নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

বিচারক প্যানেল নির্বাচন করুন।

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ২:২২

প্রিয় ব্লগার,
"স্মৃতিচারণ মূলক লেখা" প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সকলের শৈশব বা জীবনের সকল স্মৃতিই অমূল্য এবং অসাধারণ। কিন্তু প্রতিযোগিতার একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে আমাদেরকে একটি ফলাফল ঘোষণা করতে হবে।

তবে সামগ্রিক বিষয়ে কিছুটা বৈচিত্র্য আনার জন্য আমরা ব্লগারদের দায়িত্ব দিতে চাইছি - একটি বিচারিক প্যানেল গঠন করার জন্য, যাদের দায়িত্ব হবে এই সংক্রান্ত সকল পোস্ট পড়ে সেরা তিনটি পোস্ট নির্বাচন করা এবং নির্দিষ্ট পুরষ্কারের জন্য মনোনীত করা।

কোন ব্লগারকে বিচারক হিসাবে মনোনয়ন করার জন্য কিছু বিষয়ে অনুগ্রহ করে খেয়াল রাখতে হবে।

১। এই বিচারিক কাজটি করার জন্য তাঁর স্বেচ্ছা ইচ্ছে রয়েছে কি না।
২। এ্যানোনিমাস কিন্তু মাল্টি নয় - এমন নাম প্রস্তাব করা যাবে।
৩। একজন ব্লগার তিন সদস্যের একটি পুর্নাঙ্গ প্যানেলের নাম প্রস্তাব করবেন।
৪। যে সকল ব্লগার বিচারক হিসাবে নির্বাচিত হবেন, প্রতিযোগিতার উদ্দেশ্যে প্রকাশিত তাদের পোস্ট সমূহকে তারা চাইলে প্রতিযোগিতার আওতায় রাখতে পারেন আবার চাইলে নাও রাখতে পারেন - এটা প্যানেলের নিজস্ব সিদ্ধান্ত।
৫। আগামী ৬ তারিখের মধ্যে আপনাদের প্রস্তাবিত প্যানেলের নাম ঘোষণা করতে হবে। এবং পরবর্তীতে আপনাদের প্রস্তাবিত প্যানেল থেকে ভোটের মাধ্যমে আমরা সেরা বিচারিক প্যানেলকে নির্বাচন করব।
৬। অনুগ্রহ করে এমন কোন ব্লগারকে নির্বাচিত করবেন না যিনি সামগ্রিক দায়িত্বটি পালনের ক্ষেত্রে পরবর্তীতে অস্বীকৃতি জানাবেন।
৭। বিচারকদের জন্য থাকবে বিশেষ উপহার।

ব্লগার অপু তানভীর এর প্রতি রইল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তিনি স্মৃতিচারনমুলক প্রতিযোগিতায় আগত সকল পোস্টের একটি তালিকা প্রস্তুত করেছেন যা সকলের দারুন কাজে আসবে।

এই ফলাফলটি এসে গেলে আমরা ফিচার প্রতিযোগিতার বিজয়ীদের উপহার এবং স্মৃতিচারন মূলক লেখার বিজয়ীদের উপহার এক সাথে কুরিয়ার সার্ভিসে প্রেরণ করব।

তাহলে দ্রুত কাজে লেগে পড়ুন। আপনাদের প্রস্তাবিত নাম এখানে লিখে জানাতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন - [email protected] এই ঠিকানায়।

শুভ ব্লগিং।
ব্লগ টিমের পক্ষ থেকে
কা_ভা।

মন্তব্য ৭০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:০০

মিরোরডডল বলেছেন:




ব্লগারদের ইনভল্ভ করার বিষয়টা ভালো লেগেছে কাভা, থ্যাংকস।

আমি যাদেরকে মনোনয়ন দিতে চাই, কি করে জানবো তারা আগ্রহী কিনা?
ব্লগের বাইরেতো কারো সাথে কন্টাক্ট করিনা।
এখানেই কি নাম লিখে দিবো?
যদি প্যানেলে জয়েন করতে আগ্রহ না থাকে, আশা করি তারা এখানেই জানিয়ে দিবে, বিষয়টা কি এরকম?

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু। আপনি এখানে সরাসরি নামটি সাজেস্ট করুন। যদি কেউ আপত্তি করে, সেইক্ষেত্রে তিনি আশা করি জানিয়ে দিবেন।

২| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:০৫

শেরজা তপন বলেছেন: নিঃসন্দেহে দারুন একটা উদ্যোগ ধন্যবাদ।
শেষ দিন অনেকেই হয়তো লেখা দিতে চেয়েছিলেন কিন্তু ব্লগের সমস্যার কারণে তারা সম্ভবত দেখা দিতে পারেননি। সেজন্য ব্লগের মডারেটর টিমের কাছে অনুরোধ থাকবে শৈশবের স্মৃতিচারণ মূলক লেখার জন্য আর একটা দিন বাড়িয়ে দেয়া যায় কিনা?

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমিও ব্যক্তিগতভাবে চেয়েছি ১ দিন সময় বাড়িয়ে দিতে। যেহেতু লাস্টের দিনে ব্লগের সমস্যার কারনে অনেকেই পোস্ট দিতে পারেন নি তাই আগামী ৬ তারিখ পর্যন্ত সময় বাড়িয়ে দেয়া হলো

৩| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:১৫

মিরোরডডল বলেছেন:



শেরজার সাথে একমত। যদি কেউ শেষ দিন দেবার প্ল্যান করে থাকে, সেটা মিস হয়ে গেলো।
হয়তো কেউ আর লিখবে না, কিন্তু একদিন দেয়া হলে লিখতেও পারে।

সবার পোষ্ট পড়া হয়ে উঠেনি, যতটুকু পড়েছি ভালো লেগেছে।
পুরো আয়োজনটা খুব উপভোগ করেছি।
তাই সামুকে থ্যাংকস।

০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপু, একদিন সময় বাড়ানো হয়েছে।

৪| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৪১

মিরোরডডল বলেছেন:




সামু ব্লগে যাদের লেখার অভিজ্ঞতা এবং মেধা দেখে মনে হয়েছে এই ক্যাটাগরিতে (স্মৃতিচারণমূলক) বিচারক হিসেবে যারা ভালো করবেন, মনিরা সুলতানা, জাদিদ এবং সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।

কিন্তু ওনাদের কারো যদি প্যানেলে জয়েন করতে আগ্রহ না থাকে, আশা করি সেটা জানাবে প্লীজ।
সেক্ষেত্রে নাম চেঞ্জ করে দিবো। থ্যাংক ইউ।

৫| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ১। সোনাগাজী
২। আহমেদ জী এস
৩। খায়রুল আহসান
৪। সত্যপথিক শাইয়্যান
৫। নূর আলম হিরন
৬। কছের মানুষ

এই ৬ জন বিচারক প্যানেলে থাকলে নিরপেক্ষতা বজায় থাকবে বলে আশা করি।

৬| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনিরা সুলতানা আপু
আহমেদ জী এস ভাইয়া
সাড়ে চুয়াত্তর ভাইয়া

৭| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: বিচারক প্যানেলের জন্য আমার মনোনয়ন হচ্ছে শায়মা, মনিরা সুলতানা, খায়রুল আহসান।

এক্ষেত্রে যদি উপরের তিনজনের কেউ রাজি না থাকে তাহলে আরো কয়েকটা নাম প্রস্তুত রেখেছি ।

৮| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরও তিনজন হতে পারেন
খায়রুল আহসান
আলী ভাইয়া
মিরোডডল আপু

৯| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জিএস
শায়মা হক
শেরজা তপন ।

১০| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:১৩

আমি সাজিদ বলেছেন: ব্লগার খায়রুল আহসান, এম আলী, সোনাবীজ অথবা ধুলোবালিছাই, আহমেদ জী এস, শেরজা তপন কোনভাবেই এনাদের বাইরের জাজ প্যানেল যাওয়া উচিত নয়।

১১| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৩৩

মিরোরডডল বলেছেন:




শেরজা, শায়মাপু এবং আলী ভাই ওনারা পার্টিসিপেন্ট।
তাই ওনাদের নাম দেইনি।
আদারওয়াইজ ডেফিনিটলি ওনাদের তিনজনের জন্য আমার ভোট থাকবে।

আমি যাদের মনোনয়ন করেছি, তাদের মাঝে কেউ অনাগ্রহ প্রকাশ করলে, সেখানে আহমেদ জি এস কে সমর্থন করি।

খায়রুল আহসান বর্তমানে সময় দিতে পারবেন কিনা জানিনা, যেহেতু উনি প্রবাসে পরিবারের সাথে হলিডেতে আছেন।
সে কারনেও ওনার নামটি দেইনি।

আমারতো মনে হচ্ছে এখন এই পোষ্টাটাই জমে উঠবে :)

১২| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৩৩

মোগল সম্রাট বলেছেন:
আমার প্রস্তাবঃ

১। কা-ভা
২। শেরজা তপন
৩। ঠাকুর মাহমুদ

বিতর্ক এড়াতে যে সকল ব্লগার বিচারক প্যানেলে নির্বাচিত হবেন তাদের প্রতিযোগিতার উদ্যেশে পোষ্ট সমুহ প্রতিযোগিতার আওতামুক্ত রাখলে ভালো।

১৩| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১। কাভা
২। শায়মা
৩। সাড়ে চুয়াত্তর

১৪| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিচারক প্যানেলে প্রথম পছন্দ -

১। ঠাকুর মাহমুদ ।
২। শায়মা হক।
৩। শেরজা তপন।


উল্লেখিত ৩ জনের অনুপস্থিতি কিংবা অংশগ্রহনে অপারগ হলে বিকল্প ৩ জন -

১। আহমেদ জিএস।
২। সাড়ে চুয়াত্তর।
৩। মিরোরডল।

১৫| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:৫৪

মিরোরডডল বলেছেন:



মোগল সম্রাট বলেছেন:
বিতর্ক এড়াতে যে সকল ব্লগার বিচারক প্যানেলে নির্বাচিত হবেন তাদের প্রতিযোগিতার উদ্যেশে পোষ্ট সমুহ প্রতিযোগিতার আওতামুক্ত রাখলে ভালো।


ঠিক এ কারনেই আমি পার্টিসিপেন্ট কাউকে নমিনেইট করিনি।
তারা প্যানেলে গেলে যদি তাদের পোষ্ট গ্রহণযোগ্য না হয়, তাহলেতো আরেক সমস্যা কারণ তারাই সেরা লেখাগুলো লিখেছেন।

১৬| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৫:৫১

জটিল ভাই বলেছেন:
আমার কাছে নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ বিচারক প্যানেল মানে,

১। নোটিস বোর্ড
২। কা_ভা
৩। জাদিদ

১৭| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮

ঢাবিয়ান বলেছেন: কাভা , সোহানী এবং আহমেদ জি এস।

১৮| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৮:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে তো নিরপেক্ষ ব্লগার নেই। কর্তৃপক্ষই নির্বাচন করুক। তবে আমার সাজেশন :
১) হাসান মাহবুব।
২) জাদিদ।
৩) মিরোরডডল।

১৯| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৮:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ। প্রশংসনীয় উদ্যোগ।
আমার বিচারক মন্ডলী-
১ ড. আলী ভাই
২খায়রুল আহসান স্যার
৩ আহমদ জী এস ভাই
৪ জুনাপু
৫ মনিরা আপু
৬ শায়মা হক
৭ তপন ভাইয়া

০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পদাতিক ভাই, আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ। সম্ভবত আপনি বিচারক নির্বাচনের প্রক্রিয়ার নিয়ম সঠিকভাবে পড়েন নি।
আমি এখানে তিন নাম্বার পয়েন্টে উল্লেখ্য করেছি - একটি প্যানেলে সর্বোচ্চ তিনজন ব্লগারকে বিচারক হিসাবে মনোয়ন করতে পারবেন। আপনি সাত জনকে মনোনয়ন করেছেন। তাহলে তো বিষয়টি নিয়ম মাফিক হলো না।

আপনি অনুগ্রহ করে বিচারক হিসাবে আপনার পছন্দের সেরা তিনজন ব্লগারকে মনোনয়ন প্রদান করুন।

২০| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনোনীত নির্বাচক প্যানেল সদস্য হলেন;

১। খায়রুল আহসান
২। আহমেদ জি এস
৩। করুণাধারা

২১| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:১৮

চারাগাছ বলেছেন:
৬ তারিখের পরে দেবো। যাদের নাম মাথায় এসেছে তাঁরা প্রতিযোগি হতেও পারেন।

২২| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ৯:৪৫

একলব্য২১ বলেছেন: ১. কাভা
২. খায়রুল আহসান
৩. মিরোরডডল
৪. শায়মা হক
৫. ড. আলী ভাই

২৩| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:১৭

একলব্য২১ বলেছেন: ১. কাভা
২. খায়রুল আহসান
৩. মিরোরডডল

২৪| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২২

পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে।সরি। সেক্ষেত্রে প্রথম তিন জন আমার পছন্দের বিচারক মন্ডলী।

২৫| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২৭

একলব্য২১ বলেছেন: সরি আমি আমার মতামত একটু পরিবর্তন করবো।

১. খায়রুল আহসান
২. মিরোরডডল
৩. ড. আলী ভাই।

২৬| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সম্মানিত সকল ব্লগারদের অনুরোধ জানাচ্ছি -ব্লগ টিমের কাউকে এই বিচারিক প্যানেলে যুক্ত না করতে। সার্বিক তত্বাবধানে ব্লগ টিম অবশ্যই থাকবে কিন্তু আমরা চাইছি ব্লগারদের নির্বাচিত প্যানেল সেরা লেখা নির্বাচিত করুক।

অনেকেই ৪/৫/৭ জন বা ইচ্ছে মত ব্লগারদের নাম বিচারকের প্যানেলের জন্য প্রস্তাব করছেন। একজন ব্লগার শুধুমাত্র তিনটি নামের একটি প্যানেল প্রস্তাব করতে পারবেন।

নির্বাচিত বিচারক মন্ডলীদের কাজ হবে - সেরা ৫ টি লেখা নির্বাচন করা সুনির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে।
বিচারকরা তাদের নিজেদের লেখায় কোন মার্ক দিবেন না, বাকি দুইজন মার্ক দিবেন। বিচারকদের লেখায় মার্ক দেয়ার জন্য ব্লগ টিম পরবর্তীতে অন্য যে কোন ব্লগারকে আমন্ত্রন জানাতে পারে।

২৭| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: ১) হাসান মাহবুব
২) ড: এম আলী
৩) মিরোরডডল

২৮| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:৪২

মিরোরডডল বলেছেন:



* মনিরা সুলতানা
* আহমেদ জি এস
* সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

২৯| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:৫৬

শার্দূল ২২ বলেছেন: মিরোরের সাথে একমত
আহমেদ জি এস কে আমি শতভাগ সাপোর্ট করি কারণ ওনার মত পাঠক খুব কম আছে, যার মন্তব্য গুলো বলে দেয় উনি কতটা আন্তরিক পাঠক।
সোনাবীজ ভাইয়া হলো সামু ব্লগের ফুসফুস। ওনাকে সেই শুরু থেকে দেখে আসছি একজন নির্ভেজাল লেখক এবং পাঠক। সামুতে শায়মার অবদান অসামান্য কিন্তু তার লেখা আমরা চাই বলে তাকে এখানে রাখা যাবেনা হয়তো। নতুন ভাইকে আমি বিশেষ জানিনা তবে ব্লগ নিয়ে ওনার অভিজ্ঞতা অনেক। লেখা লেখক সবাই ওনার চোখের সামনে দিয়ে যাচ্ছে ওনার এই অবদান এবং অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় কিনা ভাবতে পারেন। মনিরা আপুকে আমি ঠিক পড়া হয়নি। উনিও হতে পারে ।

সব শেষে ভালো কিছু একটা হোক এটাই কাম্য

ধন্যবাদ কাভা ভাইকে যে কোন ছলে আমাদের মধ্যে উচ্ছাস জাগানোর চেষ্টার জন্য

৩০| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১০

খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, এমন একটি চমৎকার প্রতিযোগিতার আয়োজন করার জন্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ। ইতোমধ্যেই প্রচুর সাড়া পড়ে গিয়েছে; সময়সীমা বাড়ানোর ফলে আশাকরি আরও কিছু পোস্ট পাওয়া যাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই। সকল প্রতিযোগীর জন্য শুভকামনা, ফলাফল নির্বিশেষে তাদের সবাইকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

দ্বিতীয়তঃ, ব্লগারদেরকে সম্পৃক্ত করে তাদেরই মনোনীত ব্লগারদের নিয়ে বিচারক প্যানেল তৈরি করার সিদ্ধান্তকে সাধুবাদ। ব্লগারদের মাঝে এ নিয়ে একটি ইতিবাচক আলোড়ন সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। হয়তো ইতোমধ্যেই কোথাও কোথাও কিছু কিছু ঘরোয়া আলোচনাও শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা বলে কথা! স্মৃতিকথা পাঠে যারা অনাগ্রহী কিংবা অমনোযোগী, আশাকরি তারা নিজেরাও মনে মনে সেরা পোস্টটি নির্বাচনের মানসে পোস্টগুলো একান্তে পড়ে নিজের একটা সিদ্ধান্তে উপনীত হতে সচেষ্ট হবেন।

অপু তানভীর কে অসংখ্য ধন্যবাদ, প্রতিযোগিতা-নিমিত্ত সকল পোস্টকে একসূত্রে গেঁথে তিনি পাঠক ও বিচারকদের কাজকে অনেক সহজ করে দিয়েছেন; তাদের অনেকটা সময় বাঁচিয়ে দিয়েছেন।

৩১| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন:
*করুণাধারা
* আহমেদ জি এস
* সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

৩২| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:১৮

আমি সাজিদ বলেছেন: মডারেটর কি বিচারক প্যানেলে থাকবে? আমার প্রথম মন্তব্যে ব্লগার খায়রুল আহসান, এম আলী, সোনাবীজ অথবা ধুলোবালিছাই, আহমেদ জী এস, শেরজা তপন শুধু এনাদের কথা বলেছি, আরও কয়েকজনের নাম যেমন -

জুন আপু, করুণাধারা আপু ও মনিরা সুলতানা আপুর নাম বলা হয় নাই। উপরের সবাই বিচারক হিসেবে যোগ্য।

৩৩| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় মোগল সম্রাট
প্রিয় মোহামমদ কামরুজজামান

আপনাদের দুইজনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ও আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি ঠিক সময় দিতে পারবো না। - তাই বিচারিক প্যানেলে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমাকে স্মরণ করেছেন, আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

স্মৃতিচারণ মূলক লেখা যারা লিখেছেন সবাই ভালো লিখেছেন। মোগল সম্রাট ও মোহামমদ কামরুজজামান সহ সকলকে আম জাম কাঁঠাল ও লিচু শুভেচ্ছা।

বিনিত,
ঠাকুরমাহমুদ

৩৪| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:২২

আমি সাজিদ বলেছেন: ওহ, মন্তব্য পড়লাম। শুধু তিনজনের নাম প্রস্তাব করা যাবে? এতো গুণী ব্লগারদের মধ্যে তিনজন সিলেক্ট করা কঠিন।

৩৫| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যগুলো পড়লাম। দেখলাম, অনেকেই তাদের প্রস্তাবিত বিচারক প্যানেলে আমার নামটিও অন্তর্ভুক্ত রেখেছেন। তাদের প্রতি সবিনয় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আমি এখন সফরে রয়েছি। ব্লগে কবে কতটুকু সময় দিতে সক্ষম হবো, তার কোন ঠিক ঠিকানা নেই। নিঃসন্দেহে বলতে পারি, এমতাবস্থায় একজন বিচারক হিসেবে লেখকদের পোস্টগুলো যতটা মনোনিবেশ সহকারে পাঠ করা প্রয়োজন হবে, আমি ততটা সময় পাবো না। ফলে, একজন বিচারক হিসেবে আমি লেখকদের প্রতি সুবিচার করতে হয়তো পারবো না।
অতএব, প্রস্তাবিত বিচারক প্যানেলে আমার নামটি না রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।

৩৬| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার তালিকা থেকে কাভা বাদ পড়লে সেখানে শেরজা তপন যুক্ত হবেন।

৩৭| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এমন একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য ব্লগটিমকে অসংখ্য ধন্যবাদ। ব্লগারদের মধ্য থেকে বিচারক প্যানেল নির্বাচন করার সিদ্ধান্তটি আসলে যুগান্তকারী। এবং এভাবে ওপেন ডিসকাশনের মাধ্যমে এটা করা আরো বেশি ঐতিহাসিক ও প্রশংসনীয় মনে হলো আমার কাছে।

যাই হোক, যারা বিচারক প্যানেলে আমার নাম প্রস্তাব করেছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কিছু মন্তব্যে আমি আপ্লুত বোধও করেছি। তবে, আমার কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমি এ প্যানেলে থাকতে পারবো না বলে খুবই দুঃখিত। দয়া করে আমাকে প্রস্তাবিত তালিকা থেকে বাদ দেয়ার জন্য ব্লগটিমকে বিনত অনুরোধ করছি।

আমি তিনজন বিচারকের নাম প্রস্তাব করছি, যদিও তারা নিজেরাই সুলেখক, ব্লগের প্রাণ, তবু এই মহৎ কাজের স্বার্থে তাদের নিজ নিজ লেখাগুলো মনোনয়ন থেকে বাদ দেয়ার আহ্বান জানিয়ে তাদের নাম প্রস্তাব করছি :

১। খায়রুল আহসান
২। ড: এম এ আলি
৩। আহমেদ জী এস

যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গত কয়েকদিন ধরে ব্লগকে প্রাণবন্ত করে তুলেছিলেন, বিশেষ করে শেরজা তপন ভাই, শায়মামণি, গেঁয়ো ভূত, প্রমুখ, তাদের প্রতি শুভেচ্ছা রইল।

৩৮| ০৪ ঠা জুন, ২০২৩ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: সর্বজনাব আমি সাজিদ, সাড়ে চুয়াত্তর, একলব্য২১, রাজীব নুর, অপু তানভীর, পদাতিক চৌধুরিঃ
আপনাদের প্রস্তাবিত বিচারক প্যানেলে আমার নামটি অন্তর্ভুক্ত রাখার জন্য অশেষ ধন্যবাদ। কিন্তু আমি আপাততঃ উক্ত দায়িত্ব পালনে অপারগ। কী কারণে, তা ৩৫ নং মন্তব্যে উল্লেখ করেছি।
আমার প্রতি আপনাদের এই আস্থা জ্ঞাপন আমাকে সম্মানিত করেছে।

৩৯| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:০৯

মিরোরডডল বলেছেন:




ছবিপু, জামান, গোফরান, শুভকে অনেক থ্যাংকস কিন্তু আমার মনে হয় যেহেতু আমি নিজেই সঠিকভাবে লিখতে পারিনা,
তাই অন্যের লেখা জাজ করার মতো দুঃসাধ্য কাজটির জন্য I'm not the right person at all.
এতোসব বিজ্ঞ ব্লগারদের মাঝে যে আমার নাম বলা হয়েছে, এতেই খুশি হয়েছি, থ্যাংক ইউ।

So please change my one with someone else.
Once again many thanks.


৪০| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:২১

কাছের-মানুষ বলেছেন: স্মৃতিচারণমূলক লেখাগুলো বেশ ভাল ছিল। আমারও একটি লেখা দেবার ইচ্ছে ছিল, তবে এখন সময় স্বল্পতায় দিতে পারিনি।

যারা যারা প্রতিযোগিতায় ছিল সবাইকে শুভেচ্ছা রইল।

(ব্লগার রাজীব নুর সাহেবকে ধন্যবাদ আমার নাম প্রস্তাব করার জন্য তবে আমি নিজেকে বিচারিক কার্যকলাপে জরাতে চাই না।)

৪১| ০৫ ই জুন, ২০২৩ রাত ১২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ১) খায়রুল আহসান
২) আহমেদ জীএস
৩) সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

৪২| ০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫২

কামাল১৮ বলেছেন: আমার প্রস্তাব,সবাই বিচারকের ভূমিকা পালন করবে।সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে জয় পরাজয়।

৪৩| ০৫ ই জুন, ২০২৩ ভোর ৫:০৩

আমি নই বলেছেন: ১। আহমেদ জি এস
২। ড. এম আলী
৩। সাড়ে চুয়াত্তর

৪৪| ০৫ ই জুন, ২০২৩ সকাল ৭:৫২

আহমেদ জী এস বলেছেন: কাল্পনিক_ভালোবাসা,




"দৃষ্টি আকর্ষণ" পোস্টের কারনেই এখানে ঢোকা।
দেখলুম। বিচারক মনোনীত করতে ব্লগারদের যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে অনেক সম্মানিত ব্লগার আমার নামটি তাদের মনোনয়নের অর্ন্তভূক্ত করেছেন। কিন্তু আপনার মাধ্যমে তাদেরকে সবিনয়ে জানাই-
ব্লগীয় সম্পর্কের খাতিরে আপনারা যথার্থই সজাগ এবং ধন্যবাদের দাবী রাখেন কিন্তু তা রক্ষা করতে না পারার অক্ষমতা আমারই।
কারন আমি এই মূহুর্তে দেশের বাইরে। বিদেশ-বিভূঁইয়ে বসে সব সময় ব্লগে আসাটা কিছু সীমাবদ্ধতার কারনেই হয়ে ওঠেনা। সে কারনে, বিচারকের দায়িত্ব পালনে যে গভীর মনযোগ, ধৈর্য্য, সময় প্রয়োজন আমার ভান্ডারে তার অভাব যথেষ্ট। তাই আপনাদের দেয়া মহান দায়িত্বটি পালনে আমি অপারগ।
আপনাদের সকলকে আন্তরিক আর উষ্ণ কৃতজ্ঞতার সাথে অন্তঃস্থল থেকে ভালোবাসা জা্নাই।


সফলতা কামনা করি ব্লগের এই উদ্যোগকেও। সাথে স্মৃতিকথন রচয়িতা সকলকে অভিনন্দন আর শুভেচ্ছা।

৪৫| ০৫ ই জুন, ২০২৩ সকাল ৮:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপরে ছবি আপু, কামরুজজামান ভাই এবং মহাজাগতিক চিন্তা ভাই আমাকে একজন বিচারক হিসাবে মনোনয়ন দিয়েছেন। তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আসলে আমি নিজেকে এই ধরনের প্রতিযোগিতার বিচারক হওয়ার যোগ্য মনে করি না। নিজেই ভালো করে লিখতে পারি না অন্যের লেখার বিচারক হব কিভাবে। আমি আসলে প্রয়োজনীয় সময়ও দিতে পারবো না। সবাই ভালো থাকবেন। এই প্রতিযোগিতার সাফল্য কামনা করছি।

৪৬| ০৫ ই জুন, ২০২৩ সকাল ৮:২৪

রুদ্র আতিক বলেছেন: ০১। শায়মা
০২। কাজী ফাতেমা ছবি
০৩। রাজীব নূর

৪৭| ০৫ ই জুন, ২০২৩ সকাল ৮:৫৯

সোহানী বলেছেন: এতো দেখি রীতিমত বিশাল আয়োজন চলছে।..........

ঢাবিয়ান বলেছেন: কাভা , সোহানী এবং আহমেদ জি এস।........

সো সুইট অফ ইউ ঢাবিয়ান অনিয়মিত হয়েও আমাকে মনে রাখার জন্য। :``>>

৪৮| ০৫ ই জুন, ২০২৩ সকাল ৯:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



ব্লগারদের প্রস্তাবিত বিচারক প্যানেলের মধ্য হতে বিচারক নিয়োগের বিষয়ে সামুর মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
সময় অভাবে কোন রূপ মন্তব্য না লিখে লাইক দিয়ে পোষ্টটি গতকাল এক নজর দেখে গিয়েছিলাম । আজ এসে
দেখতে পেলাম অনেকেই বিচারক প্যানেলে আমার নাম প্রস্তাব করেছেন । প্রস্তাবকারী সকলের প্রতি শ্রদ্ধা রেখে
সবিনয়ে জানাচ্ছি যে আমি বেশ কিছুদিন যাবত চোখের সমস্যা ,দাতের সমস্যা আর ব্যাক পেইন নিয়ে ভুগছি ।
দীর্ঘক্ষন সামুতে লগ ইন থাকলেও একান্ত ইচ্ছা থাকা সত্বেও এখানে প্রকাশিত সকল লেখা পাঠ করা হয়ে উঠছেনা।
সামুতে প্রকাশিত স্মৃতিচাড়ণ মুলক সকল লেখাও পাঠ করা সম্ভব হয়ে উঠছেনা। গভীর অন্তর দৃষ্টি, মনযোগ আর
পর্যালোচনামুলক বিচারিক দৃষ্টভঙ্গী নিয়ে সবগুলি লেখা সময়মত পাঠ করে বিচারিক দায়িত্ব নিষ্ঠার সহিত পালন
করতে পারব কিনা সে বিষয়েও আমি খুবই সন্দিহান । তাই বিচারিক প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ব্যক্তিগত
শারিরিক অবস্থার কারণে অতি দু:খ ভারাক্রান্ত মনে আমি আমার আপারগতা প্রকাশ করছি। এমতাবস্থায় প্রস্তাবিত
বিচারক প্যানেলে আমার নামটি না রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।

আমার নাম প্রস্তাব করে যে অভাবিত সস্মান আমাকে দিয়েছেন তার জন্য প্রস্তাবকারী সকলের প্রতি রইল আমার
কৃতজ্ঞতা ও ভালবাসা।


৪৯| ০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:০৫

ডঃ এম এ আলী বলেছেন:



উপরে ৪৯ নং মন্তব্যের ঘরে বর্ণিত কারণে বিচারিক প্যানেলে অন্তরভুক্তির বিষয়ে আমার আপারগতা প্রকাশ করলেও
সামুর একজন ব্লগার হিসাবে সেরা লেখা নির্বাচনের বিষয়ে নীজের কিছু ভাবনার কথামালা ব্যক্ত করে যেতে চাই
এই সুযোগে।

এটা নিশ্চিত যে সেরা লেখা নির্বাচনের বিষয়ে সামুর সুবিবেচনা প্রসুত একটি বিস্তারিত দিক নির্দেশনা অবশ্যই থাকবে।
তাছাড়া ব্লগার বৃন্দের তরফ হতে প্রস্তাবিত বিচারক প্যনেল থেকে নির্বাচিত গুণী ব্লগারগন তাঁদের বিজ্ঞতা ও প্রজ্ঞার
প্রয়োগ সঠিকভাবেই করবেন । তারপরেও সেরা লেখা নির্বাচনের বিষয়ে অনেকটা অপ্রাসঙ্গিক হলেও আমার নীজের
কিছু ভাবনার কথা এখানে গ্রতিথ করে গেলাম।

এখনকার প্রাপ্ত বয়স্কদের শৈশবের স্মৃতিচাড়ন ঘটনা সম্বলিত লেখা গুলির মধ্যে আত্মজীবনীমূলক বিশ্বাস,স্মরণীয়
অভিজ্ঞতা এবং স্মৃতিতে থাকা আত্মবিশ্বাস ( autobiographical belief, re collective experience, and
confidence in memory) প্রভৃতির অত্যাবশ্যকীয় সমাহার বিবেচনাসহ সেরা লেখা নির্বাচনের বিষয়ে আরো
কতিপয় বিষয় বিবেচনায় নেয়া যেতে পারে বলে মনে করি। বিষয়গুলী হলো; লেখাটির মধ্যে প্রতিযোগীতার জন্য
নির্ধারিত নীতিমালার প্রতিফলন আছে কিনা , ভাষা ও গুণগতমানের শব্দ বিন্যাস শৈলীর সাথে ঘটনাকালীন সময়ে
লেখকের বয়স অনুপাতে কতটুকু বিশ্বাসযোগ্য সত্যিকার স্মরনীয় অভিজ্ঞতার বর্ণনা রয়েছে লেখাটিতে , কোনরূপ
কল্পনা স্ফীতি, আবেগি আপ্তবাক্য এবং কোন স্মৃতি রোপন (Faithful re collective experience, imagination
inflation, emotional feedback and memory implantation)করা হয়েছে কিনা তা বিবেচনায় নেয়া, সেসাথে
লেখাটিতে আবেগ আর ভাবাবেগের পাশাপাশি লেখকের সেই স্মৃতিচাড়ন কালীন সময়ের ব্যক্তিগত, পারিবারিক,
সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়াবলীর একটি সার্বিক চিত্রও পরিস্ফুটিত হয়েছে কিনা তা যথাযথভাবে
মুল্যায়ন করাও প্রয়োজন বলে মনে করি , কারণ সেরা লেখাগুলি সামুর স্মৃতি ভান্ডারে একটি ঐশ্বর্য হয়ে যুক্ত হবে।

শৈশবের স্মৃতি চাড়ণ মুলক লেখা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল লেখকের প্রতি রইল শুভেচ্ছা।

নির্বাচিত বিচারকদের প্রতিও রইল অগ্রীম শুভেচ্ছা ।

শৈশবের স্মৃতিচাড়ণ মুলক লেখা প্রতিযোগীতার সাফল্য কামনা করছি ।


৫০| ০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ১। খায়রুল আহসান
২। আহমেদ জি এস
৩। করুণাধারা

৫১| ০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহমেদ জি এস, শেরজা তপন, শায়মা হক।

৫২| ০৫ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫২

নীলসাধু বলেছেন: বেশ কয়েকজন ঋদ্ধ সহ ব্লগারের নাম পাওয়া গেছে অনেকে ব্লগারের মন্তব্যে; আন্তরিক ধন্যবাদ জানাই যারা মনোনয়ন দিয়েছেন তাঁদের সবাইকে। আশা করি ব্লগ টিম এর মধ্যে থেকে ৩ জনকে নিয়ে কাজটি সুসম্পন্ন করবেন।

এই পোষ্টেই আমি বিনীতভাবে জানিয়ে রাখতে চাই আমার দুটি পোষ্ট আছে স্মৃতিচারণ বিভাগে। তবে এই দুটি পোষ্টকে প্রতিযোগিতার জন্য বিবেচনা করা না হলে ভালো হয়। আমি ব্যক্তিগতভাবে সেটি চাইছি না সবাই মিলে লিখছেন এটা আমার জন্য আনন্দের। অনেকের লেখা পড়ে আমি বিস্মিত হয়েছি, ভালো লাগা টের পেয়েছি; আমি মনে করি এটা আমার প্রাপ্তি। ব্লগ কর্তৃপক্ষের জন্য অফুরান ভালোবাসা রইলো।

সকলের জন্য শুভকামনা।
সুন্দর থাকুন সবাই।

৫৩| ০৫ ই জুন, ২০২৩ দুপুর ২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাড়ে চুয়াত্তর অপারগতা প্রকাশ করায় আমার প্যানেলে তাঁর স্থলে আমি অপু তানভীরের নাম প্রস্তাব করছি। সর্বশেষ আমার তালিকা দাঁড়ালো-
১। শায়মা হক
২। শেরজা তপন
৩। অপু তানভীর

৫৪| ০৫ ই জুন, ২০২৩ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সর্বত্র তেল ভালো বিষয় নয় । দশজনের নাম বলে তাদের মন জয় করার প্রচেষ্টা ধিক্কার জানাই । :P দশবছরের উপর যারা ব্লগিং করছেন। এবং তাদের মধ্যে যারা যৌক্তিক কমেন্ট করার দক্ষতা আছে। তাদের মধ্যে থেকে যে কোন তিনজন দায়িত্ব পালনে সক্ষম বলেই আমার বিবেচনা। আমার প্রস্তাবিত তিনজন দশ বছরের উপরে ব্লগিং করা। ইতিমধ্যে বিজ্ঞ ঠাকুর মাহমুদ সোনাবীজ; ও ধূলোবালি ছাই মিরোর ডল ড: এম এ আলী অপারগতা জানিয়েছেন । জুন আপি অনিয়মিত নেই আরজুপনি। শরৎ আর কৌশিক তাদেরও দেখছিনা। মডারেটর সাহেবের নাম প্রস্তাব করিনি কারণ তিনিই চাচ্ছেন না । আমার নাম কেউ না বলাতে ভালোলেগেছে। অথচ রেফারিং আম্প্যায়ারিং এসব ক্ষেত্রে আমার মত নির্মম নিরপেক্ষ লোক পৃথিবীতে বিরল । আর গল্প টল্প আমি তো পড়ি । কারো প্রেমে পরলেও নিরপেক্ষতার বেলায় আমি শতভাগ। ;)

সময় নাই সময় নাই
আহা কত দ্রুত সময় চলে যায়!!!

৫৫| ০৫ ই জুন, ২০২৩ দুপুর ২:২১

শাওন আহমাদ বলেছেন: মনিরা সুলতানা আপু
শেরজা তপন ভাইয়া
শায়মা হক আপু
রাজীব নূর ভাইয়া

৫৬| ০৫ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৪

জ্যাকেল বলেছেন: শেরজা তপন, অপু, সোনাবীজ

এই তিনজনকে রাখা যায়। যদি ইনাদের অপারগতা প্রকাশ করেন তবে- শায়মা, মিরোরডল, করুণাধারা।

৫৭| ০৫ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমার আগের মন্তব্যে বিচারক প্যানেলে প্রথম পছন্দ ছিল -

১। ঠাকুর মাহমুদ ।
২। শায়মা হক।
৩। শেরজা তপন।

উল্লেখিত ৩ জনের অনুপস্থিতি কিংবা অংশগ্রহনে অপারগ হলে বিকল্প ৩ জন -

১। আহমেদ জিএস।
২। সাড়ে চুয়াত্তর।
৩। মিরোরডল। -

যেহেতু ইতিমধ্যে ঠাকুর মাহমুদ,আহমেদ জিএস ও মিরোরডল বিচারক প্যানেলে অংশগ্রহনে অপারগতার কথা বলেছেন এবং শুধু মাত্র ৩ জনের নাম প্রস্তাবের বাধ্যবাধকতা রয়েছে, সেই হিসাবে বাকি ৩ জন -

১। শায়মা হক।
২। শেরজা তপন।
৩। সাড়ে চুয়াত্তর

এর নাম বিবেচনার জন্য প্রস্তাব করছি।

৫৮| ০৫ ই জুন, ২০২৩ রাত ৮:২৭

শেরজা তপন বলেছেন: যার নামই প্রস্তাব করা হচ্ছে সে-ই রাজী হচ্ছে না!!!

মার অনুরোধ থাকবে; যারা বিচারকার্য পরিচালনা করতে রাজী হবেন তারা সকলেই অন্তত একটি করে 'শৈশবের স্মৃতিকথা' পোষ্ট করবেন।
আপনারা ব্লগের সেরা ঋদ্ধ ব্লগার বলেই বাকি ব্লগারেরা আপনাদের নাম প্রস্তাব করছে। আমি নিশ্চিত ব্লগের সেরা লেখা গুলো এতদিন আপনাদের হাত ধরে এসেছে- ব্লগারেরা আপনাদের অনেক সম্মান করেন ভালবাসেন।

মি এটাও নিশ্চিত যে শৈশবের স্মৃতিকথা আপনারা শেয়ার করলে ব্লগের সবার স্মৃতিতে সেটা গেঁথে থাকত। আপনাদের কাছ থেকে ব্লগারদের অনেক কিছু শেখার আছে জানার আছে। আপনারা লিখেন না বলেই কিছু মানুষ ব্লার সুযোগ পায় যে, ব্লগারেরা শুধু ভারেই কাটে ধারে কাটে না।
আপনারা লেখাও দিবেন না বিচারিক প্যানেলেও যোগ দিবেন না এটা হতে পারে না। ব্লগার হিসেবে এটুকু দাবি আমরা করতেই পারি।

ব্লগার ডঃ এম আলী ভাই তাঁর একটা লেখাতেই জাত চিনিয়েছেন। কি দুর্দান্ত ভীন্নধর্মী তাঁর উপস্থাপনা।

মি শতভাগ নিশ্চিত, সবচেয়ে দুর্ধর্ষ ব্লগারের শিরোমণিকুল মিরোরডডল, মনিরা সুলতানা, সোহানী আপু আহমেদ জি এস ভাই, সোনাবিজ ভাই, জুলভার্ন ভা্‌ শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান, ঠাকুর মাহমুদ ভাই, কলাবাগান সহ আরো কিছু ব্লগার আছেন যাদের নাম এই মুহুর্তে মনে পড়ছে না তারা যদি স্মৃতিচারনমূলক প্রতিযোগিতায় অংশগ্রহন করতেন তাহলে বাংলা ভাষার সেরা কমিউনিটি ব্লগ সামুর ব্লগারগন দারুণভাবে উজ্জীবিত ও উপকৃত হত।

*মি নিজে ব্যাক্তিগতভাবে কখনোই কোন প্রতিযোগীতায় অংশগ্রহণ করি না। এবার আমি বেশ সাড়ম্বরেই করেছি- বাকি ব্লগারদের উজ্জীবিত করার জন্য।
** কোন কোন ব্লগার ভালবেসে আমার নাম প্রস্তাব করায় আমি ভীষনভাবে লজ্জিতবোধ করছি। এ বিষয়ে আমি নুন্যতম যোগ্যও নই। দয়া করে এমন কোন বিবেচনাতেই আমাকে রেখে ব্লগের মানকে প্রশ্নবিদ্ধ করবেন না।

৫৯| ০৫ ই জুন, ২০২৩ রাত ৮:২৯

শেরজা তপন বলেছেন: দুঃখিত টাইপোর জন্যঃ
*যারা বিচারকার্য পরিচালনা করতে রাজী হবেন না তারা সকলেই অন্তত একটি করে 'শৈশবের স্মৃতিকথা' পোষ্ট করবেন।

৬০| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:১৪

গেঁয়ো ভূত বলেছেন: আমি

১। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
২। মনিরা সুলতানা
৩। কাজী ফাতেমা ছবি

তিন জনের নাম প্রস্তাব করছি।

কামাল১৮ বলেছেন: আমার প্রস্তাব,সবাই বিচারকের ভূমিকা পালন করবে।সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে জয় পরাজয়। এ প্রস্তাবটিও ভেবে দেখতে পারেন।

৬১| ০৬ ই জুন, ২০২৩ রাত ১২:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


১) সোনাগাজী
২) আহমেদ জী এস
৩) শায়মা

৬২| ০৬ ই জুন, ২০২৩ রাত ১:১৮

জিকোব্লগ বলেছেন:



বিচারক প্যানেলের জন্য নিচের তিনজন ব্লগারকে নির্বাচনের প্রস্তাব করলাম :

১) অপু তানভীর
২) জুন
৩) ভুয়া মফিজ

৬৩| ০৬ ই জুন, ২০২৩ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: @শেরজা তপন,
যারা বিচারকার্য পরিচালনা করতে রাজী হবেন না তারা সকলেই অন্তত একটি করে 'শৈশবের স্মৃতিকথা' পোষ্ট করবেন - ৫৯ নং মন্তব্যে আপনার এ রুলিংকে শিরোধার্য গণ্য করে প্রায় শেষ মুহূর্তে প্রতিযোগিতার ট্রেনে চেপে বসলাম। :)

৬৪| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যারা আগ্রহী তারা কা_ভা ভাইকে মেইল করুন।

৬৫| ০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

আরাফআহনাফ বলেছেন: ১/ শেরজা তপন
২/ শায়মা হক
৩/ কাভা

৬৬| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৬

গেঁয়ো ভূত বলেছেন: সর্বাধিক প্রস্তাবিত নামের তালিকা থেকে ১০ সদস্য বিশিষ্ট একটি জুড়ি বোর্ড করে দিয়ে প্রতিযোগীদেরকে প্রকাশ্যে নাম্বার প্রদানের ব্যাবস্থা করে সর্বাধিক নাম্বার প্রাপ্তদের বিজয়ী ঘোষণা করতে পারেন।

অথবা,

সকল ব্লগারদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীদেরকে প্রকাশ্যে নাম্বার প্রদানের ব্যাবস্থা করে সর্বাধিক নাম্বার প্রাপ্তদের বিজয়ী ঘোষণা করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.