![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটা প্রয়োজনে ২০" / ৩০" ( ইঞ্চি ) সাইজের ৫০০ স্টিকার পোস্টার ছাপানোর দরকার। মিরপুর ১ ও ১০ এ ছাপার জন্য অনেক দোকান আছে। কিন্তু কোথায়/ কোন দোকানে ভালো মানের ছাপার মেশিন আছে যেখানে ভালো কালার আসবে আর খরচ ও অনেক কম এমন কোনো দোকান যাদি কারও জানা থাকে যিনি প্লিজ কমেন্টে জানান। অথবা মিরপুরের বাইরে যেখানে অনেক কম খরচে ছাপানো যাবে এমন ঠিকানা কারো জানা থাকলে জানান।
উপকৃত হব। ধন্যবাদ।
২| ২৭ শে মে, ২০১৫ সকাল ১০:২৮
কানাই স্যার বলেছেন: কিসলু: ০১৮১৯২৩০২৯১
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৫ সকাল ১০:২৬
কানাই স্যার বলেছেন: আগেই বলে নেই, আমি কিন্তু প্রিন্টিং ব্যবসায়ী না বা এজেন্ট না। আপনি যা চেয়েছেন আমি বুঝেই আপনাকে ফোন নাম্বার দিচ্ছি। অত্যান্ত উন্নত মানের প্রিন্টিং পেতে ফোন করুন: কিসলু, জেনারেশন পিপিএ(প্রিন্টিং পাবলিকেশন এন্ড এডভার্টাইজিং)। ভাল কাজ হবে আশা করি। আপনি তখন নিশ্চয় এই অধমকে থ্যাংকু দিতে কার্পণ্য করবেন না। আপনার থ্যাংকুর অপেক্ষায়।