![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামুআলাইকুম। Windows 7 এর বিকল্প হিসাবে Zorin OS 6.2 ডুয়েল বুট করলাম। খুবই ভালো লাগছে যা ভাসায় বলতে পারছি না এই মুহুর্তে। কিন্তু একটা প্রবলেম নেট চালাতে পারছি না। Windows 7 এর মত .EXE ফাইলে ক্লিক করলে Zorin OS এ ও সব ইন্সষ্টল নেয়। কিন্তু Windows 7 এ Qubee Wimax এর কানেকশন দিলে যে অটো মেনু আসতো আর ইন্সষ্টল করতাম, এখানে তেমন করতে পারছিনা। যার ফলে নেট ইউজ করতে আমাকে Windows 7 এ লগ ইন করতে হলো। কিভাবে এখন Zorin OS এ আমি Qubee Wimax সফ্টওয়্যার ইন্সষ্টল করে নেট ইউজ করতে পারি কারো জানা থাকলে প্রসেস টা একটু বলেন।
আমার মডেম হলো QUBEE SHUTTLE MODEM
ধন্যবাদ।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৫১
মি.সিম্পলম্যান বলেছেন: আমার মডেম হলো QUBEE SHUTTLE MODEM
২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৩৯
হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: ভাই এটাতে কি উইন্ডজ এর সফটয়ার চালানো যাবে ?
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
মি.সিম্পলম্যান বলেছেন: হ্যা। এটাইটো সুবিধা। Windows 7 এর বিকল্প
৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৫৮
ফেরদাউস আল আমিন বলেছেন: কিউবি কে জিজ্ঞেস করলে কি বলে?
৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৫৯
ফেরদাউস আল আমিন বলেছেন: কিউবি কে জিজ্ঞেস করলে কি বলে?
৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৬
মাজহারুল হুসাইন বলেছেন: আমারও এই মডেম QUBEE SHUTTLE MODEM এবং আমার জানা মতে এর উবুন্টুর ড্রাইভার নাই । ফলে সফটওয়্যার ইন্সটল হলেও চলার কথা না ।
তবে সলভ করতে পারলে জানাবেন ভাই ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৩১
মাজহারুল হুসাইন বলেছেন: Qubee এর UH-235 টাইপ মডেম হলে লাভ নাই । নতুন প্লাগ এন্ড প্লে টাইপ মডেম হলে অথবা পুরনো বিশাল গিগাসেট হলে চলতে পারে । মডেমের মডেল ম্যাটারস ।