জন্য অপেক্ষা করে না।
-প্রথমেই আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে এই বিড়ম্বনায় ফেলানোর জন্য! আসলে আগের মন্তব্যটা আমি মোবাইল থেকে করেছিলাম, আর সেখানে অনেক চেষ্টা করেও সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে পারছিলাম না। তাই বাংলায় দিয়েছিলাম। তবে আপনি কষ্ট করে আমার ব্লগে গিয়ে যে মন্তব্য করে আসছেন তাতেই আমি ধইন্যা.......!! লিংকটা আবারও দিলামঃ- Click This Link
ভাই অল্পতে বাচোন যইতোনা বইলাই তো ব্লগে এত বেশি বেশি সময় দিচ্ছি। সময়ও স্রোত যে অপেক্ষা করেনা সেটা আগেই জানতাম, তয় এই প্রথম শুনলাম ভ্যাটও কারো জন্য অপেক্ষা করে না!!
জানা আপুর মন্তব্য পইড়া তো হাইসালচি! তাইলে আমার কবিতার প্রথম দুই লাইন "রাষ্ট্রপতি নেই তার গতি ঘাটের মড়া নোটিশ বোর্ড, ক্যামনে যে সে ব্লগ চালায় শুধুই ভোলে চাবি কোড ঠিকই আছে কি কন?
কাবিল ভাইতো অল্প কথা ছাড়া বলেন না, আর আমার আবার অল্প কথায় মন ভরে না। ভাই এই মন্তব্যের উপরে আবার ভ্যাট বসাইয়েন না, তাইলে কিন্তু আমি শ্যাষ!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্টটা আসলেই ভালো ছিলো। অস্থির! সামনে এমন পোস্ট আরো চাই,। ভিন্ন মাত্রার। সামনে ঈদ আসছে। এই উপলক্ষে লিখে ফেলুন কোন রম্য পোস্ট!
২৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: আমার এক ভক্তের নাতি এ বিষয়ে পিএইডি লাভ করিবার চায় , ভ্যাট প্রজুজ্য কিনা ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বন্ধু! তিনি কি আপনার সেই ল্যাবরেটরী থেকে আসবেন? তাইলে উনার ভ্যাট সক্ষমতা নিয়ে চিন্তায় আছি!!!
২৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
গেম চেঞ্জার বলেছেন: ভ্রমন/ ছবিব্লগ/ ইতিহাস শ্রেনীর পোস্টকে শিক্ষামূলক পোস্ট হিসেবে চিহ্নিত করে স্বতন্ত্র ভ্যাট আরোপ করা হয় নি।
এইটা কিন্তু সময়োচিত সিদ্ধান্ত বোধ করিতেছি না । অনুগ্রহপূর্বক রি-বিবেচনা করিবার নিবেদন রহিল ।
ভাল ব্যাপার । ভিডিওটা দেইখ্যা নিজেরে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট লাগতাছে ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার প্রস্তাবখানা বলুন অনুগ্রহ করে। ভিডিও খানা শেয়ার করেছেন তো??
২৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
মোঃ শাহিন ইসলাম বলেছেন: যখন করবিধি নিয়ে পড়াশুনা করি তখন কেন যে বার বার আমােগো চাটগার মুরব্বি আবুল মাল আব্দুল মুহিত শাহেবের কথা মনে পড়ে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহ। উনি তো চাটগার না। উনি তো সিলেটের।
২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
এস কাজী বলেছেন: সব মিলায়ে দেখলাম একবারে চুপ থাকাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। উপরের রুলস গুলোর হিসেবে আমার তো ২০০০-৩০০০% কইরা ভ্যাট দিতে হইব। মইরা যামু। কেউ আমারে বাঁচান
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
রামন বলেছেন: আপনি ভ্যাট নিয়ে রম্য রচনা করেছেন সেটা না বুঝার কিছুই নেই৷ তবুও বলছি সেবা যেহেতু দিচ্ছেন,তার বিনিময়ে নিজের এবং রাষ্ট্রের জন্য কিছু চাইতেই পারেন কিন্তু ভ্যাট যে মূল্যের উপর পরিশোধ করব সেটাও তো আপনাকে ঠিক করতে হবে৷ দেখবেন টাকার অংকটা যাতে নির্ভুল হয়; ব্র্যাক না কি যেন নাম ইউনির মত হিসাবে ভুল করে আমাদের ঠকবেন না আশাকরি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটু সহজ করে বলুন প্লীজ! অনেক কঠিন লাগছে।
৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
আমি আবুলের বাপ বলেছেন: আমি বাংলাদেশ সামু লীগের সভাপতি। আমার ভ্যাট দেয়া লাগে না। যারা বাংলাদেশ সামু লীগে যোগদান করবেন তাদেরও ভ্যাট মাফ।তাই দলে দলে বাংলাদেশ সামু লীগে যোগদান করুন এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলুন ।
সামু লীগের সালাম
সব পোষ্টে দিলাম।
সামু লীগের সালাম ,সব পোষ্টে দিলাম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমরা সবাই রাজা আমাদের এই সামুর রাজত্বে
৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
তন্ময় ফেরদৌস বলেছেন:
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
তাসজিদ বলেছেন: আমি শিশু সামু ব্লগার লিগ র বুড়া সভাপতি। আপনার পোস্টর উপর ৯৯% ভেট্টট্ট আরোপ করা হইল।
প্রজ্ঞাপন আসিতেছে।
ঠেলা কা নাম.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই শুনেন, নিজে ভ্যাট দেন, আমাদেরকে ভ্যাট নিতে সাহায্য করুন।
৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আবেগে পইরা গেলাম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পড়ার মধ্যেইও কিন্তু ভ্যাট আছে। সো সাবধান!!
৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//দার্শনিক প্লেটো বলেছেন, ‘একজন বিবেকবান মানুষ সঠিকভাবে ভ্যাট দেন, বিবেকহীন মানুষ ভ্যাট প্রদান করেন না’।//
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি সৌভাগ্য আমার!!! প্রিয় মইনুল ভাই!! স্বাগতম!! আশা করি আপনি গতবছরের ভ্যাট পরিশোধ করে দিবেন।
৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
রিকি বলেছেন: আপনারে দেখি সামনে ভ্যাট মন্ত্রী বানানো লাগবো!
ভাই মাফ চাই, দোয়া চাই---- এই মন্ত্রণালয়ে আমি নাই !!!! দুইদিনে বদ দোয়াতে বদহজম হয়ে যাবে !!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে ভয় পাইয়েন না। সামনে একজনরে অর্থমন্ত্রী রাখুম নে!
৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
কাবিল বলেছেন: ৪।
(গ) প্রতিহিংসা ও কট্টরপন্থী রাজনৈতিক পোস্টে (মন্তব্যে) ১৮% ভ্যাট আরোপ করা হয়েছে।
@ রিকি আপুর থেকে ভ্যাট নেয়া উদ্বোধন হোক।
সায়মা আপুর সঙ্গে যোগ দিলাম, আন্দোলন অব্যাহত থাকুক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা!! ভালো প্রস্তাব।
তবে আন্দোলনের নামে সাধারন মানুষকে কষ্ট দিবেন না। নইলে পরে আবুলের বাপ চলে আসবেন।
৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: মনে রাখবেন, ভ্যাট অধ্যাদেশের ২০৩১ এর ধারা ৪২(০) এর আওতায় ব্লগ ভ্যাট নির্ধারণের এই বিধানটি প্রণয়ন করা হয়েছে। যে ব্লগ বছরে আপনি নিবন্ধন সম্পন্ন হবে, সেই বছরের ১লা জুলাই তারিখের পর থেকে যে কোন সময় সংপ্তি পদ্ধতিতে ব্লগাররা পরিশোধযোগ্য ভ্যাট পরিশোধ করিবেন। --------
অল্পেত্থেকে বেচে গেছি!!! বছর পূর্তি হয় নাই!!!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, যে কয়দিন হয়েছে, সে কয় দিনের ভ্যাট দিতে হবে।
৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
রিকি বলেছেন: নাআআআআআআ ভাইয়া দোহাই লাগে......আমি হেমায়েতপুরে যেতে চাইনা !!!!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা! ওকে। স্প্রীড মানি পৌঁছে দিবেন। আশা করি কাজ দ্রুত হয়ে যাবে।
৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
শাহাদাত হোসেন বলেছেন: হায় হায় আমার পোস্টে তো কমেন্টের খরা ।আমিতো ভ্যাট দিতে দিতে ফইন্নি হইয়া যামু ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! জলদি কমেন্ট কালেক্ট করেন।
৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২
বুলস আই বলেছেন: ভ্যাত দিমনা ভাত খামু ইলিশ দে পানতা ভাত
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দিবি না মানে!! একশ বার দিবি! না দিয়া যাইবি কই??
৪১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । ভ্যাট নীতিমালা দেখে মনে হইলো কবিতাকে নিরুৎসাহিত করা হয়েছে । ভাবতাসি আন্ডা থেকে বাইর হওয়ার আগেই কী চলে যামু কিনা !!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, আপনি যদি কবি হয়ে থাকেন, তাহলে কোন সমস্যা নেই। কবিদের কোন উৎসাহের প্রয়োজন নেই। হাহাহ! তবে একই দিনে যদি অনেক কবিতা প্রসব কেউ করে, তাহলে বিপদ আর কি! ইয়ে মানে আমিও দুই চার লাইন লেখার চেষ্টা করি।
৪২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩১
কলমের কালি শেষ বলেছেন:
আমার স্ট্যাটাস কি ? যদিও ভ্যাট আইনে কবিতা সুবিধাজনক স্থানে নেই !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা! আপনি একজন শীর্ষ স্থানীয় ভ্যাট দাতা। যিনি নিরবে নিভৃতে ভ্যাট দিয়ে যাচ্ছেন
৪৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
গেম চেঞ্জার বলেছেন: ভ্রমন/ ছবিব্লগ/ ইতিহাস শ্রেনীর পোস্টকে শিক্ষামূলক পোস্ট হিসেবে চিহ্নিত করে স্বতন্ত্র ভ্যাট আরোপ করা হয় নি
আমি ইহার প্রতিবাদ করিতেছি । তৎসঙে ইহার উপর ৭.৫% ভ্যাট আরোপের প্রস্তাব করিতেছি । আপনেরা কি কন ?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অর্থমন্ত্রী ফোনে বলেছেন সব রাবিস! ভ্যাট বাতিল বা সংযোজন করার আপাতত কোন পরিকল্পনা নেই।
৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
বুজছি এহানে থাকতে অইলে একটা চাক্কু নিয়া নতুন ধান্দায় নামতে অইবো বাড়তি ট্যাহার লিগা । না অইলে কাভারে অলাইকুমাচ্ছালাম
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাতি চায়ালেই কি যাতি দিবা নি? ধইরে রাখপ না? দুই একজন শীর্ষ ভ্যাট দাতা না পাইলে উদহারন হবি কিডায়?
৪৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫
ঘুড্ডির পাইলট বলেছেন: @ সেলিম আনোয়ার ভাই
আপ্নার তো ঘটিবাটি সব বেঁচতে হবে দেখছি !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনার জন্য মায়াই লাগছে।
৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
ঢাকাবাসী বলেছেন: যাক বাওয়া আমার লেখার পাঠক খুব বেশী না সো আমার ভ্যাট ভ্যাট না করলেও চলবে!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি এনবিআরের কাছে দাবি জানাই, এই বিষয়টি যেন খতিয়ে দেখা হয়!
৪৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: ভ্যাট মওকুফ- আমি নিজেকে এই ক্যাটাগরিতে আশা করছি।। তবুও বোধহয় শৈনদৃষ্টি এড়ানো কঠিন!!
তবে যে,যাই বলুক দারুন সময়োপজীবিত হয়েছে।। আসলে বর্তমান আলোচিত ঘটনা যেন আড়ালে না থেকে যায়।। ধন্যবাদ।।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আসলে এর মাধ্যমে সবাইকে খানিকটা ভালো পোস্ট লেখার ব্যাপারে অনুপ্রেরণা দিতে চেয়েছি!
৪৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০১
মায়াবী রূপকথা বলেছেন: ভাগ্যিস পড়বার আর কেবল কমেন্টের জন্য কিছু ধরা হয়নি। আমি ভ্যাটের আওতামুক্ত
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ! এটা তো ভুলে গেসিলাম!!! ধন্যবাদ সংযুক্ত করে দিচ্ছি
৪৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
ভিটামিন সি বলেছেন: আইচ্চা, (আপনার ভ্যাট থিওরির পর এইটা প্রযোজ্য হবে, অনেকটা বাঘের উপর টাক বা মরার উপর খাঁড়ার ঘা এর মতন) ভ্যাট লেখিত শব্দের উপর প্রয়োগ করা যায় না? যেমন ১০০ শব্দের নিচের পোষ্ট হলে অতিরিক্ত ৫০% ভ্যাট আরোপযোগ্য, ১০১ থেকে ১৫০ শব্দের জন্য ৪৫%, ১৫১ থেকে ২০০ শব্দের জন্য ৪০%, .................. (সমান্তুর ধারা) ৫০১ থেকে ৯৯৯ শব্দ পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্লগ ধরে এখানে মাত্র ১০%। তারপর আবার গুনোত্তর ধারার মতো বাড়তে থাকবে। ঘটনা হইল যারা ভ্যাট নিবে তারা একটু কস্ট কইরা ভ্যাটটা নিক।
তারপর যারা অনলাইনে আসে কিছু লিখে না, শুধু পড়ে চলে যায় কোনও মন্তব্যও করে না, তাদের উপর কত% ভ্যাট সেটি কিলিয়ার না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যারা শুধু পড়ে চলে যান, তাদেরকে শতকরা ২৫% ভ্যাট আরোপ করা হলো। ক্রমাগত যদি ১০ টা পোস্টে এই ধরনের অভ্যাস পর্যবেক্ষন করা হয়, তাহলে ভ্যাট ৪০% করা হবে!!!!!!
৫০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
আবু শাকিল বলেছেন: ভ্যাট আমার কাছে জমা রাখার আহ্নবান জানাচ্ছি
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর আপনাকে আমার কাছে !!!
৫১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কাল্পনিক বাই,
যদি এই ভ্যাটের ব্যাপারডা কাল্পনিক না হয়
তা হলে আপনার খবর আছে! যে হারে মন্তব্য
পড়ছে তার উপর ভ্যাট প্রযোজ্য হলে ..................খুলে নিবে!!
পায়জামার ফিতাটা টাইট কইরা বাইন্দেন, যদি টান পরে তা হলে
ইজ্জত নিয়ে বাসায় যাইতে পারবেন কিনা ব্যাফক সন্দেহ আছে !!
মানি মানুষের মান আল্লাহ রক্ষা করুন, আামিন!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আপনি কি কখনও শুনেছেন এনবিআর ভ্যাট দিচ্ছে? এই পোস্টটি এনবিআরের প্রতিনিধি।
৫২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১
জুন বলেছেন: যাক বাপু ভ্যাটের হাত থেকে রেয়াত দেয়ার জন্য কাভাকে এক কাভার্ড ভ্যান ধইন্যাপাতা
যাই একটু ঘুরে আসি এখন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু! শিক্ষামুলক ব্যাপারে অবদান রাখার জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞতা,
** আপনাকে অবশ্য ডাবল ধন্যবাদ। সেদিন দুপুরে আপনার হাতের যে রান্না খেলাম, তা সত্যি অতুলনীয়!!!
৫৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
প্রামানিক বলেছেন: ব্লগেতে যেই হারেতে
ধরেছেন ভাই ভ্যাট
দেখার পরে দ্বিগুন হালো
ফুলে ফেঁপে প্যাট।
ভ্যাটের ট্যাকা যোগাড় করতে
বেচতে হবে জমি
এসব কথা চিন্তা করতেই
লাগছে বমি বমি।
তারপরেতেও সাবার সাথে
তালমিলে ভাই চলি
ভ্যাটের ট্যাকা মাফ চাওয়াটা
কেমন করে বলি।
সবার সাথে আমিও আছি
কোনো অসুবিধা নাই
ভ্যাট নিয়ে ভ্যাট ভ্যাটানি
করবোনাকো তাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! সুন্দর কবিতা!!!
৫৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
আমি তুমি আমরা বলেছেন: ভ্যাট বিষয়ক নীতিমালা পড়ে আমি ভ্যাটকাতে ভুলে গেছি
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহাহ! ভ্যাটকাতে ভুলে গেছেন!! হাহাহা। সুন্দর টার্ম!!
৫৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরাই 'মাল' পোষ্ট!
মাল দেখলে কৈত - আয় বাবুল বুখে আয়
ফাটাফাটি আইডিয়া! এলেক্সায় র্যার্কিং শেয়ার বাজারের মতো সূচক নিম্ম মূখি হইলে আবার সব বিরোধী দলের দুষ বইলেন না জেন!
ভাই ভেট দিয়া ভ্যাট বাতিলে কুন চান্স থাকলে মাল্টি দিয়া একখানা সাজেশন পুষ্ট দিয়েন- ভ্যাট ফাকি দেবার সহজ উপায়
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দাদা! ভ্যাট ফাঁকি দেয়ার অন্তর্নিহিত কৌশল, পোস্টেই উল্লেখ আছে। মাল্টি প্রতি নগদে ক্যাশ ভেট গ্রহন করা হবে।
৫৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪
-সাইরাস বলেছেন: " ২.
(ক) কবিতা পোস্টের উপর সর্বোচ্চ ২০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে। "
খাইছে ! কবিতায়ও ভ্যাট কবিগুরু বেচে থাকলে আপনের খবর ছিল
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, রবি আর নজরুল বেঁচে থাকলে আমি তাদেরকে মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করিয়ে দিতাম। আশা করি মাল পানি খেয়ে তারা কিছুটা হলেও লাইনে আসতেন।
৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভাই, অামি তো গরিব মানুষ! ভ্যাট দিমু ক্যামতে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধনী গরীব বুঝি না। ব্লগে আসছেন। ভ্যাট দিতে হবেই।
৫৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
দীপংকর চন্দ বলেছেন: আমি বুঝি না দার্শনিক প্লেটোর ভ্যাটভ্যাটানির রহস্য!!!
খালি ভ্যাটভ্যাট!!!
শুভকামনা। অনেক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!! ধন্যবাদ উপর ভ্যাট মওকুফ করা হয়েছে।
৫৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮
জেন রসি বলেছেন: যাহারা ভ্যাট আরোপ করে তাহাদের উপর ভ্যাট আরোপ করার সময় হইয়াছে!
দরকার হইলে ইহা নিয়ে ভ্যাটমুক্ত আন্দোলন গড়ে তোলা হবে!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সকল গণবিরোধী আন্দোলন যা জনগনের স্বার্থবিরোধী তা কঠোর হাতে দমন করা হবে। প্রয়োজনে ব্যান, কমেন্ট ব্যান, ফ্রণ্টপেইজ ব্যান ইত্যাদি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষ পিছপা হবে নাআআআআআআআআআআআ।
৬০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:০৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন: পুরাই মাইরা লাইছে টাইপ পোষ্ট
"কবিতা পোস্টের উপর সর্বোচ্চ ২০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে। একই দিনে যারা একাধিক কবিতা প্রকাশ করবেন, তাদেরকে ৩০% হারে ভ্যাট প্রদান করতে হবে।"
ভ্যাট নীতির উপরের নিয়মটা পইড়া আমেরিকা প্রবাসী সামুর সবচেয়ে পুরাতণ ব্লগারদের একজন, একই সাথে যার ব্লগে সামুর দেড় লাখ ব্লগারের প্রায় অর্ধেকই ব্লক সেই কবির কথা মনে কইরা আবেগে কাইন্দা লাইছি মাইরি
সামুর নীতিমালা ও আপনাকে বিব্রত করার হাত থেকে রক্ষা করার জন্য কবির নামটা লিখবার সাহস পাইলাম না কাভা ভাই।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একই সাথে যার ব্লগে সামুর দেড় লাখ ব্লগারের প্রায় অর্ধেকই ব্লক সেই কবির কথা মনে কইরা আবেগে কাইন্দা লাইছি
মিয়া! আমারে বিব্রত করেন নাই দেইখা যারপর নাই কৃতজ্ঞ! ভ্যাট কিন্তু দিয়েন কইলাম।
৬১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
সিপন মিয়া বলেছেন: আমরা কি সবাই ব্লগারু থেকে ভ্যাটারু হতি চলিছি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জি!। ভ্যাটারু!! ভ্যাট দিতে হবেই।
৬২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৬৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
মোঃমোজাম হক বলেছেন: হাহাহা ব্যাপক বিনোদিত হলাম।
তবে সত্যি বলতে কি ভ্যাট কে আবুল মাল এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে এর নাম শুনলেই ভমি ভমি ভাব শুরু হয় !
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত! এইক্ষেত্রে উনার অবস্থা হইল গ্রাম গঞ্জে প্রচলিত একটি প্রবাদের মত- 'কিচ্ছু করার নাই, স্বামী বিদেশে'
কিচ্ছু করার নাই, বেতন বাড়ছে। ধন্যবাদ মোজাম ভাই, মন্তব্যের জন্য।
৬৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি এক কানাকড়িও ভ্যাট দিমুনা দেখি আমারে কে ধরে? এই জন্যই তো আমি লেখাজোখাই ছেড়ে দিয়েছি!!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্যাট দিতে হবে। নইলে ব্লগিং সুবিধা স্থগিত হবে।
৬৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
এস কাজী বলেছেন: আমি ঠিক কোথায় দিব বুঝতে না পেরে এখানে এই নিকটি দিলাম। দয়া করে দেখবেন কাভা ভাই। আর দয়া করে আমাকে কি বলবেন আমি কিভাবে অভিযোগ করতে পারি আমার কোন কোআরি থাকলে??
http://www.somewhereinblog.net/blog/Rifat1016
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি আমাদেরকে মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
অথবা প্রথম পাতায় আপনার সমস্যা জানান, বিভাগ থেকেও জানাতে পারেন।
৬৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: নিরীহ কবিদের ভ্যাট মুক্ত রাখুন । আর কবিতা পাঠ হয় কম । মোটামুটি ১০০ বার পাঠ হলে সেটা ভ্যাটমুক্ত রেখে কবিদের কবিতা লিখায় উৎসাহিত করুন । বাংলা সাহিত্যের এই সুন্দর তম শাখার প্রভুত উন্নতি সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সবিনয় আর্জি পেশ করা হলো ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার অনুরোধের বিষয়টি বিবেচনা করা যায় কিনা তা ভেবে দেখছি!!!!
৬৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমি খুব সম্ভবত "ভ্যাট মওকুফ" ক্যাটেগরিতেই পড়েছি,কি বলেন কাল্পনিক ভাইয়া?
ভাগ্যিস কবিতা লিখিনা আর,নাইলেতো এত ভ্যাটের জন্যে কবিতা পোস্ট দেয়াই যেতনা!! অবশ্য বিশেষ বিবেচনায় "ভ্যাট মওকুফ" ক্যাটেগরিতে প্রতিবারই মাফ পেয়ে যাওয়ার কথা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাই গড!! হোয়াট এ সারপ্রাইজ আপু!! কত দিন পর আপনাকে দেখলাম! আশা করি ভালো আছেন। যে অবস্থা চালু করেছেন তাতে তো উল্টা নিয়ম চালু করতে হবে। দীর্ঘদিন অনুপস্থিত থাকলে ভ্যাট দ্বিগুন করা হবে।
ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল।
৬৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: আমিও ইনশাল্লাহ ভ্যাট মওকুফ আওতায় পড়ে যাবো এ বছরে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা কিছু হইল??
৬৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১
রঙ তুলি ক্যানভাস বলেছেন: আমিতো একেবারে অনুপস্থিত থাকিনা, মাঝে মাঝেই এসে দু-চারটা পোস্ট পড়ি,মন্তব্য করি,আর সেটাও না হলে জাস্ট ঢু মেরে হাজিরা দিয়ে যাই, সো কোন ভ্যাটেই পড়বোনা, হাহাহা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সম্ভব বলে আবার নিয়মিত হোন
৭০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
লাবনী আক্তার বলেছেন: কবিতা, অনুগল্প, ছোট গল্প সবইত লিখি। এত্ত ভ্যাট কেমনে দিব তাই ভাবতেছি।
অনিয়মিত ব্লগারদের ভ্যাট দেয়া লাগলে বেশি ভাল হত। তাহলে সবাই নিয়মিত হত।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো প্রস্তাব। তবে আপনার কথা ভেবেই অনিয়মিত ব্লগারদের উপর বেশি ভ্যাট আরোপ করি নাই। :/
৭১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
রাতুল_শাহ বলেছেন: কন কি ভাই,
ব্লগে আসতে না আসতেই ভ্যাট। যাবো কোথায়?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! এই গুলো হলো, জমানো ভ্যাট। এতদিন না আসার জন্য।
৭২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
গুলশান কিবরীয়া বলেছেন: যাক ভ্রমণের পোস্টই করবো শুধু , দেশের বাইরে যারা থাকবে তারা কিভাবে দিবে ভ্যাট ? আমার মনে হয় প্রবাসীদের জন্য কিছু পেমেন্ট এর ব্যাবস্তা থাকা উচিৎ , তাহলে অনেক সুন্দর সুন্দর ভ্রমন ছবি দেখতে পাবেন ।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। আপনি দেখি উল্টা টাকা চেয়ে বসলেন!! সর্বনাশ!
৭৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:০০
***মহারাজ*** বলেছেন: আপনার ফোন নাম্বারটাকি একটু দেওয়া যাবে ভায়া ।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেন ভায়া? ফোনে ভ্যাট মওকুফের জন্য আবেদন করবেন? হবে না। একদম হবে না।
৭৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২
muftisiraji বলেছেন: প্রিয় ব্লগার ম্যানেজার! "কাল্পনিক_ভালোবাসা", আমি "সেফ" হওয়া সত্তেও নির্দ্বিধায় প্রথম পাতায় আমার ব্লগ প্রকাশ হচ্ছেনা। please help me..!..
০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার ব্লগ জনিত যে কোন সমস্যায় [email protected] এই ঠিকানায় মেইল করুন। এটা আমার ব্যক্তিগত ব্লগ সাইট। শুভেচ্ছা রইল।
৭৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
চরন বিল বলেছেন: আপনার লিখা সবসময় আমার খুব ভালো লাগে। আসাধারন লিখেন আপনি।
০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।
৭৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৮
অন্ধবিন্দু বলেছেন:
সমালোচনা অতি উৎকৃষ্ট একটি শিল্প যখন তা মেধাবীদের মাথায় ঘুরফের করে। ভ্যাট নামক মুখোশে, ব্লগিং ও ব্লগারদের অদায়িত্বশীল মনোভাব ও আচরণ উদ্দেশ্য করে কয়েকহাত দেখিয়ে দিলেন মশাই। আমাদের মতো অতি সাধারণ গো-মা-খা পাঠকদের ওপর কোও ভ্যাট আরোপিত হয় নাই দেখে আশ্বস্ত হলেম।।
০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ প্রিয় অন্ধবিন্দু ভাই। ভালো লেগেছে আপনি পোস্টের সুক্ষ খোঁচাগুলো বুঝেছেন। অনেকেই বিষয়টি বুঝেন নি। তাই স্যাটায়ার লিখে সম্প্রতি আনন্দ পাচ্ছি কম। অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেলাম। শুভেচ্ছা জানবেন সতত।
৭৭| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৯
রোদেলা বলেছেন: কাহিনী কি ?আমিতো কিছুই জানলাম না,কে ভ্যাট চায়।।দেখিতো তার মুখ খানা?
বাস ভাড়া দিতে দিতেই পকেট খালি,আবার ভ্যাট ভ্যাডায়।
শুনেন,কল্পনা থুইয়া আমারে বিরিশিরি নিয়া লেখা কিছু পোস্ট পাঠান।পর্যটন বিচিত্রা চালাইতেসি,বিরাট দায়িত্ব।ভ্রমন পোস্ট লাগবো।
১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার এই সবে কোন ধারনাই আফা! আমি এই সবের কিছুই জানি না।
৭৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১২
মামুন ইসলাম বলেছেন: আমি এখানে নতুন ভাই । আমার পোস্টগুলো অতন্ত ছোট । আর আমার পাঠক সংখাও খুব কম । পোস্ট হিটও তেমন পায় না ।
তাহলে আমাকে কত ভ্যাট কত দিতে হবে । একটু ভ্যাটের অংকটা যদি বলতেন কৃতজ্ঞতা থাকতাম
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার ভ্যাটের পরিমান অত্যাধিক। আমি কাউন্ট করতে চাচ্ছি না ভাই।
৭৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৩
অপু দ্যা গ্রেট বলেছেন: মুই খালি পড়মু ।
পড়ার উপর ত আর ভ্যাট নাই ।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, ভ্যাট নাই তবে, ট্যাক্স আছে। সাপ্তাহিক ট্যাক্স (পাঠ সংখ্যার উপর নির্ভর করে)
৮০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪১
আহমাদ জাদীদ বলেছেন:
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভ্যাট দিয়েন জাদীদ ভাই। ফাঁকি দিয়েন না।
৮১| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমিযে প্রায় দুবছরের উপর নিয়মিত ছিলাম না আমাকে কোনরকম ভর্তুকি দেয়া যায় কিনা চিন্তা কইরেন তো। ভর্তুকির টাকাটুকা পাইরে নিয়মিত হইতাম আরকি........... আর স্পেশাল কনসিডারেশনে আমার ভ্যাট মওকুফ............
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঠিকাছে তয় একটু মাল পানির ব্যবস্থা কইরেন। দেশি পানির পয়সা দিয়েন না। বিদেশী পানির পয়সা দিয়েন। দেশি পানিতে ভেজাল।
৮২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
খায়রুল আহসান বলেছেন: উপভোগ্য লেখা, চমৎকার।
আমি ৬৬ নং মন্তব্যে জনাব সেলিম আনোয়ার এর বক্তব্যের প্রতি জোরালো সমর্থন জানাচ্ছি। কবিতাকে ভ্যাটমুক্ত রাখা হোক!
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা। ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম।
৮৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: ইশ এতো পুরাই ভ্যাট--ভ্যাটময়।এবং সর্বোৎকৃষ্ট বাঁশও বটে।
ধন্যবাদ প্রিয় ব্লগার
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা! আশা করি ভালো আছেন।
৮৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
উর্বি বলেছেন: সত্যি ?????????????????
০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমমম
৮৫| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
তাহসিনুল ইসলাম বলেছেন:
৮৬| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৭
শামিল কায়সার বলেছেন:
১২ ই জুন, ২০১৬ সকাল ১১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী।
৮৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পোস্টের উপর সর্বোচ্চ ২০% হারে ভ্যাট আরোপ করা হয়েছে। একই দিনে যারা একাধিক কবিতা প্রকাশ করবেন, তাদেরকে ৩০% হারে ভ্যাট প্রদান করতে হবে।
কাল্পনিক_ভালবাসা ভাই, একটু বিবেচনা করেন। কবিতাদি লেখার উপর এহেন করারোপ কবিকুলে নিদারুণ হতাশা বইয়ে দেবে
৮৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
আর্কিওপটেরিক্স বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
সাইলেন্স বলেছেন: আমার পোস্ট গড়ে ৩০০ বার পঠিত হয়। ২০/২৫ টা কমেন্টস পাই।
আমি কি টাকা পাবো
নাকি দিতে হবে
??