![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম। সামুর ব্লগারদের আবারও একটু কষ্ট দেই দয়া করে হজম করে নিবেন।
আমি মিরপুর থাকি। সিম্ফোনির Xplorer W35 মোবাইল ফোন কিবো বলে ঠিক করেছি। আমাদের মিরপুরে কোথাও সিম্ফোনির অরিজিনাল সিম্ফনি শো-রুম আছে কিনা জানিনা! যদি থাকে তাহলে কি সেখান থেকে মোবাইল ফোনটি কিনবো নাকি বসুন্ধারায় সিম্ফোনির যে শো-রুম আছে সেখান থেকে কিনলে ভালো হবে। { আমি বসুন্ধারায় ওদের শো-রুম আছে শুনেছি কিন্তু কোথায় তা জানি না। আর আমি কিভাবে ওদের সাথে যোগাযোগ করে যাব সেজন্য যদি কারও কাছে ওদের শো-রুমের ফোন নাম্বার থাকে প্লিজ শেয়ার করুন নাকি নিজ এলাকা থেকে কিনবো পরামর্শ দিন।}
ভাই যারা মিরপুর থাকেন বা এ ব্যাপারে ভালো বোঝেন তারা একটু পরামর্শ দেন প্লিজ।
২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪
তামিম ইবনে আমান বলেছেন: সিম্ফনির ডব্লিউ১২৫ নিতে পারেন। ব্র্যান্ড ধুইয়া কি পানি খাইবেন নি? চাইনিজ এ যা সুবিধা দেয়, সেই দামে ব্রান্ডের সেটে কানাকড়িও সুবিধা নাইক্কা!
৩| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
দেশটাকে আবার স্বাধীন করবো বলেছেন: এই সেটটা না নেওয়াই ভাল। ১০ ১৫ মিনিটেই নাকি অনেক গরম হয়ে যায়। অনেকেই দেখলাম সেটটা কিনে আবার বিক্রি করে দিচ্ছে।
৪| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
রাফি মাহমুদ বলেছেন: সিম্ফনি না নিয়ে ওয়াল্টন প্রিমো নেন। হাজারগুনে ভালো জিনিষ...
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৪
CatchFly বলেছেন: W35 না কেনাই ভাল হবে। এটা ঠিক এটা দামে বেশ কিছু ভাল ফিচার দিয়েছে। তবে সিম্ফোনির এক পরিচিত ভাই বলেছেন সেটটি মার্কেট থেকে উঠিয়ে নিচ্ছে তার কারন হলো, সেটটি অতি দ্রুত গরম হয়ে যায়।
এখন বিবেচনা আপনার কিনবেন কি কিনবেন না। তবে টাকা বেশি খরচ হলেও ব্রান্ডের সেট কেনা ভাল হবে। স্যামসাং S Duos কিনতে পারেন। ১৯হাজার পরবে। তবে সেলবাজারে ১২-১৪হাজারে পাবেন।
ভুলেও নকিয়ার কোন ফোন কিনবেন না। সবচে বড় ফাটকাবাজ তারা। জাভা ফোন আশা ৩১১ বা আশা সিরিভটাই ভুয়া।
ভাল থাকবেন।