নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

কাল্পনিক_ভালোবাসা

একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।

কাল্পনিক_ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

অগ্রহণযোগ্য অসভ্য আচরণ

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

ব্লগার নীল-সাধুর একটি সামান্য খোঁচা বা বিরক্তিমুলক কমেন্টের প্রেক্ষিতে দেখলাম ব্লগার গোফরান ব্লগার নীল সাধু ভাইকে ''তুমি তুমি'' করে বলা শুরু করেছেন।
আরো প্রচণ্ড আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে, তাঁকে আরো বলা হয়েছে - তিনি নাকি ব্লগ টিম বা মডারেটর বা ব্লগের সাথে "কি সব হেন তেন" করার কারণে তিনি নাকি নেতা হয়েছেন।


সামহোয়্যারইন ব্লগে প্রায় এক যুগের কাছাকাছি সময় ধরে মডারেটর হিসাবে কাজ করছি। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন - ব্যক্তি আমি আর কাজের ক্ষেত্রে আমি দুটো ভিন্ন মানুষ। আমার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা কেউ না মানলে আমার চোখে পড়া মাত্রই আমি সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করি।


আমাকে প্রচুর মানুষ ইনবক্সে অনেক ঘটনায়ই জানায় এবং তাঁদের পছন্দ অনুসারে ব্যবস্থা নিতে বলে। কিন্তু আমি যেটা নিয়ম এবং যা সঠিক সেই ব্যবস্থাই গ্রহণ করি। অনেক সময় এই কারণে অনেকেই আমার উপর রাগ করেন। কিন্তু এখানে আমার কিছু করণীয় নেই। সেখানে এই ধরনের একটি কথা বলার অর্থ ব্লগ এবং ব্লগ টিম তো বটেই ব্যক্তিগতভাবে আমাকেও প্রচণ্ড অসম্মান করা। আর ব্লগার নীল সাধু ভাই কে বা কি বা ব্লগের সাথে তাঁর কি সম্পর্ক সেটা পরের হিসাব।

মতের সামান্য অমিল হলেই তুমি, তুই তুকারি করতে হবে?
আপনার মতামতের কঠোর সমালোচনা করলেই আরেকজন মানুষ তিনি বিএনপি, জামাত শিবির ও দেশ বিরোধী চেতনার অংশ হয়ে যাবেন?

ব্লগে আমিও যদি কোন অন্যায় আচরণ করি, সেটার জবাবদিহিতার জায়গা আছে। ফলে ব্লগার নীল সাধু বা অন্য কেউ যদি কোন অন্যায় করেন, সেই বিষয়ে অভিযোগ জানান তারপর দেখুন আমরা কি ব্যবস্থা গ্রহণ করি।


দীর্ঘদিন ধরে এই ধরনের একটি অভ্যাস আমি ব্লগার গোফরানের মধ্যে লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য। তিনি সহজ সরল হোক বা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক এই ধরনের আচরণ কোনভাবেই গ্রহণ যোগ্য হবে না। যদি কেউ মনে করেন তিনি এই ধরনের আচরণের উপর ভিত্তি করেই ব্লগিং করে যাবেন - সেটা ভুল ধারনা।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

ডার্ক ম্যান বলেছেন: ব্লগার গোফরানর বিরুদ্ধে কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে??

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:


ভাই একটা কথা বলি,
উনি মনে করেন উনি যেটা বলেছেন সেটাই ঠিক। আর বাকি সবাই ভুল। উনি দ্বিমত বা যুক্তিখন্ড কেন জানি নিতে পারেন না বলে আমার মনে হয়।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগ কতৃপক্ষের কাছে আমি একটি নিরীহ প্রস্তাব দিলাম, আপনি সেখানে জবা দিয়েছেন। কোত্থেকে নীল সাধু এসে কমেন্ট করছে "এরে ব্যান করা হোক "

আমি বলছি এরে এটা কেমন ভাষা। দাঁড়াও তুমারে তুমার ভাষায় জবাব দেই।


এরে মানে তুমি। সে আমাকে তুমি করে বললে আমি বললে কি সমস্যা? আগে তো সে এসে খোচাইছে। পোস্টে তো আপনি সহ অনেকে মন্তব্য করেছেন। ব্লগার অর্কও করেছেন। কারও সাথে তো এমন হয়নি। নীলসাধু যেমন আমাকে ট্রিট করছেন আমিও তার ভাষায় জবাব দিসি। আমাদের দেশে ভিক্টিমকেই দোষারোপ করা হয় উলটো।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

মোগল সম্রাট বলেছেন:


ব্লগার গোফরান ছাড়াও অনেক পুরোনো ব্লগারকেও অনেক কমেন্টে “তুমি তুমি” বলে রিপ্লাই করতে দেখেছি।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৪

কাছের-মানুষ বলেছেন: মন্তব্যগুলো মাত্র দেখে এলাম! গোফরান সাহেব সাধারণ একটি খোঁচাতে বেশ চটে গেছেন! তবে আমার মনে হয় ব্লগারদের মধ্যকার ক্যাচালের ভিতর আপনার ঢুকে পরা ঠিক হচ্ছে না আলাদা পোষ্ট দিয়ে, আপনি বড় জোর কমেন্টে দুই লাইনে সাবধান করবেন নয়ত ব্লগীয় নিতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন!!

আপনার এই নিকটি হওয়া উচিৎ কেউ হাসালে হাসবে না, কাঁদালে কাধবেনা, কোন কিছুতে কোন প্রতিক্রিয়া হবে না টাইপের, অর্থাৎ নিজের আবেগ অনুভূতি অন্যের দ্বারা নিয়ন্ত্রীত হবে না!

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার পরামর্শটি সঠিক এবং আমি এইভাবেই কাজ করার চেষ্টা করছি।


আমি এই পোস্টটি প্রদান করেছি মুলত কোন ব্লগারদের ব্যক্তিগত ক্যাচাল বা সমস্যায় অংশ নেয়ার জন্য নয়। বরং আমি বুঝাতে চেয়েছি - অতি সামান্য বিষয়ে তুই তুকারি বা অতি আক্রমনাত্বক হবার ধারা বা ট্যাগিং এর যে ধারা কতিপয় ব্লগার শুরু করেছেন বা করার চেষ্টা করছেন - এটা অগ্রহনযোগ্য।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সে আগে ব্যক্তি আক্রমণ করছে, ছাগল ডাকছে, তুমি তুমি করছে, বাপ মার শিক্ষা নিয়ে কথা বলছে, আগে তার বিচার করেন।
সে আগে ব্যক্তি আক্রমণ করছে, ছাগল ডাকছে, তুমি তুমি করছে, বাপ মার শিক্ষা নিয়ে কথা বলছে, আগে তার বিচার করেন।



আর আমি যদি আগে অভদ্রতামি করি আমাকে নীতি মালায় আনুন। বার বার আমার সাথে একপক্ষীয় আচরণ করলে লিখব না আমি। সে কি নেতা হইছে ব্লগে এসেই এরে ওরে বলে ট্রিট করবে? জুনিয়র ব্লগার তাই অপমান করবে? ব্লগার হতে পারিনি বলে অসম্মান করবে?

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

ডার্ক ম্যান বলেছেন: ব্লগার পরিচয় দিতে হলে কোন ধরনের যোগ্যতা প্রয়োজন সেটা যদি বলতেন। সেটা উপকার হত।
সাধু সাহেব তো বলেছেন, দুপাতা লিখলেই ব্লগার হওয়া যায়। আপনি একই সাথে কোচ এবং আম্পায়ারের ভূমিকায় আছেন বলে মনে হয়।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫১

ডার্ক ম্যান বলেছেন:
সাধু সাহেব তো বলেছেন, দুপাতা লিখলেই ব্লগার হওয়া যায় না।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮

নীলসাধু বলেছেন: আমরা পুরান পাপীরা এমনতর নবীন ব্লগারদের কাছে অচেনা। এই কারণেই গোফরান একদিন আমাকে মন্তব্যে জানতে চাইসিলেন -
ব্লগে আমার অবদান কি? ব্লগের জন্য আমরা কি করসি।

এই প্রশ্নের পর তারে আর উত্তর দেই নাই। এই যদি হয় জানার বহর তারে আর কি কমু।
তার আচরণ নিয়েও ভাবি না আমি, কোথাকার গোফরান এসে কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না। সামুর সাথে কী সম্পর্ক তারা কি জানবে? ব্লগের জন্য আমাদের অবদান এরা বুঝবে না। এরা অবুঝ। বোকা।
আমি কিছু মনে রাখিনি।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০১

শূন্য সারমর্ম বলেছেন:


সামনে ক্রিসমাস,ক্রুসিফিকশনের আয়োজন করেন।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমি আবার এখানে এসে মন্তব্য করতে চাইনি। তবে সাধু দার সাথে গোফরানের যেই স্ক্রিনশট দেয়া হয়েছে সেটা যে আংশিক সেটা তুলে ধরার চেষ্টা করছি -

আমি আবার এখানে এসে মন্তব্য করতে চাইনি। তবে সাধু দার সাথে গোফরানের যেই স্ক্রিনশট দেয়া হয়েছে সেটা যে আংশিক সেটা তুলে ধরার চেষ্টা করছি -


(১)

(২)

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:








১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





১৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

অপু দ্যা গ্রেট বলেছেন:







এখন আপনারা বিবেচনা করে দেখুন। বাকিটা আমি ব্লগারদের উপর ছেড়ে দিয়েছি।

আর @নীলসাধু দা কে কি বলেছে সেটা ভাববেন না প্লিজ। আপনার অবদান কি তারা কেউ জানে না। নতুনদের জানানোর দরকার। তবে হ্যা, ব্লগিং যারা নতুন করতে আসেন তাদের নিজ থেকেই এই বিষয় গুলো জেনে নেয়া উচিত।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৩

কাছের-মানুষ বলেছেন: এখন দুজন নিজেদের পক্ষে বলবে, ব্লগাররা ভাগ হয়ে পছন্দের ব্লগারদের পক্ষ নিয়ে তর্কে নামবে, তৃতীয় পক্ষ মজা নেবার জন্য কমেন্ট করবে ফলাফল এই পোষ্টে ক্যাচালের দিকে যাবে! আর পরবর্তী দুদিন আপনাকে উত্তর দিতে দিতে আর এই পোষ্টটি কেন জরুরী ছিল সেটার উত্তর বাঁ জবাবদিহিতা করে কাটাতে হবে! তাই বলছিলাম আপনি দুই লাইনে কমেন্ট করে দিলে - ঘটনা সত্য, তবে সাক্ষী দূর্বল, মামলা খতম হয়ে যেত সেই পোষ্টে! তবে আপনার হাতে সময় থাকলে কোন সমস্যা নেই, গ্যালারি আছি!

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

নতুন বলেছেন: @গোফরান ভাই। নীলসাধু ভাইয়ের প্রথম কমেন্টের খোচাকে আপনি ঠিক মতন হজম না করতে পেরে তাকে এমন আক্রমন করা ঠিক হয়নি।

নীলসাধু ভাইয়ের কমেন্টে ব্যক্তি আক্রমন ছিলো না। আপনি শুরু করেছেন জবাব দিয়ে।

আশা করি সরি বলে বিষয়টা এখানেই সমাধান করবেন।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: স্কিনশট বলছে আগে নীল সাধু সাহেব হেয় প্রতিপন্ন কিংবা অব্লগার সূলভ আচরণ করেছেন।তিনি তো দেখছি পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলেছেন। তার ভাষায় ব্লগার গোফরান একজন শিশু।এমনকি তিনি কে ব্লগার আর কে ব্লগার নয় তার সনদপত্র বিতরন করা শুরু করছেন। ত মশায় শিশু ব্লগারকে গুরু ব্লগার না খঁোচালেই কি হতনা?যখন স্বয়ং ব্লগ এডমিন পোষ্ট খানা পর্যবেক্ষণ করা শুরু করেছেন। তখন তারে হেয় করার চেষ্টার মানে কী? আপনি আমায় মারবেন আমি চেয়ে চেয়ে দেখতাম?

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩২

বিজন রয় বলেছেন: আমি প্রথমে ভেবেছিলাম তারা বন্ধু, তাই তুমি করে বলছে। পরে দেখি তেমনটি নয়।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

সোনালি কাবিন বলেছেন: ব্লগে আপনার অবদান কী / আন্নে কয় পিস পোস্ট লেখসেন / আপনার পোস্ট অতিবাহিত বছরের সাথে সমানুপাতিক না হয়া ব্যস্তানুপাতিক হইল না ক্যান - এগুলো একেবারেই ফাত্রা টাইপের জিজ্ঞাসা।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

মিরোরডডল বলেছেন:




প্রথমত মোগো-এর পোষ্টের শিরোনামই সঠিক ছিলো না। খুবই ছেলেমানুষি ওটা।
ব্লগ কর্তৃপক্ষকে বলছে আমাকে ব্যান করে ওকে ব্যান মুক্ত করো।
এটা কিছু হলো?

কর্তৃপক্ষ চাইলে এমনিতেই করবে, কিন্তু একজনকে ব্যান করে বিনিময়ে আরেকজনকে মুক্তি, এই চাওয়াটাই স্বাভাবিক না, যেটা সে বুঝতে পারছে না।

নীলের প্রথম কমেন্ট সিরিয়াস কিছু ছিলো না, অনেকটা ফান টাইপ, যেটার অর্থ দাঁড়ায় এতো শখ যখন ওকেও ব্যান করুক।

এটাকে পার্সোনালি নিয়ে মোগো রেগে যায়।
যাই হোক আশা করি এই ভুল বোঝাবুঝির অবসান হবে।

তবে ভাষা ব্যবহারে আমাদের সবার সংযত হওয়া উচিত।
রাগের মাথায়ও যেন খারাপ কিছু বলে না ফেলি।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৭

মিরোরডডল বলেছেন:




নীলসাধু বলেছেন:আমি কিছু মনে রাখিনি।

এটাকে বলে বিনয়।
থ্যাংকস নীল।

২২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

জিকোব্লগ বলেছেন:



ভাবলাম সোনাগাজীর কমেন্ট ও ফ্রন্ট পেজে ব্যানে ব্লগে সুষ্ঠ পরিবেশ
বজায় আছে। নিয়মত কমেন্ট না করলেও ব্লগ পড়া হয়। সুষ্ঠ পরিবেশে ব্লগ
পড়ে ভালোই লাগছিল। কিন্তু না! সোনাগাজীর শিষ্যদের এলার্জিতে ব্লগে
আবার অসুষ্ঠ পরিবেশ দেখা দিয়েছে। সুষ্ঠ পরিবেশ আনার জন্য আলোচিত
ক্যাচাল পোস্টে ব্লগার নীলসাধুর প্রথম কমেন্ট " সোনাগাজির সাথে এরেও ব্যান করে
দেয়া হোক। চাইতাসে যখন। ভেজাল শেষ হোক।" যথার্থ ও যুক্তিপূর্ন মনে হয়েছে।
উনি পুপা, সহজেই বুঝে গেছেন ভেজালটা কোথায়।

কিন্তু এখন আর কী করার, মিডিয়ার লোকদের ক্ষমতা বলে কথা। পরবর্তী ধাপে
সাইবার ক্রাইম ডিভিশনে বিচার চলুক। আর সবাই পপকর্ন নিয়ে বসুক। =p~ =p~



ছবিঃ কোনো একটি পোস্টে মিডিয়ার লোকের মন্তব্য।

---------------------------
ক্যাচালের পরের ধাপে, ব্লগে সুষ্ঠ পরিবেশ রাখার জন্যে কীবোর্ড ব্যবহার করে
আজাইড়া ম্যাসেল পাওয়ার দেখানো দূর হোক। কারণ এইগুলো অনেক দুর্গন্ধ ছড়ায়।

যে পারবে, সে করেই দেখাবে, আজাইড়া হুমকি ধামকি দিবে না।

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪১

জ্যাকেল বলেছেন: ঐ পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখি আমাকে ব্যান করা হয়েছে। দুঃখজনক হইলেও সত্য উনার সাথে আমার কেচাল কবে হইয়াছে মনে নাই। তবে সোনাগাজীকে নিয়ে আমি সাফ সাফ কিছু কথা বলে ফেলেছিলেম, ঠিক সেই কারণে হয়ত উনার ব্লগে আমাকে বন করে রেখেছেন।

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাকে জেনারেল করার জন্য আপনাকে ধন্যবাদ।


জয় বাংলা। মুজিব সেনারা আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করেনা।

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগে কোন ক্যাচালই ভাল লাগে না।
যারা ব্লগে ক্যাচাল বাধায় বা বাধাতে চাই সবাইকে ব্যান করা হোক।

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১০

শ্রাবণধারা বলেছেন: আপনার পোস্টের শিরোনাম এবং লেখাটা পড়ে মনে হলো "অগ্রহণযোগ্য অসভ্য আচরণ" এই কাজটা এককভাবে মোহাম্মদ গোফরান করেছেন। আসলে কী তাই?

মোহাম্মদ গোফরান নীলসাধুর প্রথম কমেন্টে অত্যন্ত খারাপ ভাবে প্রতিক্রিয়াজ্ঞাপন করেছেন যেটা অগ্রহণযোগ্য এবং সভ্য নয়। সঠিক কথা। কিন্তু নীলসাধুর পরবর্তি কমেন্টগুলোও কিন্তু গ্রহনযোগ্য নয় এবং একই ভাবে অসভ্য। যেমন তিনি বলেছেন "তোমাকে বাবা-মা কিছু শিখায়নি গোফরান"। একজন সিনিয়র ব্লগার যার এই ব্লগে অনেক অবদান আছে তিনি কী এভাবে বলার অধিকার রাখেন?

আমার যতটুকু মনে পড়ে আমাদের এই সিনিয়র ব্লগার সেই লোক যাকে রোজা মাসে কেউ একজন ফোন করে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি রোজা আছেন কী না। এই প্রশ্ন করায় সিনিয়র ব্লগার সাহেব তাকে চ-বর্গীয় গালি দিয়েছিলেন (এটা নিয়ে আবার তিনি একটি পোস্টও দিয়েছিলেন, ব্যাক্তিগত বিষয়ে নাক না-গলানো প্রসঙ্গে)। তো, কাউকে অসভ্য বলার জন্য যদি ঠিক এই ধরনের সভ্য লোকের সাথে বাদানুবাদকে উদাহরণ হিসেবে আনা হয় তাহলে সেটা ঠিক যুক্তিগ্রাহ্য হয় না।

পরিশেষে, আমার ধারণা আপনি খুব সম্ভব নীলসাধুকে ব্যক্তিগত ভাবে চেনেন এবং এ কারনে আপনার বিচারবোধ এই জায়গায় একটু পক্ষপাতদূষ্ট হয়ে গেছে। আমার ধারনা কি ভুল?

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: পড়লাম।
এই পোষ্টটির জন্য আপনাকে ধন্যবাদ স্যার।

গোফরান ভাইকে আমি যতটুকু জানি- তিনি ভদ্র। মানবিক এবং সত্যবাদী মানুষ। যুক্তিসঙ্গত কারন না থাকলে তিনি রেগে যাবেন না।
নীলসাধুর মধ্যে একটা 'মুই কী হনু রে' ভাবটা প্রবল। আজকের আধুনিক যুগে মানুষের কোনো কিছুই গোপন থাকে না।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮

বিদ্রোহী পুরুষ বলেছেন:

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫

আমি নই বলেছেন: এরকম মুই কি হনুরে টাইপের সকল ব্লগারকেই যারা বিরোধিমতকে একদম সহ্য করতে পারেন না, তাদের খোয়ারে ঢোকানো হোক। খোয়ারে ঢুকিয়ে অন্তত এটা বোঝানো দরকার যে ব্যাক্তির চাইতে প্রতিষ্ঠান (ব্লগ) বড়।

মতের অমিল হলেই উল্টা-পাল্টা ট্যাগ দেওয়া, অন্য ব্লগারকে কুত্তার বাচ্চা, জারজ গালি দেওয়া, দেখে নেওয়ার হুমকি দেয়াসহ ইত্যাদি আচরনের জন্য ব্লগার গোফরানকে আগেই খোয়ারে ঢোকালে ভাল হত। এখন আবার ভিকটিম প্লে করতেছে, দাবি করতেছে সিন্ডিকেট নাকি তাকে খোয়ারে ঢোকাইছে। =p~

৩০| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

নিমো বলেছেন: শেখ হাসিনাকে সরিয়ে অবিলম্বে আপনাকে ক্ষমতায় পাঠানোর জন্য পিটার হাসকে অনুরোধ করা দরকার।

৩১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঢাকার বাতাস এখনও দুষনমুক্ত নয়, যে কারনে মুখে মাক্স পড়া উচিৎ
............................................................................................
তেমনি সামুর ব্লগ পাতায় ক্যাচাল মুক্ত হচ্ছেই না ।
একজন লেখকের আলোচনা কথাবার্তা সুন্দর, আকর্ষনীয় নাহলে
আমরা তার সৃষ্টি কবিতা , গল্প, সাহিত্য চর্চ্চা মুগ্দতা নিয়ে
পড়ব কিভাবে???
সকলের আচরন আরও ভ্দ্রচিত হোক প্রার্থনা করি ।

৩২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪২

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: নিমো বলেছেন: শেখ হাসিনাকে সরিয়ে অবিলম্বে আপনাকে ক্ষমতায় পাঠানোর জন্য পিটার হাসকে অনুরোধ করা দরকার। B-)

শ্রাবণধারা বলেছেন: আপনার পোস্টের শিরোনাম এবং লেখাটা পড়ে মনে হলো "অগ্রহণযোগ্য অসভ্য আচরণ" এই কাজটা এককভাবে মোহাম্মদ গোফরান করেছেন। আসলে কী তাই?

মোহাম্মদ গোফরান নীলসাধুর প্রথম কমেন্টে অত্যন্ত খারাপ ভাবে প্রতিক্রিয়াজ্ঞাপন করেছেন যেটা অগ্রহণযোগ্য এবং সভ্য নয়। সঠিক কথা। কিন্তু নীলসাধুর পরবর্তি কমেন্টগুলোও কিন্তু গ্রহনযোগ্য নয় এবং একই ভাবে অসভ্য। যেমন তিনি বলেছেন "তোমাকে বাবা-মা কিছু শিখায়নি গোফরান"। একজন সিনিয়র ব্লগার যার এই ব্লগে অনেক অবদান আছে তিনি কী এভাবে বলার অধিকার রাখেন?

আমার যতটুকু মনে পড়ে আমাদের এই সিনিয়র ব্লগার সেই লোক যাকে রোজা মাসে কেউ একজন ফোন করে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি রোজা আছেন কী না। এই প্রশ্ন করায় সিনিয়র ব্লগার সাহেব তাকে চ-বর্গীয় গালি দিয়েছিলেন (এটা নিয়ে আবার তিনি একটি পোস্টও দিয়েছিলেন, ব্যাক্তিগত বিষয়ে নাক না-গলানো প্রসঙ্গে)। তো, কাউকে অসভ্য বলার জন্য যদি ঠিক এই ধরনের সভ্য লোকের সাথে বাদানুবাদকে উদাহরণ হিসেবে আনা হয় তাহলে সেটা ঠিক যুক্তিগ্রাহ্য হয় না।

পরিশেষে, আমার ধারণা আপনি খুব সম্ভব নীলসাধুকে ব্যক্তিগত ভাবে চেনেন এবং এ কারনে আপনার বিচারবোধ এই জায়গায় একটু পক্ষপাতদূষ্ট হয়ে গেছে। আমার ধারনা কি ভুল?


তুই তুকারী অসভ্য ভাষার প্রয়োগে দুজনে সমানে সমান। শাস্তি পেল একজন। মডারেশনের নামে প্রহসন বন্ধ করুন। এই আপনিই সরকারের প্রহসনের বিরুদ্ধে প্রতিবাদী- হায়হুতাছ বাক্য লিখে প্রলাপ করে থাকেন।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৫৮

জিকোব্লগ বলেছেন:



এখানে কিছু সোনাগাজীর শিষ্যরা ব্লগটিমকে পক্ষপাতদূষ্ট প্রমানের চেষ্টায় মিথ্যারও আশ্রয় নিয়েছে।

যেমনঃ এই পোস্টের মন্তব্যে এক সুশীল সোনাগাজীর শিষ্য লিখেছে :

''
আমার যতটুকু মনে পড়ে আমাদের এই সিনিয়র ব্লগার সেই লোক যাকে রোজা মাসে কেউ একজন
ফোন করে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি রোজা আছেন কী না। এই প্রশ্ন করায় সিনিয়র
ব্লগার সাহেব তাকে চ-বর্গীয় গালি দিয়েছিলেন (এটা নিয়ে আবার তিনি একটি পোস্টও দিয়েছিলেন,
ব্যাক্তিগত বিষয়ে নাক না-গলানো প্রসঙ্গে)।

''

এই ধরণের পোস্ট লিখেছিলেন ব্লগার নিমচাঁদ। পোস্টের লিংক : টরেন্টোর ধার্মিকতা তা এখন ব্লগার নীলসাধুর উপর
মিথ্যাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে
। সোনাগাজীর শিষ্যরা সোনাগাজীর মতনই হয়েছে। হওয়াটাই স্বাভাবিক।
আশ্চর্যের কিছু নেই। শিষ্যরাতো গুরুকেই অনুসরণ করবে। গুরু যেখানে কত কাহিনী বানিয়ে বানিয়ে
বলেছে, শিষ্যরা কী তার একটুও না পারলে চলে !

ব্লগটিম যেখানে প্রতিটি প্রশ্নবিদ্ধ বিষয় গুলোর উত্তর দিয়ে ও পোস্ট দিয়ে পরিষ্কার করেন, সেখানে
এই শিষ্যগুলো তাদের গুরুর বিপরীতে ব্লগটিমের কোন সিদ্বান্ত চলে গেলে, তারা তাদের গুরুর পা ধোয়া পানি
খেয়ে উঠে পড়ে লাগে কিভাবে ব্লগটিমকে পক্ষপাতদূষ্ট প্রমান করা যায়। এমনকি মিথ্যার আশ্রয় নিয়ে হলেও।
তাদের মন্তব্যগুলো থেকে এইসব সহজেই বোঝা যায়।

সত্যিই, এই ব্লগীয় গুরু -শিষ্যরা বাস্তবিক ভন্ড গুরু -শিষ্যর ভার্চুয়াল ব্লগীয় মডেল।

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

শার্দূল ২২ বলেছেন: এই ব্লগে এত আবেগ কেন? আবেগের তেলে পুরা ব্লগ তেল তেলে হয়ে আছে, গত কয়দিন ধরে এখানে পা রাখতে পারছিলমনা এত পিছলা হয়ে গেছে এই ব্লগ। পরে পায়ে বিশেষ জুতা পড়ে আসলাম এখানে কথা বলতে ।

একটু আগে একটা পুরোনো পোষ্ট পড়লাম, গণজাগরণ মঞ্চ নিয়ে, আমার বাসা তখন পলটনে , ব্লগে ঢুকে যখন দেখলাম সামু থেকে প্রতিবাদ করা হবে শাহাবাগে। দিলাম দৌড়, হাতে গোনা ১০/১২ জন ছিলো সেদিন হাতে একটা ব্যনার নিয়ে। এই সেই ব্লগ যেখান থেকে দেশের রাজাকার গুলোর সঠিক বিচার শুরু।এই সামু দেশকে কাপিয়ে দিয়েছিলো, এই সামু তা পেরেছিলো। সেই সামুতে আজকে আসতে আমাদের ভয় হয়।
সামুর মেরুদন্ড সম্পর্কে আজকের অনেকের ধারণা নেই। তেমনি ধারণা নেই নীল সাধু ভাইয়ার সম্পর্কে। আমি সেদিন পোষ্ট কমেন্ট গুলো দেখে খুব বেশি কষ্ট পেয়েছি। নীলসাধু ভাইয়ারা যখন ব্লগে পা দিতো আমরা চুপ করে ওনাদের কথা শুনতাম। এখানে এমন অনেক শক্তিশালী ব্লগার আছেন যারা কেউ আমাদের বড় ভাইর মত কেউ পিতার মত। তাদের আদেশ উপদেশ আমরা মাথায় নিয়ে চলতাম। আজকের ব্লগের অবস্থা দেখে আমাদের অনেক কষ্ট হয়। আমি যখন দেখি অর্ধ হাজার মানুষ অফলাইনে ব্লগ পড়ছে আর ১২/১৩ জন লাফাচ্ছে তখন কষ্ট টা আরো বেশি লাগে, কেন ওনারা লুকিয়ে আছেন? কেন তারা লগইন করছেনা। কাদের ভয়ে? আমাদের ভয়ে ? তারা বিজি হলে অফলাইনে কিভাবে থাকে? কি হয় একটু লগইন করে দুটো কথা বললে?

যে বা যারা বলে আমি আছি বলে ব্লগ টিকে আছে তারা কি জানে এই সামু কিভাবে চলতো? যেভাবে চলছে বলে সেটাকে কি চলা বলে ? মডারেটর সাহেব আপনি বলেন নীল সাধু ভাইয়া কে? তার অবদান কতটুকু আপনি কি ভুলে গেছেন? তার সন্মান রাখার দায়িত্ব কি আপনার নাই ? ঐ বজ্জাত ব্লগারের পক্ষে মাত্র ৫ জন ব্লগার স্বক্রিয়। বাকি হাজার ব্লগার গুলো যে চুপ করে অফলাইনে পড়ে থাকে সেটাকি আপনি চোখে দেখননা ?

পায়ে গেংগ্রীন হলে পা কেটে ফেলতে হয়। রাজাকার গোলাম আজম এর যখন রায় হয় তখন সে হাসপাতালে। আমাদের কি সেদিন রাজাকরা গোলাম আযমের প্রতি করুনা করা উচিৎ ছিলো ? সে কি আমাদের বাংলার মানুষের প্রতি করুনা করেছিলো ? যেমন করে গোলাম আযমরা আমাদের ৩০ লক্ষ মানুষকে মেরেছে তেমনি কিছু বজ্জাত ব্লগার আমাদের হাজার ব্লগারকে মেরেছে এই ব্লগকে কুলুষিত করে । এত মায়া কেন আপনাদের শরীরে ভাই? কেন একটা মানসিক রুগীকে বার বার হেমায়েত পুর থেকে ছেড়ে দিয়ে আমাদের দৌড়ের উপর রাখছেন ভাই ? পাগলে পাগল চিনে, এক পাগল রাস্তায় বের হলে তার পিছে পিছে হয়তো অবুঝ পোলাান বের হয় নাহয় ঝোপঝাড় থেকে নতুন পাগলের সমাহার ঘটে ।

কেউ কেউ আমাকে বলেছে আমার মায়া নেই ,আমি ভালোবাসতে জানিনা, মায়া ভালোবাসা এসব আমি বিক্রি করে পেট চালাই। যারা বিশেষ মানুষের জন্য বিশেষ মায়া দেখাচ্ছে তারা হয়তো অসুস্থ্য নাহয় ভন্ডামি করছে নিজেকে উদার হিসেবে পরিচয় দিতে। অথবা রাজনীতির নেতাদের মত আধারে হত্যা করে জানাজায় নেকি কান্না। যেমনটি সেই বিশেষ ব্লগার করে ।

কাভা ভাই, বাংলায় আছে -খারাপ লোক জ্ঞানি হলেও তাকে ফেলে দিতে হয়। আশা করি আর ভুল করবেননা, আমরা এখনো চাইলে এই ব্লগে অফলাইন পাঠকদের ফিরিয়ে আনতে পারি। আর সেটা সম্ভব আপনাদের সৎ সিদ্ধান্তের উপর।

শুভ কামনা

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

সোনালি কাবিন বলেছেন: জিকোব্লগ বলেছেন:



এখানে কিছু সোনাগাজীর শিষ্যরা ব্লগটিমকে পক্ষপাতদূষ্ট প্রমানের চেষ্টায় মিথ্যারও আশ্রয় নিয়েছে।

যেমনঃ এই পোস্টের মন্তব্যে এক সুশীল সোনাগাজীর শিষ্য লিখেছে :

''
আমার যতটুকু মনে পড়ে আমাদের এই সিনিয়র ব্লগার সেই লোক যাকে রোজা মাসে কেউ একজন
ফোন করে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি রোজা আছেন কী না। এই প্রশ্ন করায় সিনিয়র
ব্লগার সাহেব তাকে চ-বর্গীয় গালি দিয়েছিলেন (এটা নিয়ে আবার তিনি একটি পোস্টও দিয়েছিলেন,
ব্যাক্তিগত বিষয়ে নাক না-গলানো প্রসঙ্গে)।

''

এই ধরণের পোস্ট লিখেছিলেন ব্লগার নিমচাঁদ। পোস্টের লিংক : টরেন্টোর ধার্মিকতা তা এখন ব্লগার নীলসাধুর উপর
মিথ্যাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। সোনাগাজীর শিষ্যরা সোনাগাজীর মতনই হয়েছে। হওয়াটাই স্বাভাবিক।
আশ্চর্যের কিছু নেই। শিষ্যরাতো গুরুকেই অনুসরণ করবে। গুরু যেখানে কত কাহিনী বানিয়ে বানিয়ে
বলেছে, শিষ্যরা কী তার একটুও না পারলে চলে !

ব্লগটিম যেখানে প্রতিটি প্রশ্নবিদ্ধ বিষয় গুলোর উত্তর দিয়ে ও পোস্ট দিয়ে পরিষ্কার করেন, সেখানে
এই শিষ্যগুলো তাদের গুরুর বিপরীতে ব্লগটিমের কোন সিদ্বান্ত চলে গেলে, তারা তাদের গুরুর পা ধোয়া পানি
খেয়ে উঠে পড়ে লাগে কিভাবে ব্লগটিমকে পক্ষপাতদূষ্ট প্রমান করা যায়। এমনকি মিথ্যার আশ্রয় নিয়ে হলেও।
তাদের মন্তব্যগুলো থেকে এইসব সহজেই বোঝা যায়।

সত্যিই, এই ব্লগীয় গুরু -শিষ্যরা বাস্তবিক ভন্ড গুরু -শিষ্যর ভার্চুয়াল ব্লগীয় মডেল।

## অনেক ধন্যবাদ জিকোব্লগ । লাগসই পর্যবেক্ষণ ।

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

বৃতি বলেছেন: কাল্পনিক_ভালোবাসা, কদিন আগে ব্লগে এসে পাসওয়ার্ডজনিত লগইন সমস্যায় পড়েছিলাম। ফেসবুকে আপনাকে নক করতে গিয়ে পুরনো ইমেইল খুঁজে পেলাম, সেই খোঁজ দ্যা সার্চকালীন অফলাইনে ব্লগে দেখলাম, ব্লগার গোফরান চাঁদগাজী ভাইকে আনব্যান করতে পোস্ট দিয়েছেন। এই সুতো ধরে ধরে বেশ কয়েকটা ব্লগ পড়েছি। গোফরানের পোস্টটা নির্দোষ টাইপের ছিল- চাঁদগাজী ভাইয়ের প্রতি তার ভালো লাগা প্রকাশ পেয়েছে সেখানে, আপত্তিকর কিছু ছিল না। নীল সাধু ভাইয়ের সাথে কথা বিনিময়ের এক পর্যায়ে দেখলাম, তাকে জেনারেল করা হয়েছে। জেনারেলের কি সুবিধা বা অসুবিধা জানা নেই, আমি ছোট ব্লগার- বর্তমান ব্লগাররা আমাকে চিনবেনও না। তাও কিছু কথা না বলে থাকতে পারলাম না। এই "অগ্রহণযোগ্য অসভ্য আচরণ" কিভাবে শুরু হলো বলুন তো? ইনিশিয়েট কে করেছেন? সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্রথম কমেন্টটা যদি আমার কোন ব্লগে করা হত, আমার প্রতিক্রিয়া এর থেকেও কড়া হতে পারত। “এরেও” শব্দটা খুবই তুচ্ছার্থে ব্যবহার করা হয়েছে। তুচ্ছার্থে- যদি না তাঁরা বন্ধু সম্পর্কীয় হোন। একে সামান্য খোঁচা বলার অবকাশ আসলে নেই- খোঁচা বললে সম্পূর্ণ কথোপকথনকে হালকাভাবে ধরতে হবে, না হলে কমেন্টবক্সের সবটুকুকে সিরিয়াসলি নিতে হবে। কথায় কথা বেড়েছে, মাত্রা অতিক্রম করেছে। তবে আমার যেটা মনে হল, রেসপেক্ট ব্যাপারটা পারস্পরিক। বয়সে ছোট- বয়সে বড়, বড় ব্লগার-ছোট ব্লগার, শিক্ষিত -অশিক্ষিত, ধনী- গরীব ইত্যাদি ইত্যাদি বৈষম্য ব্যতিরেকে সব ব্লগারকে সমান চোখে দেখা হবে, সেটাই আমাদের কাম্য।

ব্লগার হিসেবে বা ব্যক্তিগতভাবে যতটুকু জানি, আপনি একজন চমৎকার মানুষ। মডারেটর হিসেবে আপনি চাঁদগাজী ভাইয়ের ব্যান সম্পর্কে কোন কথা শুনতে চান না, ঠিক আছে। ব্লগীয় কঠোর নিয়ম নীতির কথা কম বেশি সব ব্লগার জানেন। তবে সংবিধান, আইন, রীতি নীতি, নিয়ম কানুন- এ সবকিছুর পরেও আমজনতা কখনো কখনো কোনো দাবী নিয়ে পথে নামে, কেন বলুন তো? ধ্রুব কথাটাও আপেক্ষিক। চাঁদগাজী ভাইয়ের ব্লগ পড়তে পছন্দ করেন এমন অনেকে এই দাবি তুলেছেন বলেই মনে হয়। সত্যি বলতে কি, আজাইরা প্রচুর ব্লগের ভেতর হয়ত তাঁর একটা লেখা কিছু পাঠককে ভাবনার খোরাক দেয়। উনার বয়স, মেজাজ, মর্জি- এগুলোর সাথে ইতোমধ্যে পরিচয় তো হয়েছে সব ব্লগারের। সত্যি বলতে কি, আমিও চাই, উনাকে আনব্যান করা হোক।

এই চাওয়ার প্রেক্ষিতে কি আমাকেও জেনারেল করা হবে? 8-| এই জনমে জেনারেল হওয়ার এই একটাই পথ খোলা আমার জন্য !:#P অনেক অনেকদিন পর ব্লগে এসে খুব ভালো লাগছে। জীবন খুব ছোট, একে সহজভাবে নেয়ার চেষ্টা করি এখন। যারা ব্লগে লিখতে চায়, প্লিজ লিখতে দিন তাদেরকে। অনেক শুভেচ্ছা।

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯

শ্রাবণধারা বলেছেন: জিকোব্লগ, আমার ভুলটি ধরিয়ে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। ব্লগার নীলসাধু এবং নিমচাঁদ নামদুটি কাছাকাছি হওয়ায় স্মৃতির উপর ভরসা করতে গিয়ে আমি ভুল করেছি। আরো দুঃখিত একারনে যে এই ভুলের কারনে আকারণে নিমচাঁদের সেই পোস্টটির কথা চলে এসেছে, যার সাথে এই ওকালতি মামলার কোন সম্পর্কই নেই!

আপনার বাকি কথাগুলোর জবার দিতে গেলে মুখ তিতো করতে হয় এবং মনকেও কলুষিত করতে হয়। তাই আপনার সেই কটু কথাগুলো আমি ধন্যবাদ সহকারে উপেক্ষা করলাম।

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

নূর আলম হিরণ বলেছেন: একেবারেই নিরপেক্ষ মন্তব্য হচ্ছে, যে কেউ সেই প্যাচালের প্যাটার্ন দেখলে স্পষ্ট বুঝতে পারবে শুরুটা ব্লগার নিল সাধুই করেছেন। ব্লগার গোফরান সেটাকে টেনে নিয়েছে এবং এই টেনে নেওয়াতে ব্লগার নীল সাধু সহযোগিতা করেছেন। শাস্তি যদি পেতে হয় দুজনরই পাওয়া উচিত, না পেলে কেউই না।

৩৯| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৮

অর্ক বলেছেন: সাধারণত এসব লেখায় আমি মন্তব্য করি না। এবার করছি। কারণ পুরো ঘটনা আমার জানা। সে বিশেষ লেখায় আমার একটি মন্তব্য ছিলো। তারপর দেখি গোফরান দুয়েক জায়গায় আমাকেও জামাত শিবির বলে গালিগালাজ করছে। সেখানে নীলসাধুর মন্তব্য যথার্থ ছিলো। গোফরানের লেখা ওরকম মন্তব্যেরই যোগ্য। অপরাধের সাজা ভোগ করা অপরাধীর পক্ষে ওরকম নির্লজ্জ মামা বাড়ির আব্দার মার্কা লেখা পোস্ট করলে অমন মন্তব্যই তাকে করতে হবে। নীলসাধু মোটেও খারাপ কিছু বলেনি। সেই লেখার প্রতিক্রিয়ায় সাধারণ কথা, ব্লগে থাকা এতো গুরুত্বহীন যখন, একেও তাহলে ব্যান করা হোক। একদম সঠিক। গোফরানের সেই পোস্ট কমিউনিটি ব্লগের ধারণাকে দারুণভাবে হেয় করে। মডারেটরসহ আমাদের সবার জন্যেই সেটা ছিলো অপমানসূচক। চ্যাংগাজীর ভোতা মগজের চ্যালাচামুণ্ডাদের মাথায় ঢুকবে না। ওদের কথা একেবারেই গুরুত্বহীন। একটা তো নীমচাঁদ নীলসাধু একাকার করে ঘটনা কোথায় থেকে কোথায় নিয়ে গেছে! মডারেটরের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আগের এক লেখায় মডারেটর পরিষ্কার বলেছিলো যে, এরকম দাবির পোস্ট লেখা হলে লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সুতরাং নীলসাধুকে উহ্য রেখেও সে পোস্টের জন্য গোফরানের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া যেতে পারে। মডারেটরকে ধন্যবাদ। কমিউনিটি ব্লগিংয়ের ধারণার প্রতি যাদের বিন্দু পরিমাণ সম্মান নেই, তাদের না থাকাই ভালো। তারা প্রাইভেট ব্লগে লিখুক।

ধন্যবাদ।

৪০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০০

এক চালা টিনের ঘর বলেছেন: অর্ক বলেছেন,
চ্যাংগাজীর ভোতা মগজের চ্যালাচামুণ্ডাদের মাথায় ঢুকবে না


দেখুন মডারেটর সাহেব, অসভ্যতা কাহারে বলে। আপনার পোষ্টে একজন ব্লগারের নাম বিকৃত করেছে অর্ক নামক এই অসভ্য অপব্লগার। আপনার পোষ্টে অপ্রাসঙ্গিকক ভাবে সোনাগাজীরে টেনে আনা হইতাছে। এই আপনিই মন্তব্য হওয়া উচিত বিষয়বস্তুর উপর ভিত্তি করে শিরোনাম পোশট স্টীকী করেছেন। অর্কের মত বেয়াদব অসভ্যরা যখন একজন বয়ষ্ক ব্লগারের নাম বিকৃত করে চ্যাং গাজী বলে তখন কি ব্লগীয় শিষ্টাচার লংঘন হয়না? আপনার চোখ কি কানা? নীতি মালা কি শুধু কয়েকজনের জন্য?অর্ক কি ব্লগের মডারেটর জাতীয় কেউ?এর ভাষা তো কুকুরের মতো। অর্ক কিরে কোত্থেকে উঠে আইছেন। ব্যবহার তো বস্তির থেইকাও খারাপ। নীল সাধু নাকি ফ্রীতে বই প্রকাশ করে দিচ্ছেন। উনার দালালী করেন কেন? বই টই আসবো নাকি সামনের বই মেলায়?

৪১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫

জনারণ্যে একজন বলেছেন: বেচারা গোফরান!

সোনা'কে প্রথম পাতায় একসেস দিয়ে ওনাকে বাঁশ দেয়া বিষয়ক ইস্যুকে ধামাচাপা দেয়া হলো।

বাঙালির মেমোরির সাথে গোল্ডফিশের তুলনা করা যায়। গোফরান ইস্যু এখনো অচিরেই অতলে চলে যাবে।

গোফরানকে দোষী সাব্যস্ত করে যদি শাস্তি দেয়া হয়, নীলসাধু'ও সম-অপরাধে অপরাধী।

গোফরানের রাজনৈতিক বিষয়ক জ্ঞান এখনো শিশু-শ্রেণীতেই আটকে আছে।

বি ডিপ্লোম্যাটিক, ম্যান!

৪২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩২

লেখার খাতা বলেছেন: নীল সাধুর মধ্যে নিজত্ব জাহিরের একটা প্রবনতা রয়েছে। আপনার পোষ্ট পক্ষপাত দোষে দুষ্ট। আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে আপনি মড়ারেটর নহেন।বরং একজন বিশেষ ব্লগারের পক্ষে কথা বলছেন। যিনি আগে খোঁচালেন তারে পিঠ চাপড়ে দিয়ে আপনি ঠিক কাজ করেননি। কাছের মানুষের ও বৃতির সাথে সহমত। যে কাজ আপনি মাউজের গুতা দিয়ে করতে পারতেন সে কাজ এর জন্য একজন ব্লগারের পক্ষ নিয়ে পোস্ট দিয়ে আরেকজন ব্লগারকে ব্যান করা আপনার পদবীর সাথে বেমানান।

৪৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৬

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ব্লগে আমার নিক নেম তন্দ্রাকুমারী। যখন আমি ব্লগ একাউন্ট খুলেছিলাম, তখন ভেবেছিলাম, ব্লগ নিক মেয়ে হলেও সমস্যা নেই। এটা বই বা পত্রিকার নামের মত জেন্ডার নির্ভর নয়। কিন্তু আমার ব্লগ নাম দেখলে অনেকে আমাকে মেয়ে ভাবে। এটা খুবই অস্বস্তিকর। তাই আমার ব্লগ নিক আমি পরিবর্তন করতে চাই যেহেতু আমি মেয়ে নই ছেলে। এমন একটা নাম দিতে চাই যাতে আমাকে মেয়ে না মনে হয়। যেহেতু আমার নাম সাখাওয়াত, তাই অতন্দ্র সাখাওয়াত নামটি আমার নিক হিসেবে রাখতে চাই। সহযোগিতা কামনা করি।

৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

রাােসল বলেছেন: আমি ভুল করে আমার নিক "রোাসেল" হিসাবে নিবন্ধন করেছি। ঠিক নিক হবে "রোসেল"। অনুগ্রহ করে সংশোধন করার ব্যবস্থা করুন। ধন্যবাদ।

৪৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮

শ্রাবণধারা বলেছেন: আমার লেখা প্রথম পাতায় আসছে না। আমি কী কোন ব্যানের সম্মুখীন হয়েছি? ব্যান হয়ে থাকলে তার কারনটি যদি জানান তবে বাধিত হবো।

৪৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৮

আরইউ বলেছেন:



জাদিদ, আশাকরি ভালো আছেন। পোস্টের বিষয়ে তেমন কিছু বলবোনা। তবে লঘুপাপে গুরুদন্ড বলে মনে হয়েছে বিষয়টা। যাহোক, ইউ ডু ইউ!

অফটপিকে একটা কথা বলি-
রাজীবের লেখার চোরাইকারবারির ব্যামোটা আপনার দেয়া ঔষধে কিছুটা ভালো হয়েছে, রোগের কিছুটা উপশম হয়েছে বটে রোগমুক্তি ঘটেনি। উনি ওনার শেষ পোস্টের লাস্ট প্যরাটায় অন্যের লেখা হুবহু মারিং-কাটিং করেছেন, কোন ক্রেডিট দেননি।পোস্ট এখানেঃ Click This Link

এই পোস্টটি উনি ১০ বছর আগেও (২০১৪ সালে) ব্লগে প্রসব করেছিলেন এবং তখনও ঐ চোরাই অংশটি সেই পোস্টে ছিল। ১০ বছর আগের পোস্টের শিরোণাম ছিল “একটা শীতের কাপড় দিবেন? পুরাতন হলেও চলবে...“ (লিংক কপি পেস্ট হচ্ছেনা)।

ওনার আগে ঐ লেখাটা ২০১৩ সালে জনৈক ব্লগার tanbir “মৃত্যু হয় কেন?” শিরোণামে প্রকাশ করেছিলেন। (লিংক দিতে পারছিনা এখন কপি-পেস্ট হচ্ছেনা বলে)। তানবিরের সেই পোস্টে ব্লগার সামসজীব-এর মন্তব্যের সূত্র ধরে সন্দেহ হয় তানবির নিজেও লেখাটি প্রথম আলোর ছুটির দিনে থেকে মেরে দিয়েছিলেন।

এখন হতে পারে “ছুটির দিনে“ —এ ঐ লেখার আসল লেখক রাজীব। যদি তাই হয় তবেতো কোন কথাই নেই। নাহলে রাজীব-এর এই লেখার চোরাইকারবারি ব্লগে আর কতদিন চলবে?

ভালো থাকবেন। ধন্যবাদ!

৪৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৩১

আরইউ বলেছেন:
সংযুক্তি ১:

২০১৪ সালের রাজীবের পোস্ট somewhereinblog.net/mobile/blog/rajib128/29914511

৪৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪০

আরইউ বলেছেন:


সংযুক্তি ২:

২০১৩ সালে tanbir এর পোস্টঃ
m.somewhereinblog.net/mobile/blog/beparitanbir/29747528

৪৯| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ। আমি কিন্তু কোনো ক্যাচাল করি নাই, কিন্তু জানিনা কোন
মান্ডার পুতের কথায় আজ প্রায় দুই বছর তিন বছর ধরে আমাকে জেনারেল করে
রেখেছেন। মানবতার জয় হোক। আপনাকে আমার কিছু বলার নাই সার। তবে
সম্ভব হলে আমাকে জেনারেল না করে একেবারে ব্যান করে দিন।

৫০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

এম ডি মুসা বলেছেন: সবাই সবার প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত। মন্তব্য করার জন্য ভালো মানুষ আর মন মানসিকতা দরকার আছে। এখানে যারা আছে সবাই ভালো মানুষ কেউ কাউকে আক্রমন করাই খারাপ মানুষের পরিচয় বহন করা। তাই কমেন্ট করার জন্য আপনার ব্যবস্থা কে স্বাগত জানাই।

৫১| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২১

এম ডি মুসা বলেছেন: আমি ও নানা আচরণের স্বীকার হচ্ছি। এর থেকে মুক্তি চাই।

৫২| ১১ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩২

এম ডি মুসা বলেছেন: এখানে নতুন নতুন ব্লগার নিবন্ধন করে, বাজে মন্তব্য করবেন এবং উস্কানি দিয়ে যাচ্ছে কিছু পুরনো, বাজে মন্তব্য জন্য এটি একটি কৌশল অবলম্বন তারাও পরিচিত হতে চায়। আমি মনে করি। খারাপ মন্তব্য সমালোচিত হবেন তাদের সবাই চিনবেন ‌ । আমি দীর্ঘদিন অনিয়মিত ছিলাম এই বছর সময় দিতে গিয়ে যা অবস্থা হলো। এখানে পোস্ট করার স্বাধীনতা পাচ্ছি না। কতৃপক্ষ নিরব ভূমিকা দেখে বড় দুঃখজনক হলেও সত্য। আমাদের পোস্ট কোন ভেলু নেই। আস্থা হারিয়ে যাওয়ার মত । পোস্ট যা ইচ্ছা তা বলবেন কমেন্ট এ। আবার ও অনিয়মিত হতে চেষ্টা করব।

৫৩| ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৪৬

এক চালা টিনের ঘর বলেছেন: আপনি একজন ভণ্ড মুখোশধারী। শুধু ১/২ জনের দোষ দেখেন আর আপনি যে দলের রাজনীতি করেন অর্থাৎ বিএনপি জামাতের দালালদের উস্কে দেন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। এসব অভিযোগ কেউ তুললে আপনি তাদের ব্যান করেন। ভন্ডামি নীতি কথা আর কত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.