![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম। ব্লাগার ভাইরা আমার টুকটাক কাজের জন্য ভাবছি একটা প্রিন্টার কিনব। স্বল্প আয়ের মানুষ তাই ভেবে চিন্তে কেনার কথা ভেবেই সামহয়্যারে পোষ্ট করলাম। যে কাজে কিনব তা হল মাঝে মধ্যে ফটো প্রিন্ট করা সহ সাদাকালো ও কালার প্রিন্ট করা আর ফটো কপি করা। হেভি অফিসিয়াল কোন কাজের জন্য না। এটা আমার বাসায়ই মুলত ইউজ করব।
তবে যাই রিকমেন্ড করেন ভাই আমার প্রিন্টিং খরচের কথা চিন্তা করে করবেন। আমি শুনেছি ক্যাননের থেক ইপসন ভালো কারন যেখানে ক্যাননে আলাদা টাকা খরচ করে চিপ লাগানো লাগে আর তাতে ওয়ারেন্টিও থাকে না সেখানে ইপসনে ড্রাম ইউজ করা সিষ্টেম সহ পাওয়া যায় ।
ও আরেকটা কথা যেহেতু অল ইন ওয়ান প্রিন্টার সেহেতু দাম সম্ভবত দশ হাজার এর উপরে হবে তবে আমার বাজেট নিয়ে তেমন সমস্যা নাই যাস্ট কোন প্রবলেম ছাড়া যাতে অনেক দিন ইউজ করতে পারি সেদিক থেকে যেটা ভালো হবে প্লিজ বলবেন। সবচেয়ে ভালো হয় আপনার ব্যাবহার করা যদি কোন অভিজ্ঞতা থেকে পরামর্শ দেন।
আল্লাহ হাফেজ।
২| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৯
জিয়া চৌধুরী বলেছেন: আপনি সরাসরি নেটে সার্চ দিয়ে বৈশিষ্ট্য ও দাম গুলো দেখে নিন? আপনি যেটাতে সন্তুষ্ট হবেন সেটা আরেকজনের ভাল নাও লাগতে পারে। প্রয়োজনে মাল্টিপ্ল্যান সেন্টারে ঘুরে আসতে পারেন।
২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:০০
মি.সিম্পলম্যান বলেছেন: হ্যা ভাই সার্চ করছি। ইপসনের এল সিরিজের মাল্টি ফাংশন পছন্দ হয়েছ।
৩| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:৫৬
মিঠুন_বিশ্বাস_রানা বলেছেন: মাল্টিপ্ল্যান সেন্টারে ডিসিটেক ৮ম তলা
২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯
মি.সিম্পলম্যান বলেছেন: এটা কি সম্পুর্ন প্রিন্টারের দোকান। আপনাড় কাছে ফোন নাম্বার হবে কি ?
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৩৯
নাহিদ তামিম বলেছেন: কালার প্রিন্টার যদি দরকার না হয় তবে konica minolta 1390mf নিতে পারেন। কারন বাসায় এ জেট প্রিন্টার গুলা তেমন ইউস না হবার কারনে কালি জমে যায় যেটা দোকানদার দের হয়না। এটা হেভি ইউস করলেও কিছু হবেনা। বাট আপনার যদি কালার দরকার ই হয় তবে...........