নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
প্রিয় ব্লগার বন্ধুরা,
আমাদের সবার প্রিয় ব্লগার ব্লগার কান্ডারী অথর্ব, যিনি দীর্ঘদিন ধরে নিজের লেখনী ও মানবিক কাজের মাধ্যমে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোকের শিকার হন এবং এখনো হাসপাতালের আইসিইউতে জ্ঞানহীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় এবং এর সংক্রান্ত চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল।
ব্লগার কান্ডারী অথর্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের এখনই সময়। তিনি অতীতে অনেকের বিপদে পাশে দাঁড়িয়েছেন, ব্লগার কমিউনিটির সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসংখ্য দুর্গত মানুষের সহায়তা করেছেন। আজ তার এই সংকটময় মুহূর্তে আমাদেরও উচিত তার পাশে দাঁড়ানো।
আপনাদের সাধ্যমতো যে কোন পরিমাণ অর্থই তার চিকিৎসায় সহায়তা হিসেবে মূল্যবান হবে। সবাইকে বিনীত অনুরোধ করছি, যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আমাদের প্রিয় ব্লগারের পাশে দাঁড়ান।
আশা করি, আমাদের সমর্থন ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।
সম্মানিত ব্লগাররা নিচের এ্যাকাউন্ট নাম্বারে সাহায্য পাঠাতে পারেন। এই একাউন্ট নাম্বারটি তার একজন বন্ধু ও সহযোদ্ধার। এখানে অর্থ সাহায্য পাঠিয়ে +8801798435585 নাম্বারে জানাবেন।
Mohammad Shamsul Huda
Account Number: 1555103738193001
Brac Bank
Banani 11 Branch, Dhaka
SWIFT Code: BRAKBDDH
Routing Number: 060260680
+8801798435585
Bkash/Nagad
এছাড়া যদি কেউ আমার মাধ্যমেও কোন সাহায্য পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
আপনারা যারাই টাকা পাঠাবেন, তারা অনুগ্রহ করে নিচের গুগল শিটে নিজের নাম ও টাকার পরিমান উল্লেখ্য করে দিবেন।
ব্লগার কান্ডারী অথর্ব সাহায্য হিসাব।
বিনীত,
ব্লগার কাল্পনিক।
২| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮
মোস্তফা কামাল পলাশ বলেছেন: আর মাত্র ২ মাস পড়ে জানুয়ারি মাসের ১০ তারিকে ১১ বছর পূর্ণ হবে। সামহোয়ারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে নীলফামারী জেলায় শীতবস্ত্র বিতরণের। ব্লগার কাণ্ডারি অথর্ব ভাই এর ব্রেইন স্টোক করার সংবাদ শুনার পড় থেকে শুধু মনে পড়েছে অসাধারণ এই ভাল মানুষটির কথা। এক জন মানুষ কি পরিমাণ ভালো মানুষ হলে ঢাকা শহর থেকে জানুয়ারি মাসের রাতে খোলা ট্রাকের পিছনে চড়ে ঢাকা থেকে নীলফামারী জেলায় যেতে পারে শীত বস্ত্র বিতরণের জন্য। সর্বশক্তিমান আল্লাহ তয়ালার কাছে প্রার্থনা ব্লগার কাণ্ডারি অথর্ব ভাইকে সুস্হ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: মহান আল্লাহ তারাতরি সুস্থতা দান করুণ আমিন
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: দোয়া করি।
৫| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪
জ্যাকেল বলেছেন: উনার জন্য মন থেকে দোয়া করছি।
৬| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬
ইফতেখার ভূইয়া বলেছেন: মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করছি।
৭| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
আমি সাজিদ বলেছেন: সুস্থতা কামনা করি।
৮| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
মুনতাসির বলেছেন: প্রাথনা করছি উনি যেন সুস্থতা ফিরে পান।
৯| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
শেরজা তপন বলেছেন: খবরটা অন্য মাধ্যমে আগেই জেনেছিলাম। উনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন সে কামনা করছি।
আশাকরি সব ব্লগাররা তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
১০| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ ভাইকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।
১১| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৭
আরিফ আটলান্টা বলেছেন: খুবই মর্মাহত হলাম।
@কাল্পনিক ভালোবাসা : পুরো নাম ভোটার কার্ড অনুযায়ী , ফোন নাম্বার এবং যে কোনো একটা ব্যাংকের নাম প্লিজ।
১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উপরের যে ব্যাংক তথ্য দেয়া আছে, সেটার মাধ্যমেই অনেকেই প্রবাস থেকে সাহায্য পাঠাচ্ছেন।
আপনি সেই একাউন্টেই সাহায্য পাঠিয়ে আমাকে জানাতে পারেন। সেখানে বিকাশ নাম্বারও আছে। সাহায্য পাঠিয়ে আমাকে জানাবেন।
যদি বিশেষ কোন সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে বিকল্প হিসাবে আমার মাধ্যমেও পাঠাতে পারেন। যেমনটা ব্লগার ইফতেখার ভুইয়া পাঠিয়েছেন।
আপনি যে সহযোগিতা করবেন, সেটা অনুগ্রহ করে গুগল শিটে যুক্ত করে দিবেন।
১২| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০২
অধীতি বলেছেন: আল্লাহ উনাকে আরোগ্য দান করুক। দীর্ঘ হায়াৎ দান করুক।
১৩| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৬
নজসু বলেছেন:
অনেক অনেক দোয়া রইলো।
যে যার সাধ্যমত এগিয়ে আসবো ইনশায়াল্লাহ।
১৪| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৬
নেওয়াজ আলি বলেছেন: চেষ্টা করবো সামন্য হলেও কিছু করতে
১৫| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৯
...নিপুণ কথন... বলেছেন: তা নাহয় দিলাম। কিন্তু আমার পোস্টগুলো কেন প্রথম পাতায় প্রকাশিত হচ্ছে না? সুস্থ থাকতেই ব্লগারদের এমন অপমান কেন করেন? একটু ঘুরে আসেন। দেখেন তো আমার মতো পলিটিক্যাল অ্যানালাইসিস আর কয়জন লিখছে?
১৬| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৯
মাজহার পিন্টু বলেছেন: সুস্থতা কামনা করি।
১৭| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:৫২
মনিরা সুলতানা বলেছেন: অনেক দোয়া আর শুভ কামনা ।
১৮| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪৫
আহরণ বলেছেন: ব্লগার 'কান্ডারী অর্থব'র দ্রুত আরগ্য কামনা করি। আর সাহায্যের বিষটি under processing। বিদেশে থাকি তো, একটু সময় দিন। ধন্যবাদ কাভা ভাইয়া।
১৯| ১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৯
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মোবাইল কম্পানির সহায়তা নেয়া যেতে পারে।
যাতে করে যারা কম টাকা করতে চান তারা সেটা করতে পারবেন।
২০| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগার 'কান্ডারী অর্থব'র দ্রুত আরগ্য কামনা করি।
তাঁর সহায়তার আমাদের সকলের সম্মিলিত প্রয়াস
খুবই জরুরী । তাঁর বিষয়ে নিয়মিত আপডেট দিলে
ভাল হবে ।
২১| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২২
নয়ন বড়ুয়া বলেছেন: সুস্থতা কামনা করি সবসময়...
২২| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১১
আলামিন১০৪ বলেছেন: ওনার ব্লগের লিঙ্ক কি দেয়া যাবে?
১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার কান্ডারী অর্থব,
২৩| ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৩
জুল ভার্ন বলেছেন: আমরা ইভানের সাথেই আছি। ফি আমানিল্লাহ।
২৪| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৮
রোকসানা লেইস বলেছেন: মন খারাপ করা খবর। কান্ডারী অর্থব দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি।
২৫| ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
ইউসুফ আলী রিংকূ বলেছেন: মহান আল্লাহ উনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন, আমিন
২৬| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩২
বাকপ্রবাস বলেছেন: আ্ল্লাহর কাছে সুস্থ্যতার দোয়া করি
২৭| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪২
স্প্যানকড বলেছেন:
উনার দ্রুত সুস্থতা কামনা করছি ।
২৮| ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮
জ্যাকেল বলেছেন: ওনার ব্যাপারে আপডেট দিবেন, তুখোড় মেধাবী এই মানুষটার এই পরিণতি মেনে নিতে পারছি না।
২৯| ১২ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
জুন বলেছেন: অনেক অনেক মন খারাপ লাগা একটি সংবাদ। আল্লাহ কান্ডারীকে দ্রুত সুস্থ করে দিন এই দোয়া করি।
৩০| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৮
করুণাধারা বলেছেন: দোয়া করি আল্লাহ যেন কান্ডারী অথর্বকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।
কিন্তু আপনি অথর্ব কে কেন 'অর্থব' লিখলেন!!!
১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি দুঃখিত। আমি প্রয়োজনীয় সংশোধন করেছি।
৩১| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫১
ঢাবিয়ান বলেছেন: দোয়া ও শুভকামনা রইল।
৩২| ১২ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২
িসজার বলেছেন: আশা করি সৃষ্টিকর্তার অনুগ্রহে উনি সুস্থ হয়ে আসবেন আবার আমাদের মাঝে। কিছু সহযোগিতা করেছি, উপরোক্ত বিকাশ নম্বরে।প্রাপক আমাকে প্রাপ্তিস্বীকারঃ এর বার্তাও পাঠিয়েছেন। ব্লগের স্বচ্ছতার নিমিত্তে স্প্রেডশিট এও অন্তর্ভুক্ত করেছি।
৩৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৩
আলামিন১০৪ বলেছেন: আল্লাহ তাঁকে আবারো এই ব্লগে, লিখা উপহার দেয়া্র মতো সক্ষমতা দিয়ে সুস্থ করে ফিরিয়ে আনুক, এই দোয়া করি।
কোন হাসপাতালে ভর্তি তিনি? আমার অভিজ্ঞতায় বলছি, দেশের প্রথম শ্রেনীর বেসরকারী হাসপাতালগুলো থেকে অনেক ভালো চিকৎসা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে.. বিশেষত, স্ট্রোক..
৩৪| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৮
আলামিন১০৪ বলেছেন: বাই দ্যা ওয়ে, কান্ডারি নামের বানান বোধ হয় ভুল হয়েছে..এই জন্য তাঁর ব্লগ খুঁজে পেতে সমস্যা হয়েছিল..ধন্যবাদ ব্লগের লিঙ্ক দেবার জন্য.।
৩৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাণ্ডারি ভাই একজন উঁচু মানের ও উন্নত মানসিকতার ব্লগার। তার লেখাগুলো খুবই শ্রমসাধ্য ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ। তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।
৩৬| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
মেহবুবা বলেছেন: আল্লাহ্ ওনাকে কল্যাণ দান করুক। সাথে আছি।
৩৭| ১৪ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
মেহবুবা বলেছেন: আগারগাও এ National Institute of Neuromedicine & Hospital ভর্তি কিনা জানিনা, চিকিৎসা ব্যবস্থা অনেক ভাল, অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভাল।
৩৮| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: "কান্ডারী" সাহেব কেমন আছেন বা তার বর্তমান অবস্থা কি জানতে পারলে কিছুটা আশ্বস্ত হতে পারতাম। এ ব্যাপারে কারো কাছে কোন আপডেট থাকলে যদি মন্তব্যে জানাতে পারেন তাহলে ভালো হতো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ করে দিন। আল্লাহ ভরসা