নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
আজকে সকালে যখন সবাই ভিপিএন ছাড়াই ব্লগে প্রবেশ করতে পারছিলেন, আমি তখনও পারছিলাম না। এর আগেও এমন হয়েছে যে কেউ কেউ ব্লগে প্রবেশ করতে পারছিলেন, তাই আমি প্রথমে খুব একটা খুশি হতে পারছিলাম না। কিন্তু ধীরে ধীরে সবাই যখন পর্যায় ক্রমে ব্লগে ঢুকতে শুরু করেন, পোস্ট আর স্ট্যাটাসের মাধ্যমে জানায় ব্লগে বিনা বাধায় প্রবেশের কথা, তখন আমার অদ্ভুত একটা অনুভুতি শুরু হলো। কেন যেন মনে হলো আমি তো জাহালমের মত! আট মাস নিরপরাধে কারাবরন করে হঠাৎ শুনলাম মুক্তির বারতা! ব্লগ খুলে দেয়া হয়েছে, মুক্ত করা হয়েছে মাতৃভাষায় আমার কথা বলার স্বাধীন মঞ্চ।
হঠাৎ খুব আবেগাপ্লুত হয়ে পড়লাম। এই ব্লগ আমার জন্য একটু বিশেষ কিছু। সামহোয়্যারইন ব্লগের প্রভাব আমার জীবনে ব্যাপক। ব্যক্তিগত প্রাপ্তির হিসাবে অপরিসীম। এই ব্লগকে আমার কখনও মনে হয় না অন্য কোন প্রতিষ্ঠান বা অন্য কারো, এটাকে শুধু মনে হয় নিজের। যখন কেউ সামু ব্লগের সমালোচনা করে, মনে হয় আমার নিজের সমালোচনা কেউ করছে। রেগে যাই, শান্ত হই, ছেলেমানুষী করি। সামুর যে কোন প্রাপ্তিতে নিজের প্রাপ্তির আনন্দ হয়। আমার বিশ্বাস আমার মত এমন অনুভুতি প্রায় সকল ব্লগারেরই হয়।
আজকে অনেক পুরানো ব্লগারদের ব্লগে লগ ইন করতে দেখলাম। অনেকে পোস্ট দিয়েছে। এই মানুষগুলোর সাথে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দেখা হয়। কিন্তু ব্লগে এদের পোস্ট পড়লে, দেখলে মনে হয়, পুরানো কেউ বাড়িতে বেড়াতে এসেছে। এটা অদ্ভুত এক নষ্টালজিক অনুভুতি, যা ঠিক প্রকাশযোগ্য নয়।
আমি আশা করি সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে - সামহোয়্যারইন ব্লগকে মুক্তি দেয়া হয়েছে, খুলে দেয়া হয়েছে মানুষের মত প্রকাশের জন্য। আমি সত্যি ভীষন আনন্দিত। আমি কৃতজ্ঞতা জানাই সকল ব্লগারদের যারা শত প্রতিকূলতা মেনেও ব্লগিং করেছেন, মাতিয়ে রেখেছেন আমাদের এই প্রিয় প্লাটফর্ম।
আর বিশেষ ধন্যবাদ জানাই জানা আপাকে। অদ্ভুত শক্তিশালী একজন মানুষ তিনি। ন্যায় এবং সততার যে দৃঢ়তা অন্যায়ের বিরুদ্ধে তিনি আত্মবিশ্বাসের সাথে দেখিয়েছেন, সেটা অবশ্যই শিক্ষনীয়।
ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা সবাইকে।
শুভ ব্লগিং!
২| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৯
শাহিন-৯৯ বলেছেন:
আমার কিন্তু ভাই খুব আনন্দ হচ্ছে না!! কারণ আমি তো ছিলাম দেয়াল ছিদ্র করে!! তবে সবাই খুব আনন্দ করছে দেখে খুব ভাল লাগছে। আসলে বন্দি না থাকলে বন্দি জীবনের মর্ম বুঝা যায় না।
এই মুক্তির পিছনে জনা আপার অবদান অবশ্যই অনেক তবে সবাইকে একসাথে নিয়ে থাকার যে নিরলস চেষ্টা আপনি করেছেন তা ছোট করে দেখার উপায় নেই।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৩
শায়মা বলেছেন: ব্লগের কারাবন্দি দিনেও আমরা উঁকি দিয়েছি।
কিন্তু স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়!
তাই মুক্তি আর স্বাধীনতার আনন্দ ধারা বয়ে যাচ্ছে আজ .......
৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৪
আরোগ্য বলেছেন: মুক্তি মোবারক সবাইকে।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৬
প্রামানিক বলেছেন: কি যে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। সামু ছাড়া যেন বোবা হয়ে এতদিন ঘরে বসে ছিলাম। ধন্যবাদ জানা আপাকে।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ ব্লগিং!!
❤❤❤
৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাই, ব্লগ মুক্তির শুভেচ্ছা নিবেন। আমাদের যুদ্ধে আমরা জয়ী হয়েছি। এখন এই জয় সম্মানের সাথে আমাদেরই ধরে রাখতে হবে। কাল্পনিক_ভালোবাসা ভাই ধন্যবাদ, আবারো ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন, সুস্থ থাকুন।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৭
সুপারডুপার বলেছেন: বাংলাদেশে সামহোয়্যারইন ব্লগকে মুক্তি দেয়া হয়েছে, এই খুশির সংবাদটি জেনে খুবই আনন্দিত হলাম !
প্রিয় কা_ভা ভাইয়া,
আমরা কি জানতে পারি, কিভাবে সামহোয়্যারইন ব্লগকে মুক্তি দেয়া হয়েছে?
৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুবই আনন্দিত, তবে
প্রাপ্ত অর্জন ধরে রাখতে হবে সতর্কতার সাথে
ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা সামু কর্তৃপক্ষ কে
১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১০
ডঃ এম এ আলী বলেছেন: আপনি ও জানা আপু সহ সংশ্লিষ্ট সকলের প্রতি রইল অভিনন্দন ও কৃতজ্ঞতা।
ব্লগের এই ক্রন্তিকালে অনেকের সাথে আমিও বলতে গেলে সারাক্ষন লগ ইন থাকার চেষ্টা করতাম ।
নিয়মিত বিরতিতে নতুন পোষ্ট দিতে না পারলেও অনেকের পোষ্ট পাঠ করে মন্তব্য করার প্রয়াস নিতাম ।
ব্লগ নিয়ন্ত্রন মুক্ত হওয়ার আনন্দটিকে ধরে রাখার জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে ।
ব্লগের নীতিমালা মেনে এখানে সকলেই লেখালেখি ও মন্তব্য করলে মনে হয় ব্লগ তার পুর্বের মত
সচল ও আরো অনেক বেশী গৌরবের অধিকরী হবে ।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:২১
কাজী ফররুখ আহমেদ বলেছেন: আপনার অক্লান্ত পরিশ্রম ও জানা আপার নিরলস চেষ্টা আজ সফল হয়েছে। সামহোয়্যারইন ব্লগ মুক্তির শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:২৬
মৃন্ময়ী শবনম বলেছেন: জয় বাংলা, বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়।।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৩
মা.হাসান বলেছেন: কষ্টের চেয়ে ক্ষোভ বেশি ছিল মনে। সব সময় ভেবে এসেছি ব্লগ অ্যাডমিন কিছু করছে না কেন, বা করলে আমাদের সঙ্গে শেয়ার করছে না কেন । ব্লগে আমি অনেক নবীন, যারা ব্লগের শুরু থেকে আছেন তাদের কষ্টটা কত বেশি তা অনুমান করাও আমার জন্য দুঃসাধ্য। গত আট মাস আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই ব্লক ওঠানোর জন্য, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন ।
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫০
ইসিয়াক বলেছেন: সামুর জয় হোক
সুপ্রভাত
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৯
সোহানাজোহা বলেছেন: সামহোয়্যারইন ব্লগ মুক্ত - মুক্ত আকাশ।
ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ।
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৫
চাঁদগাজী বলেছেন:
আবেগী হওয়ার মতো ঘটনা ঘটেছে; একটি জাতিকে পেছনে টেনে ধরার জ্বলন্ত প্রমাণ ছিল সামুর ঘটনা
১৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:০১
নীল আকাশ বলেছেন: সত্যের জয় হবেই হবে! সত্য ছাইচাঁপা আগুনের মতো, জোর করে ঢেকে রাখলেও অন্ত্রালে ধক ধক করে জ্বলতে থাকে।
সবাইকে অভিনন্দন, বিশেষ করে হার না মানা জানা আপুকে।
ধন্যবাদ।
১৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: সামু মুক্ত হওয়ার পর থেকেই ব্লগারদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
১৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাদের চেষ্টায় সামু বন্দীদশা থেকে মুক্তি পেল তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।
২০| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আট মাসের সংগ্রাম শেষ হলো। সকলকে অভিনন্দন।
২১| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন ভায়া
জাহালামের মতো বিনা দোষে আট মাসের বন্দী জীবন!
সত্যি যখন একের পর পোস্ট দেখছিলাম, অংশ নিচ্ছিলাম মন্তব্যে লাইকে
অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল
গেরিলা জীবন থেকে যেন মুক্ত বাতাসে বেরিয়ে আসার আনন্দ!
যুগ যুগ জিও সামু
এভাবেই মুক্তির আনন্দে নেচে উঠুক বাংলাদেশ
গণতন্ত্রে, বাক স্বাধীনতায়, মৌলিক মানবাধিকারের স্বপ্ন পূরণের পথে।
২২| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সামুর জন্যে ভালোবাসা। জানা আপুকে অভিনন্দন। কাল্পনিক_ভালোবাসা ভাইকে স্যালুট। ব্লগের আর সকলকে সালাম।
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানা আপু, আপনি এবং ব্লগ সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক অভিনন্দন! সামু বেঁচে থাকুক আজীবন!
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্যালুট আপনাদের কে। ভালোবাসা গ্রহণ করুন।
২৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
সোহানী বলেছেন: দেশের বাইরে থাকার কারণে কারাবরন সেভাবে অনুভব না করলেও ঝিমিয়ে পড়া সামুকে নিয়ে কষ্ট হতো প্রতিনিয়ত।
ধন্যবাদ জানা আপুসহ সকল নেপথ্যের কারিগরদের।
২৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০০
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
সামু আবার "সামু" হয়ে উঠুক...........................
২৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১০
সুনীল সমুদ্র বলেছেন: সামহয়্যারে লেখা হয়না বহুদিন .. । আজ সামহয়্যারের ফিরে আসার আনন্দে লিখে ফেললাম কবিতা - 'তোমার ফিরে আসা'। .. .. অভিনন্দন ও শুভেচ্ছা, যারা সামহয়্যারকে ভালোবেসে দীর্ঘদিন পরে হলেও .. আজ বলা যায়.... প্রায় একযোগে লগ-ইন করেছেন। .... শুভকামনা রইলো আমাদের জানা আপা, কাল্পনিক ভালোবাসা এবং আরও যারা যারা নিবেদিতপ্রাণ হয়ে এই সামহয়্যারইন-কে সতেজ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ..... তাদের সবার জন্য ।
২৮| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ এই ব্লগকে আমার কখনও মনে হয় না অন্য কোন প্রতিষ্ঠান বা অন্য কারো, এটাকে শুধু মনে হয় নিজের।
এইজন্যই আপ্নার মডারেশনে পেশাদারিত্বের ছাপ কম। মন্ত্রী মোস্তফা জব্বারের মত হেনো তেনো ছুতায় একে ওকে ব্যান করেন।
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ। আমি চেষ্টা করব, আরো বেশি পেশাদারিত্ব বজায় রাখতে। আপনি যে অংশটুকু কোট করেছেন, সেটা এই ব্লগের প্রতি আমার অনুভুতির কথা। মানুষের আবেগ অনুভুতি সব সময় যৌক্তিক হয় না। তাই সেই দিকে আপনার গুরত্ব না দিলেও চলবে।
তবে আমার অবশ্যই পেশাদারিত্বের অভাব আছে। আমার উচিত ছিলো ব্লগারদের বাক স্বাধীনতার পাশাপাশি, বাকদায়িত্বশীলতার ব্যাপারটিও শেখানো। যদি শেখাতে পারতাম, তাহলে আপনি বুঝতেন আপনি দায়িত্বহীনতার চুড়ান্ত করছেন।
আমি চাইলে আরো কঠোর ভাষায় আপনার সমালোচনা করতে পারতাম। কিন্তু সেটা আমি করব না। কারন হচ্ছে আপনার আমার পার্থক্য এবং শিক্ষা এবং দায়িত্বশীলতা।
শুভ ব্লগিং।
২৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯
আশিক মাসুম বলেছেন: আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
সামু আবার "সামু" হয়ে উঠুক...........................
প্রত্যাশা
৩০| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩
শুভ্রনীল শুভ্রা বলেছেন: সামু আবার প্রাণ ফিরে পেয়েছে !!
৩১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৯
নতুন নকিব বলেছেন:
প্রিয় প্লাটফর্মটিকে মুক্ত করার লক্ষ্যে আপনার প্রতিটি পদক্ষেপ ছিল সুচিন্তিত। এই আনন্দের দিনটিতে অভিবাদন। জানা ম্যাডামকে তার সাহসী ভূমিকার জন্য সশ্রদ্ধ সালাম। সংশ্লিষ্ট অন্যান্যদেরও অভিনন্দন। সামু এগিয়ে যাক। বেঁচে থাক যুগ যুগান্তর।
৩২| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
অন্তরন্তর বলেছেন: সামু ব্লগার এবং সামু কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। তাদের প্রতীক্ষার অবসান হল।আনন্দ
৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫১
সুপারডুপার বলেছেন: প্রিয় কা_ভা ভাইয়া,
আমার লেখা কবে থেকে প্রথম পাতায় প্রকাশ পাবে?
৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৪১
সাইফুল ইসলাম ২১২ বলেছেন: any technology help visit http://www.itlearnbd.com
৩৫| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৬
হাকিম মিয়া বলেছেন: আমাকে হয় সেফ করুন নয়ত আমার আগের ব্লগ আইডিতে প্রবেশ করার জন্য সুযোগ দিন ।
https://www.somewhereinblog.net/blog/hakim3 এটাকে
[email protected] এই আইডির সাথে যোগ করে দিন যাতে আমি আপনাদের সাথে ফিডব্যাক করতে
বা যোগাযোগ করতে পারি । শুভ মুক্তি ।
৩৬| ০৬ ই জুন, ২০২০ রাত ১০:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: হ্যাঁ, আজ ঢুকতে পেরে অবাকই হয়ে গেছি বলতে গেলে। ভাল হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৮
কাওসার চৌধুরী বলেছেন:
সামহোয়্যারইন, সত্যি বাঁধ ভাঙার আওয়াজ তুলেছে আজ। আজ ব্লগের বিশেষ দিন। দীর্ঘদিনের অপেক্ষা আর অপমানের গ্লানি থেকে ব্লগাররা মুক্তি পেলেন। এটা অর্জন, এটা সন্তুষ্টি। এই "সামহোয়্যারইনব্লগ" কতশত এমনকি হাজারো সৃজনশীল মানুষের জন্ম দিয়েছে। কত গুণী লেখক জন্ম দিয়েছে তার সঠিক হিসাব কারো কাছে হয়তো নেই। বাংলা ভাষার চর্চা, জ্ঞান অর্জন আর মুক্ত চিন্তার বিকাশের জন্য সামুর অবদান অপরিসীম। সামু বেঁচে থাকবে, বাংলা ভাষা যতদিন বাঁচবে।
আপনি, জনা আপু সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা।