নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় ব্লগারবৃন্দ,
আশা করি আপনারা সবাই ভালো আছেন । আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়েছে, সেখানে দেশের সর্বস্তরের মানুষের পাশপাশি আমাদের ব্লগাররাও অংশ গ্রহন করেছেন। ইতিমধ্যে ব্লগারদের পক্ষ থেকে এক দফা ত্রান কার্যক্রম সম্পাদন করা হয়েছে এবং পানি নেমে যাওয়ার পর আমরা পুর্নবাসন সংক্রান্ত ব্যাপারে অংশ নেয়ার জন্য তথ্য সংগ্রহ করছি। বর্তমানে বন্যায় পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, তবে এই নামার প্রক্রিয়া বেশ ধীর। আশা করা যায় আগামী সাপ্তাহ খানেকের ভেতর পানি মোটামুটি নেমে যাবে।
আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবারের বন্যার শুরুতে প্রচন্ড বিশৃংখলভাবে ত্রান বিতরন হয়েছে, কোথাও সমন্বয় ছিলো না। পরবর্তীতে ধীরে ধীরে ত্রান বিতরণ কাজে কিছুটা সমন্বয় শুরু হয়েছে। বর্তমানে সরেজমিনে এবং মাঠ পর্যায় থেকে যে সকল তথ্য পেয়েছি, তাতে দেখা যাচ্ছে দুর্গত অঞ্চলে শুকনা খাবার জাতীয় ত্রান সামগ্রী মোটামুটি পৌঁছে যাচ্ছে। তবে কিছু এলাকা হয়ত বাকি থাকতে পারে।
বন্যার পানি নেমে যাবার পর মুলত বন্যা দুর্গতের পুর্নবাসনের মুল প্রক্রিয়া শুরু হয়। আমরা এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চাইছি। আমার সাথে একটি বেসরকারী সাহায্য সংস্থার প্রতিনিধির প্রাথমিক আলাপ হয়েছে যারা মুলত বন্যা পরবর্তী সময়ে দুর্গত এলাকার মানুষদের স্বাস্থ্য ও বিশুদ্ধ খাবার পানি, নলকুপ মেরামত, বীজ সরবরাহ ও আরো অন্যান্য বেশ কিছু বিষয়ে কাজ করবে। আমরা চাইলে তাদের সাথে যুক্ত হয়ে যৌথভাবে কিছু কাজ করতে পারি। আমাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে নলকুপ মেরামত/ স্বাস্থ্য ক্যাম্প ও বীজ সরবরাহের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছি। এই বিষয়ে উভয় পক্ষের সম্মতি ও প্রয়োজনীয় টার্মস এন্ড কন্ডিশন ঠিক হলে আমরা এই সংক্রান্ত ঘোষনা দিয়ে বিস্তারিত তুলে ধরব। আমার মনে হয়, এই যৌথভাবে (নিজ নিজ ব্যানারে) কাজ করতে পারলে তা পদ্ধতিগতভাবে সঠিক হবে এবং তাদের মাঠ পর্যায়ে যে তথ্য আছে, সেটাকে আমরা কাজে লাগাতে পারব।
এবার আমার একটি পরামর্শ বা অনুরোধ হচ্ছেঃ
আপনারা ব্লগাররা যারা এক্টিভ আছেন বা যারা নিয়মিত বিভিন্ন সমস্যায় মানুষকে সাহায্য করেন - তারা অনুগ্রহ করে একটি টিম গঠন করুন বা একটি ফাউন্ডেশন তৈরী করার চেষ্টা করুন। আপনাদের পছন্দের ব্লগারদের নিয়ে একটি টিম গঠন করুন এবং একটি আনুষ্ঠানিক ব্যাংক একাউন্ট তৈরী করুন। দুইজন মানুষকে আপনারা সেই একাউন্টের দায়িত্ব দিন। এই সংক্রান্ত যদি কোন টেকনিক্যাল সাপোর্ট লাগে, সেটা দেয়ার জন্য আমি প্রস্তুত আছি।
সত্যি বলতে, এককভাবে এই ধরনের কোন কিছুর দায়িত্ব নেয়া খুবই চ্যালেঞ্জিং। আপনারা সব সময় আমার উপর আস্থা রাখেন, সেটার জন্য আমি সম্মানিত এবং কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় বিষয়টি ব্যক্তিকেন্দ্রিক না হয়ে একটি সিস্টেমেটিক ওয়েতে হলে সবার জন্য তা ভালো হয়।
ধন্যবাদ, শুভ ব্লগিং।
বিনীত,
কা_ভা।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪২
নতুন নকিব বলেছেন:
উত্তম প্রস্তাব।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর উদ্যোগ আশকরি সফল হোক
সবই এগে আসুন-----------
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯
মামুinসামু বলেছেন:
একটা টিম থাকলে বিষয়টা অবশ্যই অনেক সুন্দর হয়।
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারা সব সময় আমার উপর আস্থা রাখেন...
...আপনার উপর আস্থা রাখি।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- টিম হয়ে কাজ করতে পারলে সব সময়ই সেটি সহজ ও উত্তম হয়।
- আমাদের একটি টিম আমাগি বুধবার তিন ভাগ হয়ে তিনটি এলাকায় যাবো অর্থ সহায়তা নিয়ে। এলাকাগুলি থেকে আগেই তথ্য সংগ্রহ করা হচ্ছে, তালিকা তৈরি করা হচ্ছে গ্রহিতাদের। আল্লাহ চাহেতো সব কিছু সুন্দর ভাবে সম্পন্ন করার পরে বিস্তারিত পোস্ট করবো সামুতে।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪০
অরণি বলেছেন: খুবই চমৎকার প্রস্তাব। মরুভূমির জলদস্যু কে সেই টিমে রাখা যেতে পারে (এটা প্রস্তাব মাত্র)।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনারা একটি কমিটির নাম প্রস্তাব করুন।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০
জটিল ভাই বলেছেন:
এনোনিমাস থেকে এসব কাজে অংশ গ্রহণ করা কতোটা সহজ? সেজন্যে হয়তো ইচ্ছে থাকলেও অনেকে এগিয়ে আসার সাহস করবেনা!
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৪
জুল ভার্ন বলেছেন: ইতোমধ্যেই একক ভাবে এবং একাধিক গ্রুপের সাথে আমি আমার সাধ্যমত বন্যার্তদের জন্য সহযোগীতা করেছি। আমাদের আবাসিক বিল্ডিং থেকেও বেশ বড়ো অংকের একটা ফান্ড রাইজ করে টিএসসিতে ছাত্রদের হাতে তুলে দিতে পেরেছি।
ফাউন্ডেশন গড়ার প্রস্তাবনা সত্যিই ভালো। তবে একদা ফাউন্ডেশন ছাড়াই আমরা ব্লগে অনেক সেবামূলক কাজ করেছিলাম- তখন দলমত নির্বিশেষে সকলেরই স্বতঃস্ফুর্ত সেবামূলক মনোভাব ছিলো এবং বিশ্বাস করি- এখনও সেই মনোভাব অনেকেরই আছে। কিন্তু ব্লগার জটিল ভাই যেসব সমুহ জটিলতার কথা হাস্যরসের সাথে তুলে ধরেছেন- সেটা মোটেই অমূলক নয়। যার প্রমাণ কিছুদিন আগে 'চকলেট বিতর্ক'!
তারপরও যতই বিতর্ক থাকুক- যেকোনো ভালো উদ্যোগের সাথে ছিলাম, আছি এবং থাকবো।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩
শূন্য সারমর্ম বলেছেন:
শুভ ব্লগিং।