![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
সামহোয়্যারইন ব্লগের প্রিয় ব্লগার, আমাদের সহযোদ্ধা কান্ডারী অর্থব আর আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘদিন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে অচেতন অবস্থায় ছিলেন। আজ সকাল সাড়ে ১১টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কান্ডারী অর্থব ছিলেন একজন নির্ভীক লেখক, যিনি সত্য প্রকাশের সাহস দেখিয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতার জন্য তিনি অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর একটি বই প্রকাশের সাথে জড়িত থাকার কারনে তাঁকে গুম এবং পরবর্তীতে কারাভোগও করতে হয়েছে।
আমরা একসঙ্গে বহু স্মৃতি ভাগ করে নিয়েছি, বহু বিতর্ক, আলোচনা, আর মতবিনিময়ে অংশ নিয়েছি। তার প্রস্থান আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধু ও সহব্লগার কান্ডারী অর্থবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে, সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকেও আমরা গভীর শোক ও সমবেদনা জানাই।
তার শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
শ্রদ্ধা ও ভালোবাসায়,
সামহোয়্যারইন ব্লগ পরিবার
২| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৬
আশরাফুল হায়দার বলেছেন: কান্ডারি অথর্ব (আরজান ইভান) ভাই-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
৩| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: মর্মান্তিক। খুবই ব্যথিত হলাম।
৪| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৪০
নতুন বলেছেন: আত্মার শান্তি কামনা করি
উনার লেখায় বোঝা যায় উনি ভালো মনের মানুষ ছিলেন।
৫| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: আত্নার মাগফিরাত কামনা করছি।
৬| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:১২
গেঁয়ো ভূত বলেছেন: মরহুমের আত্মার শান্তি কামনা করছি।
উনার ব্লগ লিঙ্ক কেউ দিবেন প্লীজ।
৭| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:১৬
প্রামানিক বলেছেন: কান্ডারি অর্থবের আত্মার মাগফেরাত কামনা করছি
৮| ০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মন খারাপ করা সংবাদ। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এই দোয়া করি। তিনি এখন ভালো মানের ব্লগার ছিলেন।
৯| ০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:০২
আবু ছােলহ বলেছেন:
ব্লগার কান্ডারী অথর্বের প্রয়াণ অবশ্যই গভীর শোকের। তিনি ছিলেন নির্ভীক লেখক ও মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রামী কণ্ঠ। আমরা তার জন্য জান্নাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
১০| ০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:০৬
নতুন বলেছেন: কান্ডারি অথর্ব Blog
উনার লেখার হাত খুবই ভালো এবং অনেক নতুন বিষয়ে লিখতেন তিনি।
১১| ০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আত্মার শান্তি কামনা করছি
১২| ০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:১৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এই দোয়া করি। তিনি একজন ভালো মানের ব্লগার ছিলেন।
তাঁর ব্লগ পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
পোস্ট করেছেন: ২৫৩টি
মন্তব্য করেছেন: ২৪১১১টি
মন্তব্য পেয়েছেন: ২০০৩১টি
ব্লগ লিখেছিলেন: ১৩ বছর ২ মাস
তিনি অনুসরণ করছেন : ৫০০ জন
তাঁকে অনুসরণ করছেন: ৫১৪ জন
তাঁর সর্বশেষ ব্লগ ২৮ ডিসেম্বর, ২০১৯
কান্ডারি অথর্ব
তিনি নিজেকে এভাবেই উল্লেখ করেছেন:
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা
আমার মৃত্যু ভূমির ‘পর।
সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে;
আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে;
কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার,
শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে;
রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়;
সীমাহীন এক যন্ত্রণার আঁধার,
আমি হতে রবো কাতর।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আত্মার শান্তি কামনা করছি