![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় ব্লগিং প্ল্যাটফর্ম সামহোয়্যারইন ব্লগ এবার ব্লগারদের জীবনের গল্প, ভাবনা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি নিয়ে শুরু করতে যাচ্ছে এক ভিন্নধর্মী পডকাস্ট সিরিজ — “ব্লগারদের গল্প”।
ব্লগিং কেবল লেখালেখির মাধ্যম নয়, এটি এক সময়, এক প্রজন্মের কণ্ঠস্বর, এক আন্দোলনের নাম। সেই আন্দোলনের হৃদস্পন্দন এবার শোনা যাবে শব্দে, অনুভব করা যাবে বাস্তবতায়।
প্রথম ধাপে আমরা শুধুমাত্র বাংলাদেশে অবস্থানরত ব্লগারদের গল্প নিয়ে এই আয়োজন শুরু করতে চাই। এই উদ্যোগ আমাদের জন্য শুধু একটি সৃজনশীল প্রয়াস নয়, বরং একটি সম্ভাব্য বিকল্প আয়ের পথও হতে পারে। পরীক্ষামূলকভাবে শুরু করা এই সিরিজ সফল হলে আমরা তা আরও বিস্তৃত করার পরিকল্পনা করেছি।
এই স্বপ্ন সফল করতে আমরা খুঁজছি কিছু শুভাকাঙ্ক্ষী স্পন্সর, যারা ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের পাশে দাঁড়াতে আগ্রহী। আপনি যদি একটি ব্র্যান্ড, প্রতিষ্ঠান বা ব্যক্তি হিসেবে এই উদ্যোগের অংশ হতে চান এবং স্পন্সরশিপের সুযোগ ও সুবিধা সম্পর্কে জানতে আগ্রহী হন — আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
চলুন, আমরা একসাথে গড়ে তুলি আমাদের গল্প বলার নতুন এক মঞ্চ।
যোগাযোগ করুনঃ
[email protected]
অথবা চাইলে সরাসরি আমাকে নক দিতে পারেন বিস্তারিত তথ্যের জন্য।
ইমেইল যোগাযোগের জন্যঃ [email protected]
শুভেচ্ছা রইল
কা_ভা।
২| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক উদ্যোগ শুভ কামনা জানাই
৩| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৫৩
নতুন বলেছেন: খুবই ভালো উদ্দোগ।
স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের কিভাবে অন্তভুক্ত করা যায় তারও একটা পরিকল্পনা করতে হবে।
তাতে নতুন ব্লগার বাড়বে।
৪| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেটট খুবই সুন্দর হয়েছে। প্ল্যানটা বেশ!
৫| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:৩৫
জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: শুধুই গল্প নাকি কবিতাও অন্তর্ভুক্ত করা হবে এই পডকাস্টে ?
৬| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৭
সুলাইমান হোসেন বলেছেন: সামহোয়্যারইন ব্লগ অযত্নে অবহেলায় পড়ে রয়েছে,ইয়াতিমের মতো।
ব্লগের একটি এপ্লিকেশনে থাকলে ভালো হতো।
সামু মডারেশন ৩ দিন পর্যবেক্ষণের কথা বলে ৩ মাসেও লেখা প্রথম পাতায় প্রকাশ করেনা,যেকারনে নতুন ব্লগাররা আগ্রহ হারিয়ে ফেলেন।
৭| ২৪ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
নতুন নকিব বলেছেন:
সুন্দর উদ্যোগ। সাফল্য কামনা করছি। প্রিয় সামহোয়্যারইন ব্লগের দীর্ঘায়ু প্রত্যাশী।
৮| ২৪ শে জুন, ২০২৫ রাত ৮:৪৭
অপলক বলেছেন: সামুতে অনেক ফিচারে বাগ আছে, সীমাবদ্ধতা আছে, সেগুলো আগে সমাধান করা উচিত।
৯| ২৪ শে জুন, ২০২৫ রাত ৮:৫০
ফারমার২ বলেছেন:
"ব্লগারদের নিয়ে ( তাদের ভাবনাচিন্তা, সৃষ্টি, অবদান ) গল্প?
১০| ২৪ শে জুন, ২০২৫ রাত ৯:০৫
কামাল১৮ বলেছেন: সুন্দর উদ্যোগ।সাফল্য কামনা করি।
১১| ২৫ শে জুন, ২০২৫ রাত ১:৩৫
নূর আলম হিরণ বলেছেন: ব্লগে কি এখন কোনো মডারেশন প্যানেল আছে? নাকি এমনিই চলছে? উদ্যেগ ভালো তবে সফল হবে বলে মনে হচ্ছে না! যে ব্লগ প্ল্যাটফর্ম নিয়ে গল্প সেখানেই পোস্টটি স্টিকি করা হয়নি, নির্বাচিত পাতায়ও যায়নি। মূল ফ্লাটফর্মকে পাশ কাটিয়ে এমন উদ্যেগ সফল করা বেশ কঠিন হবে। নেগেটিভ মন্তব্যের জন্য সরি। তারপরেও সফলতা কামনা করছি।
১২| ২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১৩| ২৫ শে জুন, ২০২৫ দুপুর ১:১৩
বাকপ্রবাস বলেছেন: শুভ কামনা
১৪| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৫
জাহিদ শাওন বলেছেন: ব্লগ থেকে ভ্লগের যুগে!
জানা আপার কি অবস্থা এখন?
একটা ইভেন্ট হওয়ার কথা ছিলো।
১৫| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:০৪
সুলাইমান হোসেন বলেছেন: আধুনিক চিন্তাবিদ বলেছেন: অফ টপিক: আপনার সাথে যোগাযোগের মাধ্যম আমার জানা নেই। তাই এইখানেই জানাচ্ছি। অনেক নতুন ব্লগার ৩ দিন পর্যবেক্ষণ সময় পেরিয়ে গেলেও প্রথম পাতায় লেখার একসেস পাচ্ছে না। এতে করে তারা লেখার প্রতি উৎসাহ হারাচ্ছেন (তার ভিতরে আমিও আছি)। ব্যাপারটা একটু দেখবেন বলে আশা করি।
ধন্যবাদ
(তার ভিতরে আমিও আছি)
১৬| ০২ রা জুলাই, ২০২৫ রাত ১০:১০
সুলাইমান হোসেন বলেছেন: আধুনিক চিন্তাবিদ
বলেছেন: অফ টপিক: আপনার সাথে যোগাযোগের মাধ্যম আমার জানা নেই। তাই এইখানেই জানাচ্ছি। অনেক নতুন ব্লগার ৩ দিন পর্যবেক্ষণ সময় পেরিয়ে গেলেও প্রথম পাতায় লেখার একসেস পাচ্ছে না। এতে করে তারা লেখার প্রতি উৎসাহ হারাচ্ছেন (তার ভিতরে আমিও আছি)। ব্যাপারটা একটু দেখবেন বলে আশা করি।
ধন্যবাদ
(তার ভিতরে আমিও আছি)
১৭| ১২ ই জুলাই, ২০২৫ রাত ৮:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই উদ্যোগ এর বিস্তারিত জানতে চাই ।
...................................................................
কি ভাবে চলবে,
কারা চালাবে ,
কতটুকু নিরপেক্ষ থাকবে ?
কোন সুনির্দিষ্ট লক্ষ্য আছে কিনা ?
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিকার অর্থেই চমৎকার উদ্যোগ।