![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল লাগে জোছনা রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে।
আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই। চোখের সামনে যা দেখি মাঝে মধ্যে হাতে থাকা মোবাইলে তা তুলে নিই,যার বেশিরভাগই সেলফি ফটো।এখানে বাংলাদেশ ও সৌদি আরবের কিছু ছবি দেয়া গেল। দেশের মাটি ছোঁয়া
মোঘল আমলের ঢাকাঃ পানাম শহর
ঢাবিতে প্রকৃতির আশীর্বাদ
আন্ধেরি রাতো ম্যা
মরুর বুকে
রাতের মাছ শিকারি
মরুতে আবাসনের কাজ
১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২১
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ আপা, অনেকদিন লিখিনা সব ভুলে গিয়েছি অথবা উইন্ডোজ টেনে কিছু কনফিগার করাতে হবে। আপনি কি ট্রিকোটা বলবেন ছবিগুলো ঘুড়াবো কি করে?
২| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ফটোব্লগ দেখলেই মনটা ভালো হয়ে যায়, ছবির প্রতি এটোটা প্রেম কিভাবে হয়ে গেলো ভেবেও পাইনা........ভালোলাগা জানিয়ে গেলাম।
১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২২
মোঃমোজাম হক বলেছেন: বহুকাল লিখলাম আর আপনাকেও পেয়ে গেলাম। আপনার ছবিব্লগ আগে থেকেই আমার পছন্দের ছিল
৩| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২৫
শেরজা তপন বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে প্রবাসীরা দেশে আসার পরে ঘড় কাত হয়ে যায় - সবকিছু বাঁকা হয়ে দেখতে, আমারও দেখতে দেখতে ঘাড় বাঁকা হয়ে গেল! এখন সোজা করি কেমনে ( জাস্ট জোকিং)
শেষ ছবিটা সহ সব ছবিই সুন্দর হয়েছে!
আমাদের সবখানেই ময়লা আবর্জনা- নোংড়ার ছবি না রাখলেই নয় কি?
১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৮
মোঃমোজাম হক বলেছেন: আমি নিজেও হয়রান হয়ে গেলাম, সোজা করতে গিয়ে।
ভাই ভাল মন্দ সবই দেখানোর দায়িত্ব কিন্তু ব্লগারদেরই।
সরকারি রাজনীতিকদের চোখ আর আমাদের চোখ ভিন্ন হতেই হবে।
ধন্যবাদ।
৪| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২৮
জুন বলেছেন: ছবি এডিট অপশনে গেলে দেখবেন রোটেট লেখা। সেটা দিয়ে সোজা করতে হবে মোজাম ভাই
১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:০০
মোঃমোজাম হক বলেছেন: আমার পিসিতে সেই রোটেট অপশন আসছেনা।তবে শিঘ্রিই ঠিক করে ফেলবো।
আবারো ধন্যবাদ আপা
৫| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো ছবিই সুন্দর। পানামা শহর, রিমঝিম বৃষ্টি একটি বেশি ভালো লেগেছে।
কিছু ছবি ডান দিকে রোটেট করুন, আর মধ্যরাতে কালো বিড়াল ১৮০ ডিগ্রি রোটেট করে আবার আপলোড করুন, সোজা হয়ে যাবে।
বহুদিন বাদে বাদে তব দেখা পাই, সব সময় কেন পাই না?
১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:০৩
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ । নেশা লাগিলোরে , আবার আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ
৬| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: বাকি সকলের মতো আমারও বক্তব্য কিছু ছবি সহী পজিশনে নাই।
১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:০৩
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ
৭| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৯
মাকার মাহিতা বলেছেন: ছবি গুলা সুন্দর হৈছে।
কিন্তু, পোস্ট টা এডিট করে ছবি গুলা হরিজন্টাল করে নিন।
ধন্যবাদ।
৮| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২২
সিগনেচার নসিব বলেছেন: দেখতে একটু অসুবিধা হয়েছে। তবে অপূর্ব সব ছবি ।
৯| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪২
হাবিব বলেছেন: চমৎকার ছবি তুলেছেন
১০| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫০
আহমেদ জী এস বলেছেন: মোঃমোজাম হক,
সুন্দর ছবি হয়েছে । ঠিকঠাক হয়নি বলে আমি নিজের থেকে ঠিক করে এখানে দিলুম। দেখুন তো এগুলো কপি করে নিয়ে আবার বসানো যায় কিনা।
অনুমতি না নিয়ে এটা করার জন্যে ক্ষমাপ্রার্থী-মোঃমোজাম হক,
সুন্দর ছবি হয়েছে । ঠিকঠাক হয়নি বলে আমি নিজের থেকে ঠিক করে এখানে দিলুম। দেখুন তো এগুলো কপি করে নিয়ে আবার বসানো যায় কিনা।
অনুমতি না নিয়ে এটা করার জন্যে ক্ষমাপ্রার্থী-
১১| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৩
আহমেদ জী এস বলেছেন: মোঃমোজাম হক
১২| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৫
আহমেদ জী এস বলেছেন: মোঃমোজাম হক, মোঃমোজাম হক,
১৩| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৬
মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ।চেস্টা করছি ভাই
১৪| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২০
মোঃমোজাম হক বলেছেন: অনেক ধন্যবাদ
১৫| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ছবি। তবে সোজা হলে দেখতে আরও ভাললাগতো।
১৬| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:৪৪
শাহিন বিন রফিক বলেছেন:
ধন্যবাদ চমৎকার কিছু ছবি দেখার সুযোগ দেওয়ার জন্য,
আন্তরিক ধন্যবাদ আহমেদ জী এস ভাইকে ঘাড় ব্যাথা থেকে ব্লগারদের বাঁচানোর জন্য!! হাহাহা!!!
২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৫
মোঃমোজাম হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:১২
জুন বলেছেন: মোজাম ভাই আপনার ছবিগুলো প্রত্যেকটাই সুন্দর। কতগুলো বাকা হয়ে আছে, সোজা করে দিন।
+
আর এখন দেশ বোঝাই কালো বিড়ালে
উত্তরাকে আকাশ থেকে দেখলে আর মডেল টাউন মনে হয় না, কংক্রিটের জঞ্জাল মনে হয়। এক টুকরো সবুজের দেখা মেলে না।
+