নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
ছবি ব্লগ প্রতিযোগীতা সংক্রান্ত জরুরী আপডেট
ক। ছবি ব্লগ পোস্ট করে এই পোষ্টে তার লিংক সংযুক্ত করুন।
খ। ছবি ব্লগের তালিকা - যা প্রতিদিন আপডেট হবে
১। সাদা মনের মানুষ
শাহ মখদুমের দেশে
২। শাহ আজিজ
ছবি ব্লগ প্রতিযোগিতা
ছবি ব্লগ দ্বিতীয় পোস্ট
৩। জুন
ছবি ব্লগ প্রতিযোগিতা --- নৌযান
দেশ থেকে দেশে (ছবি ব্লগ প্রতিযোগিতা ২)
৪। শোভন শামস
চালতা গাছে ফুল আর মেঘ রৌদ্রের খেলা- ছবি ব্লগ
৫। রানার ব্লগ
ছবি প্রতিযোগিতা !!!
৬। কাজী ফাতেমা ছবি
কয়েক টুকরো বাংলাদেশ (ছবি ব্লগ প্রতিযোগিতা ২০২১)
জীবন এমনই, জীবন যেখানে যেমন (ছবি ব্লগ প্রতিযোগিতা-২)
৭। মোঃ মাইদুল সরকার
প্রতিযোগিতা ছবি ব্লগ।
৮। মরুভূমির জলদস্যু
সমূদ্র-সৈকতে - ০৫ ১০টি ফুলের ছবি -পার্ট থার্টি নাইন
৯। সামিউল ইসলাম বাবু
চলে এলাম সামু ছবি ব্লগ প্রতিযোগিতায়
১০। আমিই সাইফুল
প্রতিযোগিতায় নাম লেখালাম।
১১। সাজিদ
আমারও ছবি ব্লগ দিতে ইচ্ছে হলো
১২। শফিউল আলম চৌধূরী
People at work - কর্মজীবি মানুষ
ছবি ব্লগঃ রাতের ঢাকা
বাংলার পথে প্রান্তরে
১৩। নতুন
ছবি ব্লগ প্রতিযোগিতা "নতুনোটগ্রাফী: পছন্দের কিছু ছবি''
১৪। সামিয়া
নানা রঙের দিনগুলি
ছবি ব্লগ প্রতিযোগিতা “আমাকে পরিত্রান দাও ছায়া”
১৫। সোনালি সকাল
ছবি ব্লগ প্রতিযোগিতাঃ একটি সোনালী সকাল
একটি মাত্র ছবি দিয়ে ছবি প্রতিযোগিতায় অংশগ্রহন করলে সেটা নিশ্চিতভাবে দারুন আত্মবিশ্বাসের ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে এই ক্ষেত্রে ব্লগার সোনালি সকালের আন্তরিকতা প্রকাশ পেয়েছে বিধায়, এই ছবিটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হলো।
১৬। ঢুকিচেপা
লেন্সের ওপারে- ছবি ব্লগ প্রতিযোগিতা।
১৭। ইসিয়াক
ছবি ব্লগঃ কিছু ছবি কিছু স্মৃতি
১৮। ইফতেখার ভুঁইয়া
ছবি ব্লগ প্রতিযোগীতায় নেমে পড়লাম
১৯। নূশাদা
ছবি ব্লগঃ প্রকৃতি
আমার ভীনদেশী তারা
২০। মোঃমোজাম হক
ছবি ব্লগঃ কিছু খন্ড চিত্র
২১। নিয়াজ সুমন
জীবন যেখানে যেমন
২২। হাসান রাজু
ছবি ব্লগ প্রতিযোগিতা (যেখানে শুধু ছবির গল্প।)
ছবি ব্লগ প্রতিযোগিতা (যেখানে আজ শুধু ফুলের গল্প)
২৩। ওমেরা
ছবি ব্লগঃ নানা রঙের দিনগুলি
২৪। শেরজা তপন
ফটোগ্রাফারদের ফটোগ্রাফি- ফান পোষ্ট
( আমি ঠিক জানি না, প্রিয় তপন ভাই এই পোস্টটি কি ভিন্নধর্মী ছবি ব্লগ হিসাবে দিয়েছেন কি না, যদি না দিয়ে থাকেন তাহলে আমাকে জানালে আমি তা ছবি ব্লগ থেকে সরিয়ে নিবো )
২৫। অর্ক
ছবি ব্লগ প্রতিযোগিতাঃ বালিকাবেলা
২৬। নূর মোহাম্মদ নুরু
ছবি ব্লগ প্রতিযোগিতা আমারও ইচ্ছে হলো
২৭। মাসউদুর রহমান রাজন
ছবি ব্লগ প্রতিযোগিতা: এই নাগরিক জীবনে (সব ছবি দিয়া ফেল্লাম, আর নাই)
২৮। ভুয়া মফিজ
বিলাতি বুনো সৌন্দর্য।
২৯। আমি পরাজিত যোদ্ধা
ছবি ব্লগ পরাজিত অবসাদ।
৩০। সুমন জেবা
ছবি ব্লগ : ছবি যেন শুধু ছবি নয়
৩১। সাখাওয়াত হোসেন বাবন
ছবি ব্লগ - বৃক্ষ,চাঁদ ও পাখির গল্প
যে সকল ব্লগার ছবি ব্লগ প্রকাশ করেছেন কিন্তু প্রতিযোগীতায় অংশ নিতে চান নিঃ
আমি ঠিক জানি না কেন এত চমৎকার ছবি ব্লগগুলোকে কেন সংশ্লিষ্ট ব্লগারবৃন্দ প্রতিযোগীতার বাইরে রেখেছেন। আমার বিচারে এই ছবি ব্লগগুলো অবশ্যই প্রতিযোগীতায় আসতে পারে।
১। ডঃ এম এ আলী
ছবি ব্লগ: শান্ত শীতল সরোবরে জলে,স্থলে,অন্তরিক্ষে থাকা এক ঝাক রাজহংসের সাথে কাটানো কিছুটা সময়।
২। আরইউ
ছবি পোস্ট "জলের ধারে" -- "ছবি ব্লগ প্রতিযোগিতা"-র জন্য নয়
যে সকল ছবি ব্লগ প্রতিযোগীতার জন্য মনোনিত হয় নিঃ
নাহিদ ২০১৯।
ছবি ব্লগ : Anura
কোন কারন ছাড়া যারা একটি মাত্র ছবি ব্লগ প্রকাশ করেছেন, ব্লগ টিম মনে করে তারা প্রতিযোগীতার ব্যাপারে আগ্রহী নয়। তাই এই ধরনের পোষ্ট প্রতিযোগীতার জন্য নির্বাচিত হয় নি।
ব্লগার অপু তানভীর প্রকাশিত সকল ছবি ব্লগের একটি তালিকা করেছেন। ছবি ব্লগ প্রকাশ করে এই পোষ্টে যুক্ত করার পর অপু তানভীরের পোষ্টেও যুক্ত করতে পারেন।
আপডেট সমাপ্ত।
একটা সময় ব্লগে ছবি আপলোড করা বেশ কষ্টকর ছিলো। মজার ব্যাপার হচ্ছে, সেই সময় ব্লগাররা প্রচুর ছবি ব্লগ আপলোড করতেন। পরে যখন ছবি আপলোড করার বিষয়টি সহজ করা হলো তখন শুরু হলো ব্লগের উপর নানা ঝামেলা। এর প্রভাবে অনেক কিছুই হারিয়ে গেলো। হারিয়ে গেলো ছবি ব্লগ নামের দারুন একটা টপিক। এখন অনেকেই শিরোনামহীন একটা বা দুইটা ছবি দিয়ে ছবি ব্লগ প্রকাশ করেন। মাঝে মাঝে এখনও ভালো ছবি ব্লগ দেখা যায়। এই সব ছবি ব্লগ দেখে ক্ষুধা মেটে না।
ছবি ব্লগ আপলোডে কিছুটা প্রাণচাঞ্চল্য আনার জন্য সম্মানিত ব্লগারদের জন্য একটি ছবি ব্লগ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যিনি বিজয়ী বা সেরা হবে তার জন্য উপহার হিসাবে থাকবে বই। এছাড়া যারা দ্বিতীয় ও তৃতীয় হবেন, তাদের জন্যও পুরুষ্কারের ব্যবস্থা থাকবে।
ছবি ব্লগের বিষয়বস্তুঃ দৈনন্দিন জীবন, নাগরিক সাংবাদিকতা এবং মিশ্র ক্যানভাস।
সময়সীমাঃ আজ রাত ১২ টা অর্থাৎ ১৭ জুন থেকে শুরু হয়ে আগামী ২৭ জুন মধ্যরাত পর্যন্ত।
পোষ্টের শুরুতেই ছবি দেয়া যাবে না। ছবি ব্লগ সম্পর্কে কিছু লিখে বা নুন্যতম একটি শিরোনামের পর ছবি যুক্ত করতে হবে।
১। সকল ছবি নিজের তোলা হতে হবে।
২। অন্যের তোলা ছবি দেয়া যাবে না।
৩। প্রতিটি ছবির শিরোনাম থাকতে হবে।
৪। সর্বোচ্চ ১২ টি ছবি প্রকাশ করা যাবে।
৫। যদি কেউ অন্য কারো ছবি প্রকাশ করেন বলে কোন অভিযোগ পাওয়া যায়, সেই ক্ষেত্রে তিনি প্রতিযোগিতা থেকে বাদ হবার পাশাপাশি সাময়িক সময়ের জন্য ব্যান হবেন।
৬। নিজের মাল্টি আইডি দিয়ে লাইক দেয়া যাবে না, তবে কেউ চাইলে নিজের মাল্টি আইডি দিয়ে পোস্ট দিতে পারেন। অর্থাৎ কারো মুল আইডি যদি হয় 'রফিক' তিনি তার 'শফিক' আইডি দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কিন্তু 'রফিক' আইডি দিয়ে 'শফিক' আইডিকে লাইক দিতে পারবেন না। যদি ব্লগ টিম কোন আইডির বিরুদ্ধে এই ধরনের কোন প্রমান পায় বা সন্দেহ করে, তাহলে সেই আইডির পোস্ট করা ছবি ব্লগ প্রতিযোগিতা থেকে বাদ হতে পারে।
৭। একটি আইডি থেকে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩টি পোস্ট দেয়া যাবে।
৮। রান্না ব্লগ, ভ্রমন ব্লগকে ফটো ব্লগ হিসাবে দেয়া যাবে না। তবে ভ্রমনে গিয়ে তোলা যে কোন ছবিকে আপনি চাইলে ফটো ব্লগে যুক্ত করতে পারেন। যেমন কক্সবাজার বেড়াতে গিয়ে সুর্যাস্তের ছবি, একজন ফটোগ্রাফারের ছবি তোলার চেষ্টা ইত্যাদি। তেমনি কোন নির্দিষ্ট রান্না বা খাবারের ছবি আপলোড করা যাবে।
৯। যাদের ফেসবুক আইডি আছে, তারা ছবি ব্লগ প্রকাশ করে এই গ্রুপে শেয়ার করবেন।
১০। ছবি তোলার কোন নির্দিষ্ট ডিভাইস নেই। যে কোন ভালো রেজুলেশনের ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন।
ছবি আপলোড করতে কোন সমস্যা হলে যোগাযোগ করুনঃ [email protected], [email protected]
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি মনে করি, আমাদের অপ্রয়োজনীয় 'গেস' বা ধারনা না করাই শ্রেয়। এতে অপ্রয়োজনীয় জটিলতা ও ঝামেলা তৈরী হয়।
আপনাকে ধন্যবাদ মন্তব্যর জন্য।
২| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো উদ্যোগ।
প্রতিযোগীদের জন্য শুভকামনা রইলো।
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি তো আপনাকে একজন শক্তিশালী প্রতিযোগি হিসাবে ভাবছি।
৩| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবির কন্টেন্টে প্রাপ্তবয়স্কদের উপযোগী কিছু থাকলে কোন সমস্যা আছে?
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা অবশ্যই নির্ভর করবে ছবির মেরিটের উপর। আমি আরো একটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনেকেই মনে করেন যে, প্রাপ্ত বয়স্ক ছবি মানেই ন্যুড ছবি। কিন্তু এমন অনেক ছবি যাছে যা নুড নয় কিন্তু প্রাপ্ত বয়স্ক ছাড়া অন্য কারো দেয়া উচিত নয়। তাই যিনি পোস্ট করবেন এটা তার নিজস্ব বিবেচনা ও বুদ্ধির উপর নির্ভর করবে।
৪| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৬
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
সুন্দর ও চাঞ্চল্য এনে দেয়ার মতো উদ্যোগ।
তবে ইশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশ....মোবাইলে নিজের তোলা দৈনন্দিনের পারিবারিক ছবি আছে, আছে ফুলের ছবি শুধু। নিজের সেই ছবি বাদে ব্লগে যে ছবি দেই মাঝ মাঝে তা নেটের এখান ওখান থেকে ধার করা !!!!!!!!
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা প্রিয় জী এস ভাই, তুলে ফেলুন। আপনার বাসায় হাতের কাছেই অনেক ছবি আছে, যা নিঃসন্দেহে গভীর ভাবে ভাবায়। যেমন আমি এই মুহুর্তে আমার বাসায় একটা ছোট জানালা দিয়ে আকাশ দেখছি। পাশে অনেক উঁচু বিল্ডিং! খুব মেটাফরিক লাগছে দৃশ্যটাকে। এখন কি মেটাফর হিসাবে ব্যবহার করব সেটা বুঝতে পারলেই 'ক্লিক' হাহা।
৫| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৫
জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: আমি মনে করি, আমাদের অপ্রয়োজনীয় 'গেস' বা ধারনা না করাই শ্রেয়। এতে অপ্রয়োজনীয় জটিলতা ও ঝামেলা তৈরী হয়।
আবেগে কমেন্ট করার পরও আমিও বিষয়টা ভেবেছি যে অপ্রাসঙ্গিক হয়ে গেলো। সেজন্য দুঃখিত। বৃহৎ স্বার্থে আমার কমেন্টটা মনে করি সড়িয়ে দেওয়াই ভালো
আর আপনার সদাসর্বদা সুন্দর প্রতিউত্তরের জন্য অশেষ জটিলবাদ
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সমস্যা নেই, থাকুক মন্তব্যটি। আপনার, আপনার জন্য না হোক হয়ত অনেকের জন্য অনেক কিছু শেখার থাকতে পারে।
আবারও ধন্যবাদ আপনাকে। প্রতিযোগিতায় আপনার ছবি ব্লগ দেখার আগ্রহ থাকল।
৬| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি একটা নগ্ন বিড়ালের ছবি দিতে চাচ্ছি। আশা করি সমস্যা হবে না।
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা। আমার সমস্যা নেই। এখন যদি কেউ নগ্ন বেড়াল দেখে লজ্জা পায় বা আপত্তি করে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী বিবেচনা বা সিদ্ধান্ত।
৭| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৮
জুন বলেছেন: আমি মনে মনে একটা ছবি ব্লগ দেয়ার কথা ভাবছিলাম গত কয়েকদিন ধরে কাভা। যাক এখন একটা উপলক্ষ পাওয়া গেলো
১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপা, আপনি জিতলে, উপহারটি আপনার হয়ে আমি গ্রহন করব কিন্তু!
৮| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ সফল হোক ।
১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, এবার কবিতা না লিখে একটা ছবি ব্লগ দিন।
৯| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০১
জুন বলেছেন: অবশ্যই,
কারন আমাদের একটা বইও আছে
১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। আপা এই সব বলে লাভ নাই। আপনার পুরুষ্কার আমি নিবোই।
১০| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
কামাল১৮ বলেছেন: ছবিই পোষ্ট করতে জানি না,প্রতিযোগিতায় অংশ নেয়া হবে না।এই জন্য দুঃখিত।আমার তোলা ছবি আমার নামে অন্যে পোষ্ট করে দিলে চলবে।
চাঁদগাজী না থাকাতে ব্লগ কেমন ঘরোয়া লীগের মতো হয়ে যাচ্ছে।এতো এতো আন্তর্জাতিক খবর কিন্তু কোন লেখা নেই।
১১| ১৬ ই জুন, ২০২১ রাত ৮:৫০
শেরজা তপন বলেছেন: উদ্যোগটা নিঃসন্দেহে ব্লগে দারুন একটা চাঞ্চল্য আনবে-
যেটা অনেকদিন ধরে অনুপস্থিত।
সবাইকে অংশগ্রহনের অনুরোধ রইল।
@কা ভা, ব্লগ টিমকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য
১২| ১৭ ই জুন, ২০২১ রাত ১:১২
ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটি আয়োজন, ধন্যবাদ রইল।
কিছু ব্লগার আছেন যাদের পোস্ট করা ছবি নির্দিষ্ট অংশ জুড়ে থাকে, তবে অনেকের পোস্ট করা ছবি প্রথম পাতার অনেক জায়গা দখল করে, তাই এ বিষয়ে একটা দিকনির্দেশনা দেয়া দরকার বলে মনে করি।
আপনার কাছে অনুরোধ থাকবে সারা বছর জুড়ে বিভিন্ন টপিকের উপর লেখা আহ্বান করা।
শুভকামনা রইল।
১৩| ১৭ ই জুন, ২০২১ রাত ১:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রশংসনীয় উদ্যোগ
ফটো শুটারদের জন্য
দারুন সুযোগ তাদের
কারশিমা দেখানোর জন্য।
১৪| ১৭ ই জুন, ২০২১ রাত ১:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
একটি খুবই ভাল উদ্যোগ ।
অনেক সুন্দর সুন্দর ছবি
এই ছবি ব্লগে দেখতে পাবো।
১৫| ১৭ ই জুন, ২০২১ ভোর ৪:০৪
কাছের-মানুষ বলেছেন: প্রতিযোগিতা জমে উঠুক।
আমি একে স্বাগত জানাই।
১৬| ১৭ ই জুন, ২০২১ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
১৭| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:০৬
সাাজ্জাাদ বলেছেন: খুবই ভালো উদ্যোগ। ব্লগে প্রান চাঞ্চল্য এনে দিবে নিঃসন্দেহে।
৯ নং পয়েন্টে কোন গ্রুপের কথা বললেন, বুঝলাম না।
১৮| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক চমৎকার একটি উদ্যোগ; অনেক দিন পর চমৎকার চমৎকার ছবি দেখতে পাবো আশা করছি।
১৯| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আশা করি সুন্দর ছবি দেখতে পাবো। ধন্যবাদ ব্লগ টিম
২০| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: অংশগ্রহণ করবো। দারুণ উগ্যোগ। ধন্যবাদ ব্লগ টিমকে।
২১| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১২:০১
সামিয়া বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতার পোষ্টের শিরোনাম এ কি ছবি ব্লগ প্রতিযোগিতাই লিখবো? আরবান লাইফ আর ডেইলি লাইফের বাইরে তো নেচার বা ওয়াইল্ড লাইফ পিক গ্রানটেড হবে না তাইতো? কক্সবাজার বেড়াতে গিয়ে সূর্যাস্তের ছবি কি মিশ্র ক্যানভাস ক্যাটাগরিতে পড়বে? তাহলে কি ঐ ক্যাটাগরিতে নেচার বা ওয়াইল্ড লাইফ পিক গ্রানটেড??
১৭ ই জুন, ২০২১ দুপুর ১:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি ব্লগের শিরোনাম কি দিবেন সেটা তো আপনার ব্যাপার। আপনি যে কোন ছবিই দিতে পারবেন সমস্যা নাই।
যে কোন ছবি যা আপনার তোলা, যে ছবিটার মনে হয় একটা গল্প আছে, সেই ছবি আপনি এখানে দিতে পারেন।
২২| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:০৪
মোস্তফা সোহেল বলেছেন: মাঝে-মাঝে এমন প্রতিযোগীতা করলে ব্লগের জন্য ভালই হবে।
২৩| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৪০
করুণাধারা বলেছেন: এবারের প্রতিযোগিতার বিষয় খুব খুব ভালো লাগলো!! সামুর ছবি ব্লগ দেখতে সবসময়ই খুব ভালো লাগে, এখন একসাথে অনেক ছবি ব্লগ দেখতে পাব মনে করে বেশি ভালো লাগছে। অবশ্য কখনো কোন ছবি ব্লগ পরপর ছবি দিয়ে প্রথম পাতার অনেকটা জুড়ে থাকে, সেটা না হলে ভালো হয়।
মনে হচ্ছে সামু নতুন সাজে সাজবে এবার... অপেক্ষায় থাকলাম।
আমাদের মতো দর্শকদের জন্য কি ভোট দেয়ার সুযোগ আছে? লাইক দিলে ভোট হিসাবে গণনা হবে?
প্রতিযোগিতা জমে উঠুক- শুভকামনা।
১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় করুণাধারা আপা, আমি তো খুব চাই আপনি নিজে ছবি ব্লগ দিয়ে আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিবেন। অন্তত সবাইকে উৎসাহ দিবেন!!!
২৪| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৪৭
ভুয়া মফিজ বলেছেন: আমি এই প্রতিযোগিতায় অংশ নিলে আমার পুরস্কার প্রাপ্তি কেউ ঠেকাতে পারবে না। সেজন্যে সিদ্ধান্ত নিয়েছি অংশগ্রহন করবো না। অন্যদেরকে উৎসাহ দেয়ার জন্যই আমার এই পদক্ষেপ।
সকল প্রতিযোগির জন্য অগ্রীম শুভেচ্ছা।
১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই সব ভুয়া কথা বললে হবে না ভাইয়া, ফোন টোন নিয়ে লাইনে আসেন!! হা হা হা
২৫| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:০০
কল্পদ্রুম বলেছেন: উদ্যোগের সাফল্য কামনা করছি। আশা করছি চমৎকার কিছু ছবি দেখা যাবে।
২৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর উদ্যোগ সফল হোক ।
২৭| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:০৮
সভ্য বলেছেন: মহতী এই উদ্যোগের জন্য সবাইকে সাধুবাদ জানাচ্ছি। গানের বিষয় হলে অংশ নিতে পারতাম, তবে যেহেতু মোবাইলে ক্যামেরা আছে, সেটা ব্যবহার করতে দোষ কি? শুভ কামনা থাকলো।
২৮| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪০
জুন বলেছেন: আপনার ছবি ব্লগের টিওটোরিয়াল কই গেল
আপনার পোস্ট দেখে আমি একটা ছবি ব্লগ দিলাম । দেখে বলেন তো আমারটা হইলো নাকি কাভা ??
২৯| ১৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ছবি তোলার জন্য কতো যে বকা খাই । আমি অংশগ্রহন করব । অনেক ভাল উদ্যোগ ।
৩০| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:৫৯
কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ জাদিদ ভাই। অংশগ্রহণের সময়সীমা ১০ দিন থেকে কমিয়ে আনলে কেমন হয়? ধরুন, পাঁচ দিন হলো। এতে অংশগ্রহণকারীদের মধ্যে একটি প্রতিযোগিতার আমেজ থাকবে। আর (৭) একই আইডি থেকে ছবি নিয়ে তিনটি পোস্ট করলে প্রতিযোগিতার আমেজ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য একটি নিক থেকে একাধিক পোস্ট না করাই শ্রেয় হবে। আর ছবির সংখ্যা সর্বোচ্চ ২০টি হলে কেমন হয়? আর লাইক, কমেন্টের উপর ভিত্তি করে সেরা নির্বাচন না করে একটি নির্বাচন প্যানেল থাকলে ভালো হয়; যারা ফটোগ্রাফি বুঝেন কিংবা নিজেরা ফটোগ্রাফির সাথে যুক্ত আছেন। আর সামুতে ইতিপূর্বে প্রকাশিত নিজের কোন ছবি সংযুক্ত করা যাবে কিনা জানালে কৃতার্থ হবো।
মতামতটি একান্তই আমার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য শুভ কামনা রইলো।
৩১| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:০১
কালো যাদুকর বলেছেন: ভাল উদ্যোগ। ভাল ছবি তুলতে পারি না। তবে দর্শক হিসেবে থাকব।
৩২| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৫৫
সোহানী বলেছেন: এরই মাঝে যা চমৎকার সব ছবি দেখছি তাতেতো নিজের ছবি দিতে ভয় লাগছে ।
চমৎকার উদ্যোগ......
৩৩| ১৮ ই জুন, ২০২১ সকাল ১১:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন: আই আছি...
৩৪| ১৮ ই জুন, ২০২১ বিকাল ৪:৫১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার উদ্যোগ!
আশাকরি অনেক ভালো ভালো ছবি দেখতে পাবো।
৩৫| ১৮ ই জুন, ২০২১ বিকাল ৫:০২
সাদা মনের মানুষ বলেছেন: উদ্যোগটা ভালো, হয়তো এই উছিলায়ও কিছু ব্লগার ব্লগে বিচরণ করাটা বাড়িয়ে দেবে।
৩৬| ১৯ শে জুন, ২০২১ রাত ১:৪৮
রোকসানা লেইস বলেছেন: আয়োজন ভালো।
ছবি ব্লগে শুধু ছবি এবং প্রতিযোগীতা আনন্দময় হোক, সবার অংশ গ্রহণে।
লেখায় ছবি দিয়ে আকর্ষণ করাটা যদিও সামুতে উৎসাহিত করা হয় আমার খুব পছন্দ না। লেখার আগ্রহ শুধু লেখার জন্যই হওয়া দরকার।
আমি অনেক ছবি উঠাই নিজের ভালোলাগায় খুব আহা মরি কিছু হয় না।
দেখি একটা ছবি ব্লগ দিব ।
শুভকামনা ।
৩৭| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:১৪
সিগনেচার নসিব বলেছেন: আশা করি চমকপ্রদ কিছু দেখতে পাবো। চমৎকার উদ্যোগ!
৩৮| ১৯ শে জুন, ২০২১ রাত ৮:৪৫
মিরোরডডল বলেছেন:
দর্শক বা পাঠকের জায়গা থেকে জানতে চাচ্ছি বিচারকের প্যানেলে কে বা কারা ?
কি বেইজ করে সেরা ব্লগ নির্বাচিত হবে । সিলেকশন ক্রাইটেরিয়া কি কি ?
শুধু জুরি প্যানেল নাকি পাঠকের লাইকও কনসিডার করা হবে ?
কম্বাইন্ড হলেই ভালো হয় ।
প্রশংসনীয় আয়োজন কাভা ।
৩৯| ২০ শে জুন, ২০২১ ভোর ৪:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: সুন্দর উদ্যেগ। বিসমিল্লাহ বলে আমিও নেমে পড়লাম। সকল প্রতিযোগীর জন্য শুভ কামনা রইল। আমার ছবিগুলো পাবেন এখান থেকে। ধন্যবাদ।
৪০| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:২১
নিয়াজ সুমন বলেছেন: চমৎকার ও প্রসংশনীয় উদ্যোগ। আশা করি আবারও সব ব্লগারদের পদচারনায় মুখরিত হবে সামু।
আর একটা কথা, সবগুলো ছবি কি নতুন লাগবে?
নাকি ব্লগে পূর্বে প্রকাশিত ছবিও নতুন ছবির সাথে প্রতিযোগিতায় সংযুক্ত করা যাবে???
৪১| ২০ শে জুন, ২০২১ রাত ১০:১১
হাসান রাজু বলেছেন: আইডিয়া পছন্দ হইছে। লোভ লাগতাছে। জলদি কিছু ছবি পোস্টামু ভাবতাছি
৪২| ২১ শে জুন, ২০২১ রাত ৩:৪০
ঈশ্বরকণা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
একটা প্রশ্ন ছিল এই প্রতিযোগিতা কি শুধু ব্লগ ব্রামিনদের জন্য ? মানে প্রথম পাতায় একসেস পাওয়া ব্লগারদের জন্য নাকি ব্লগের নমঃশূদ্ররাও (প্রথম পাতায় মুখ দেখানোর অধিকার বঞ্চিত পড়তে হবে) অংশ নিতে পারবে ? প্রথম পাতায় একসেস না পেলেতো তাদের ফটো ব্লগ কেউ দেখতে পারবে না। বিষয়টি নিয়ে কিছু বললে পরিষ্কার হতো ব্যাপারটা ।
২১ শে জুন, ২০২১ দুপুর ২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সবাই অংশ নিতে পারবে। এই ক্ষেত্রে যাদের প্রথম পাতায় এক্সেস নেই, তাঁরা যদি এখানে এসে তাদের ব্লগের লিংকটি দেন, সেই ক্ষেত্রে ব্লগ টিম তাদের পোস্ট প্রথম পাতায় প্রকাশের ব্যবস্থা নিবে।
৪৩| ২১ শে জুন, ২০২১ বিকাল ৩:২৪
সুমন জেবা বলেছেন: সুন্দর উদ্যোগ..
নিজেও অংশগ্রহন করার ইচ্ছা আছে..
৪৪| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৮
শফিউল আলম চৌধূরী বলেছেন: ফেসবুক গ্রুপে তো আগে থেকেই ছিলাম; বাদ পড়লাম কি করে বুঝতেছি না। আমিতো গ্রুপে কখনও সামুর লিংক ছাড়া কিছু শেয়ার করি নাই! নাকি ভুলে নিজেই লিভ দিয়েছি?
যাই হোক, বেশ কয়েকদিন হলো জয়েন রিকোয়েষ্ট দিয়েছি, এপ্রুভ করবেন আশাকরছি।
আপনার উল্ল্যেখ করা ৯নং পয়েন্টে কোন লিংক দেন নাই। এটা ঠিক করবেন প্লিজ।
প্রতিযোগীতায় বিজয়ী কিভাবে নির্ধারণ করা হবে, সেটা বলেছেন কি? পোষ্ট পড়ে মনে হয়েছে শুধু লাইকের উপর নির্ভর করেই হবে। তাহলে আমার বিপদ। আর সব থেকে বড় বিপদ ফটোগ্রাফী শিল্পের!
বিষয় ভিত্তিক ব্লগে 'ছবি ব্লগ' ক্যাটেগরীতে আমার মাত্র একটা পোষ্ট যোগ করা হয়েছে; বাকি ২টার কি হবে?
৪৫| ২২ শে জুন, ২০২১ সকাল ১০:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল আইডিয়া ও উদ্যোগ। একসময় ছবি তুলতাম, ছবিগুলো কাছে নাই, থাকলে অংশগ্রহণ করতাম।
আয়োজনের প্রতি শুভকামনা রইল।
২৩ শে জুন, ২০২১ রাত ১২:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় ব্লগার, আপনার অংশগ্রহন চাচ্ছি!
অটঃ তুমি অংশ নিবা না কেন?
৪৬| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৩
ফড়িং-অনু বলেছেন: আমার পোষ্ট কেনো, প্রথম পাতায় প্রকাশিত হয়ন জানিবার চাই ।
৪৭| ২২ শে জুন, ২০২১ দুপুর ২:৩০
সুমন জেবা বলেছেন: এই চমৎকার উদ্যোগে আমিও অংশ নিয়েছিলাম ,কিন্তু বুঝতেছিনা আমার পোষ্টটা নির্বাচিত কিংবা বিষয় ভিত্তিক কোথাও গিয়ে দেখা যাচ্ছে না !! কোথাও কি কোন সমস্যা হলো ??
আমি ২১ জুন, সন্ধা ৬:৫০ মিনিটে পোষ্টটা করেছি , নিচে লিংকটা দিলাম ভাই , একটু দেখে জানাবেন কি
https://www.somewhereinblog.net/blog/sumonjeba/30322325
৪৮| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৯
জুন বলেছেন: হেই কাভা অপু তানভীর এর পোস্ট যেটাতে এ পর্যন্ত সব ছবি ব্লগের লিংক দিয়েছে সেটাকে এখানে যোগ করে দিন। তাহলে সুবিধা হয় খুজে পেতে সবার পোস্ট ।
৪৯| ২২ শে জুন, ২০২১ বিকাল ৫:১৪
তারেক ফাহিম বলেছেন: চমৎকার উদ্যোগ।
সফলতা কামনা করছি।
৫০| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: সবাইকে আমন্ত্রন !!
https://www.somewhereinblog.net/blog/PorajitoJoddha/30322392
৫১| ২৩ শে জুন, ২০২১ রাত ৩:২৬
অর্ফিয়াসের বাঁশি বলেছেন: একটা পোস্টে ১২টা ছবি দিয়ে আপ্লোড করা যাবে?
২৩ শে জুন, ২০২১ রাত ৩:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী অবশ্যই করা যাবে। অনুগ্রহ করে পোষ্টের শুরুতে পোস্ট সম্পর্কে কিছু বলে তারপর ছবি ব্লগ প্রকাশ করুন। পোষ্টের একদম শুরুতে ছবি ব্লগ প্রকাশ করলে তা পুরো প্রথম পাতায় জুড়ে অবস্থান করে।
আপনি মোট তিনটি ছবি ব্লগ প্রকাশ করতে পারবেন, যার প্রতিটিতে সর্বোচ্চ ১২টি করে ছবি যুক্ত করতে পারবেন।
ধন্যবাদ।
৫২| ২৩ শে জুন, ২০২১ ভোর ৪:০১
নূশাদা বলেছেন: শুভকামনা রইল সবার জন্য। Click This Link
৫৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ৭:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: প্রতিযোগীতার জন্য আরো কিছু ছবি পোস্টের মাধ্যমে জমা দেয়া হলো। ধন্যবাদ।
৫৪| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:৩১
জুন বলেছেন: আমার পোস্ট এর হাইপার লিংক দুটো একটু আলাদা করে দিন কাভা
৫৫| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:১২
সোহানী বলেছেন: আমার টা দিলাম হাজারো ফটোগ্রাফারদের ভীড়ে...
ছবি ব্লগ প্রতিযোগিতা: "জলের সাথে মিতালি"
ছবি ব্লগ প্রতিযোগিতা: "জলের সাথে মিতালি"
৫৬| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:১৯
স্প্যানকড বলেছেন: আমার হাত ভালো না ছবি তুলি ক্যামনে?
৫৭| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:০১
শাহ আজিজ বলেছেন: Click This Link ছবি ব্লগ ৩য় পোস্ট লিঙ্ক
৫৮| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:৪৮
সন্ধ্যা প্রদীপ বলেছেন: স্টুডেন্ট লাইফে ছবি তুলতে খুব ইচ্ছা করত।ক্যামেরা দূর কি বাত, ফোনেও একটা ভাল ক্যামেরা ছিলনা।এখন ফোনের ক্যামেরা যথেষ্ট ভাল কিন্ত ছবি তোলা হয়না আগের মত।তবুও দিলাম-আমার পোস্টে স্বাগতম
৫৯| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:০৬
ফড়িং-অনু বলেছেন: আমার লিংক
https://www.somewhereinblog.net/blog/hmmahin/30322368
৬০| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:১৩
শাহিদা খানম তানিয়া বলেছেন: ব্লগকে প্রাণবন্ত করে তোলার জন্য এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। দর্শক হিসেবে থাকছি ইনশা আল্লাহ।
৬১| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:১১
কাওসার চৌধুরী বলেছেন: আমার প্রথম ছবি ব্লগ
৬২| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৬
নতুন বলেছেন: ধন্যবাদ কাভা ভাই। এক আহবানে অনেক চমতকার ছবি ব্লগ চলে এসেছে ব্লগে
৬৩| ২৪ শে জুন, ২০২১ রাত ৩:১৫
িসজার বলেছেন: ছবির লিংক:
ছবি ব্লগঃ স্মৃতির পাতায়
৬৪| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:২৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যতো ব্লগারের অংশ গ্রহন ততো বেশি আনন্দ , আয়োজক ও অংশ গ্রহনকারী সকলের জন্য শুভেচ্ছা
৬৫| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৫৬
নিয়াজ সুমন বলেছেন: ছবি ব্লগঃ সবুজের মিতালী মনে আনে প্রশান্তির ঢালি
ছবি ব্লগঃ ০২
৬৬| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:২৮
কালো যাদুকর বলেছেন: ছবি ব্লগ: সাম্প্রতিক চারটি ঋতু
আমার প্রথম ছবি ব্লগ। প্রতিযোগিতাতে যোগ করার অনুরোধ করছি। ধন্যবাদ।
৬৭| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:১৭
ঢাবিয়ান বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতা - কার্জনহল এর স্বর্নালী দিনগুলো
৬৮| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৫:০৫
রিফাত হোসেন বলেছেন: খুব ভাল লাগল, এইতো সামুর পালতোলা নৌকায় হাওয়া লেগেছে। এগিয়ে চলুক...
৬৯| ২৪ শে জুন, ২০২১ রাত ১১:৪৩
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল ছবি তুলতে পারি না বলে আমার কোন চান্স দেখি না।
সবার জন্য ভালবাসা থাকলো। দেখা যাক, কে প্রথম হয়।
৭০| ২৫ শে জুন, ২০২১ রাত ৩:৫৮
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: Click This Link
৭১| ২৫ শে জুন, ২০২১ ভোর ৪:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কাভা ভাই,
প্রতিযোগীতার জন্য কিছু ছবি 'বেটার লেইট দেন নেভার - অবশেষে ছবি' লিংকে পোস্ট করলাম।
৭২| ২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১১
রানার ব্লগ বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতা (আমার দেশের বাড়ি ভ্রমণ)
প্রতিযোগিতার জন্য আমার দ্বিতীয় ছবি ব্লগ।
৭৩| ২৫ শে জুন, ২০২১ সকাল ১১:২৬
কলাবাগান১ বলেছেন: আমার ছবি ব্লগ এখানে
https://www.somewhereinblog.net/blog/kalabagan1/30322529
৭৪| ২৫ শে জুন, ২০২১ সকাল ১১:২৭
কলাবাগান১ বলেছেন: Micrography
৭৫| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:২১
সুদীপ্ত দেব বলেছেন: Click This Link
৭৬| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১:২৮
সাহিনুর বলেছেন: Click This Link
৭৭| ২৫ শে জুন, ২০২১ দুপুর ২:৫৮
৭৮| ২৫ শে জুন, ২০২১ রাত ৯:২৭
৭৯| ২৫ শে জুন, ২০২১ রাত ১১:২৭
৮০| ২৬ শে জুন, ২০২১ রাত ১২:১৬
৮১| ২৬ শে জুন, ২০২১ রাত ১২:১৮
৮২| ২৬ শে জুন, ২০২১ রাত ২:২৮
রোকসানা লেইস বলেছেন: Click This Linkছবি ব্লগ: পাখির চোখে দেখা
৮৩| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:১৯
নীল আকাশ বলেছেন: আমার আগে মন্তব্য কেটে বাদ দিয়ে দিনঃ
সবাইকে আমার সাথে ভ্যাটিক্যানের পথে ঘাটে ঘুরে আসার আমন্ত্রণ রেখে যাচ্ছি। ব্লগের ছবির প্রতিযোগীতায় আমার পোস্টঃ
ভ্যাটিক্যানের পথে ঘাটে [ছবি ব্লগ প্রতিযোগীতা]
লিখেছেন নীল আকাশ, ২৬ শে জুন, ২০২১ সকাল ৯:২৯
ভ্যাটিক্যানের পথে ঘাটে...
৮৪| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:১৯
ফড়িং-অনু বলেছেন: আমার ছবির পোষ্টের নিচে লিংকটা দিলাম ভাই।
https://www.somewhereinblog.net/blog/hmmahin/30322520
৮৫| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৩৮
নীল বরফ বলেছেন: আমিও ছবির পোস্ট দিয়েছি ভাইয়া।
ছবিব্লগ প্রতিযোগিতাঃ প্রাকৃতিক দৃশ্য,একটি পাখি আর স্থাপত্য পর্ব-১
৮৬| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২
শেরজা তপন বলেছেন: দিয়েছেন যখন থাকতে পারে শুধু প্রতিযোগিতায় না থাকলেই হোল।
ধন্যবাদ ভাই কাভা আপনাকে এই সম্মানটুকু জানানোর জন্য
৮৭| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:১৬
নীল বরফ বলেছেন: আমি আরো আরেকটা দিয়েছি ভাইয়া!।
ছবিব্লগ প্রতিযোগিতাঃ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ পর্ব-২
৮৮| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩১
কাওসার চৌধুরী বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতা (দ্বিতীয় পোস্ট)
ছবি ব্লগ প্রতিযোগিতার জন্য দু'টি পোস্ট করেছি। (৬১) নং কমেন্টে প্রথম ছবি ব্লগের লিঙ্ক দিয়েছি। আজ দ্বিতীয় ছবি পোস্টের লিঙ্ক দিলাম।
৮৯| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৪
অর্ক বলেছেন: Click This Link
৯০| ২৭ শে জুন, ২০২১ ভোর ৪:১৩
রোকসানা লেইস বলেছেন: ছবি ব্লগ দুই: স্থাপনা
৯১| ২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৪৬
হাবিব বলেছেন: ছবি ব্লগ: প্রকৃতির ছন্দ
৯২| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৩০
৯৩| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:২৮
নিয়াজ সুমন বলেছেন: ছবি ব্লগঃ ভাস্কর্যের পেছনে সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্যের গল্প
৯৪| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:২৩
৯৫| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৬
৯৬| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৯
নীল বরফ বলেছেন: ছবিব্লগ প্রতিযোগিতাঃমিশ্র ক্যানভাস আর সাদাকালো পর্ব-৩(শেষ কিস্তি)
৯৭| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:৩৮
সাহিনুর বলেছেন: আপনারা নতুন ভাবে আপডেট কবে দেবেন? অপেক্ষায় আছি নিজের নাম এই লিস্টে দেখার জন্য অধীর আগ্রহে । দয়া করে তাড়াতাড়ি আপডেট করুন ।
৯৮| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:৫৮
অর্ক বলেছেন: Click This Link
৯৯| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:৫৮
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতাঃ একটি ল্যাংড়া স্মার্টফোন ও নগ্ন কথোপকথন
১০০| ২৭ শে জুন, ২০২১ রাত ১১:০০
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: ছবি ব্লগ প্রতিযোগিতাঃ একটি ল্যাংড়া স্মার্টফোন ও নগ্ন কথোপকথন
১০১| ২৮ শে জুন, ২০২১ দুপুর ১২:০৩
Isthekar বলেছেন: আমাদের আর ও গলপ পড়তে এখানে আসুন..https://isthekarvoice1908.blogspot.com/
১০২| ২৮ শে জুন, ২০২১ রাত ৯:৩৫
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:১৯
জটিল ভাই বলেছেন:
অনেক ভালো উদ্যোগ। একটা গেস করে যাই। জনিকা রুম (সাংকেতিক নাম) ১ম, ২য়, ৩য়-এর মাঝে থাকবে মনে হচ্ছে
এমন সৃজনশীলর আর সুষ্ঠ পরিবেশে সামু এগিয়ে যাবে, এটাই বারবার চাওয়া