![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই ? কিছুটা প্রয়োজনে পড়েই আজকের পোষ্টটি করা। যেটা জানতে চাচ্ছি সেটা হলো নেটওয়ার্কিং সম্পর্কে।
বাসায় বা অফিসে যখন একাধিক কম্পিউটার থাকে তখন কিভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তারের মাধ্যমে বা একই নেট লাইনের মাধ্যমে ফাইল আদান প্রদান হয় এছাড়াও একটা প্রিন্টার দিয়ে অন্যান্ন কম্পিউটার থেকে কিভাবে প্রিন্ট করা যায়। আমার জানা মতে এসব কিছু নেটওয়ার্কিং এর মধ্যে পড়ে। তাই যারা মোটামুটি নেটওয়ার্কিং সম্পর্কে জানেন তারা আমাকে প্লিজ এমন একটা PDF বই এর লিংক দেন যাতে করে আমি পুরো ব্যাপারটা জানতে ও করতে পারি। ( বইটি বাংলা হলে ভালো হয়, তবে ইংরেজী হলেও চলবে।)
আমার মূলত একটা প্রিন্টারের সাথে দুইটা/একাধিক কম্পিউটার কানেকট করা দরকার ক্যাবলের মাধ্যমে অথবা যে নেট কানেকশন চালাই তার মধ্যমে।
আমার এই সম্পর্কে ভালো কোনো ধারনা নাই। তাই, জানিনা করতে পারবো কিনা বা আদৌ নেটে ভালো কোনো PDF বই আছে কিনা !!! তাই যদি সম্ভব হয় আপনারা যারা এই কাজ করে থাকেন তারা প্লিজ আমাকে ফোন নম্বর দিলে আমি ফোন করে অন্তত কাজ টা করতে পারবো।
কমেন্টে অথবা আমার মেইলে প্লিজ নাম্বার বা লিংকটি শেয়ার করুন।
ধন্যবাদ আপনাদের সবাইকে।
mail: [email protected]
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: এসব জিনিষ হাতে ধরে কেউ খাইয়ে দিবেনা.......নিজেরই সংগ্রাম করে খেতে হবে........আর গুগলকে জিগান, এমন কোন বিষয় নেই যেটার সমাধান নেই.......