![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা যারা ইন্ডিয়া - সাউথ আফ্রিকার আজকের টেষ্ট খেলার শেষ ৫ ওভার দেখছেন, তারা কি কেউ ভাবতে পারছেন , শেষ পর্যন্ত এই টেষ্ট ইচ্ছা করে সাউথ আফ্রিকা ড্র করবে। ১৮ বলেও মাত্র ১৪ রান দরকার ছিল। হাতে তিন উইকেট। কিন্তু কোন চেষ্টাও করলো না।
ওকে ধরে নিলাম কোন রিক্সই ওরা নিতে চায়নি, তাই বলে কি
ইজি সিন্গেল যেটা দৌড়ালে এক রান নিশ্চিত সেটাও নিলো না। তাজ্জব হয়ে গেলাম। আমার মত সাউথ আফ্রিকার ফ্যান যারা তারা ও দেখলাম মাঠে আক্ষেপ ঝাড়ছে।
কিন্তু, কেন , কেন কেন ,কেন ???????????????????????????????? ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
ক্রিকেট এক্সপার্টের কমেন্টের অপেক্ষায় থাকলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩
মি.সিম্পলম্যান বলেছেন: ঠিক।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭
মনিরুল হাসান বলেছেন: কেন বানান ভুল। বানান হবে এইরকম -
"খ্যানো, খ্যানো, খ্যানো। জবাব দাও।"
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩
মি.সিম্পলম্যান বলেছেন: "খ্যানো, খ্যানো, খ্যানো। জবাব দাও।"
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
হ্যাকার হান্ট বিডি বলেছেন: যা দেখলাম তাতে বেশ অবাক হলাম, তবে আমার মনে হয় ডু-প্লেসিসের ওই রান-আউটটাই সব এলোমেলো করে দিছে না হলে সাউথ আফ্রিকা হিসেব কষেই এগোচ্ছিল। শেষে যেটা করল তাতে মনে হল ওদের নামের সাথে লেগে থাকা চোকার অপবাদটা ওরা অন্তরেও লালন করে। এটা ভাবা ছাড়া গ্রহনযোগ্য আর কোন ব্যাখ্যা পাচ্ছি না।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫
মি.সিম্পলম্যান বলেছেন: যৌক্তিক। কিন্তু এত ভিরু মন, সামান্য একটু সাহস পর্যন্ত যোগাতে পারলো না। আরে আরো দুইটা তো ছিল ড্র করার জন্য।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: Eta test match.bowlarer subidha ekhane beshi.
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: শেষের ১৬ বলের ৮০% ভাল বল হয়েছিল। আর শেষের উইকেট আউট হওয়ার হয়ৎ আশংকা করেছিল অল উইকেট হয়ে যাবে। তাই রিক্স নিতে চাইনি । তবে আমি আশা করেছিলাম তারা জিতে যাবে কিন্তু তা হয়নি।
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
ইয়েন বলেছেন: আমি নিজেও অনেক অনেকই বিরক্ত হয়েছি :/ ... সারাদিন ভিলিয়ার্স আর ফ্যাফ ডুফ্লিসিস এর অসাধারন লড়াই দেখে ভাল লেগেছে ওদের জেতা উচিত ছিল ... সাউথ আফ্রিকা এ্যাটাক করেনি এর একমাএ গ্রহনযোগ্য কারন আমার মনে হয়েছে "মরকেল ইনজুরড ছিল আর তাহির ব্যাটিং পারে না " তাই তারা সারাদিন এর পরিশ্রম এ পানি দিতে চায়নি! আর রেন্ডিয়া! রে সাইজ করার জন্য আরেকটা টেস্ট তো আছেই!! তবে যতযাই হোক আমি নিজেও কিছুটা হতাশ! আমার ফেবু স্টাটাস আজকে "Cricket South Africa was/is/will be #chokers " তবে তাদেরকে বাহবা দিতেই হবে বিশেষ করে Du Plessis কে
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৮
মি.সিম্পলম্যান বলেছেন: আজ ইতিহাস হতে পারতো, এত রান চেস করে জেতার। কিন্তু ভিতুর দল। এই একটা মাত্র দল যেটা আসলে ...কি আর বলবো।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
বোকা মিয়া বলেছেন: ১৮ বলে ১৬ রান টেস্ট ক্রিকেটে সহজ না,উইকেটও কম ছিল তাই রিস্ক নেয় নাই সাউথ আফ্রিকা।তাছাড়া রেন্ডিয়া আজকে শেষ ৪ ওভার ভাল বল করসে এটা স্বীকার করতেই হবে।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০
মি.সিম্পলম্যান বলেছেন: আরে ভাই ভালো বল করছে ঠিক। তাই বলে একটু রিক্স নেওয়ার মনোবল নাই।
টেষ্ট এজন্যই মানুষ পছন্দ করে না, কারন মানুষ একটা হার অথবা জিত দেখতে পছন্দ করে। ড্র না।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: সাউথ আফ্রিকা সারাজীবনই চোকার আছিল। শালারা খালেদার মত বোকা** খালি সেইফ এ থাইকা জয় চায়।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১
মি.সিম্পলম্যান বলেছেন: এত কঠিন কমেন্ট, না করলেও পারতেন।
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
বিষন্ন একা বলেছেন: ইয়েন বলেছেন: আমি নিজেও অনেক অনেকই বিরক্ত হয়েছি :/ ... সারাদিন ভিলিয়ার্স আর ফ্যাফ ডুফ্লিসিস এর অসাধারন লড়াই দেখে ভাল লেগেছে ওদের জেতা উচিত ছিল ... সাউথ আফ্রিকা এ্যাটাক করেনি এর একমাএ গ্রহনযোগ্য কারন আমার মনে হয়েছে "মরকেল ইনজুরড ছিল আর তাহির ব্যাটিং পারে না " তাই তারা সারাদিন এর পরিশ্রম এ পানি দিতে চায়নি!
তবে ফাইটিং করার চ্যালেঞ্জ নেয়া উচিত ছিল
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩২
মি.সিম্পলম্যান বলেছেন: হুম
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭
রাজীব বলেছেন: শেষে যেটা করল তাতে মনে হল ওদের নামের সাথে লেগে থাকা চোকার অপবাদটা ওরা অন্তরেও লালন করে। এটা ভাবা ছাড়া গ্রহনযোগ্য আর কোন ব্যাখ্যা পাচ্ছি না। মনে হয় এটাই ঠিক।
আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার নই, তারপরও স্টিভ ওয়া ও রিকি পন্টিং এর অস্ট্রেলিয়া টিমটাকে ভালো লাগত কারন তারা অসম্ভবের সামনে থেকেও জেতার জন্য খেলত। তাদের মনোবল ও সাহশ ছিল।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৩
মি.সিম্পলম্যান বলেছেন: কারেক্ট বলেছেন।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:০৬
হাতীর ডিম বলেছেন: আফ্রিকানরা আমাদের মত বোকা না। তারা ইন্ডিয়াকে ধবল ধোলাই করে টেস্ট স্ট্যাটাস হারাতে চায় না। তাই ড্র করছে। সহজ উত্তর
২৩ শে জুন, ২০১৪ রাত ৩:৪৯
মি.সিম্পলম্যান বলেছেন: তাইতো। আগে কেন এই জিনিষটা মাথায় আসে নাই।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
রক্ত পলাশী বলেছেন: খেলাটা দেখে সত্যিই খুব অবাক হলাম !! এ যেন “ খেলবো সবাই জিতবো সবাই”!!