নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

ভৌতিক কিংবা আধি ভৌতিক অভিজ্ঞতা

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯

কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কিভাবে উপভোগ করা যায়, এই নিয়ে অনেক পরিকল্পনা হলো। প্রায় অধিকাংশ পরিকল্পনার গন্তব্য সেই খিচুড়ী আর ইলিশ মাছে। আমার ভোট এখানে অতি নগন্য। তাই আমি চুপ রইলাম।

সান্ধ্যকালীন আড্ডা তখন সবেমাত্র পুর্ণতা পাবার লোভে আকুপাকু করছে। হঠাৎ উপরের তলা থেকে একটা চিৎকার শোনা গেলো। ঘটনা কি জানার জন্য উপরে দুজনকে সাথে সাথে উপরে পাঠানো হলো। দশ মিনিট পর দুইজনই বেশ গম্ভীর মুখে ফেরত এলো। ঘটনা কি জানতে চাইলে শুনলাম অদ্ভুত এক কাহিনী।

ঐ ফ্ল্যাটে যিনি থাকেন, তিনি বাইরে থেকে এসে আবিষ্কার করেন যে, রান্না ঘরের যে আবর্জনা জমেছিলো, সেটা ডাস্টবিন থেকে এনে কে যেন উনার বেডরুমের একটা কর্নারে ফেলে গেছে।

আমি বিরক্ত হয়ে বললাম, এটা তো বিড়ালের কাজ। এতে এত ভয় পাবার কি আছে?

কিন্তু বাসার লোকজন বললেন, তাদের বাসায় বিড়াল ঢোকার কোন সুযোগ নেই। কারন বাইরে যাবার সময় দরজা জানালা বন্ধ করে তিনি বাইরে গেছেন। আর এই ঘটনা শুধু একবার না। এর আগেও কয়েকবার ঘটেছে। শুধু তাই নয়, চেয়ারগুলোও নাকি এলোমেলো হয়ে থাকে।

আমি স্বাভাবিক দৃষ্টিতে যেখানে বিড়াল ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না সেখানে আড্ডায় উপস্থিত বাকি সকল সদস্য চকচক চোখে আধিভৌতিক গল্পের আসর দেখতে পেলেন। ব্যস শুরু হলো ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার গল্প। আমি যখন এই বাড়িতে ইতিপূর্বে ঘটে যাওয়া বিভিন্ন আধি ভৌতিক ঘটনা সম্পর্কে জানছি, ঠিক তখনই কারেন্ট চলে গেলো।

পোলাপাইনের সম্মিলিত চিৎকার আর খুশি দেখে মনে হলো - আজ বুঝি ঈদ।
অথচ আগামীকাল শুক্রবার এবং সাত সকালে উঠে আমাকে ইলিশ মাছ কেনার জন্য বাজারে যেতে হবে।

যাইহোক, কারেন্ট যাওয়ার পর চা চক্র শুরু হলো। সাথে উপস্থিত হলো, মুড়ি মাখা। যে যার মনের মাধুরি ভুতের গল্প বলার চেষ্টা করছে। আমি কিছু স্বাভাবিক ও যৌক্তিক প্রশ্ন তুলে স্ত্রীর বিরক্তমাখা ও রাগান্বিত চাহুনি টের পেলাম। সাথে সাথে বুঝলাম, ভুতের গল্প শোনার প্রধান শর্ত - স্বাভাবিক বুদ্ধি বিবেচনা বাদ দিয়ে এইসব গল্প শুনতে হবে। সায়েন্সফিকশন হচ্ছে অ-ভুত পুর্ব (!) আর ভুতের গল্প হচ্ছে ভুত পুর্ব (!)


আড্ডার এই পর্যায়ে মনে হলো, ব্লগারদের কাছ থেকে এই ধরনের ঘটনা পোষ্ট আকারে জানতে পারলে মন্দ হতো না। ব্লগাররা লিখে জানাতে পারেন, তাদের জীবনে ঘটে যাওয়া বা শোনা সেরা আধিভৌতিক ঘটনা। যার লেখা সবচেয়ে বেশি ভালো লাগবে বলে প্রতীয়মান হবে, তার জন্য থাকবে একটা বিশেষ পুরুষ্কার।


বিশেষ নির্দেশনাঃ যদিও ভুতের গল্পের সত্যি মিথ্যা যাচাই করা বুদ্ধিমানের কাজ নয়। ভুতের গল্পের মুল উদ্দেশ্যে ভয়ের অনুভুতির সৃষ্টি করা। তাই বেশি গাঁজাখুরি গল্প বললে আমরা ধরে নিবো, পোস্টদাতা যেভাবেই হোক না কেন, তিনি উক্ত ভেষজ সংগ্রহ করে তা খেয়ে গল্প বলেছেন। এর বেশি কিছু হবে না। পুরুষ্কারের মানদন্ডে তা গ্রহনযোগ্য হবে না।

আর যারা লিখবেন, তারা অনুগ্রহ করে তাদের লেখার লিংক মন্তব্যের ঘরে আমাকে দিয়ে যাবেন।

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৯

ইসিয়াক বলেছেন: দারুণ ব্যপার । আমি আছি সাথে।
শুভকামনা রইলো ভাইয়া।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

২| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ অভিজ্ঞতা তো জীবনে একবারই হয়। আমার জীবনে এই রকম একটা ঘটনা কলেজে পড়ার সময় ঘটেছিল,মা নিয়ে ইতিপূর্বে আমি পোস্ট আকারে দিয়েও ফেলেছি। একদম খাঁটি মোটেও জল মেশানো নেই। সেক্ষেত্রে আগের লেখা পোস্ট বা আরেক অভূতপূর্ব ঘটনার লিংক কি দেওয়া যাবে? মাননীয় মডারেটর সাহেবের উত্তরের অপেক্ষায় রইলাম....

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ দিন। কি আর করা। আমি তো বলতে পারি না, নতুন করে ভুত দর্শন করে আসুন।

৩| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রান্নাঘরের আবর্জনা বেডরুমে কে রেখে গেল? ঐ ফ্ল্যাটে তো উনি একা থাকেন না। একটা ভূতও থাকে। সেই ভূতের কাজ এটা।

উল্লেখ্য, ভূত বলতে এখানে বাসার কাজের লোককে বোঝানে হয়েছে, যিনি বাড়ির কর্তাকে শিক্ষা দেয়ার জন্য এই কাম করছে :)

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। ধন্যবাদ ভাইয়া। আসলে ঐ ফ্ল্যাটে উনি আর উনার ছেলে থাকেন। অন্য কেউ থাকেন না। ঘটনা ঘটেছে রাতের বেলা। উনি বাইরে গেছেন বিকেল বেলা। ঘটনাটি কিভাবে ঘটল সেটা পরে অবশ্য আমি বের করেছি। সবাই ভয় ভয় পাচ্ছে, তাই আমি আর কিছু ব্যাখ্যা করি নাই।

৪| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Halloween week! সুন্দর আইডিয়া।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিখে ফেলুন। :)

৫| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮

মিরোরডডল বলেছেন:



এই ধরণের আড্ডাগুলো জম্পেশ হয় , আধো আলো আধো অন্ধকার , ভুতের গল্প আর বাইরে ঝড় বৃষ্টি হলেতো কথাই নেই :)

কি মজা তাহলে নেক্সট কিছুদিন এরকম ভুতের গল্প আসবে ! দিজ উইল বি ফান :)
আচ্ছা কাভা, কোনও টাইম ফ্রেম আছে , কতদিনের মধ্যে দিতে হবে ?
ভুতের না হয়ে রহস্যময় হলে হবে ?


২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, আমাদের এই বাসাটা অনেক পুরানো বাড়ি। ফলে এই বাসায় বড় পিলার ঘেরা টানা বারান্দায় বসে এই ধরনের আলাপ খুবই ইন্টারেস্টিং। একই সাথে মোমবাতির আলো যুক্ত হলে তো কোন কথাই থাকে না।

আপনি দেন, এই মাসের মধ্যে দিলেই বেটার।

৬| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভীতুর ভূত দর্শন (পর্ব-১)
ভীতুর ভূত দর্শন (পর্ব-২)
ভীতুর ভূত দর্শন (শেষ-পর্ব)

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা লিংকও কাজ করছে না।

৭| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

অশুভ বলেছেন: এইতো সারলেন। যে কথা কাউকে বলতে চাইনা, সেটাই বলাতে বলছেন। অভিজ্ঞতা আছে কয়েকটা, তবে একটা বেশ তীব্র এবং তীক্ত। আমার জীবনে সেটার প্রভাব আজও বিদ্যমান (না, আমাকে ভূতে ধরে নি। তবে একা থাকতে অসুবিধা হয়, এই আর কী)। এটা নিয়ে কথা বলব না। বাকীগুলো নিয়ে হয়তো বলতে পারি।

কিছু কিছু ঘটনা মনে হয় বাস্তব, আবার পরক্ষণেই মনে হয় কল্পনা বা হেলুসিনেসন। যাই হোক আড্ডাটা জমবে মনে হচ্ছে।

২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মনে হয় লিখে ফেলুন। আপনি হালকা বোধ করবেন। নিজের হালকা বোধের জন্য হলেও লেখা উচিত।

৮| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:



হুম, বর্ণনা পড়েই বুঝতে পেড়েছি কেমন হবে ভয়টা ।

একটা ট্রু স্টোরি , লিখবো লিখবো ভেবেও লজ্জায় লিখিনা , কে কিভাবে নেবে ।
এখন তো প্রশ্রয় পেয়েই গেলাম :)
মাস লাগবেনা , অফ ডে হলেই হবে । থ্যাংকস কাভা ।

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গ্রেট!! আপনার লেখার জন্য অপেক্ষা করছি।

৯| ২৩ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, ভুতের গল্প লেখার সুযোগ একটা এসেছে!

২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। আপনি আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। গত কয়েকদিন ধরে যেভাবে চার বিয়ে নিয়ে কিছু কিছু পাবলিক যুদ্ধ করেছেন, উনারা সবচেয়ে ভালো ভুতের গল্প তারাই লিখতে পারবেন। মানুষ একটি ভুত সামলাতে পেরেসান হয়, এখানে চার চারটি ব্যাপার।

১০| ২৩ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

শেরজা তপন বলেছেন: প্রায় অর্ধশত বছর কেটে গেল এই ধরনীতে তবু- একটাও ভুত আর মুখোশ বিহীন মানুষ দেখতে পেলামনা... আফসোস!!!!!!!!!!!

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই সত্য বলেছেন ভাইয়া।

১১| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: আমি আজ একটা ভূতের ঘটনা লিখব। মানে আমার সাথে, মানে আমার অভিজ্ঞা থেকে। সত্য ঘটনা। আপনাকে পড়ার অগ্রীম আমন্ত্রন জানিয়ে দিলাম।

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিখুন! অনেক দিন হাসির গল্প পড়ি না।

১২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৮

নতুন নকিব বলেছেন:



মানুষ একটি ভুত সামলাতে পেরেশান হয়, এখানে চার চারটি ব্যাপার।

-একদম ঠিক বলেছেন। ভূতের গল্পের আসরে অংশ নিতে পারি কি না, দেখি। আর পুরষ্কার কি দেয়া হবে তা কিন্তু বলেননি! +

২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনিও অংশ নিন। ইন্টারেস্টিং কিছু শোনার অপেক্ষায় রইলাম।

১৩| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: ভৌতিক অভিজ্ঞতা আমার আছে। এগুলো আমি লিখতে চাই। হয়তো অনেকেই বিশ্বাস করবে না। কিন্তু আমি লিখব।

১৪| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন:

কাল্পনিক_ভালোবাসা ভাই,
বৃষ্টির দিনে সবচেয়ে মজাদার খাবার অবস্যই অবস্যই খিচুড়ী ইলিশ ও মাংস ভূনা। তবে এতো খাবার খেয়ে আর গল্প করা হয় না তখন অলসতা পেয়ে বসে - শুধু শুয়ে থাকতে মনে চায় অথবা টানা ঘুম। বৃষ্টির দিনে গল্প করার উত্তম খাবার হচ্ছে কারো কারো কাছে ঝাল মুড়ি আর চা বিস্কুট তো এশিয়া মহাদেশ সহ বিশ্ব বিখ্যাত। আর আমার কাছে প্রিয় খাবার “মধু দিয়ে মুড়ি মাখা”। আর গরম গরম চা/কফি। আপনি মধু দিয়ে মুড়ি মাখা খেয়ে দেখতে পারেন - এই খাবার এই পৃথিবীর খাবার না। হয়তো বা ভিন্ন কোনো গ্রহের হবে! আমি কিভাবে কিভাবে যেনো এই রেসিপি পেয়ে গেছি তা আমি নিজেও জানিনা।

ব্লগে চার বিবাহ নিয়ে দরবার হতে হতে এখন সবাই ত্যক্ত বিরক্ত হয়ে আছি। আমাদের গল্পের প্রসঙ্গ পরিবর্তন দরকার। একজন প্রথম শ্রেনীর এডমিনের পদক্ষেপ নিয়েছেন আপনি। আমরা বরং ভূত প্রেত জ্বীনদের সাথে একটু সময় পার করি। আশা করি ভূত মামারা আমাদের নতুন কোনো এন্টারটেইন করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

(বিশেষ দ্রষ্টব্য: যাদের ডায়বেটিস সমস্যা আছে তাদের মধু দিয়ে মুড়ি মাখা খাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি)

১৫| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: পোষ্টে সবার মন্তব্য গুলো পড়েছি। খুব ভালো লাগলো।

১৬| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫২

আমি সাজিদ বলেছেন: লিখতে বসলাম।

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ধারনা আপনি অবশ্যই ভালো লিখবেন। বিশেষ করে পেপার মিলের ঐ দিকে নাকি বেশ কিছু ঘটনা আছে।

১৭| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪০

রামিসা রোজা বলেছেন: আমি কনফার্ম এটা বিড়াল করেছে । আমরা দোতলা বাসায় থেকেও বিড়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়েছি।
আজ ২/৩ জনকে দিয়ে ভূতের গল্প লিখালেন সে জন্য আপনাকে থ্যাঙ্কস ।

১৮| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৩৯

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: লেখার উপায় না থাকলেও, পড়োবো নিশ্চয়ই।

১৯| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৩৫

আনমোনা বলেছেন: তাই ব্লগে এতো ভুতের ছড়াছড়ি। ভালোই মজা লাগছে। এখন পড়ে দেখি ভয় পাই কিনা।

২০| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০০

শেরজা তপন বলেছেন: ব্লগার ঠাকুরমাহমুদ - আপনি মধু দিয়ে তাজা শসা ও টম্যাটো সসের মত লাগিয়ে খেয়ে দেখতে পারেন। সেটাও বেশ, এটা মলদোভিয়ার গ্রাম্য খাবার! -আমি মধু মুড়ি দিয়ে ট্রাই করব :)

আচ্ছা, ব্লগে একটা ভার্চুয়াল খানা-দানার আয়োজন করলে কেমন হয়? সব ব্লগার তার জীবনের সেরা খাবারটা এনে হাজির করবে-গল্প লিখবে

২১| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২৫

পদ্মপুকুর বলেছেন: যেভাবে পুরস্কারের ঘোষণা দিয়েছেন (হয়তো সামুর জীবনে প্রথমবার), তাতে করে দেখা গেলো আমাদের এই ব্লগার ছাড়া অন্য কেউই পুরস্কারটা পাবেন না... ইনি তো মনে হচ্ছে এই লেখাটার জন্যই অপেক্ষা করছিলেন এতদিন। প্রায় ১৪ বছর ধরে ব্লগিং করছেন কিন্তু উনার লেখাগুলো আমরা মানুষরা দেখতে পাই না, শুধু ভুতেরাই দেখতে পায়।

২২| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভৌতিক গল্প চলুক-
জ্বীনে ধরা মেয়ে

২৩| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: আমি খেয়াল করে দেখেছি- ভৌতিক গল্প আমার হাতে ভালো আসে।

২৪| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২২

পদাতিক চৌধুরি বলেছেন: উপরের লিঙ্ক কাজ না করাতে রিফ্রেশ করে আবার প্রথম পর্বের লিংক দিলাম।ভিতর ভূত দর্শন (পর্ব-১)

২৫| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৫

পদ্মপুকুর বলেছেন: ৬ নম্বর মন্তব্যের প্রতিমন্তব্যে লেখক বলেছেন: একটা লিংকও কাজ করছে না।
আরে এইটাই তো সবচে বড় ভৌতিক ব্যাপার! :-B

২৬| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৬

আখেনাটেন বলেছেন: এবার তাহলে ভূতীয় পোস্ট করাই যায়.... :D

২৭| ২৬ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩১

অশুভ বলেছেন: পড়ে দেখতে পারেন, ব্যাখ্যাহীন ভৌতিক অভিজ্ঞতা

২৮| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৫

মাআইপা বলেছেন: ভুতের নয় কিঞ্চিত ভয়ের গল্প।

২৯| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

মিরোরডডল বলেছেন:

এজ প্রমিজড রেখে গেলাম ।
ভুতের না কিন্তু কিছু অস্বাভাবিক অভিজ্ঞতা


০২ রা সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লেগেছে। ভয়াবহ অভিজ্ঞতা।

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিখবনা লিখবনা করেও আজ লিখে ফেললাম-
ভূতুরে ছায়া

৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: হাউ মাউ খাউ ভূতের গন্ধ পাও - ভূতেদের দিনরাত্রী

৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩২

মা.হাসান বলেছেন: সময় বাড়ানোর জন্য অনেক ধন্যবাদ। আমার লেখার লিংক দিয়ে গেলাম। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে

৩৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮

মা.হাসান বলেছেন: পদাতিক চৌধুরী লিংক দিতে পারছেন না, কোথাও একটা সমস্যা হচ্ছে। আমাকে বলেছিলেন ওনার পোস্টের লিংকটা দিয়ে যেতে।

১। ভীতুর ভূত দর্শন(পর্ব-১)
২। ভীতুর ভূত দর্শন(পর্ব-২)
৩। ভীতুর ভূত দর্শন( শেষ পর্ব )

৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৯

মা.হাসান বলেছেন: https://www.somewhereinblog.net/blog/Hridvika এই ব্লগার নয় মাসের বেশি সময় লিখছেন, দেড় ডজনের বেশি পোস্ট দিয়েছেন। ওনাকে প্রথম পাতায় অ্যাক্সেস দেবার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করছি।

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৪

মা.হাসান বলেছেন: নভোনীল (পর্ব-১২)

এই পোস্টটি দেখার জন্য অনুরোধ করছি।

নভোনীল নিয়ে একটি সিরিজ লেখা হচ্ছে। এই পোস্টে ঐ সিরিজের বাকি ১১ পর্বের লিংক আছে।
আমি এর আগে বলেছিলাম ঐ সিরিজের ১-১০ পর্বের মধ্যে সেরা লেখককে একটি পুরস্কার দেবো। সেরা লেখকের নাম ঘোষনার জন্য আপনাকে পুনরায় অনোরোধ করছি। উল্লেখ্য সামু অ্যাডমিন প্যানেলকে কোনো পুরস্কার দিতে হবে না, শুধু বিজয়ীর নাম ঘোষনা করার জন্য অনুরোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.