নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় ব্লগার,
১৪ তম ব্লগ দিবস উপলক্ষে আয়োজিত ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠানে কিভাবে নিবন্ধন করবেন সেই ব্যাপারে বিস্তারিত এখানে জানানো হয়েছে। আপনাদের যে কোন প্রশ্নে উল্লেখিত মেইলের মাধ্যমে বা সামহোয়্যারইন ব্লগের অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে তা জানাতে পারেন।
সবাইকে ধন্যবাদ
ব্লগার কা_ভা।
তারিখঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২।
সময়ঃ দুপুর ৩:৩০ – সন্ধ্যা ৭:৩০
স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ।
অনুষ্ঠান সূচীঃ
বিকাল ৩:০০ – ৪:১৫: ব্লগারদের আগমন, পরিচয় পর্ব, অনুভুতি প্রকাশ।
বিকাল ৪:৩০ – ৫:৩০: ম্যাগাজিন মোড়ক উম্মোচন।
বিকেল ৫:৩০ – ৬:৩০: আমন্ত্রিত অতিথীদের নিয়ে আলোচনা সভা ।
সন্ধ্যা ৬:০০ – ৭:৩০: পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রাত: ৮ :০০: সমাপনী বক্তব্য এবং নৈশ ভোজ।
(এটা একটি সম্ভাব্য অনুষ্ঠান সুচী। পরবর্তীতে এটার কিছুটা পরিবর্তন হতে পারে।)
নিবন্ধন ফিঃ ৯৫০/-
বিকাশ/ নগদ/রকেট: 01707008217
নিবন্ধন করার শেষ তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২২।
নিবন্ধন করার নিয়মঃ
১। নিবন্ধন ফিস প্রদান করার ব্যাপারে কোন জোর বা বাধ্যবাধ্যকতা নেই। যাদের পক্ষে এই ফিস প্রদান করা অস্বস্তিকর বা সম্ভব নয় তাঁরা নিশ্চিন্ত মনে এবং দৃঢ়তার সাথে শুধু নিবন্ধন সম্পন করবেন। এই বিষয়টি নিয়ে দ্বিধায় ভোগার কোন কারন নেই। যেহেতু আমাদের এখানে খাওয়াদাওয়া এবং অন্যান্য আয়োজন রয়েছে, সেই সব সঠিকভাবে করার জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে।
২। একজন নিবন্ধনকারী সুভ্যেনিয়র হিসাবে পাবেনঃ ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে প্রকাশিত বই, একটি সুদৃশ্য মগ এবং একটি টি শার্ট।
৩। ৫ বছর পর্যন্ত শিশুদের জন্য কোন ফিস নেই। ৬ - ১২ বছর বয়স পর্যন্ত সকল শিশুর ক্ষেত্রে অর্ধেক ফিস প্রদান করতে হবে।
এছাড়া যারা ব্লগারদের এই অনুষ্ঠানে কোন ব্যক্তিগত স্পন্সর বা অন্য যে কোন বিষয়ে সাহায্য করতে চান, তাঁরা অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে মেইল করতে পারেনঃ [email protected]
এই অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে কাজ করছেন বেশ কয়েকজন ব্লগার এবং স্বেচ্ছাসেবী সংস্থা এক রঙা এক ঘুড়ি টিম।
১৪ তম ব্লগ দিবস এবং অন্যান্য বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানতে এই পোস্টে চোখ রাখুন।
২| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৯
ওসেল মাহমুদ বলেছেন: আমার মত যারা কালে ভদ্রে ব্লগে আসেন, তারাও কি নিবন্ধণ করতে পারবেন ?!?
১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, অবশ্যই পারবেন।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৩১
নীলসাধু বলেছেন: সুন্দর পরিকল্পনা।
আশা করছি ব্লগারদের উপস্থিতিতে সুন্দর আয়োজন হবে।
দেখা হবে সকলের সাথে। কথা হবে।
শুভকামনা রইলো।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪৩
মিরোরডডল বলেছেন:
আসন্ন প্রোগ্রামের জন্য শুভকামনা ।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,
ব্লগের এই অনুষ্ঠান সার্থক আর সুন্দর হোক।
৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ও সফল একটা অনুষ্ঠান কামনা করছি, আসতে পারবো কিনা ভেবে দেখি।
৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
ঢাবিয়ান বলেছেন: শুভকামনা ও শুভেচ্ছা রইল ।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কে কে যাবে কিছুই তো বুঝতেছি না
আপুরা কে কে যাবেন । গেলে তো সাহস করতে পারতাম
৯| ১৩ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার আয়োজন!
উপস্থিত থাকতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম।
কিন্তু সেই সুযোগ বা সম্ভাবনা নাই।
অশেষ শুভকামনা রইল।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
মনিরা সুলতানা বলেছেন: @কাজী ফাতেমা ছবি আপু ,
আমি থাকার চেষ্টা করবো, বাকি আল্লাহ ভরসা। আসেন একসাথে কিছুক্ষণ দারুণ সময় কাটাই।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি ।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:০৫
নেওয়াজ আলি বলেছেন: থাকতে পারবো না আফসোস।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: খুব ইচ্ছে করছে এটেন্ড করতে। কাওকেই চিনি না, এতিমের মতো বসে থাকা।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইংশাআল্লাহ মনিরাপা চেষ্টা করবো।
শায়মা আপারে বলেন আসতে
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১১
আরজু পনি বলেছেন: ওরে!!!! আমিতো লগইন করতে পারলাম!!!! জাদিদ, এবার প্লিজ আমার মেইল এড্রেসটা বদলানোর একটা ব্যবস্থা করে দাও
আমি কিন্তু মেইল এড্রেস ছাড়া পাসওয়ার্ড মনে করে অনুমানের উপর লগইন করলাম।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯
মোগল সম্রাট বলেছেন:
নিবন্ধন কিভাবে করতে হবে কা-ভা ভাই? নিবন্ধন ফি বিকাশ করলেই হবে? নাকি নাম টিকানা লেখার কোন কিছু করতে হবে ?
১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আপনি নির্ধারিত নাম্বারে বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে নিবন্ধন ফি পাঠিয়ে একটা ফোন দিবেন। আপনাকে নিবন্ধন নাম্বার ও অন্যান্য তথ্য সাথে সাথে জানিয়ে দেয়া হবে।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৫১
সোহানী বলেছেন: বরাবরের মতো এবারও মিস করবো। এরপর ডিসেম্বর মাথায় রেখে যেতে হবে দেশে..............
তবে তোমরা যদি অনলাইনে কিছু করো তাহলে আমাকে জানাবে।
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের জন্য শুভকামনা। দারুন একটা মিলন মেলা হোক।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৯
ক্ষণ-পূর্বক্ষণ বলেছেন: আমি একদমই নতুন ব্লগার নিবন্ধন করতে চাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই
২০| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৬
অব্যক্ত কাব্য বলেছেন: শুভ কামনা প্রিয় ব্লগ সামহোয়্যার ইন ব্লগের জন্য।
আয়োজনের সাথে সংশ্লিষ্ট জাদিদ ভাই সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
২১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গতবার অংশগ্রহন করেছিলাম,
এবার মনে হয় পারবনা
............................................................
চিকিৎসার কারনে ব্যাংকক থাকতে হবে ।
অনুষ্ঠানের সাফল্য কামনা করি ।
২২| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০২
খায়রুল আহসান বলেছেন: এইমাত্র নিবন্ধন করলাম। নিবন্ধন ফিস ট্রাঞ্জেকশন আই ডি নম্বর মেইলে জানিয়েছি।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো কিছুর অপেক্ষায়।