![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কয়েক বছর আগে কেনা (রবি,এয়ারটেল,বাংলালিংক ও গ্রামিন) সিম কেনার সময় রেজিস্ট্রেশন করিনি। এখন করা যাবে কি ? একজন দোকানদার বলল করা যাবে না , কারন সেটা অন্য কারও নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। কিন্তু সিম তো আমি ইউজ করছি। যদি সেই সিম কাস্টমার কেয়ারে নিয়ে যাই তা হলে কি রেজিস্ট্রেশন করতে পারব।নাকি নতুন সিম কেনা লাগবে ? আপনারা যারা সিওর জানেন তারা একটু নিয়মটা বলুন প্লিজ।
সাথে কি কি নিয়ে যাবো সেটাও বলুন।
২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: সিম গুলো কোন না কোন নামে রেজিস্ট্রেশন করা আছে। এখন ওনারশিপ ট্রান্সফার করা যায়, কিন্তু যার নামে সিম আছে তাকেও আপনার সাথে কাস্টমার কেয়ার যেতে হবে। কাজেই এই সিম আর আপনার নামে হচ্ছেনা, নতুন সিম কিনে ফেলুন।
৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪
যীশূ বলেছেন: সিমগুলো যদি সচল থাকে তাহলে তো ব্যবহার করতে পারবেন এমনিতেই। আর যদি ইতমধ্যে বন্ধ হয়ে গিয়ে থেকে তাহলে কাস্টমার কেয়ারে নিয়ে যান। আপনি যদি ইউজার হিসাবে নিজেকে প্রমান করতে পারেন তাহলে ওরা আপনার নামে আন্ডার টেকিং করে সিম চালু করে দেবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
কস্কি বলেছেন: এতদিনে ব্লাক রেজিস্ট্রেশন হয়েগেছে মনেহয়! তবুও বাসার কাছের কোন কেয়ারে সিমসহ যোগাযোগ করতে পারেন.!