নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় ব্লগারবৃন্দ,
আশা করি সকলেই ভালো আছেন। গত ২৩ আগষ্ট ব্লগারদের ব্যক্তিগত অতি প্রাকৃতিক ঘটনা বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়ে একটি পোস্ট দিয়েছিলাম। অনেকেই অনেকেই এই ব্যাপারটি নিয়ে হালকাভাবে নিয়েছেন আবার অনেকেই এই বিষয়ে লেখার চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ জানাই যারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন।
একজন আমাকে কিছুটা কানে কানে বললেন, ভুত প্রেত বা এই সব হাস্যকর জিনিস নিয়ে কেন লেখালেখি? সায়েন্স ফিকশন লিখতে বললেও পারতেন। আমি মনে মনে বললাম , ভুত প্রেতের গল্প আর সায়েন্স ফিকশন সবই কল্প কাহিনী। কোনটার লজিক যুক্তি আর কোনটার লজিক বিশ্বাস। অর্থাৎ কোনটা বৈজ্ঞানিক কল্প কাহিনী আর কোনটা অবৈজ্ঞানিক কল্প কাহিনী। বিজ্ঞান ততদিন বা যতক্ষন পর্যন্ত কোন ঘটনার যুক্তি বা লজিক খুঁজে পাবে না, ততদিন সেই সব জিনিস অবৈজ্ঞানিক ও ও অযৌক্তিক হিসেবে বিশ্বাস করতে হবে।
যাইহোক, বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটে ভুতের গল্প বা অতিপ্রাকৃত গল্প একটি জনপ্রিয় ধারা। বিশ্বের অনেক বিখ্যাত সাহিত্যিকের এই ধারায় জনপ্রিয় অনেক লেখা আছে। আমাদের উপমহাদেশেও এই ধারা ব্যতিক্রম নয়। একটা সময়ে সামহোয়্যারইন ব্লগে অত্যন্ত উঁচু মাপের ভৌতিক গল্প প্রকাশিত হতো।
জনপ্রিয় ব্লগার রেজওয়ানা আপু একটা সময়ে সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত ভৌতিক গল্প নিয়ে একটি সংকলন করেছিলেন। আমি প্রিয় ব্লগারদের বলব, অনুগ্রহ করে যদি সময় থাকে তাহলে সেই সংকলনের গল্পগুলো পড়ে আসতে।
যে উদ্দেশ্যে এই পোস্ট - তা হচ্ছে ব্লগারদের এই ধরনের অতি প্রাকৃতিক বা ভৌতিক অভিজ্ঞতা লেখার সময় আজ রাত ১২ টায় শেষ হবে। আমি অনুরোধ করেছিলেন, যারা এই ধরনের লেখা লিখবেন তাঁরা যেন আমার পোষ্টে এসে লিংকটি দিয়ে যান। কিন্তু অল্প কয়েকজন ছাড়া অনেকেই কাজটি করেন নি। তাই আবারও অনুরোধ থাকবে - আপনাদের প্রকাশিত লেখার লিংক এখানে যুক্ত করার জন্য। পুর্বে প্রকাশিত কোন লেখা এই সময়ের জন্য গ্রহনযোগ্য হবে না।
যার লেখা বা অভিজ্ঞতা আমার ভালো লাগবে - তার জন্য আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে একটি উপহার থাকবে।
আমি দুঃখিত যে, শারীরিক ভাবে বেশ অসুস্থ থাকার কারনে এই বিষয়ে আপনাদেরকে আপডেট জানাতে দেরী হলো।
আপডেটঃ
সম্মানিত ব্লগারদের অনুরোধে এই সংক্রান্ত লেখা জমা দেয়ার শেষ সময় আগামী ৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এখন আলহামদুলিল্লাহ! ভালো আছি আগের চেয়ে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭
মিরোরডডল বলেছেন:
ইনিশিয়েটিভটা ভালোই ছিলো কাভা ।
সবাই কিছুটা সময় ভুত ভুতং নিয়ে ব্যস্ত থাকা
গেট ওয়েল সুন ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। অংশ নেয়ার জন্য।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০
মা.হাসান বলেছেন: সময় আর কয়েক দিন বাড়ানোর জন্য অনুরোধ করছি।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার অনুরোধটি রাখা হলো ভাইয়া।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা ভাই,
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। অনুগ্রহ করে ডাক্তারের দেয়া নিয়ম মেনে চলুন। আপনার এই উদ্যোগটি এই মুহূর্তের জন্য কি পরিমান জরুরী ছিলো তা বলে শেষ করা যাবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরস্কার জরুরী নয় জরুরী ছিলো ব্লগের পরিবেশ পরিবর্তন করার একটা উদ্যোগ - যা আপনি তাৎক্ষনিক নিতে পেরেছেন।
আপনার মঙ্গল কামনা করছি। ভালো থাকুন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ঠাকুর ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য। আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। উদ্যোগটি আপনাদের ভালো লেগেছে জেনে আনন্দিত বোধ করছি।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬
খায়রুল আহসান বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করছি।
সম্ভব হলে মা.হাসান এর অনুরোধটা রক্ষা করবেন। উনি যদি কোন ভুতের গল্প কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে অতি প্রাকৃতিক বা ব্যাখ্যাতীত কোন পোস্ট লিখেন, তা বেশ ইন্টারেস্টিং হবে বলেই আমার ধারণা।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় খায়রুল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আপনার আর হাসান ভাইয়ের অনুরোধটি কার্যকর করা হলো।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগে এসে দেখলাম ভূতের আছর হইসে, ভৌতিক অভিজ্ঞতায় ব্লগের পাতা ছেয়ে গেছে, দেশে হুট করে ভুতের উপদ্রুপ বেড়ে গেল কেন এইটা নিয়ে ভাবনায় পড়েছিলাম! এখন রহস্য পরিস্কার হল।
তোমার দ্রুত আরোগ্যে ভুতের রাজার কৃপা হোক!
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তোমাকে আবারও ব্লগে স্বাগতম। আমার অত্যন্ত প্রিয় একজন কবি তুমি। এটা বন্ধু হিসাবে বলি নাই। এটা বলেছি সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা ভাই,
লেখাটি আজকের জন্য পিনপোস্ট করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা যারা ভূত নিয়ে লিখেছেন তারা তাহলে আপনাকে ফলোআপ করতে পারবেন।
আপনাকে একটি কথা বলছি প্লিজ মনে রাখুন, আমাদের সর্বরোগের মহা ঔষধ হচ্ছে ঘুম। আজ ৩-৪ দিন যাবত আমার প্রচন্ড শরীর (মাসল) ব্যথা হচ্ছে। গতরাতে সম্ভবত ভালো ঘুম হয়েছে আজ ব্যথা কিছুটা কম অনুভব করছি। প্লিজ ঘুমের প্রতি যত্নবান হোন।
আপনার মঙ্গল কামনা করছি। ভালো থাকুন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনি এমনটাই করেছি। সন্ধ্যার পর থেকে অনেক ক্ষনই ঘুমিয়েছি। এখন আবার ঘুমাতে যাবো।
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৬
রামিসা রোজা বলেছেন:
যারা অর্থাৎ আমি আনসেভ তারাও লিখতে পারবে কি ?
সুস্থতা কামনা করছি ।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার প্রোফাইল চেক করে দেখুন তো!!
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩
করুণাধারা বলেছেন: তাড়াতাড়ি সুস্থ্ হয়ে উঠুন, প্রার্থনা করি।
আপনার ঘোষণার পর থেকে যতগুলো ভৌতিক বা আধি ভৌতিক গল্প সামুতে এসেছে সেগুলো একত্র করেছিলাম এখানে,view this link আমার মনে হচ্ছিল অনেকেই আপনার পোস্টে গিয়ে লিঙ্ক দিতে ভুলে যাবেন।
আপনার এ উদ্যোগ সামুতে নতুন উদ্দীপনা নিয়ে এসেছে। দেখি এখন কে সেরা হন...
১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫২
জোবাইর বলেছেন: ভৌতিক বা আধি ভৌতিক গল্প নিয়ে বিশেষ উদ্যোগে সামুতে ব্লগারদের যেভাবে সাড়া পড়েছে তা খুবই উৎসাহজনক। আমার মনে হয় কিছুদিন পরপর বিশেষ বিশেষ টপিকের ওপর ভিত্তি করে এ ধরনের উদ্যোগ নিলে ব্লগারদের লেখার উৎসাহ-উদ্দীপনা আরো বাড়বে।
১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১২
নজসু বলেছেন:
আমি অনেক দেরিতে দেখলাম ঘোষনাটি।
সময় থাকলে কিংবা আগে জানলে অংশ নেয়ার চেষ্টা করতাম।
১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫১
রামিসা রোজা বলেছেন:
প্রোফাইল চেক করে আমি খুবই অভিভূত,আনন্দিত।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৬
আমি সাজিদ বলেছেন: আমার লেখা পড়ে কেউ ভয় পেয়েছে বলে মনে হয় না। লিংক দিলাম - মুখে যখন ভূতনাম
আর আপডেট তো দিলেন না, এখন কেমন আছেন? জ্বর কয়দিন ছিল? পরে কি ডায়াগনোসিস করলো ডাক্তার?
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
ব্লগ খুলে বসতেই আপনার এই লেখা চোখে পড়লো।
লেখার লিংকটি কি এই পোস্টে নাকি আগের পোস্টে দিতে হবে তা কিন্তু পরিষ্কার নয়। অনুমান করছি, এখানেই লিংক দিলে ভালো কারন লিংক দেয়া নিয়ে এটাই সাম্প্রতিকতম পোস্ট।
ব্লগারদের অনুরোধ রক্ষা করেছেন , ধন্যবাদ। সাথে ঠাকুরমাহমুদ এর কথাটাই আবার বলতে চাই -
"লেখাটি আজকের জন্য পিনপোস্ট করে দিলে ভালো হয়" নয়তো আর একটু পরে হারিয়ে যাবে প্রথম পাতা থেকে।
আপনার ঘোষণার পর থেকে যতগুলো ভৌতিক বা আধি ভৌতিক গল্প সামুতে এসেছে সেগুলো একত্র করেকরুণাধারা
লিংক সহ একটি পোস্ট দিয়েছিলেন। কারন তার মনে হয়েছিলো অনেকেই আপনার পোস্টে গিয়ে লিঙ্ক দিতে ভুলে যাবেন।
আমিও ভুলে গিয়েছিলুম।
তাই এখানে দিচ্ছি নিজেরটা - ঘোষ্ট রাইডার ?
কে সেরা হলেন সেটা বড় কথা নয়, আপনার আহ্বানের পরে ব্লগে যে একটা সাড়া পড়েছিলো সেটাই অনেক বড়।
আজকাল কেউ অসুস্থ্য শুনলে ভয় ধরে। কামনা করি, সুস্থ্য হয়ে উঠুন দ্রুত। চিকিৎসকের কোনও পরামর্শ থাকলে তা সঠিক ভাবে মেনে চলুন।
ভালো থাকুন , নিরাপদে থাকুন।
১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
একটুর জন্য মনে হয় মিস হয়ে গেল ।
ভুতের প্রসঙ্গ নিয়ে অনেক কথা তুলে ধরে
একটি লেখা তৈরী করাই আছে তবে পর্বাকারে
লেখায় সেটা আরো পরে আসবে। যদিউ
পরশ পাথর প্রাপ্তি ২য় পর্বটি আজকেই পোষ্ট
করে দিতে পারি , তবে এতে ভুতের অস্তিত্ব নেই ।
লিংকে থাকা পোষ্টটি দেখতে গেলাম ।
এই সময়ে নীজ শরীরের দিকে বেশী
যত্ন নিবেন , এসময়ে কারো অসুখের কথা
শুনলে হৃদয়ে কাপন উঠে ।
দোয়া করি সুস্থ থাকুন ।
১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুস্থ থাকুন। মূল পোস্টে লিংক দিলাম। ঘোষণাটা সকালে আসল(৮ তারিখ বলা থাকলে) আর তাড়াহুড়া করে আজকে পোস্ট দিতাম না।
১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় বড়ানোয় ধন্যবাদ।
নিশ্চয়ই ভুত আমাকে দেরী করিয়ে দিচ্ছিল হা হা হা
এখন ওজা দিয়ে ভুত তাড়িয়ে দেয়ার সময় মিললো
দ্রুত সুস্থ হয়ে উঠুন মহামহিমের কাছে এই বিনীত আরজ
+++
+++
১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫
জুন বলেছেন: Get well soon
১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো উদ্ধেক।
২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০১
কবিতা পড়ার প্রহর বলেছেন: হাউ মাউ খাউ ভূতের গন্ধ পাও - ভূতেদের দিনরাত্রী
২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৮
রাবেয়া রাহীম বলেছেন: অতি প্রাকৃত হতেও পারে
আমার লেখা ভৌতিক অভিজ্ঞতা পোস্ট করলাম।
২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
কেমন আছেন ভাই?
আপনার সুস্থতা কামনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
দেরিতে দেখলাম ঘোষনাটি। তবুও সময় করে অংশ নেয়ার চেষ্টা করবো।
তবে সেই পোষ্টটি সরিয়ে দেয়ার পর একমাসের বেশি হয়েগেছে। এখনো আমি 'আনসেইফ' জেনারেল।
সেফ করে দিলে বাধিত হতাম। ধন্যবাদ।
২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: অতি প্রাকৃত -১
অতি প্রাকৃত -২
অতি প্রাকৃত -৩
২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৪
কল্পদ্রুম বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি।
২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০৮
যায়েদ আল হাসান বলেছেন: উদ্যোগটি প্রশংসার দাবীদার। একটু সময় পেলে আমার একটা খসড়া পাঠাব। তবে ভয় লাগছে, কারণ লেখাটায় হরর এর চেয়ে হিউমার বেশী। তিরষ্কৃত হবার প্রবল সম্ভাবনা।
২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১৮
রোকসানা লেইস বলেছেন: সময় শেষ হয়ে যাওয়ার পর লেখাটি দেখলাম। বাড়ানো সময়ের মধ্যে লিখতে পারব কিনা জানি না। চেষ্টা করে দেখি।
আপনি সুস্থ হয়ে উঠুন
২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি।
২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি
২৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: Click This Link লিং
ব্যক্তিগত অতি প্রাকৃতিকঃ ভেজা মন
৩০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: ব্যক্তিগত অতি প্রাকৃতিকঃ Click This Link লিং
ব্যক্তিগত অতি প্রাকৃতিকঃ কবর
আশা করছি দেখবেন
৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: ব্যক্তিগত অতি প্রাকৃতিকঃ Click This Link লিং
ব্যক্তিগত অতি প্রাকৃতিকঃ প্রাকৃতির মাঝে ঝলক চিহ্ন
৩২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ বেলায় অংশগ্রহণ
কে কথা বললো!
৩৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫১
দয়িতা সরকার বলেছেন: গল্প হলেও সত্যি
৩৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২
সোহানী বলেছেন: আরে আমিতো দেখি লেইট লতিফ........ ওকে আমি আজই পোস্ট করছি!
আশা করি ভালো আছেন।
৩৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৬
সোহানী বলেছেন: ওকে দিলাম......
আমার যত ভুতেরা........ পর্ব ১
৩৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: শেষ বেলায় দৌড়ে এসে ট্রেনে উঠলাম আবার
মনে পড়ে গেল সেই পরীর আছরের রহস্যময় রাতের কাহিনী
৩৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৩
যায়েদ আল হাসান বলেছেন: Click This Link
৩৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪০
যায়েদ আল হাসান বলেছেন: গোদাগাড়ির গোরস্থানে
একটি অনুরোধ। গল্পের অপরিপক্ক অংশগুলো ধরিয়ে দিন। কীভাবে আরেকটু সুন্দর হতো,বলে দিন। ধন্যবাদ।
৩৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯
মা.হাসান বলেছেন: পশ্চিম বাঙলার এই নবীন ব্লগার একটি ভ্রমন সিরিজ লিখছেন, লেখার মান ভালো। ওনার লেখা প্রথম পাতায় স্থান পেলে আরো বেশি লোক পড়তে পারতো, উনিও লেখায় আগ্রহ পেতেন। উনি আপনাকে সম্ভবত মেইলও করেছেন। ওনাকে প্রথম পাতায় অ্যাক্সেস দেয়ার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি।
ব্লগার রূপকথার গল্পগাথা- https://www.somewhereinblog.net/blog/rupkothar_golpogatha
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৬
নতুন বলেছেন: এখন কেমন আছেন ভাই? আপনি তো শক্ত মানুষ হবার কথা। ঠান্ডা জ্বর আপনারে কাইত কইরা লাইছে।