নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
সুপ্রিয় ব্লগার,
যে সকল ব্যবহারকারী নিবন্ধিত ইমেইল ঠিকানা ভুলে যাবার কারণে বা ইমেইল ঠিকানায় লগ ইন করার এক্সেস হারিয়ে ফেলার কারণে ব্লগে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছেন না, তাঁরা অনুগ্রহ করে নিচের তথ্যগুলো প্রদান করে নিবন্ধিত ইমেইল ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন করুন।
অনুরোধ জানানোর শেষ সময় আগামী ২ নভেম্বর, ২০২৪।
ইমেইল ঠিকানা পরিবর্তন করার অনুরোধ ফর্ম।
বিনীত,
ব্লগ টিমের পক্ষ থেকে কা_ভা।
২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি অনুগ্রহ করে আবার চেষ্টা করুন।
২| ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২১
ফ্রেটবোর্ড বলেছেন: জিমেইল দিয়ে লগইন করার পরই ঐ অবস্থা ছিল, এবার ঠিক আছে। তবে আমার সমস্যা হলো পাসওয়ার্ড নিয়ে। এই ফর্মে সেই অপশন পেলাম না।
২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ঠিক বুঝতে পারছি না, সমস্যাটা কোথায় হচ্ছে। আপনি যদি কোন একাউন্টে ঢুকতে না পারেন আপনার ইমেইল সংক্রান্ত জটিলতায় তাহলে সেই ইমেইলটি এখানে যুক্ত করবেন। এছাড়া যদি আপনার বুঝতে কোন সমস্যা হয় তাহলে আমাকে ফিডব্যাকে মেইল করুন।
৩| ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:০৭
ব্লগ সার্চম্যান ২ বলেছেন:
বর্তমান অবস্থা
যাই হোক আপনাদের এই সিষ্টেমটা আমার পছন্দ হয় নাই। দয়া করে আমাকে ভুল বুঝবেন না।যদি সম্ভব হয় কিছু দিনের জন্য
ব্লগে আগের সিষ্টেম ফিরিয়ে দেন এবং লগিন করার পর যাতে ইমেইল সহ পাসওয়ার্ড পরিবর্তন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করুন।
তাতে মনে হয় সব থেকে বেশি ভালো হবে। তারপর আবার প্রয়োজন হলে এই অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। কেননা অনেকেই
আমার ধারনা আগে যে মেল দিয়ে ব্লগে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই মেল হয়ত বন্ধ নয়ত নষ্ট হয়ে গেছে বা মেল ঠিকানা ও মেলের
পাসওয়ার্ড ভুলে গেছেন কিন্তু ব্লগের ইউজার নাম এবং পাসওয়ার্ড মনে আছে কিন্তু আপনাদের নতুন সিষ্টেমের জন্য ব্লগে ঢুকতে পারছে না। বিষয়টা নিয়ে ভেবে দেখার অনুরোধ থাকলো। আমার নিজেরও আগের আইডি কোন ইমেল দিয়ে খুলেছি মনে নাই
কিন্তু ব্লগে ইউজার নাম এবং পাসওয়ার্ড মনে আছে কিন্তু ঢুকতে পারছি না। ধন্যবাদ।
২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি দুঃখিত, নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে এইটা করা আপাতত সম্ভব হচ্ছে না।
আমরা এই ফর্মটা প্রদান করেছি যারা ইমেইল ভুলে যাওয়ার কারনে বা ইমেইল ঠিকানায় প্রবেশ করতে না পারার কারনে ব্লগের একাউন্টে প্রবেশ করতে পারছেন না।
এখানে আমরা চেয়েছি, প্রথমে আপনি যে একাউন্টের ইমেইল ভুলে গিয়েছেন, সেই একাউন্টের সংক্রান্ত তথ্য দেবেন, তারপর নতুন একটা ইমেইল ঠিকানা প্রদান করবেন। আমরা সেটা পরিবর্তন করে মেইল করে দিবো।
যদি এর পরেও কোন সমস্যা হয়, তাহলে অনুগ্রহ করে ব্লগ টিমকে জানাবেন।
৪| ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪১
ক্লোন রাফা বলেছেন: ব্রাদার আমি’তো অনেকবার এটাই বলছিলাম ব্লগ কতৃপক্ষ’কে। আমার যে ডিভাইসে তথ্যগুলো সংরক্ষিত ছিলো সেটি হারিয়ে ফেলার পর আর লগইন করতে পারি নাই।
তাই অনুরোধ রইলো আবারো আমার নতুন ই মেইলে ইনফরমেশনগুলো দিলেই সব সমাধান হয়ে যায়। ধন্যবাদ!
[email protected]
২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাইয়া, আপনার বিষয়টা এবার আশা করি ঠিক হয়ে যাবে।
৫| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৫
অস্বাধীন মানুষ বলেছেন: স্যার আমার লেখা প্রথম পাতায় প্রকাশিত হচ্ছে না কেন ?
৬| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৮
নজসু বলেছেন:
আমি ভুক্তভোগী।
৭| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: ই-মেইল পরিবর্তন প্রয়োজন নেই কারণ যে ই-মেইল আছে সেটাই সঠিক আর ই-মেইল পরিবর্তন না করলে কোন সমস্যা হবে?
ভাল থাকবেন সব সময়
২৫ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার তো একাউন্ট ঠিক আছে। তাহলে ইমেইল কেন চেঞ্জ করবেন?
৮| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৫
নজসু বলেছেন:
৯| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫১
ক্লোন রাফা বলেছেন: Click This Link
১০| ২৫ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৯
ফ্রেটবোর্ড বলেছেন: ফিডব্যাকে মেইল করেছি ২টা।
১১| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৭
ব্লগ সার্চম্যান ২ বলেছেন:
দিয়ে আসলাম।
১২| ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৯
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আমি ২০১৩ থেকে 'উদাসীন মেঘ' নামে সামুতে আছি। মাঝ কয়েক বছর ব্লগে ছিলাম না। এখন পরিবর্তীত পরিস্থিতিতে ব্লগে লগ ইন করার চেষ্টা করে দেখি, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় আমার ইমেইলটি বন্ধ করে দেয়া হয়েছে।
পরে উপায়ন্তর না দেখে 'উদাসীন মেঘ১২১৯' নামে আমি সামুতে নতুন একটি আইডি খুলি। কিন্তু নতুন আইডি খোলার দুই সপ্তাহের বেশী সময় অতিক্রান্ত হলেও আমার কোন ব্লগ প্রথম পাতায় যাচ্ছে না।
এপর্যন্ত আমি পাঁচটি ব্লগ লিখেছি, কিন্তু অজানা কারণে একটিও প্রথম পাতায় স্থান পায়নি। বিষয়টি দ্রুত সমাধান করার জন্য অনুরোধ করছি।
আমি ২০১৩ থেকে 'উদাসীন মেঘ' নামে সামুতে আছি। মাঝ কয়েক বছর ব্লগে ছিলাম না। এখন পরিবর্তীত পরিস্থিতিতে ব্লগে লগ ইন করার চেষ্টা করে দেখি, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় আমার ইমেইলটি বন্ধ করে দেয়া হয়েছে।
পরে উপায়ন্তর না দেখে 'উদাসীন মেঘ১২১৯' নামে আমি সামুতে নতুন একটি আইডি খুলি। কিন্তু নতুন আইডি খোলার দুই সপ্তাহের বেশী সময় অতিক্রান্ত হলেও আমার কোন ব্লগ প্রথম পাতায় যাচ্ছে না।
এপর্যন্ত আমি পাঁচটি ব্লগ লিখেছি, কিন্তু অজানা কারণে একটিও প্রথম পাতায় স্থান পায়নি। বিষয়টি দ্রুত সমাধান করার জন্য অনুরোধ করছি।
১৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৩৮
দর্পণের প্রতিবিম্ব বলেছেন: আমার একটি সাধারণ জিজ্ঞাসা,
ট্যাগ/কি-ওয়ার্ডস কিভাবে লিখলে আমার লেখা ব্লগগুলো বিষয় ভিত্তিক ব্লগে স্থান পাবে? যেমন আমি গল্প লিখেছি, এটাকে আমি বিষয় ভিত্তিক ব্লগের 'গল্প' এর তালিকায় দেখতে চাই।
জানাবেন প্লিজ।
১৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৮
Sujon Mahmud বলেছেন: আমার নাম কিভাবে পরির্বতন করবো?
১৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৩
নিয়াজ সুমন বলেছেন: প্রথম চেষ্টায় পাসওয়াড পরিবর্তন সফল হয়েছি।
১৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২২
শুভ্র হিমেল পরশ বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলাম। প্রথম চেষ্টায় পাসওয়াড পরিবর্তন সফল হয়েছি।
অনুগ্রহ করে প্রথম পাতায় সুযোগ দিলে ভালো হয়।
১৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২০
ব্লগ সার্চম্যান ২ বলেছেন: কালকে ফরম পূরণ করেছিলাম আজ এখন পর্যন্ত কোনো প্রকার তথ্য পেলাম না। কতদিন লাগবে একটু জানাবেন প্লীজ।
১৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা আপনি কি এখনও জাদিদ আছেন নাকি ভিন্ন কেউ হয়ে গিয়েছেন। ছোটভাই জাদিদের জন্য আমার পক্ষ হতে ভালোবাসা থাকবে অনন্তকাল।
১৯| ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
ব্লগ সার্চম্যান ২ বলেছেন: এক সপ্তাহের বেশি সময় হলো ফরম পূরণ করেছিলাম কিন্তু এখনো কোন খবর পেলাম না । [email protected]
এই জিমেল থেকে কিন্তু কোন সুরাহা হলো না।
২০| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
বরাবর:
কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব
চিফ এক্সিকিউটিভ এডমিন
সামহোয়্যারইন ব্লগ
তারিখ: ১১-১১-২০২৪ইং
বিষয়: ব্লগার সোনাগাজী নিকের ব্লগিং ব্যনমুক্ত করার জন্য অনুরোধ।
জনাব, কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব,
সোনাগাজী প্রসঙ্গে আপনার প্রতি বিনিত বিশেষ দুইটি অনুরোধ: -
১। সোনাগাজী কে ব্যানমুক্ত করুন।
২। সোনাগাজী কে ফ্রন্টপেজ এক্সেস দিন।
ভিন্ন পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধ থাকুক, যেহেতু ব্লগারগণ তাঁর মন্তব্যে সমস্যা মনে করেন / বিরক্ত হোন / অথবা ভিন্ন কিছু
- এই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না।
সোনাগাজী’র বিষয়ে আমার অনুরোধ অথবা আমার মতামত। আশা করি আপনি আমার অনুরোধ / মতামত বিবেচনায় নিয়ে আপনি সোনাগাজী’র বিষয়ে ভালো একটি পদক্ষেপ নিবেন।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
বিনিত,
ঠাকুরমাহমুদ
২১| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪
ক্লোন রাফা বলেছেন: This is My Problem আমার Zaman ইউজার নেম ব্যাবহার করে “রাফা” ব্লগটি’তে
[email protected] email Address ব্যাবহার করেছিলাম । যে ইমেইলটা ব্যাবহার না করার কারনে ইয়াহু কতৃপক্ষ মেইলটি ডিএক্টিভট করে দিয়েছে । কাজেই সেই মেইলে কোন কোড বা ইনফর্মেশন দিলে পাওয়া সম্ভব নয়। অনুগ্রহ করে Zaman ইউজার নেমের লগ ইন কোড নতুন ইমেইল [email protected] -এ প্রেরন করুন । ধন্যবাদ।
২২| ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১১
আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: ভাই একটা অনুরোধ ছিল:
https://www.somewhereinblog.net/blog/eskimoblog ব্লগের ইমেইল পরিবর্তন করে এই ঠিকানায় দেবার:
[email protected]
Please have a look - your help is highly appreciated.
Abu Ziauddin
blog nick: eskimo
২৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
জনাব, কাল্পনিক ভালোবাসা / জাদিদ সাহেব,
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৩
ফ্রেটবোর্ড বলেছেন: লিঙ্কে ক্লিক করলে শেষ পর্যন্ত এই অবস্থায় আসছে।