নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন ক্যাটাগরীতে সেরা ব্লগারদের নমিনেশন প্রদান করুন

২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১

ব্লগ দিবস এবং ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠান সংক্রান্ত পোস্টে আমরা জানিয়েছিলাম, ব্লগারদের মনোনয়নের ভিত্তিতে আমরা কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরীতে সেরা ব্লগার নির্বাচন করব। কিন্তু দুঃখজনকভাবে আমরা এই বিষয়ে ব্লগারদের কাছ থেকে তেমন কোন সাড়া পাই নি বিধায় পরবর্তীতে এই নিয়ে আমরা নিজেরাই কিছু ব্লগারকে সংশ্লিষ্ট বিষয়ে মনোনয়ন প্রদান করেছি।

সেরা ব্লগার নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেন অপ্রয়োজনীয় জটিলতা যেন সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আমরা পুনরায় নিম্নোক্ত ক্যাটাগরীগুলোতে সকলের নমিনেশন প্রত্যাশা করছি। আপনাদের নমিনেশনের ভিত্তিতে চুড়ান্ত ভোট ২৫ তারিখ আয়োজন করা হবে। এই সংক্রান্ত পুর্বের সকল ভোট বাতিল করা হলো।

ব্লগ টিম ইতিমধ্যে যে সকল ব্লগারকে নমিনেশন দিয়েছেন, সেই তালিকার সাথে সাথে নতুন প্রাপ্ত নমিনেশনের নামগুলো যুক্ত করা হবে।
নমিনেশন প্রদান করার ক্ষেত্রে মনে রাখতে হবে।

১) কেন এবং কিসের ভিত্তিতে এই ক্যাটাগরীতে নমিনেশন প্রদান করেছেন, সেই ব্যাপারে খুবই সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
২) মিথ্যে বা কল্পিত কোন নাম বা মাল্টি নিক কে মনোনয়ন প্রদান করা যাবে না।
৩) ব্লগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগ থাকলে কোন ব্লগারকে মনোনয়ন প্রদান করা যাবে না।
৪) নুন্যতম ছয় মাস ব্লগিং এর সাথে যুক্ত আছে এমন কাউকে মনোনয়ন প্রদান করতে হবে।
৫) ২০১৬ – ২০২২ পর্যন্ত এই পাঁচ বছরে যে সকল ব্লগার সক্রিয় ছিলেন বা আছেন এমন ব্লগারদের মধ্য থেকে মনোনয়ন প্রদান করতে হবে।



ক্যাটাগরী একঃ ছোট গল্প
আপনার পছন্দের সেরা গল্প লেখককে নমিনেশন প্রদান করুন।

ক্যাটাগরী দুইঃ কবিতা
আপনার পছন্দের সেরা কবিতা লেখককে নমিনেশন প্রদান করুন।

ক্যাটাগরী তিনঃ ফিচার/প্রবন্ধ/ আর্টিকেল
আপনার পছন্দের সেরা ফিচার/প্রবন্ধ/আর্টিকেল লেখককে নমিনেশন প্রদান করুন।

ক্যাটাগরী চারঃ সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক
আপনার পছন্দের সেরা সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচককে নমিনেশন প্রদান করুন।


অনুগ্রহ করে এই পোস্ট বা ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত পোস্টে মন্তব্যের মাধ্যমে আপনার নমিনেশন প্রদান করুন। আমরা মনে করি পছন্দের ব্লগারদের নমিনেশন প্রদানে গোপনীয়তার কিছু নেই। যদি তারপরও কেউ গোপনে নমিনেশন প্রদান করতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেনঃ [email protected] এই ঠিকানায়।

নমিনেশন প্রদানের শেষ তারিখঃ ২৪/১২/২০২২

মন্তব্য ৭৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সেরা গল্প লেখকঃ হাসান মাহবুব।

কারণ তিনি অসাধারণ গল্প লিখেন , ব্লগে এখনো একটিভ থাকেন, বানান ভুল করেন না।

কবিতাঃ
একজনও নেই।

ফিচারঃ শেরজা তপন ।
উনি খুব খেটয়ে পোস্ট লিখেন, অনেক স্টাডি করেন, সবার মন্তব্যের জবাব অত্যন্ত ভদ্র ভাবে দেন। সবার ভালো পোস্টে মন্তব্য করেন

সেরা মন্তব্যকারীঃ ব্লগার আহমেদ জী এস।
কারণঃ প্রতিটি মন্তব্য পড়ে মনে হয় খুবই শৈল্পিক, উনার মন্তব্য দেখে বুঝা যায়, সুন্দর করে মন্তব্য করতে পারা একটা আর্ট। যেকোনো পোস্টে উনার মন্তব্য অন্য যে কোনো কারও ছেয়ে সুন্দর। ভালো লাগলো চা দেন কফি দেন পত্তুম মন্তুব্য্য এগুলো জীবনেও লিখেন নি।

২| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

মিরোরডডল বলেছেন:




৫) ২০১৬ – ২০২২ পর্যন্ত এই পাঁচ বছরে যে সকল ব্লগার সক্রিয় ছিলেন বা আছেন এমন ব্লগারদের মধ্য থেকে মনোনয়ন প্রদান করতে হবে।

বছরে দুই তিনটা পোষ্ট দেয় এরকম কাউকে কি সক্রিয় বলা যায়, নমিনেইট করা যাবে?

একই ক্যাটাগরীতে একাধিক ব্লগারকে করা যাবে, যদি মনে হয় তাদের লেখা সমমানের ?

৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা। শীঘ্রই মনোনয়ন দিব বলে আশা করছি। তবে, মিরোরডডল এর প্রশ্ন দুটোর উত্তরের জন্য অপেক্ষা করবো, কারণ প্রশ্ন দুটো আমার মনেও উদিত হয়েছিল।

পাঠকদের কাছ থেকে সেরার ক্রমানুযায়ী মোট তিনজনের জন্য মন্তব্য করার ব্যবস্থা রাখলে প্রতিযোগিতার পরিসরটা বৃদ্ধি পেত। প্রথম জনকে ৩ নম্বর, দ্বিতীয়কে ২ নম্বর এবং তৃতীয় নামটিকে ১ নম্বর দিয়ে সবার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা যেত। এতে হয়তো ঝামেলা একটু হবে, তবে নির্বাচনটা আরেকটু "ফাইন টিউনড" হবে। পাঠকদেরও একটু চুলচেরা সিদ্ধান্ত নিতে সুবিধে হবে বলে মনে করি।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০

রানার ব্লগ বলেছেন: ছোট গল্পঃ
আগে নিজে কে নমিনেটেড করলাম B-)
অপু
ইসহাক

কবিতাঃ
আগে নিজেকে নমিনেটেড করলাম ;)

সালিম আনোয়ার

৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

রানার ব্লগ বলেছেন: ছোট গল্পঃ

নিজেকে নমিনেটেড করলাম এই জন্য যে নিজের ঢোল নিজেরি পেটানো উচিৎ তাই।

অপুর ছোট গল্প গুলো বেশ মিস্টি হয়। তিনি গল্পের ভেতর ব্যেক্তির আনন্দ বেদনা কে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলেন

ইসাহাক ভাই গল্প গুলো কে বেশ সহজ স্বাভাবিক ভাবে ফুটিয়ে তোলে যেন আমাদের দৈনন্দিন জীবনের কাহিনী


কবিতা

নিজের ঢোল পেটানোর কারন পুনঃবার দেব।

সেলিম ভাইয়ের কবিতা গুলো হৃদয় ছুয়ে যায়

৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

নজসু বলেছেন:


বাহ! দারুণ জমজমাট হচ্ছে ব্লগ।
শুভকামনা। নিজের মতামত জানাবো।

৭| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

নীলসাধু বলেছেন: নমিনেশন যথাযথভাবে দিতে হলে কিছু স্টাডির ব্যাপার আছে দেখি।
কম পরিশ্রমে সারার জো নেই।
আমি ব্লগে অনিয়মিত, তা চট করে সিদ্ধান্ত জানাতে চাই না, ভাবি একটু। ব্লগ ভর্তি জিনিয়াস। কাকে রেখে কার কথা বলি। তবে সময় বেঁধে দেয়া ঠিক আছে।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

সকাল রয় বলেছেন: সবাই ভালো লেখে।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১। কবিতা।

ক। অর্ক
খ। জি এম হারুন অর রশিদ
গ। স্প্যানকড
ঘ। রূপক বিধৌত সাধু
ঙ। মনিরা সুলতানা

২। গল্প
ক। মোস্তাফিজুর রহমান তমাল
খ। অপু তানভীর
গ। আখেনাটেন
প্রফেসর শঙ্কু এই টাইম লাইনে পড়বেন কিনা জানি না। যদি পড়েন, তাহলে প্রফেসর শঙ্কুর নাম ১ক-তে থাকবে। বাকিরা ক্রম অনুযায়ী নীচে নামবেন।

৩। ফিচার, প্রবন্ধ, আর্টিকেল
ক। শেরজা তপন
খ। আহমেদ জী এস
গ। শায়মা হক

৪। সেরা মন্তব্যকারী/আলোচক/যৌক্তিক আলোচক
ক। খায়রুল আহসান
খ। মিরোরডডল
গ। শায়মা হক
ঘ। আহমেদ জী এস

ইয়ে, সেরা গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আমি নিজে :)

কেন এদের নাম লিখলাম, কারণ, তারা এসব ফিল্ডে ভালো করছেন।

সবার জন্য শুভেচ্ছা থাকলো।

১০| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্প-নীল আকাশ, অপু তানভীর, ইসিয়াক(তাদের গল্পগুলো তে একটা মেসেজ থাকে)

কবিতা-মনিরা সুলতানা, স্বপ্নবাজ সৌরভ, আহমেদ জি এস। ( গভীর কিছু অনুধাবনের বিষয় থাকে)

ফিচার-শায়মা, শেরজা তপন, জুল ভার্ন ।(পরিপাটি ও গোছালো, তথ্য সমৃদ্ধ)

সেরা মন্তব্যকারী-ড. এম এ আলি, খায়রুল আহসান, সাড়ে চুয়াত্তর।(মন্তব্যগুলো দারুন উদ্দীপক ও অনুপ্রেরণা দায়ী)

১১| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরো দুটো ক্যাটাগরি যোগ করা : (১) রম্য ও (২) ভ্রমণ ও ছবি ব্লগ। ভ্রমণ ও ছবি ব্লগ ফিচার/আর্টিকেল থেকে বের করে আলাদা ক্যাটাগরি করা যেতে পারে। এ দুটি ক্যাটাগরি হোক বা না হোক, আমি মনোনয়ন দিয়ে দিলাম :

১) রম্য

ক। ভুয়া মফিজ
খ। আখেনাটেন
গ। শেরজা তপন

২) ভ্রমণ ও ছবি

ক। দেশী আপু জুন
খ। খায়রুল আহসান
গ। মরুভূমির জলদস্যু। তিনি নিজেই একটা সুবিশাল পাঠাগার ব্লগ, তাকে কোথায় ফেলা যায় খুঁজে পাচ্ছি না। তার শ্রমের স্বীকৃতি না দিলে অন্যায় হয়।

১২| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ফিচার প্রবন্ধ আর্টিকেল
জুলভার্ন
শেরজা তপন
শায়মা হক
আহমেদ জিএস
এম এ আলী

ভ্রমণ আর ছবি
মেহজাবিন জুন
খায়রুল আহসান
মরূভূমির জলদস্যু

সেরা মন্তব্য
এম এ আলী
আহমেদ জিএস
ঠাকুর মাহমুদ
খায়রুল আহসান

সেরা গল্প
মাহমুদ
অপু তানভীর
মাহবুব হাসান
সেরজা তপন
ইসিয়াক
রম্য
গিয়াস লিটন
সোনাবীজ ও ধূলোবালি ছাই।

কবিতা অনেকেই

মুনিরা সুলতানা
রূপক বিধৌত সাধু
স্বপ্নবাজ সৌরভ
শিখা রহমান
খায়রুল আহসান
শায়মা হক
ছবি কবি
জিএম হারূনুর রশিদ
সোনালী ডানার চিল
দূর্জয়
....

১৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গল্প
০১। শায়মা ( আপুর গল্পে রোমান্টিকতা বিরহ আনন্দ সব উপকিরণ থাকে)
০২। সাখাওয়াত বাবন ( ভূতের গল্প সহ অন্যান্য গল্প ফিনিশিং ভালো হয়)
০৩। অপু তানভীর ( গল্পের মিল সব সময় পজেটিভ, ভালো লাগে তাই)


৩। ইসিয়াক ভাই ( প্রথম থেকে শেষ পড়তেই হয়। মিল ভালো হয়।
৩। নীল আকাশ ভাইয়ার গল্প
০৩। পদাতিক চৌধুরী।

কবিতা
০১। মনিরা আপা ( তার কবিতা সম্পর্কে কী আর বলো। অসাধারণ শব্দ বুনন।
০২। শরত চৌধুরী
০৩। কাজী ফাতেমা ছবি (আমারে কেউ মনোনীত করবে না, তাই সান্ত্বনা স্বরূপ নিজেই নিজের নাম মনোনয়ন করিলাম
০৩। সেলিম আনোয়ার
০৩। খায়রুল আহসান
০৩। গেঁয়ো ভুত

ভ্রমণ
০১। মরুভূমির জলদস্যু
০২। বোকা মানুষ বলতে চায়
০৩। জুন আপু

রম্য
০১। ভুয়া মফিজ
০২। গিয়াস উদ্দিন লিটন
০৩। গেছো দাদা

সেরা মন্তব্যকারী
০১। সাড়ে চুয়াত্তর
০২। আহমেদ জিএস
০৩। মিরোডডল
০৩। খায়রুল আহসান
০৩। ঠাকুর মাহমুদ

ছবি ব্লগ
০১। কাজী ফাতেমা ছবি ( কেউ দিবে না, নিজেই দিলাম)
০২। মরুভূমির জলদস্যু
০৩। খায়রুল আহসান
০৩। রাজীব নূর

ফিচার
০১। শেরজা তপন

১৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা
...
ইসিয়াক
বিদ্রোহী ভৃগু
গল্প
...
পদাতিক চৌধুরী
ডি মুন



১৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট
....
নেওয়াজ আলী
গল্প
...
শায়মা হক।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা- সোনাবীজ
ফিচার- এম এ আলী
মন্তব্য - আহমদ জি এস
গল্প-শায়মা

১৭| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১০

নীল আকাশ বলেছেন: ক্যাটাগরি এক - গল্প
অপু তানভির ভাই ও অহরিত ভাই ও শায়মা হক আপু।
ক্যাটাগরি দুই - কবিতা
মনিরা সুলতানা আপু ও আহমেদ জীএস ভাই ও কাজী ফাতেমা ছবি আপু।
ক্যাটাগরি তিন - ফিচার / প্রবন্ধ
ঠাকুর মাহমুদ ভাই ও আহমেদ জী এস ভাই ও খাইরুল আহসান ভাই ও এম এ আলী ভাই।
ক্যাটাগরি চার - মন্তব্যকারী
খাইরুল আহসান ভাই ও এম এ আলী ভাই ও সাড়ে চুয়াত্তুর ভাই।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মডু ক্যাটাগরিতে নমিনেশন চাইলে আমি কাভার নাম নমিনেশন দিতাম। কারণ এ ব্লগে আমি শুধুমাত্র এ একজন মডুর নামই জানি।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতায় আমি সোনাবীজের নাম নমিনেশন দিচ্ছি কারণ তিনি একজন ভালো কবি এবং কবিতার ব্যকরণও খুব জানেন। এম এ আলী খুব যত্ন সহকারে বিশদ বর্ণনার ফিচার লেখেন যা দারুণ উপভোগ্য। শায়মার গল্পগুলো খুব উপভোগ্য হয় এবং তিনি নিজেও একজন গল্পের নায়িকা। আর আহমেদ জি এস খুব দায়িত্বশীল মন্তব্য করে থাকেন, যা লেখকের লেখার মান উন্নয়নে সহায়ক। এসব ক্যাটাগরিতে আরো অনেকের নাম আসতে পারে। তবে আমি সকল ক্ষেত্রে একজনকে নমিনেশন দিয়েছি।

২০| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২১

নীল আকাশ বলেছেন: ক্যাটাগরি তিন - ফিচার
আগেরগুলোর সাথে শেরজা তপন ভাই যোগ হবে।
উনি প্রচুর পড়াশুনা করে পোস্ট দেন, যেটার প্রশংসা না করলে অন্যায় হবে।

২১| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৫

নূর আলম হিরণ বলেছেন: ফিচার/প্রবন্ধ/আর্টিকেল: কলাবাগান১

২২| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:১৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভালো
আমিতো নিয়মিত না
তাই কারো নাম দিতে পারলাম না ।
দুঃখিত।

২৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:২৫

সোহানী বলেছেন: কোথায় কারে কোন ক্যটাগরিতে পুরস্কার দিবেন সেটা আপনার ব্যাপার স্যাপার, আমি শুধু নীচের ক'জনের হাতে পুরস্কার দেখতে চাই। B:-/ :D ;) B-)

(সিরিয়াল কোন মূল্য বহন করে না....)

- আহমেদ জী এস
- ড: এম এ আলী
- খায়রুল আহসান
- সোনাবীজ ও ধূলোবালি ছাই
- মরূভূমির জলদস্যু
- বিদ্রোহী ভৃগু
- হাসান মাহবুব
- সেলিম আনোয়ার
- শাহ আজিজ
- জুলভার্ন
- শেরজা তপন
- মুনিরা সুলতানা
- পদ্মপুকুর
- শায়মা
- মাঈনউদ্দিন মইনুল
- কাওসার চৌধুরী
- ভুয়া মফিজ
- করুণাধারা
- রাজিব নুর
- কলাবাগান১
- নীল আকাশ
- আখেননাটেন
- শের শায়রী
- ইসিয়াক
- গিয়াস উদ্দীন লিটন
- এম টি উল্লাহ
- বোকা মানুষ বলতে চায়
- সোনাগাজি
- কাজি ফাতেমা ছবি
- জুন
- পদাতিক চৌধুরী
- সাড়ে চুয়াত্তর
- মিরোডডল
- অপু তানভীর
- মহাজাগতিক চিন্তা
- রূপক বিধৌত সাধু
- স্বপ্নবাজ সৌরভ
- নূর আলম হিরণ

আপাতত: দিলাম পরে আরো কারো নাম মনে পড়লে তা যোগ করবো। :D

২৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৭

রানার ব্লগ বলেছেন: নতুন মনোনয়নঃ

ছোটগল্পঃ

সোনাগাজী ( তারা ছোট ছোট গল্পগুলা বেশ মুখোরোচক )

প্রবন্দঃ
সোনাগাজী ( তার বিশ্লেষান মূলক প্রবন্দ গুলো বেশ চমকপ্রদ এবং জ্ঞ্যানগর্ভ তবে মাঝে মাঝে তিনি দিশা হারা হয়ে যান এটা কন্ট্রল করতে পারলে মানুষ হিসাবে তিনি যথেষ্ট উন্নতমানের)

২৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৮

জুল ভার্ন বলেছেন: ব্লগের শুরু থেকেই ব্লগিঙের সাথে জড়িয়ে আছি.... টুকটাক যা কিছু লিখেছি তা কোনো ক্যাটাগরিতে পরেনা। ব্লগার সোহানী আপুদের সাথে একমত পোষণ করে ভালো লিখিয়ে ব্লগারদের মনোনয়ন দিলে ভালো হতো।

বিশেষ দ্রষ্টব্যঃ (আমার এই মতামতকে গুরুত্ব দেওয়ার দরকার নাই)

২৬| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টগুলো দেখে তো খুব লজ্জিত ও বিব্রত বোধ করছি এখন :( নাম লেখার সময় অনেক নামই মনে আসছিল না :( ব্রাউজ করে পেছনে যাচ্ছিলাম নাম খোঁজার জন্য, যা পেয়েছিলাম তা থেকেই নাম লিখেছিলাম।

যাই হোক, মনোনয়নের ব্যাপারটা এরকম না যে অমুকে ব্যক্তিগত ভাবে আমার পরিচিত, তাই তার নাম মনোনীত করছি। ব্যাপারটা হলো, তিনি বা তারা উল্লেখিত বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেছেন, তাই তাদের নাম মনোনয়নে দিচ্ছি।

জুল ভার্ন, এম এ আলি, সোহানী আপু, নীল আকাশ, গিয়াস লিটন, পদাতিক চৌধুরী, কাওসার, ফরিদ ভাই সহ অনেকের নামই তখন মনে না আসায় এখন খুবই বিব্রত, লজ্জিত ও দুঃখবোধ করছি। আমি মনোনয়ন দিলেই যে তিনি সেরা হয়ে যাবেন, ব্যাপারটা তো তাই না, কিন্তু, আমার মন্তব্যে যিনি তার নাম দেখতে পেলেন না, হয়ত তিনি/তারা কষ্ট পাবেন। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

যাই হোক, আমি সাহিত্য ও গান নিয়ে একটু মেতে থাকি বেশি, সেজন্য এ ব্যাপারে আমার মন্তব্যটা দিয়ে যাই।

কবিতা ও ছড়া। তিক্ত সত্য কথা হলো, বর্তমানে ব্লগে কবিতা ও ছড়া অনেকে লিখলেও দু-একজন ছাড়া ভালো মানের কবিতা খুব কম ব্লগারই লিখছেন। হয়ত কবিতা বা ছড়ার পোস্টে অনেকে অনেক কমেন্ট ও প্রশংসা পাচ্ছেন, কিন্তু সেগুলো কোনো বিশেষজ্ঞ মতামত মনে হয় নি আমার কাছে। অনেকে ১০-১২ বছর ধরে লিখছেন এবং অজস্র লিখছেন, কিন্তু প্রথম কবিতা থেকে আজকের কবিতায় কোনো উত্তরণ নেই। অনেকে প্রচুর ছড়া লিখেছেন এবং লিখছেন, প্রশংসাও পাচ্ছেন, কিন্তু এসব ছড়ায় শিল্পমান অনুপস্থিত এবং ছড়ার গঠন অতি দুর্বল। এর মধ্যেই হঠাৎ হঠাৎ আহমেদ জী এস ভাইয়ের অল্প কয়েকটা কবিতা পড়েছি। আমি বিস্মিত হয়েছি তার কবিতার মান দেখে। কমেন্টে বলেছিও। তার একটা-দুটো কবিতাই মনে হয়েছে ব্লগের সেরা কবিতাগুলোর মধ্যে সেরা। ৎঁৎঁৎঁ তুখোড় কবিতা লেখেন, কিন্তু কালেভদ্রে ব্লগে আসেন। জাহিদ অনিক ভালো কবিতা লিখতেন। এখন তিনি ব্লগ ছেড়ে শৌখিন ইউটিউবার বনে গেছেন। শাহ আজিজ ভাই, বিদ্রোহী ভৃগু ও শায়মা হকও কবিতা লিখছেন, মান ভালো। ফরিদ ভাই একজন নেচারাল কবি। তার সম্পর্কে আমার রিডিং হলো, তিনি কবিতা লেখা শুরু করলে গড়গড়িয়ে শব্দগুলো বেরিয়ে আসে। সোনালী ডানার চিল - হঠাৎ হঠাৎ ব্লগে উদয় হোন। নবীন ব্লগারদের মধ্যে মাঝে মাঝেই দু-একজনকে হঠাৎ হঠাৎ ব্লগে এসে দারুণ দারুণ কবিতা পোস্ট করতে দেখা যায়, কিন্তু কিছুদিন পর তাদের আর কোনো খোঁজ থাকে না।

আমাদের কবিতা কেন ভালো মানের কবিতা হয় না? কারণ, ভালো মানের কবিতায় আমাদের অ্যাক্সেজ খুব কম। কবিতার ১ম লাইন, বা একটা-দুটো শব্দ দেখেই বলে দেয়া যায় কবিতার মান সম্পর্কে আর কবির কবিতার উপর অধ্যয়ন ও দখল সম্পর্কে। ২০০৮ থেকে আমি ব্লগে, তখন দেখেছি তুখোড় একেকজন কবির উপস্থিতি। জাহিদ অনিকের মতো তারা চলে গেছেন। যাদের কবিতা পড়ে নিজেকে ইম্প্রুভ করতে পারবো, এমন কবিরা এখন ব্লগে আসেন না।

আরেকজন প্রিয় কবির নাম মনে করার চেষ্টা করছি। রুবাইয়াত বা শের লেখেন। কবিতার উপর তিনি বিশেষজ্ঞ। তিনি আমার এত প্রিয়, কিন্তু এই মুহূর্তে তার নাম মনে আসছে না :(

গল্প আমি ফেইসবুকে একবার একটা স্টেটাস দিয়েছিলাম। ব্লগে আহমেদ জী এস ভাইয়ের 'কষ্টে আছে আইজুদ্দিন' গল্পটা আমার পঠিত সারাজীবনে সেরা গল্পগুলোর মধ্যে একটা। তিনি ফিচার ও সমসাময়িক বিষয়ের সাথে কবিতা ও গল্পেও যে অসাধারণ, তার ঐ একটা গল্প পড়েই বোঝা যায়। কয়েক বছর আগেও ব্লগে গল্পকারের সংখ্যা ছিল প্রচুর। প্রফেসর শঙ্কু, পুলহ, কয়েস সামী, মোঃ ইসহাক, এবং কিছুদিন আগে পর্যন্ত মোস্তাফিজুর রহমান তমাল ছিল গল্প নিয়ে। জাদিদ ভাই ভালো মানের গল্পকার, কিন্তু তার শেষ গল্প তিনি কবে লিখেছেন মনে হয় নিজেও ভুলে গেছেন :) তিনি কবিতাও ভালো লেখেন। আচ্ছা, সমস্যা হলো শায়মা আপুকে নিয়ে। তিনি গল্পে সেরা, কিন্তু সেগুলো ছোটোগল্প নয়, লম্বা গল্প বা উপন্যাস। যখন যেটা লেখেন, সেটায় তিনি সেরাদের সেরা। একসময় রাজীব নুর গল্প লিখতেন। তার গল্পের হাত ভালো। তিনি সর্বশেষ কবে গল্প লিখেছেন, হয়ত তার নিজেরও মনে নেই। চাঁদগাজী ভাইয়ের কিছু গল্প পড়েছিলাম অনেক আগে। সেগুলো মনে দাগ কাটার মতো ছিল।

এ হলো গল্প-কবিতা সম্পর্কে আমার মতামত। আমার এ মতামত আমার আগের কমেন্টের অংশ হিসাবে ধর্তব্য। এ নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত। দয়া করে কেউ পারসোনালি নেবেন না।

২৭| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৩

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: কবিতায় - Subdeb ghosh,

২৮| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৯

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: আমি ব্যতিক্রমি একটি বিষয় নিয়ে লেখা জন্যে নিজেই নিজেকে মনোনয়ন দিলাম - আমার দেশের মেধাবি সন্তানদের ৪৫ (পয়তাল্লিশ) হাজারের অধিক বিশ্বমানের আবিষ্কার সমুহ ব্যাপক উতপাদন, বিপনন, বাজারজাতকরণ ও বিদেশে রপ্তানির জন্যে রাষ্ট্রিয় স্বিকৃতি ও পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি । অধিকতর উন্নত গবেষণার ব্যবস্থা করাও আবশ্যক । প্রয়োজনে, বিনা সুদে ব্যাংক ঋণ বা সামান্য সুদে (নাম মাত্র সুদে) ব্যাংক ঋণের ব্যবস্থা করলেও এসব আবিষ্কারকদের উতসাহ বা প্রেরণা বা প্রনোদনা দেয়া যেতে পারে । ব্যাপক উতপাদনের, বিপনণের ও বাজারজাতকরণের এবং বিদেশে রপ্তানির জন্যে গণভবণে মাননিয় প্রধানমন্ত্রির একান্ত সান্নিধ্যে, কঠোর নির্দেশনায় ও নিবিড় তত্ত্বাবধানে একটি “গবেষণা কর্মসুচি” গ্রহণ একান্ত জরুরি বলে প্রতিয়মান । যে খাত থেকে মিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আসবে দেশে । লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থান হবে দেশের ।

২৯| ২২ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

জুল ভার্ন বলেছেন: বিষয় ভিত্তিক নয়, একজন পাঠক হিসেবে আমার ভালো লাগা ব্লগারদের নামঃ
অপু তানভীর, নীল আকাশ , পদাতিক চৌধুরী, মনিরা সুলতানা, খায়রুল আহসান, সেলিম আনোয়ার, সোনাবিজ অথবা ধূলো বালিছাই, ভুয়া মফিজ, গিয়াস উদ্দিন লিটন, সাড়ে চুয়াত্তর, আহমেদ জিএস, মিরোডডল, কাজী ফাতেমা ছবি, রাজীব নূর, শেরজা তপন, সোহানী, বিদ্রোহী[ ভৃগু, হাসান মাহবুব, শাহ আজিজ।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে ব্লগে যারে লেখালেখি করে সবাই ভাল লেখেন
কারো নাম প্রকাশ করতে গেলে সমস্যার সৃষ্টি হয়
তাই আমি কারো নাম প্রকাশ করছি না!
আমার কাছে সবাই সেরা-------
শুভ হোক ব্লগিং

৩১| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সেরা নবীন ব্লগার নামে একটা ক্যাটাগরি থাকলে ভালো হত , যে করেই হোক পুরস্কারটা আমিই বগলদাবা করতাম :-P !

আমার মনে হয় মনোনয়ন করবার সুযোগ নেই । তাই আমার মনোনয়ন হলো পুরো সামু ব্লগ !!

৩২| ২২ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: সেরা ছোট গল্প
রানার ব্লগ
অপু তানভীর

( এই দুই ভাইয়া ছাড়া ছোট গল্প আর তেমন কেউ লিখে না)

কবিতা
সোনাবীজ ধুলোবালিছাইভাইয়া
সেলিম আনোয়ার ভাইয়া( সকল সময়ে সকল বিষয়ে কবিতা লিখে ফেলার স্কিলের জন্য)

ফিচার

এম আ আলীভাইয়া
আহমেদ জি এস
কলাবাগানভাইয়া


সেরা কমেন্টার

সাড়ে চুয়াত্তরভাইয়া
মাহা ভাইয়া
খায়রুল আহসানভাইয়া
আহমেদ জি এস ভাইয়া
এম আ আলী ভাইয়া
মিররডল




৩৩| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১

করুণাধারা বলেছেন: আমার মনোনয়ন দিলাম, এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে তাদের...

শারীরিক অসুস্থতা নয়, বরং কর্ম ব্যস্ততার কারণে যারা সামুতে আসেন না, তাদের কেউ যদি সেরা ব্লগার নির্বাচিত হন, তবে আমার অনুরোধ, নির্বাচিত হবার পর যেন তারা আবার নিয়মিত হন।

নামের অক্ষরের ক্রম অনুযায়ী আমার মনোনয়নের লিস্ট তৈরি করা হয়েছে।


ক্যাটাগরী একঃ ছোটগল্প

অপু তানভীর: গল্পের সমাপ্তি মিলনাত্মক হওয়ায়।

ইসিয়াক: সহজবোধ্য হওয়ায়।

গিয়াসউদ্দিন লিটন: গল্পে হাস্যরস থাকায়।

নীল আকাশ: বাস্তব জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করে গল্পের মাধ্যমে মেসেজ পৌঁছানোয়।

পদাতিক চৌধুরী: জীবন ঘনিষ্ঠ, ভাষার সরলতার জন্য।



ক্যাটাগরী দুইঃ কবিতা

কাজী ফাতেমা ছবি: ভাষার সরলতা।

খায়রুল আহসান: গভীর ভাবনার প্রকাশ।

জিএম হারুনুর রশিদ: ভাবনার সুন্দর প্রকাশ।

বিদ্রোহী ভৃগু: কঠিন শব্দ প্রয়োগে সুন্দর কবিতা লেখা।

মুনিরা সুলতানা: কঠিন শব্দ প্রয়োগে সুন্দর কবিতা লেখা।

শায়মা: ছন্দ ও ভাষার চমৎকারিত্ব।

হাবিব: ছন্দময় কুরআন শরীফের বিভিন্ন সুরা সুন্দর ভাবে অনুবাদ করে সনেটে রূপান্তর।


ক্যাটাগরী তিনঃ ফিচার/প্রবন্ধ/আর্টিকেল

আহমেদ জী এস: তথ্য সমৃদ্ধ, কঠিন বিষয়ে সহজবোধ্য ফিচার লেখার জন্য।

ডঃ এম এ আলী: তথ্য সমৃদ্ধ, সহজ ভাষায় বিস্তারিতভাবে ফিচার লেখার জন্য।

জুন: ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন স্থান নিয়ে প্রবন্ধ আর আর্টিকেল লেখার জন্য।

শায়মা: নিয়মিতভাবে রকমারী বিষয়ে ছবিসমৃদ্ধ বিস্তারিত ফিচার লেখার জন্য।

শের শায়রী: তথ্যসমৃদ্ধ ফিচার রকমারী বিষয়ে আর প্রতি তথ্যের লিঙ্ক সংযোজন করে লেখার জন্য।

শেরজা তপন: রকমারী বিষয়ে, নিয়মিত ফিচার লেখার জন্য।

সোহানী: জীবন ঘনিষ্ঠ বিষয়ে সহজবোধ্য ফিচার লেখার জন্য।


ক্যাটাগরী চার : সেরা মন্তব্যকারী/ সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক।

আহমেদ জী এস: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্ট পড়ে তারপর মন্তব্য করার জন্য।

খায়রুল আহসান: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

জুন: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

নীল আকাশ: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

ভূয়া মফিজ: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য

মিররডডল: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

শায়মা: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

সাড়ে চুয়াত্তর: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

সোহানী: আন্তরিক, প্রাসঙ্গিক, পোস্টের বিষয়ে বোধগম্য মন্তব্য।

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: আমার মনোনয়নঃ

ছোটগল্পঃ আমি ছোটগল্প খুব বেশি পড়িনি। যতটুকু পড়েছি তার মধ্যে আমার পছন্দের লেখকঃ

১। মরহুম আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ গল্প লিখতেন। আবেগের বহিঃপ্রকাশ সঠিক মাত্রায় থাকতো, ভাষার ব্যবহারে ও বানানে ভুল কম ছিল।

২। মুস্তাফিজুর রহমান তমাল। জীবন ঘনিষ্ঠ গল্প লিখেন। নিয়মিত লিখেন না। তবে তার লেখা যতগুলো গল্প পড়েছি, সবগুলোই ভালো লেগেছে। সমাজের নানা চলতি ঘটনাবলী নিয়ে লিখে থাকেন বলে গল্পে পাঠকের জন্য ভাবনার উপকরণ থাকে।

৩। অপু তানভীর। ভিন্ন ভিন্ন বিষয়ে গল্প লিখতে তিনি সিদ্ধহস্ত। লেখার গতিধারা সাবলীল। প্রচুর লিখেন, পাঠকের মনযোগও ধরে রাখতে পারেন, তবে তার লেখায় একটা তাড়াহুড়োর ছাপ থাকে। বানান এবং যতিচিহ্ন ব্যবহারের কিছু ত্রুটি লক্ষ্য করেছি। পোস্টের আগে একবার চোখ বুলিয়ে নিলে তার কাছ থেকে সাবলীল ভাষার ত্রুটিহীন ছোটগল্প আমরা অনেক পাবো।

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: আমার মনোনয়নঃ কবিতা

১। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই। উনি সব্যসাচী ব্লগার। দুই হাতে নয়, মনে হয় দশ হাতে লিখে চলেছেন। অনেক পুরনো ব্লগার; ভিন্নধর্মী বিভিন্ন বিষয়ের উপর তার বেশ কিছু লেখা আছে। তবে তার মধ্যে আমি মনে করি তার কবিতা এবং গীতিকবিতা লক্ষ্যণীয়ভাবে উৎকর্ষ। উনি কবিতার ব্যকরণ বোঝেন, ছন্দের কাঠামোর উপর ভালো ধারণা রাখেন। ভাষা ও বানানের ব্যবহার প্রায় নির্ভুল বলা চলে।

২। আহমেদ জী এস। ওনার লেখার ঝুলি নানা রত্নে সমৃদ্ধ। তার মধ্যে কবিতার সংখ্যা অল্প, কিন্তু যেগুলো লিখেছেন, তার সবই মানোত্তীর্ণ। নির্ভুল ভাষা ও বানানের প্রতি তীক্ষ্ণ মনযোগী।

৩। নব ভাস্কর। খুব বেশি লিখেন না, তবে এ যাবত যা লিখেছেন, তার বেশিরভাগই কবিতা। সহজ, সরল, সুন্দর কবিতা লিখেন, যা পাঠক সহজে বোঝে এবং যা পাঠ করে পাঠক কবিতার সাথে একাত্ম বোধ করতে পারে।

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: আমার মনোনয়নঃ ফীচার/প্রবন্ধ/আর্টিকেল

১। ডঃ এম এ আলী। বিবেচনাধীন সময়ে গবেষণাধর্মী লেখার সচিত্র এবং সপরিসংখ্যান আলেখ্য উপস্থাপনে উনি এ ব্লগের একজন দিকপাল। অধুনা তিনি স্বাস্থ্যগত কারণে লেখালেখি থেকে বিরত আছেন, কিন্তু ইতোমধ্যে তিনি যেসব মূল্যবান ফীচার ও প্রবন্ধ ব্লগে রেখে গেছেন, তা ব্লগের সম্পদ হিসেবে বহুবছর ধরে থাকবে এবং গবেষকদের কাজে আসবে। এজন্য সামু ব্লগ তাকে নিয়ে অবিমিশ্র গর্ব অনুভব করতে পারে। কৃষি বিষয়ক তার কয়েকটা পোস্ট সরকারের উচ্চ পর্যায়ে সমাদৃত হয়েছে বলে জানি। তার মধ্যে অন্যতম বাঁশ নিয়ে লেখা তার একটা পোস্ট। কৃষি বিষয় ছাড়াও উনি প্রাচীন বাংলা সাহিত্য এবং পুরাণতত্ত্ব নিয়ে বেশ কিছু ফীচার লিখেছেন, যার মধ্যে আম্রপালী, ময়মনসিংহ গীতিকা এবং তিন পর্বের মেঘদূত কাব্য উল্লেখযোগ্য। তবে, ওনার লেখায় প্রচুর বানান ভুল থাকে। এ ব্যাপারে আরেকটু মনযোগী হলে তার লেখাগুলো আরও মানোত্তীর্ণ হতো।

২। জাফরুল মবীন। এটা দুর্ভাগ্যজনক যে তিনি তার সব পোস্ট কোন কারণে ড্রাফটে নিয়ে গেছেন। উনি সামাজিক কিছু সমস্যার উপরে অসাধারণ কয়েকটি পোস্ট লিখেছেন। তার মধ্যে বিষণ্ণতা, ড্রাগ আসক্তি, নিদ্রাহীনতা, ব্রেকআপ জনিত ভগ্ন হৃদয়ের যাতনা, ইত্যাদি বিষয়ের উপর কয়েকটা লেখা পড়ে আমি মুগ্ধ হয়েছি।

৩। কাওসার চৌধুরী। ব্লগে তিনি ধুমকেতুর মত আবির্ভূত হয়ে আবার অল্প সময়েই মিলিয়ে গেছেন। তবে এরই মধ্যে তিনি নানা বিষয়ে লিখে গেছেন বেশ কয়েকটি মূল্যবান প্রবন্ধ। তার লেখায় ভাষার বাঁধন শক্ত থাকে, কিন্তু তা সাবলীলভাবে প্রবাহিত হয়। তার বানানও প্রায় নির্ভুল।

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: আমার মনোনয়নঃ সেরা মন্তব্যকারী/সেরা আলোচক/যৌক্তিক সমালোচক

১। করুণাধারা। খুব মনযোগ দিয়ে ব্লগপোস্ট পড়েন এবং সেজন্য পোস্টের খুঁটিনাটি ভুলত্রুটি খুব সহজেই ধরে ফেলতে পারেন। ওনার স্মরণ শক্তিও অত্যন্ত প্রখর। উনি সমালোচনা করলেও ভাষায় মার্জিত থাকেন, যুক্তিতে অটল থাকেন। একসময় উনি লিখতেনও প্রায় নিয়মিতভাবে, কিন্তু হালে বোধকরি উনি শুধু মন্তব্য করার জন্যই ব্লগে লগ-ইন হন। প্রতিমন্তব্যেও উনি সৎ ও সত্যনিষ্ঠ থাকেন।

২। আহমেদ জী এস। মন্তব্যে মার্জিত। ওনার প্রথম দিকের পোস্টগুলোতে এ বিষয়ে দুই একটা মন্তব্যে একটু ঘাটতি লক্ষ্য করেছি, কিন্তু তার সংখ্যা অতি নগণ্য। ওনার প্রতিটি মন্তব্য সূক্ষ্ম পর্যবেক্ষণের পরিচায়ক, কখনো তাকে আমি সামান্য কোন অপ্রাসঙ্গিক মন্তব্যও করতে দেখিনি। প্রতিমন্তব্যেও তিনি মার্জিত ও আন্তরিকভাবে মন্তব্যকারীর সাথে মিথষ্ক্রিয়ায় অবতীর্ণ হন।

৩। সাড়ে চুয়াত্তর। মন্তব্যে তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির পরিচয় দেন। পোস্ট আনুপুঙ্খ পাঠ করে তবেই মন্তব্য করেন। প্রায়ই তার মন্তব্যগুলোতে সূক্ষ্ম রসবোধের পরিচয় পাই। প্রতিমন্তব্যের ব্যাপারেও একই কথা বলা চলে।

শেষ কথাঃ অনেক মেধাবী ব্লগারের সমন্বয়ে এ ব্লগের সমন্বিত পদযাত্রায় কেউ হয়তো একটু কম, আবার কেউ একটু বেশি প্রতিভা, আন্তরিকতা আর উৎকর্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। আমি এ ব্লগের শতাধিক ব্লগারের নিয়মিত, গুণমুগ্ধ পাঠক। চেষ্টা করেছি, মনোনয়নের ব্যাপারে যতদূর সম্ভব সত্যনিষ্ঠ থাকতে। তবে এ বয়সে স্মৃতি হরহামেশা প্রতারণা করে। আমার মনোনয়নের ব্যাপারে যদি কোন ভুল হয় বা কেউ মনোক্ষুণ্ণ হয়ে থাকেন, তবে তার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৪

ফ্রেটবোর্ড বলেছেন: ক্যাটাগরী একঃ ছোট গল্প
আখেনাটেন
অপ্সরা

ক্যাটাগরী দুইঃ কবিতা
খায়রুল আহসান
জি এম হারুন অর রশিদ
কাজী ফাতেমা ছবি

ক্যাটাগরী তিনঃ ফিচার/প্রবন্ধ/ আর্টিকেল
আহমেদ জী এস
কলাবাগান১
শেরজা তপন

ক্যাটাগরী চারঃ সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক
আহমেদ জী এস
খায়রুল আহসান

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোট গল্প (অনেকের গল্প পড়া হয় নাই। তাই অনেক ভালো গল্পকার এই তালিকায় নাও থাকতে পারে)
বর্ণমালার ক্রমানুযায়ী দেয়া হল নামগুলোঃ

ইসিয়াক
নীল আকাশ
পদাতিক চৌধুরী (বড় গল্প/ উপন্যাস)
শায়মা হক (বড় গল্প/ উপন্যাস)
সোনাবীজ অথবা ধুলোবালি ছাই

কবিতাঃ (অনেকের কবিতা পড়া হয় নাই। তাই অনেক ভালো কবি এই তালিকায় নাও থাকতে পারে)
বর্ণমালার ক্রমানুযায়ী দেয়া হল নামগুলোঃ

আহমেদ জি এস
ইসিয়াক
কাজী ফাতেমা ছবি
খায়রুল আহসান
বিদ্রোহী ভৃগু
মনিরা সুলতানা
রুপক বিধৌত সাধু
রানার ব্লগ
শায়মা হক
শাহ আজিজ
সোনাবীজ অথবা ধুলোবালি ছাই
স্পানকড
সেলিম আনোয়ার
স্বপ্নবাজ সৌরভ

ফিচার/প্রবন্ধ/ আর্টিকেলঃ (অনেকের ফিচার/প্রবন্ধ/ আর্টিকেল পড়া হয় নাই। তাই অনেক ভালো ফিচার/ প্রবন্ধ/ আর্টিকেল লেখক এই তালিকায় নাও থাকতে পারে) বর্ণমালার ক্রমানুযায়ী দেয়া হল নামগুলোঃ

অনল চৌধুরী
আখেনাটেন
কলাবাগান ১
কাওসার চৌধুরী
জুলভার্ন
জাফরুল মবিন
ডঃ এম এ আলী
মোহাম্মদ কামরুজজামান
শের শায়েরী
শেরজা তপন
শায়মা হক
সোহানি

সেরা মন্তব্যকারী/ আলোচক/ যৌক্তিক সমালোচকঃ (অনেকের মন্তব্য/ আলোচনা বা যৌক্তিক সমালোচনা পড়া হয় নাই। তাই অনেক ভালো মন্তব্যকারী এই তালিকায় নাও থাকতে পারে) বর্ণমালার ক্রমানুযায়ী দেয়া হল নামগুলোঃ

আহমেদ জি এস (অনেক যৌক্তিক, জোরালো এবং মার্জিত মন্তব্য)
করুণাধারা (অনেক যৌক্তিক, জোরালো এবং মার্জিত মন্তব্য)
খায়রুল আহসান (অনেক যৌক্তিক, জোরালো এবং মার্জিত মন্তব্য)
ডঃ এম এ আলী (অনেক যৌক্তিক, জোরালো এবং মার্জিত মন্তব্য)
মা হাসান ( অনেক তথ্যবহুল, যৌক্তিক এবং রসাত্মক মন্তব্য)
মিরোরডডল (অনেক আন্তরিক এবং যৌক্তিক মন্তব্য)

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৪

মিরোরডডল বলেছেন:




প্রথমেই সামু টিমকে শুভেচ্ছা এই চমৎকার আয়োজনের জন্য।

ডঃ এম এ আলী, মনিরা সুলতানা, শায়মা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, আহমেদ জী এস, খায়রুল আহসান,
এই ছয়জন প্রিয় ব্লগার সবগুলো বিভাগেই সমানভাবে পারদর্শী। তাদেরকে নমিনেশন কি দিবো, তারা অলরেডি উইনার ।
গল্প, কবিতা, ফিচার, মন্তব্য, প্রতিমন্তব্যে তারা কেউ কারো চেয়ে কম নয় । সামুর আকাশে নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছে ।
ব্লগকে আলোকিত করে রাখার জন্য এই ছয়জন ব্লগারের জন্য শুভকামনা ।

ব্লগে আমার অল্প সময়ে খুব বেশি পড়া হয়ে ওঠেনি, তাই কয়েকজনের কথা বলতে চাই,
নো পার্টিকুলার অর্ডার ।

ছোটগল্পঃ

গুলশান কিবরিয়া, রাবেয়া রাহীম, রানার ব্লগ ।
সবচেয়ে বেশি ভালো লাগে ব্লগার ঘুটুরির ছোট গল্প ।

কবিতা:

মাস্টারদা, কালো জাদুকর, স্প্যানকড ।
সবচেয়ে বেশি পছন্দ করি জি এম হারুন অর রশিদের কবিতা ।


ফিচার, প্রবন্ধ, আর্টিকেল:

ইনফোরমেটিভ ফিচার :

কলাবাগান ১, সাজিদ!, শের শায়রী, শেরজা তপন ।

ব্যক্তিগত অভিজ্ঞতার ফিচার

সোনাগাজী , জাদিদ, সোহানী, জুল ভার্ন, নান্দনিক নন্দিনী ।

রম্য আর্টিকেল

ভুয়া মফিজ, আখেনাটেন, জুন, গিয়াস উদ্দিন লিটন ।

পার্সোনাল ইন্টারেস্ট ফিচার (ছবি ব্লগ)

অর্ক, মরুভূমির জলদস্যু, কাজী ফাতেমা ছবি ।

সেরা মন্তব্যকারী/আলোচক/যৌক্তিক আলোচক:

নতুন, পুলক ঢালী, করুণাধারা, স্বামী বিশুদ্ধানন্দ (ভালো লাগে এদের যৌক্তিক মন্তব্য) ।

ভুয়া মফিজ, সাড়ে চুয়াত্তর, ঢাবিয়ান, বিদ্রোহী ভৃগু (ভালো লাগে প্রাণবন্ত, আনন্দদায়ক মন্তব্য) ।

(কামাল৮০/ সোবুজ/নুরুল ইসলাম) ওনার কিছু যৌক্তিক মন্তব্য ভালো লাগে ।

সোনাগাজীর হিউমার মন্তব্যগুলো ভালো লাগে ।

যার মন্তব্য সবচেয়ে মজা লাগতো এবং মিস করি সেটা আর কেউ নয়, আমাদের মা.হাসান ।

যাদের কথা উল্লেখ করিনি তারাও আমার প্রিয় ব্লগার ।
নো ম্যাটার কে নমিনেশন পেলো আর উইনার হলো, সামু পরিবারের সবার জন্য আমার শুভকামনা।

৪১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: যাইহোক পুরস্কার বিষয় চলে আসাতে ব্লগ বেশ সরগরম হয়ে ওঠেছে। অনেকের ঘুম ভেঙেছে। সবাই জেগে উঠুক। বুড়ো থেকে গুঁড়ো কেউ নেই থেমে অনেকে আবার নিজের দলভারি করার কায়দা কৌশল করছে। সবাই পুরুষ্কার পাবে না। বিষয় ভিত্তিক পুরষ্কার হলে ভালো হয়। যাদের পোস্ট কম তাদের পুরষ্কার দিলে অনেকেই পোস্ট করা কমিয়ে দিবে। এটা বাজে প্রভাব ফেলবে। পুরুষ্কার দেয়া উচিৎ তাদের যারা শতভাগ উদার পোস্টের ক্ষেত্রে। ব্লগিং বয়স ও গুরুত্বপূর্ণ। উদাহারণ যদি দিই ধরুন ব্লগার শায়মার কথা। তিনি বহুদিন ধরে ব্লগিং করছেন অনেক সময় দিয়েছেন অনেক ধরণের পোস্ট ও করেছেন। ব্লগের একজন শুভাকাঙ্ক্ষী তিনি। যখন ই ব্লগ দুঃসময়ে তখনই তিনি সম্মিলিত প্রচেষ্টার অংশ হয়ে আওয়াজ তুলেছেন। অনেকেই আবার ব্লগ নিয়ে নেতিবাচক অবস্থানে। পুরষ্কারে তাদের না রাখাই শ্রেয়। যারা কমেন্ট করেন অন্যকে আঘাত দেয়ার জন্য হেয় করার জন্য তাদের তিরস্কারের বিষয়টিও থাকতে পারে তাহলে এটা একটা শিক্ষা হবে। দূর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। সমাজ সেবার নামে নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত যারা তাদের এভয়েড করার পক্ষে আমি। আর তেলবাজদের মতামত ও বর্জন করা দরকার। যাদের ব্লগিং বয়স দশের উপরে কমেন্ট ত্রিশ হাজারের উপরে তাদের পড়াশোনা জানাশুনা কম বলাটা মূর্খতা। পুরষ্কার প্ররণা হোক। নতুনদের মধ্যে উদিয়মান সম্ভাবনাময় ব্লগার পুরষ্কার থাকতে পারে। এক্ষেত্রে একজন বৃদ্ধ ব্লগিং বয়স ৫ হলেও এই শ্রেণী তে পড়া অযৌক্তিক নয়। ধন্যবাদ।

৪২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:১৩

ঈশ্বরকণা বলেছেন: সেরা নির্বাচনের গাইডলাইনগুলো/ক্রাইটেরিয়াগুলো পরিষ্কার করেই এই লেখাতেই বলা হয়েছে।কিন্তু কিছু ব্লগার মনে হয় সেরা নির্বাচনের গাইড লাইনগুলোর তোয়াক্কা করছেন না। ব্যাপারগুলো খুবই দুঃখজনক আর আপত্তিজনকও ।

৪৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:০৩

মিরোরডডল বলেছেন:




৪২ নং মন্তব্যের প্রেক্ষিতে নিজেকে একটু ক্ল্যারিফাই করি।

২) মিথ্যে বা কল্পিত কোন নাম বা মাল্টি নিক কে মনোনয়ন প্রদান করা যাবে না।

আমার কিছু মনোনয়নে আসল নাম না জানায় কল্পিত নিক ব্যবহার হয়েছে, সেভাবেই তাদের চিনি ।

৩) ব্লগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগ থাকলে কোন ব্লগারকে মনোনয়ন প্রদান করা যাবে না।

দুজনের নাম উল্লেখ করেছি যারা নীতিমালা লঙ্ঘনের আওতায় ছিলেন কিন্তু এখন নেই ।

ক্যাটাগরী তিনঃ ফিচার/প্রবন্ধ/ আর্টিকেল

ফিচার বা আর্টিকেল বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই আমি চারটা সাবটাইপ মেনশন করেছি।

যদি কোন গাইডলাইন/ক্রাইটেরিয়া অগ্রাহ্য করে থাকি, মাই এপোলোজি।

বাই দ্যা ওয়ে, মন্তব্যের তালিকায় ঈশ্বরকণা নামটাও থাকবে, কারণ উনি প্রাসঙ্গিক এবং যৌক্তিক মন্তব্য করে।

Thanks

৪৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৯

সোহানী বলেছেন: সরি, আরো কিছু নাম এড করছি ......... যাদের নাম এখন দিয়েছি তারা আমাকে মনে মনে বকা দিয়েন না ভাইয়া আপুমনিরা। বয়স হইছে তাই মাঝে মাঝে কাছের মানুষদের নামই ভুলে যাচ্ছি। ;)

- ঢাবিয়ান
- নতুন
- নান্দনিক নন্দিনী
- রোকসানা লেইস
- অর্ক
- রানার ব্লগার
- মা.হাসান
- স্প্যানকড
- হাবিব
- তাজুল ইসলাম
- ভার্চুয়াল তাসনিম
- জুল ভার্ন
- মুক্তা নীল
- রানার ব্লগ
- মোহাম্মদ গোফরান

ঈশ্বরকণা: সবাই যদি গাইডলাইন মানতো তাহলেতো পৃথিবীটা এতো জটিল কুটিল হতো না। কেউ না কেউ ভিন্ন চিন্তা করতেই পারে তাই সেটা নিয়ে এতোটা দুক্ষিত তুক্ষিত হবার কিছু নাই।

৪৫| ২৪ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৩৫

মিরোরডডল বলেছেন:




প্রিয় সোহানীপু, তোমার সাথে সামান্য দ্বিমত পোষণ করি।
ঈশ্বরকণা হলেন তুমি আমি আমাদের অনেক প্রিয় একজন ব্লগার যার মেধা এবং অভিজ্ঞতার আলোকে লেখা পোস্ট সামুর পাতায় সমুজ্জল হয়ে আছে । উনি যা বলেছেন খুবই যুক্তিযুক্ত ।

কর্তৃপক্ষ থেকে যে ক্রাইটেরিয়া দেয়া হয়েছে সেটা মেইনটেইন করতে হবে, অন্তত চেষ্টা করতে হবে ।
যেহেতু একটা ভোট হচ্ছে, আদারওয়াইজ ব্যালট পেপার (মন্তব্য) বাতিল গণ্য হবে ।

উদাহরণস্বরূপ, তোমার দুটি মন্তব্যে তোমার প্রিয় ব্লগারদের কথা উল্লেখ করেছো ।
আমিও সেখানে আমার নাম দেখে খুশি হয়েছি কিন্তু এই পোস্টটি আমাদের প্রিয় ব্লগারদের তালিকা সম্পর্কে নয় ।

আরেকটি উদাহরণ, আমি কয়েকজন ব্লগারকে মনোনীত করেছি যারা কখনোই আমার পোস্ট পড়েনি বা কমেন্ট করেনি কিন্তু তাতে কি হয়েছে ??!!! আমি তাদের লেখা পড়ি। মনে হয়েছে ক্রাইটেরিয়ার সাথে যায়, তাই উল্লেখ করেছি।
আবার এমন অনেক ব্লগার আছে যাদের সাথে রেগুলার ইন্টারঅ্যাকশন হচ্ছে, লেখাও পড়ি, তারা ভালো লেখে কিন্তু সেই লেখায় একাত্ম হতে পারিনি।

আশা করি আমার মন্তব্যে প্রিয় আপুটা কিছু মনে করেনি।

৪৬| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বেশ কঠিন কাজ। এই মুহূর্তের এনাদের নাম মাথায় আসছে।



ছোট গল্প :
হাসান মাহবুব
আহমেদ জি এস
নীল আকাশ
ইসয়াক
আখেনাটেন
পদাতিক চৌধুরী
অপু তানভীর
ডি মুন
রাজীব নূর

কবিতা :

বিদ্রোহী ভৃগু
জাহিদ অনিক
সেলিম আনোয়ার
মিথী মারজান
শিখা রহমান
সোনালী ডানার চিল
আহমেদ জি এস

ফিচারা/প্রবন্ধ / আর্টিকেল

শের শায়েরি
এম আ আলী
আহমেদ জি এস
শেরজা তপন

সেরা মন্তব্যকারী/আলোচক/যৌক্তিক আলোচক
আহমেদ জী এস
খায়রুল আহসান
ঈশ্বরকণা
ঠাকুর মাহমুদ
জুন

৪৭| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছোট গল্প :
সোনাগাজী
রানার ব্লগ

৪৮| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মরুভূমির জলদস্যু। তিনি নিজেই একটা সুবিশাল পাঠাগার ব্লগ, তাকে কোথায় ফেলা যায় খুঁজে পাচ্ছি না। তার শ্রমের স্বীকৃতি না দিলে অন্যায় হয়।

৪৯| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কবিতা:
স্প্যানকড ------- নামটা আলাদা ভাবে দিলাম। আমার কাছে একটা বিস্ময়।

৫০| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ জমজমাট ও প্রাণবন্ত রাখার কোন এওয়ার্ড থাকলে কাইন্ডলি নীচের ৭ জন কে দিয়েন। এই ৮ জন পুরা বছর সামুকে মাতিয়ে প্রাণবন্ত করে রেখেছেঃ
১) সোনাগাজী
২) শায়মা
৩) মোহাম্মদ গোফরান
৪) মিরর
৫) রাজীব নূর
৬) আর ইউ
৭) নূর মোহাম্মদ নূরু
৮) অনল চৌধুরী।

৫১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

গেঁয়ো ভূত বলেছেন: গল্প:
শায়মা
নীল আকাশ
পদাতিক চৌধুরী

কবিতা:
মনিরা সুলতানা
কাজী ফাতেমা ছবি
খাইরুল আহসান
বিদ্রোহী ভৃগু
গেঁয়ো ভুত

ফিচার, প্রবন্ধ, আর্টিকেল:
আহমেদ জী এস
শেরজা তপন
জুলভার্ন
এম এ আলী

সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক:
আহমেদ জি এস
সাড়ে চুয়াত্তর
খায়রুল আহসান

রম্য:
ভুয়া মফিজ
আখেনাটেন
শেরজা তপন

ভ্রমণ ও ফটোগ্রাফি:
মরুভূমির জলদস্যু
জুন

৫২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৪০

নিয়াজ সুমন বলেছেন: ছোট গল্পঃ
অপু তানভীর
আখেননাটেন
ইসিয়াক
পদ্ম পুকুর

কবিতাঃ
সেলিম আনোয়ার
সোনাবীজ
মনিরা সুলতানা
কাজী ফাতেমা ছবি
বিদ্রোহী ভৃগু্
জাহিদ অনিক
মাইদুল সরকার
ঢুকিচেপা
নিয়াজ সুমন

ফিচার/প্রবন্ধ /আর্টিকেলঃ
শেরজা তপন
জূল র্ভান
ভুয়া মফিজ
সোনা গাজী
সোহানী
কাছের-মানুষ
মলাসইলমুইনা

ভ্রমণ ও ছবি ব্লগঃ
মরুভূমির জলদস্যু
ফাতেমা ছবি
বোকা মানুষ বলতে চায়
রাজীব নুর
সামিয়া
নিয়াজ সুমন

সেরা মন্তব্যকারী/আলোচক/সমালোচকঃ
শায়মা হক
ডঃ এম এ আলী
ঠাকুর মাহমুদ
মিররডল
সোনাগাজী
সোহানী
নেওয়াজ আলী
চাঁদগাজী

৫৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফিচার/প্রবন্ধ /আর্টিকেলঃ
কাছের-মানুষ

ছোট গল্পঃ
পদ্ম পুকুর

৫৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় ব্লগার ! সামহুয়ারইন ব্লগের জন্মদিন, ব্লগ দিবস এর শুভেচ্ছা সবাই কে!
বর্ষশেষে ব্লগ ও ব্লগারদের নিয়ে চমৎকার উদ্যোগের গ্রহণের জন্যে ব্লগ পরিচালনা পরিষদ কে সাধুবাদ জানাই। আশা করছি এ আয়োজন একটিভ ইনেক্টিভ সকল ব্লগারদের কে অন্যরকম অনুপ্রেরণা কাজ করবে। আমরা যারা কাছাকাছি সময়ে ব্লগিং করছি পারস্পপারিক হৃদ্যতা মতপার্থক্য সবকিছুই মিলিয়েই আমাদের ব্লগিং মিথস্ক্রিয়া। দিন শেষে আমরা সবাই ব্লগার, ভালবাসি ব্লগ, ভালোবাসি সকল ব্লগারদের। বিভিন্ন ক্যাটাগরী তে আমার বছরজুড়ে ভালোলাগার তালিকা।
​​
​​ক্যাটাগরী -১ ছোট গল্প

১- অপু তানভীর- আমাদের ব্লগের অপু তানভীর একজন ই, অনন্য ! প্রতিটি গল্পে তার নিজস্বতার ছাপ থাকে, সাবলীল ও সুপাঠ্য। বেশির ভাগ সময়ে গল্প পাঠ শেষে ঠোঁটের কোনায় পরিতৃপ্তির হাসি হাসা যায়।
২- নীল আকাশঃ বর্তমান বাস্তবতার নিরিখে লেখা ছোট গল্পগুলোর প্রাণ হয় নীলআকাশের লেখা চরিত্র গুলো। দারুণ মুন্সিয়ানায় তুলে আনেন তাদের ভিন্নমাত্রার চারিত্রিক বৈশিষ্ট্য।
৩- পদাতিক চৌধুরীঃ ব্লগে বেশ কয়েকটা দুর্দান্ত গল্প এর রচয়িতা পদাতিক চৌধুরী' র লেখায় আপনি একটা পেশা জাতী, সমাজ সম্পর্কে সম্পূর্ণ ধারনা পাবেন। সাবলীল, খুব সাধারণ লেখার ভঙ্গী, সমাজের সাধারণ জনগোষ্ঠী কে নিয়ে লেখা গল্প গুলো আসলেই মন ছুঁয়ে যায়।
৪- আখেনাটেনঃ শৈশব নিয়ে, বর্তমান জীবন নিয়ে , ব্লগারদের নিয়ে যে কোন রচনাই উনি রম্যের ধাঁচে লিখতে উস্তাদ।
৫- ভুয়া মফিজঃ উনার নিজস্ব ঢঙে বলা বাস্তব চরিত্র গুলোর সমন্বয়ে যে গল্প গুলো আমাদের সামনে আনেন ভীষণ উপভোগ্য হয়।

ক্যাটাগরী দুইঃ কবিতা
১- আহমেদ জী এসঃ ভাষার অলংকরণ, কাব্যিকতা, বিষয় বস্তুর গভীরতা। কবির লেখায় সবকিছু ই দারুণ ভাবে উঠে আসে।
২- খায়রুল আহসানঃ আহসান ভাইয়ার কবিতা ভালো লাগে গভীর জীবনবোধ, ভাষার সরলতার জন্যে।
৩- জাহিদ অনিকঃ জাহিদ অনিক একজন আধুনিক কবি, শব্দ চয়ন , উপস্থাপনের চমৎকারিত্ব সব মিলিয়ে ভালো লাগে।
৪- কাজী ফাতেমা ছবিঃ কাজী ফাতেমা ছবি আপুর অবিরাম লেখার দক্ষতা আমাকে মুগ্ধ করে।
৫- সেলিম আনোয়ারঃ সেলিম আনোয়ার ভাইয়ার সাবলীল লেখার দক্ষতা ভালো লাগে।

ক্যাটাগরী তিনঃ ফিচার/প্রবন্ধ/ আর্টিকেল


১- ডঃ এম এ আলীঃ ডঃ এম আলী ভাইয়ার ফিচার পোষ্ট গুলো ব্লগের সম্পদ ! বিভিন্ন বিষয়ে সবিস্তারে ,তথ্য সমৃদ্ধ পোস্টের সফল উদহারন হয়ে আছে উনার লেখা গুলো।
২- জুন আপুঃ ব্লগার জুন আপুর ভ্রমণ সংশ্লিষ্ট পোষ্ট গুলো আমাদের ব্লগের ইবনে বতুতা আপু হিসেবে পরিচিতি দিয়েছে। , ইতিহাস ঐতিহ্য নান্দনিকতা আর দারুণ সব ছবি জুন আপু পোষ্ট গুলো কে ব্লগের সম্পদ করে তুলেছে।
৩- শায়মা হকঃ শায়মার লেখা শিশুদের শিক্ষা দেশীয় ঐতিজ্য নিয়ে পোষ্টগুলো তার নিজস্বতা নিয়ে অনন্য।
৪- শেরজা তপনঃ ব্লগার শেরজা তপনের ভ্রমণ ব্লগ গুলো এতোটাই জীবন্ত যে নিজেকে সে ভ্রমণের অংশ মনে হয়। সাথে যখন কৈতক যোগ হয়, সেটা হয়ে যায় দারুণ উপভোগ্য।
৫- মোস্তাফা কামাল পলাশঃ ব্লগার মোস্তাফা কামাল পলাশের বিজ্ঞান বিষয়ক বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত পোষ্ট গুলো নিঃসন্দেহে ব্লগ কে সমৃদ্ধ করে।

ক্যাটাগরী চারঃ সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক

১- আহমেদ জী এসঃ বিষয় সংশ্লিষ্ট চমৎকার একাধারে কাব্যিক, রসাত্মক, বুদ্ধিদীপ্ত মন্তব্য করতে উনার জুরি মেলা ভার, যৌক্তিক, জোরালো অথচ মার্জিত সমালোচনা প্রায়শয় পেয়ে থাকি।
২- খায়রুল আহসানঃ আহসান ভাইয়ার পাঠের অভ্যাস দুর্দান্ত, পোস্ট এবং পোষ্টে আসা মন্তব্য সব মিলিয়ে দারুণ মন্তব্য করেন।
৩- সোনাবীজ ভাইয়াঃ ভাইয়ার ছোট্ট করে প্রশংসা সবসময় ই দারুণ। সাথে যৌক্তিক সমালোচনার দিকটাও ভালো লাগে।
৪- সাড়ে চুয়াত্তরঃ সাড়ে চুয়াত্তরের মন্তব্য আলোচনা , প্রশংসা এবং সংশোধনী থাকে থাকে।
৫- মিরোরড ডলঃ আন্তরিক দুর্দান্ত রসবোধ সাথে থাকে মার্জিত ভাষায় সমালোচনা।

জুল ভার্ন ভাই , মলাসইলমুইনা ভাই, মা হাসান, ঠাকুর মাহমুদ , করুণা ধারা আপু , সোহানী আপু , মুক্তা নীল, পদাতিক চৌধুরীর, নীলআকাশ , গেঁয়ো ভূত আর সদ্য প্রয়াত নুরু ভাইয়ার মন্তব্য ও অনেক সুন্দর হয়।


৫৫| ২৪ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

অপু তানভীর বলেছেন: ছোট গল্পঃ
আখেনাটেন
শায়মা/অপ্সরা
ইসিয়াক

ফিচার
শের শায়েরি
ভুয়া মফিজ
শেরজা তপন

সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক
সোনাবীজ ভাই
আহমেদ জীএস
আরইউ
ঈশ্বরকণা


কবিতা আমি একদম পড়িনা তাই এই ক্যাটাগড়িতে নির্বাচন করতে পারবলাম না ।

৫৬| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৯

গেঁয়ো ভূত বলেছেন: সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক
হিসেবে আমি ব্লগার সোনাবীজ; অথবা ধুলাবালি ছাই এর নাম যুক্ত করতে চাই।

৫৭| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫০

মিরোরডডল বলেছেন:




তানভীকে থ্যাঙ্কস মনে করিয়ে দেবার জন্য ।
আরইউ বলে যে কেউ আছে আমি ভুলে গিয়েছিলাম :)
স্মৃতিভ্রম :(

প্রাসঙ্গিক/যৌক্তিক মন্তব্যে আরইউর নামটা অবশ্যই যোগ করতে চাই ।

স্মৃতিভ্রম শব্দটা লিখতেই কল্পের কথা মনে পড়লো ।
ছোট গল্পের অনুবাদে কল্পভ্রমের নামটা যোগ করতে চাই ।

সময়ের পর আরো কতজনকে মনে পড়বে কে জানে !
আবারও সবার জন্য শুভেচ্ছা থাকলো ।


৫৮| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৬

ইসিয়াক বলেছেন:








ক্যাটাগরী একঃ ছোট গল্প
১।অপু তানভীর
২।পদাতিক চৌধুরী
৩। নীল আকাশ

ক্যাটাগরী দুইঃ কবিতা
১।জাহিদ অনিক
২।খায়রুল আহসান
৩।মনিরা সুলতানা

ক্যাটাগরী তিনঃ ফিচার/প্রবন্ধ/ আর্টিকেল
১।শেরজা তপন
২।আহমেদ জী এস
৩।ডা. এম এ আলী

ক্যাটাগরী চারঃ সেরা মন্তব্যকারী / সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক
১।খায়রুল আহসান
২। সোনা বীজ,অথবা ধুলাবালি ছাই
৩। সাড়ে চুয়াত্তর

৫৯| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৫

গেঁয়ো ভূত বলেছেন: ফিচার/প্রবন্ধ /আর্টিকেলঃ

মিরোরডডল এর নামটাও বাদ পরে গেছে, স্মৃতি বড়োই প্রতারক! বুঝেছি বয়স হৈছে।

৬০| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৭

সোহানী বলেছেন: আরো নাম যোগ করি..........
- মোস্তফা কামাল পলাশ

মিরোর,
তুমি দুইটি বিষয় এনেছো, এক, ক্রাইটেরিয়ার ভিত্তিতে মনোনয়ন, দুই, আমার ব্লগ পড়েনি বলে তাদেরকে যুক্ত না করা।

ওয়েল, আমি ক্রাইটেরিয়ার ভিত্তিতে মনোনয়ন দেয়নি। এ ও আমি জানি যে আমার ভোট এখানে বাতিল হবে বা গণ্য হবে না। তারপরও কেন দিলাম? কারন,

আমার কাছে ব্লগে সেরা বা শ্রেষ্ঠ শব্দটায় ভীষন আপত্তি। কারন ব্লগ হলো অনেকটা মনের খেরোখাতা। সেখানে কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে কাউকে আটকে রাখতে চাইনা। যেমন সোনাবীজ ভাই, আলী ভাই বা জী ভাই সবাই কবিতা গল্প সমসমায়িক বিষয় নিয়ে লিখে। তাদেরকে আমি একটি বিষয়ে আটকে রেখে বাকিগুলোকে অবজ্ঞা করতে পারি না।

আর সামহোয়ার ব্লগের চলমান শক্তি হলো ব্লগার। সবার ভুমিকা আছে এখানে কোন না কোন ভাবে। তাই কাউকে প্রাধান্য দিয়ে বাকিদের অবজ্ঞা করতে পারি না। ব্লগ মানেই সবার স্বতফূর্ত অংশগ্রহন, সেখানে কাউকে সেরা বলে বাকিদের ভূমিকা অগ্রাহ্য করতে পারি না।

এখন আমি একজনকে সেরা বলে লাফালাফি করলাম, আর বাকিদেরকে গোনায় ধরলাম না। এরকম কিছুতে আমি আগ্রহী নই।তাই আমি যাদেরকে ব্লগের চলমান শক্তি মনে করেছি তাদেরকে যুক্ত করেছি।

আর তোমার দ্বিতীয় বিষয়, "আমার ব্লগ পড়েনি বলে তাদেরকে যুক্ত না করা" এ বিষয়টাতে আপত্তি করছি কারন আমি তাদের নামই যুক্ত করেছি যাদের লিখা আমি রেগুলার পড়ি। এটা আমার ব্যার্থতা কারন আমি সময় দিতে পারি না তাই সব লিখা পড়তে পারি না। সেখানে আমার লিখা কে পড়লো নাকি পড়লো না তা দেখার মতো সময় করা হয়ে উঠে না। আমি একজন সাধারন মানুষের চেয়েও একটু বেশী ব্যাস্ত থাকি। কারন অনেক অনেক কিছুর সাথে আমি যুক্ত। তারপরও চেস্টা করি একটু সময় পেলেই ব্লগে ঢুকি।

আশা করি আমার ব্যাখ্যা তুমি বুঝতে পারছো।

অনেক ভালো থাকো।

৬১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৭

মিরোরডডল বলেছেন:




আর তোমার দ্বিতীয় বিষয়, "আমার ব্লগ পড়েনি বলে তাদেরকে যুক্ত না করা" এ বিষয়টাতে আপত্তি করছি

আমি এটা বলিনি আপু, তুমি বুঝতে ভুল করেছো ।
আমিও এটাই বলেছি যে কেউ আমার পোস্ট পড়লো কিনা, কমেন্ট করলো কিনা তাতে কিছু যায় আসে না ।
কিন্তু তাদের লেখা আমি পড়ি । তাদেরকে নমিনেইট করেছি যেহেতু মনে হয় তারা ডিজার্ভ করে ।

তারমানে এই না যে বাকিদের অগ্রাহ্য করা ।
সবার নামতো দেয়া যাবেনা, তাই কিছু নাম উল্লেখ করেছি ।

তুমিও ভালো থেকো আপু ।

৬২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গল্পঃ
ইসিয়াক (জীবনবোধ)
নীল আকাশ (সামাজিক)
আখেনাটেন (রসাত্মক)
অপু তানভীর (রোমান্টিক)

কবিতাঃ
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই (ছন্দ জ্ঞান এবং ভাব প্রকাশ)
বিদ্রোহী ভৃগু (আধ্যাত্মিকতা)
মনিরা সুলতানা (চিত্রকল্প)

ফিচারঃ
আহমেদ জীএস (জীবনদর্শন)
কাওসার চৌধুরী (তথ্যপূর্ণ)
শেরজা তপন (নতুনত্ব)
শায়মা (শিশুকিশোরদের বিকাশ, উপস্থাপনা)
ভুয়া মফিজ (জ্ঞানমূলক)
কাছের মানুষ (অভিজ্ঞতা)
শ্রাবণধারা (ওই)

মন্তব্যঃ
খায়রুল আহসান (অভিজ্ঞতা, উপলব্ধি)
সারে চুয়াত্তর (ওই)
মিরোরডল (ওই)
সোহানী (ওই)

৬৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪০

রেজাউল৮১ বলেছেন: আমি আমার মতো করে মনোনয়ন দিয়ে গেলাম, বাকি বিচারকদের হাতে।
সর্বকালের সেরা মডারেটর- বর্তমান মডারেটর।
সবচাইতে মানবিক ব্লগার- জাদীদ।
সেরা রম্য লেখক: জাদীদ
সেরা কমেন্ট কারি: জাদীদ
সেরা স্বাস্থ্য সচেতন ব্লগার: জাদীদ
সেরা কমেন্টএর জবাবদানকারী- জাদীদ
সেরা ছ্যাঁচড়া ব্লগার- সোনা বাবা উর্ফে শম্শের।
সেরা চোর- রানূ চোরা উর্ফে বক্কর চোর উর্ফে মূর্গী রানূ
সেরা যন্ত্রনাদায়ক ব্লগার - মহাজাগতিক ব্লগার।
সেরা মেয়পেও কমেন্টকারি ব্লগার - কামাল/নূরুলইসলা/ সবুজ
সবচাইতে জ্ঞানী ব্লগার- এইখানটাতে আগুন চৌধ্রী উরফে বেগুন চৌধ্রী এবং সোনা বাবার মধ্যে টাই হবে

৬৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৮

রেজাউল৮১ বলেছেন: ব্লগার নজসু দিনের অধিকাংশ সময় লগইন করে থাকেন। ব্লগ পড়েন। তবে কমেন্ট তেমন একটা করেন না।
ব্লগার এলএমজি , তারেক উল্লাহ, আলমগীর সরকার লিটন, স্প্যান্কড - এরা কখনো ব্লগের কোন সিন্ডিকেটের অংশ ছিলেন না, ফলে তেমন একটা কমেন্ট লাইক পান্না, এরপরেও নিরাশ হয়ে পোস্ট দেওয়া বন্ধ করেননি। এরকম অসংখ্য ব্লগার আছেন যারা সিন্ডিকেট বাজী না করে নিরবে নিভৃতে ব্লগ পড়ে যান লিখে যান কমেন্ট করে যান। এনারাই ব্লগের প্রকৃত হিরো। সম্মাননা দিলে এনাদের দেয়া উচিত।

খলিল মাহমুদ, আহমেদ জী এস, শায়মা, অপু তানভীর, লেখোয়াড় সহ কয়েকজন ব্লগারের উপর আমার বিশেস দুর্বলতা আছে, তবে ওনাদের কারো নাম কোন ক্যাটাগরিতেই প্রস্তাব করছি না।

৬৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১২

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




ব্লগ দিবসে সামু ব্লগের সবাইকে শুভেচ্ছা।

আমার কিন্তু মনে হয়, এভাবে প্রতিযোগিতামূলক সেরা ব্লগার নির্বাচন না করে বরং প্রবীন-নবীন ( ব্লগিং সময়কাল ) যারাই ব্লগে নিয়মিত আর নিবেদিত ভাবে বিষয়বস্তু সমন্বিত পোস্ট এবং প্রাসঙ্গিক মন্তব্য করে ব্লগের পাতাকে এতোদিন ফুলিয়ে ফাঁপিয়ে সমৃদ্ধ করেছেন এবং করে যাচ্ছেন প্রতিদিন, তাদেরকেই সেরা ব্লগার হিসেবে প্রশংসা করা যেতে পারে।

৪১ নম্বর মন্তব্যে সেলিম আনোয়ার যা বলেছেন তার কিছু কিছু কথা এক্ষেত্রে ভেবে দেখার মতোই। অনেক ব্লগারই অনেক লেখা পড়েন না বা সব লেখা পড়ার সময় বের করতে পারেন না । আবার কেউ কেউ পড়েন বটে কিন্তু মন্তব্য করেন না। তাই পাঠকদের নির্বাচনে অনেক সমৃদ্ধ লেখা ও মন্তব্য এবং ঋদ্ধ ব্লগারগন আড়ালে পড়ে যেতেই পারেন। আবার কেউ কেউ দীর্ঘদিন বাদে হঠাৎ করে এসে লেখা দিয়ে বা মন্তব্য করে উধাও হয়ে যান। তারাও বাছাইয়ের মধ্যে ঢুকে পড়েন। এসব যাবতীয় “অডস” হিসেবের মধ্যে ধরলে এমন বাছাই প্রক্রিয়া সুষ্ঠ এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কমে যাওয়াই স্বাভাবিক।

মনে রাখতে হবে , দিন শেষে আমরা ভালো-মন্দ মিলিয়ে সবাই-ই ব্লগার। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর সময় বের করে যারাই ব্লগে নিয়মিত থাকছেন, কম বেশী বিষয় সমৃদ্ধ পোস্ট দিচ্ছেন, প্রাসঙ্গিক এবং পরিশীলিত ও শালীন মন্তব্য করছেন তারা সবাই-ই সেরার তকমাটি পেতে পারেন। আমার মনোনয়ন তাদের ঝুলিতেই।

এর পরেও বলতে হবে, ব্লগ কর্তৃপক্ষ এবং যারা যারা এই পোস্টের আহ্বানে সাড়া দিয়ে “সেরা ব্লগার” মনোনয়নের মতো একটি কঠিন কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন ব্লগের প্রতি তাদের নিবেদনের তুলনা নেই।
তারা সবাই ধন্যবাদযোগ্য………………………………

৬৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




সংযুক্তিঃ-
৬০ নম্বর মন্তব্যে সোহানীর লেখা বেশ ক'টি প্যারার কথাই যুক্তিযুক্ত মনে হয়েছে।

৬৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এই তালিকা আরো দীর্ঘ হবে....
সেরা মন্তব্যকারী/ সেরা আলোচক/ যৌক্তিক সমালোচক।
আর ইউ !!

৬৮| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সোহানী আপু আর আহমেদ জী এস ভাপু @

তাহলে কী করা? একটা সুপারিশ তো দিতে হবে ব্লগ অথোরিটিকে।

তবে, একটা বিষয় লক্ষণীয়, মনোনয়ন ব্যাপারটা ব্লগে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ব্লগ এখন সরগরম। অন্যের কমেন্টে নিজের নাম দেখে সবারই ভালো লাগে, আমারও। ভালো লাগাটা এখন কাজ করছে সবার মনেই।

আগের দিনে ডয়চে ভেলেতে সেরা ব্লগার নির্বাচন হতো। আমাদের এ ব্লগ থেকেও ইমন জুবায়ের, মাঈনুদ্দিন মইনুল, সম্ভবত শায়মা আপুসহ আরো কয়েকজন ব্লগার সেরা ব্লগার নির্বাচিত হয়েছিলেন। তখনই এ এরকম কিছু সুপারিশ বা প্রস্তাবনা ছিল, আমাদের ব্লগেও সেরা নির্বাচন প্রক্রিয়া শুরু হোক। অনেক দেরিতে হলেও ব্লগ অথোরিটি সেটা করতে যাচ্ছে। এজন্য জানা আপু, জাদিদ ভাইসহ সংশ্লিষ্ট সবাই বিরাট ধন্যবাদ প্রাপ্য।

আমি ঠিক জানি না, ব্লগ অথোরিটি বিভিন্ন ক্যাটাগরিতে এ মনোনয়ন থেকে কীভাবে সেরা নির্বাচন করবেন। নিশ্চয়ই বিভিন্ন ক্যাটাগরির জন্য বিশেষজ্ঞ নির্বাচক কমিটি থাকবেন। সেই নির্বাচক কমিটির সদস্যগণকেও নিশ্চয়ই এমন ক্যাটাগরির ব্লগার হতে হবে, যারা ২৪/৭ ব্লগে থাকেন, ব্লগারদের লেখা পড়েন, নইলে জানবেন কীভাবে কে সেরা, কে সেরা নন?

কিন্তু মোটের উপর, এ নির্বাচন প্রক্রিয়াটা খুবই জটিল। দু ভাবে করা যায়। ব্লগ অথোরিটি একটা নির্বাচক কমিটি গঠন করবেন। তারপর প্রতি ক্যাটাগরির জন্য ৫/৭ জনের নাম প্রচার করলেন, তা থেকে ব্লগারগণ গোপনে ভোট দিলেন। যেমন, কবিতা ক্যাটাগরির জন্য একটা পোস্ট দেয়া হয়েছিল, পরে সেটা বাতিল করা হয়। ২য় প্রক্রিয়া হলো, এ পোস্টের ভিত্তিতে ব্লগ অথোরিটি প্রতি ক্যাটাগরির জন্য একটা করে প্যানেল প্রকাশ করে গোপন ভোট আহবান করতে পারেন। সেটা আরেকটু দীর্ঘ হবে। অথবা, প্রতি ক্যাটাগরির জন্য বিশেষজ্ঞ নির্বাচক প্যানেল করতে পারেন। নির্বাচক কমিটি এ পোস্টের মতামতকে কেবল তাদের সহায়তাকারী পোস্ট হিসাবে নিতে পারেন, অথবা কেবল এটার ভিত্তিতেই সেরা নির্বাচন করতে পারেন।

এ বছর একটু অগোছালো থাকবে প্রক্রিয়াটা, এটা মেনে নিতে হবে। আগামীতে পদ্ধতিটা আরো রিফাইন করা হবে।

কোনো প্রক্রিয়াই ফুলপ্রুফ না। সেরা প্রক্রিয়াটিতেও সমালোচনা থাকবে। এটাও মেনে নিতে হবে।

সবাই সমান না, এক লক্ষ বা ২ লক্ষ ব্লগারের মধ্যে নিশ্চয়ই ১জন আছেন ১ নাম্বারে, কেউবা আছেন ২, ৩ বা ৪ নাম্বারে। নির্বাচন প্রক্রিয়াটা এমন যে, আমরা হয়ত ৩ নাম্বার ব্যক্তিকেই সেরা নির্বাচন করে ফেললাম। এটা মেনে নিতে হবে। বেশি আপত্তি উঠবে তখনই, যদি দেখা যায় যে, সেরা হিসাবে এমন একজনের নাম উঠে এসেছে যার পরিচিতি নেই তেমন। আর এমনটা হবার সম্ভাবনা নাই বললেই চলে।

সেরা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেক সমালোচনার ঝড় উঠবে। সেটাও ব্লগীয় বৈশিষ্ট্য :)

সবচাইতে সহজ পদ্ধতি হলো, কোনো ক্যাটাগরি না করা, কোনো মেরিট লিস্টও না করা, সার্বিকভাবে ৫ বা ১০ বা ১৫জন ব্লগারকে একটা করে 'সেরা ব্লগার' ক্রেস্ট প্রদান করা।


৬৯| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর ৬৮ নং মন্তব্যের শেষের নয়টি লাইন প্রণিধানযোগ্য। বোল্ড করা শেষের দু'টি লাইনই হয়তো শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বাস্তবায়ন করবেন বলে আমার মনে হচ্ছে, কারণ সেরা নির্বাচন প্রক্রিয়াটা আসলেই খুব জটিল। তবে যাই সিদ্ধান্ত হোক, কর্তৃপক্ষীয় সিদ্ধান্তের প্রতি (কিছু সমালোচনা করার থাকলে তা করেও) আমার সবাই অনুগত থাকবো, এটাই কাম্য।

৭০| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




সব সম্ভাবনাকে তুলে ধরে বিশ্লেষিত একটি মন্তব্য করেছেন।
"সেরা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেক সমালোচনার ঝড় উঠবে।"
সে ভয় থেকেই সমালোচনার ঝড় যেন না উঠে একটু আধটু হালকা বাতাস যেন বয়ে যায় সে লক্ষ্যেই বলেছি - "ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর সময় বের করে যারাই ব্লগে নিয়মিত থাকছেন, কম বেশী বিষয় সমৃদ্ধ পোস্ট দিচ্ছেন, প্রাসঙ্গিক এবং পরিশীলিত ও শালীন মন্তব্য করছেন তারা সবাই-ই সেরার তকমাটি পেতে পারেন।"
আমার এমন বক্তব্যের সাথে আপনার বলা - "সবচাইতে সহজ পদ্ধতি হলো, কোনো ক্যাটাগরি না করা, কোনো মেরিট লিস্টও না করা, সার্বিকভাবে ৫ বা ১০ বা ১৫জন ব্লগারকে একটা করে 'সেরা ব্লগার' ক্রেস্ট প্রদান করা।"
সাজেশানটির চরিত্রগত সাদৃশ্য কিন্তু রয়েছে।
খায়রুল আহসান এর ধারণাও তেমনই।

যেহেতু এই বাছাই নিয়ে ব্লগে একটা ব্যাপক সাড়া পড়ে গেছে তাই ব্লগ কর্তৃপক্ষ এবং মনোনয়ন দানকারী সকলের বিবেচনার উপর আস্থা রেখেই আমার লেখার শেষে বলেছি - " ব্লগ কর্তৃপক্ষ এবং যারা যারা এই পোস্টের আহ্বানে সাড়া দিয়ে “সেরা ব্লগার” মনোনয়নের মতো একটি কঠিন কাজে নিজেদেরকে নিয়োজিত করেছেন ব্লগের প্রতি তাদের নিবেদনের তুলনা নেই।
তারা সবাই ধন্যবাদযোগ্য…"

৭১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

আমি তুমি আমরা বলেছেন: ২০১৬-২০২২ সময়কালের মধ্যে অনেক অনেক পুরনো ব্লগার এই প্লাটফর্ম ছেড়ে গেছেন, তুলনামূলক নতুন ব্লগার এসেছেন কম। উপরের বিভিন্ন মন্তব্যে যাদের নাম বারবার এসেছে, তাদের অধিকাংশই কিন্তু এই সময়ের আগেই ব্লগে এসেছেন। যাইহোক, আমি যে ব্লগারদের লেখা পড়ি বা পড়ার চেষ্টা করি, তাদের মধ্য যাদের নমিনেট করছিঃ

ছোটগল্পঃ
পুলহ-আবেগের জায়গা থেকে গল্পগুলো নাড়া দেয়।
অপু তানভীর-রাফায়েল সিরিজ আর অন্যান্য ভৌতিক গল্পের জন্য।
বোকা মানুষ বলতে চায়-মহারাণী সিরিজের গল্পের জন্য।

সময়সীমা উল্লেখ না থাকলে ড়ৎশড়, রিয়াদ(শেষ রাতের আঁধার), আদনান শাহরিয়ার, আকাশচুরি, নাজিম উদ দোলা, রক্তিম দিগন্ত, হাসান মাহবুব, প্রফেসর শঙ্কুসহ আরও অনেককেই মনোনয়ন দেয়া যেত।

কবিতাঃ
ইদানীং একদমই পড়া হয় না।

সমসীমা উল্লেখ না থাকলে অবশ্যই পাহাড়ের কান্না মনোনয়ন পেতেন। ভদ্রলোকের রম্য কবিতাগুলো পছন্দের ছিল।

ফিচারঃ

আহমেদ জী এস-তথ্যসমৃদ্ধ এবং বিশ্লেষনমূলক।
করুণাধারা-যথেষ্ট তথ্যসমৃদ্ধ এবং লেখকের নিজস্ব মতামত থাকে।
বোকা মানুষ বলতে চায়-ভ্রমণ ব্লগ নিয়ে উনার সিরিয়াস এই ব্লগে কেউ নাই।
জুন-ভ্রমণব্লগ।
সোহানী-কানাডার প্রবাস জীবন নিয়ে লেখাগুলো পছন্দের।
শায়মা-রান্না এবং ব্লগ নিয়ে স্মৃতিচারণ।
মোস্তফা কামাল পলাশ-ওভারঅল অলরাউন্ডার।
ভুয়া মফিজ-ব্লগারের নিজস্ব মতামত ও বিশ্লেষন।

মন্তব্যকারীঃ
আহমেদ জী এস
করুণাধারা
ভুয়া মফিজ

সময়সীমা উল্লেখ না থাকলে এই ক্যাটাগরিতে মনোনীত করতাম ব্লগার স্বাধীকারকে।

৭২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৫

আমি তুমি আমরা বলেছেন: সময়সীমার বাধ্যবাধকতা না থাকলে ফিচার ক্যাটাগরীতে আরেকটা নাম যোগ হত-ম্যাভেরিক।

তাছাড়া রম্য আর সিনেমাকে আলাদা ক্যাটাগরি করা হলে দুর্যোধনের নাম আসত।রম্যে যোগ করা যেত আলিম আল রাজি, ইশতিয়াক আহমেদ চয়নসহ আরও অনেক নাম।

৭৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: আমার ভালো লাগা তালিকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্লগারদের নাম ভুল করে এড করা হয়নি যাদের মধ্যে অন্যতমঃ- বিষয় ভিত্তিক নয়, একজন পাঠক হিসেবে আমার ভালো লাগা ব্লগারদের নামঃ
অপু তানভীর, নীল আকাশ , শায়মা/ অপসরা, গেঁয়ো ভুত, পদাতিক চৌধুরী, মনিরা সুলতানা, খায়রুল আহসান, সেলিম আনোয়ার, সোনাবিজ; অথবা ধূলো বালিছাই, ভুয়া মফিজ, গিয়াস উদ্দিন লিটন, সাড়ে চুয়াত্তর, আহমেদ জিএস, মিরোডডল, কাজী ফাতেমা ছবি, রাজীব নূর, শেরজা তপন, সোহানী, বিদ্রোহী[ ভৃগু, হাসান মাহবুব, শাহ আজিজ।

৭৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বার বার রিজয়েন্ডার দিতে এসেছিলাম একটা নাম যোগ করার জন্য। আমার সর্বশেষ কমেন্টেও সেই নামটা আমি শেষ পর্যন্ত যোগ করতে পারি নাই। জুল ভার্ন ভাইয়ের সর্বশেষ কমেন্ট (৭৩ নম্বর) দেখে আরেকটা কমেন্ট করে সেই নামটা যোগ করার ইচ্ছে হলো।

আমি শুরুতে দ্বিধান্বিত ছিলাম, একেক ক্যাটাগরিতে একাধিক নাম দেয়া সমীচীন হবে কিনা। বেশ সাহস করেই একের অধিক নাম দিয়েছিলাম, আশঙ্কা ছিল, হয়ত আমার এভাবে নাম দেয়াটাকে অনেকেই সমালোচনা করবেন। আমি একেক ক্যাটাগরিতে একাধিক নাম দেয়ার আইডিয়াটা পেয়েছিলাম খায়রুল আহসান স্যারের কমেন্ট থেকেই।

যাই হোক, পরবর্তীতে অবলি আপা ও সোহানী আপা নাম সংযোজনের ব্যাপারে ব্যাপক বিপ্লব ঘটিয়ে ফেললেন। তখন মনে হলো, আরে, আমারও তো প্রিয় ব্লগারের অভাব নেই। সকল ব্লগারই আমাদের প্রিয় ব্লগার, তার মধ্যে লেখালেখির দিক থেকে কেউ না কেউ এগিয়ে থাকবেন, তাদের নাম ও সংখ্যাগুলো হলো এমন - কাকে রেখে কার নাম বলি, সবাই গুণী ব্লগার।

কোনো ক্যাটাগরিতে নাম দেয়ার ব্যাপারে আমি তাদের লেখালেখির মান, জ্ঞানের পরিধি, সহব্লগারদের সাথে আচরণ, ইত্যাদি বিবেচনা করেছি। কারো সাথে আমার সখ্যতা অনেক বেশি থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরিতে স্থান পাওয়ার যোগ্য না হলে আমি তার নাম বলি নি। অজস্র, অগুনতি দুর্বল লেখা নয়, মানসম্পন্ন, ভালো লেখা, সংখ্যায় কম হলেও ক্ষতি নেই - কাউকে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমি এটাই বিচার্য বলে মনে করেছি। কোনো ক্যাটাগরিতে যিনি সেরা হবেন, আমরা দৌড়ে তার লেখা পড়তে যাব। লক্ষাধিক ব্লগারের মধ্যে থেকে নির্বাচিত ব্লগারের লেখার মান নিশ্চয়ই জাতীয় পর্যায়ের মানের হবে। তাদের কোনো কবিতা, গল্প বা ফিচার পড়ে যেন মনে হয়, আমরা এ দেশের প্রথম সারির কোনো পত্রিকার ম্যাটারিয়ালই পড়ছি। আমাদের এ গর্বিত ব্লগে ঐ মানের প্রচুর ব্লগার আছেন।

মজার কথাটা হলো, সাড়ে চুয়াত্তর ভাইয়ের নামটা এবারও মিস করতে যাচ্ছিলাম :) যা বলার জন্য মাইক্রোফোন হাতে নিলাম, তা না বলে সঙ্গীত পরিবেশন শুরু করে দিলাম, ব্যাপারটা এইরকম আর কী :) অতিশয় মেধাবী ব্লগার, যাকে আমি খুব পছন্দ করি।

ক্যাটাগরাইজেশনে আমার যে কনফিউশন হয়েছে - শায়মা আপু, শেরজা তপন, পদাতিক চৌধুরী ভাই প্রচুর গল্প লিখেছেন। বাবনিক তপন ভাই তো ধারাবাহিক বাবনিক কাহিনিতে ব্লগে সাড়াই ফেলে দিয়েছিলেন। গল্পের ক্যাটাগরিতে এরা সবাই শক্তিশালী স্থান প্রাপ্য। কিন্তু মনোনয়নের সময় কী লিখেছি, কারো নাম আদৌ লিখেছি কিনা ভুলে গেছি :(

এ কমেন্টে আরো দুজন ব্লগারের নাম উল্লেখ করছি, যারা খুব অল্প সময়ে ব্লগারদের হৃদয়ে ঝড় তুলেছেন, আর আমার হৃদয় হরণ করেছেন :) নিবর্হণ নির্ঘোষ (এর অর্থ ধ্বংসের আওয়াজ, ব্লগার আমাকে জানিয়েছে) এবং গেঁয়ো ভূত।

এরকম ওপেন মনোনয়ন প্রক্রিয়া থেকে একটা জিনিস বেরিয়ে এসেছে। যা হয় আর কী - আমরা আমাদের মনের ভেতরটা উন্মোচন করে ফেলেছি অনেকেই। অনেককেই জানা গেল আর কী! নাথিং সিরিয়াস :)

যে জিনিসটা বলার লোভ সংবরণ করতে পারছি না তা হলো, খায়রুল আহসান স্যারের কমেন্ট। তার কমেন্টগুলো গোছানো, সুচিন্তিত, নির্মোহ। ক্যাটাগরাইজেশন করেই তো মুশকিলটা হয়ে গেল - নইলে আমি বললাম, আমার সেরা ব্লগার খায়রুল আহসান স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.