নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

হেল্প: হার্ডডিক্স এর সব দেখা যাচ্ছে কিন্তু কিছুই কপি-পেষ্ট করতে পারছি না। ফরম্যাট দিয়ে রি-ষ্টোর করা ছাড়া কোন উপায় আছে !

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৫

আসসালামু আলাইকুম। আমার আপুর Portable Transcend Hard Disk (500GB) টা কোন কারন ছাড়াই সমস্যা করছে। কয়েকদিন ধরে এটার কোন ফাইল/ফোল্ডার কপি-পেষ্ট কোনটাই করা যাচ্ছে না।

কিন্তু ফাইল ও ফোল্ডার গুলো Show করছে। সবই ঠিক-ঠাক।



আমার Windows 7 এ কানেকশন দিলে একটা পপ আপ মেনু আসে।



ওটা রান করালেও কাজ হয় না , ১০% এর মত হয়ে আর আগায় না।

হার্ডডিক্সটায় অনেক গুরুপ্তপূর্ণ ফাইল আছে। যা হয়তো কপি করে কোথাও রাখতে পারলে পরে ফরম্যাট দিয়ে রি-ষ্টোর করতে পারতাম। কিন্তু এই ৫০০ গিগা কোথাও কপি করে রাখার মত জায়গা আমার হার্ডডিক্সে নাই। এছাড়াও হয়তো কোথাও কপি করে না রেখে ফরম্যাট দিলেও পরে সফ্টওয়্যার দিয়ে রি-ষ্টোর করতে পারতাম। তাও আবার অনেক সময় সাপেক্ষ। এটা ছাড়া আর কোন উপায় আছে কি হার্ডডিক্স এর এই প্রবলেম থেকে বাচার।

আপনারা কেউ কি এ রকম প্রবলেম ফেস করেছেন কিনা আগে। কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি ? আপনারা যারা এক্সপার্ট তারা একটু কষ্ট করে পরামর্শ দিন প্লিজ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

নতুন বলেছেন: Click This Link

Click This Link

Click This Link

উপরের লিংকে গিয়া দেখেন সমাধান পেতে পারেন...

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মি.সিম্পলম্যান বলেছেন: ধন্যবাদ।

আপনি হয়তো আমার প্রবলেমটা ঠিক ধরতে পারেননি। আমার হার্ডডিক্স রিড করছে। কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারছি না। আর ফরম্যাট দিলে হয়তো সমাধান হবে , তবে ফরম্যাট ছাড়া কোন সমাধান আছে কিনা সেটা জানতে চাইছি।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার হার্ডডিক্স প্রোকেটক্টেড কিনা চেক করুন।

তারপর এর ওনারশীপ নিজের করে নিন। প্রোপাটিজ-সিকিউরিটি-এডভান্স-ওনারশীপ এ চেক করে দেখুন।

আমার একবার হয়েছিল। এডমিন পাস নিজেই বদলে ঐ পার্টে আর ঢুকতেই পারছিলাম না। পরে ওনারশীপ চেঞ্জ করে সফল হয়েছিলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মি.সিম্পলম্যান বলেছেন: এ ধরনের কোন অপশন নাই প্রপার্টিজের পর। তবে প্রটেক্টেড না মনে হয়। কেননা কোন কিছু করি করতে দিলে কপি হওয়ার মত সবই আসে ।লেখা ওঠে কপিং কিন্তু আসলে ঐ অবস্থাতেই থাকে। একটুও কপি হয় না।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

নতুন বলেছেন:

ফাইলের প্রপাটিজে গিয়ে এই জিনিসগুলি দেখুন...

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নতুন বলেছেন:

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নতুন বলেছেন: ছবি আসতেছে না.. :(

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মি.সিম্পলম্যান বলেছেন: থ্যাংকস ফর ইওর ইন্টেনশন। হেল্প জাতিয় পোষ্টে আজ কালতো কমেন্ট পাওয়া মুশকিল।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

নতুন বলেছেন: আপনার ঐ ডিক্সে কি কোন ফাইল তৌরি করে সেভ করতে পারছেন? এবং সেই ফাইল ডিলিট করতে পারছেন? = তবে তো রিড /রাইট হচ্ছে.... দেখেন চেস্টা করে..

কিন্তু বিদ্রোহী ভৃগু যা বলেছেন সেই সমষ্যা হতে পারে...

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

জোগ্যান বলেছেন: এক্টা উবুন্টুর CD দিয়ে লাইভ বুট করে দেখতে পারেন কপি করা যায় কি না।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

দ্যা খলনায়ক বলেছেন: ভাই ইন্টারনাল হার্ডডিক্সের সার্কিটে সমস্যা হলে এধরনের প্রবলেম দেখা দেয় । সেক্ষেত্রে পুরা সার্কিটটি পাল্টে দিলে সমস্যা ঠিক হয় । আমার মনে হয় আপনার এক্সটারনালেও একই রকম সমস্যা হয়েছে । খুঁজে দেখেন আপনার এক্সটারনালের জন্য পুরাতন ভাল সার্কিট পান কিনা । যেহেতু Transcend বেশ ভালই চলে সেক্ষেত্রে আপনি পুরাতন সার্কিট পেতে পারেন ।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯

দ্যা খলনায়ক বলেছেন: আবার ইন্টারনাল হার্ডডিক্সের ক্যাবলে সমস্যা হলেও এধরনের কপি-পেষ্ট সমস্যা দেখা দেয় । আপনার এক্সটারনালের USB ক্যাবলটিও চেঞ্জ করে দেখতে পারেন ।

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬

মি.সিম্পলম্যান বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

মি.সিম্পলম্যান বলেছেন: ধন্যবাদ আপনদের সবাইকে কমেন্টের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.