![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউটিউবে যা পেয়েছি তার বেশির ভাগই সলিড ফুল লেন্থ ফুটেজ না, কাটছাট বা এডিট করা, পার্ট বাই পার্ট করা, আপলোডারের বিশাল লোগো বসানো, রেজুলেশন একদম লো কোয়ালিটি ইত্যাদি সমস্যা। আর সব থেকে বড় কথা হচ্ছে একত্রে সব কালেকশন পাচ্ছি না। আমার আসলে সলিড ফুটেজ ফুল লেন্থ ভিডিও দরকার।
হ্যা কিনে নেওয়াটা একটা অপশন কিন্তু অনেকেই আছেন যারা আমার কাছেই হয়ত থাকেন যাদের কাছ থেকে হয়ত বিনা ঝঞ্ঝাটে ফ্রি-ই পেনন্ড্রাইভে কপি করে নিতে পারবো, কষ্ট করে কাঁটাবন যেয়ে ৩-৪ হাজার টাকা খরচ করে কিনে আনা লাগবে না।
অথবা চাইলে তিনি টরেন্টে বা মিডিয়াফায়ারে আপলোড করে দিলে আমি একা না সবাই কিন্তু উপকৃত হবো।
অথবা যদি কারো কাছে সব না থাকে দুই চারটা থাকে তাও কমেন্টে জানান বা কোথাও আপলোড করে দিন যাখানে থেকে ডাউনলোড করতে পারি।
উনার ইংরেজি প্রায় সব গুলো লেকচার উনার অফিশিয়াল সাইট থেকে নামিয়ে হার্ডডিক্সে রেখেছি প্রায় ৪০ গিগার মত ৩৯ টি লেকচার।
কিন্তু এগুলো বাংলায় পেলে ভালভাবে বুঝতে সুবিধা হতো।
ধন্যবাদ সবাইকে। আমার কাছে ডা জাকির নায়েকের লেকচার খুব ভালো লাগে। মন্ত্রমুগ্ধ হয়ে শুনি উনার কথা। বর্তমান বিশ্বে উনি টপ লেভেলের দ্বায়িদের মধ্যে একজন। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। আমিন।
২| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩
ক্স বলেছেন: বেচারা! বাংলাদেশে এক জঙ্গি তারে ফেসবুকে ফলো করছে, তাই তার পীস টিভি বন্ধ, তার বিরুদ্ধে ওয়ারেন্ট, তার বাসাবাড়ি তল্লাশী - বাড়াবাড়ির কোন সীমা ইন্ডিয়া সরকার রাখেনাই। আর আসানসোলে এক নেতার মৌখিক নির্দেশে আসানসোলে ওক ইমামের তরুণ পুত্রকে নৃশংস ভাবে হত্যা করা হল - কেউ গ্রেফতার হলনা।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬
মি.সিম্পলম্যান বলেছেন: আমি ঘটনাটা পেপারে পড়েছিল কিন্তু সেখানে কোন নেতার উস্কানির কথা উল্লেখ ছিল না।
জাকির নায়েককে যে অন্যায়ভাবে ব্যান করা হয়েছে। তা বোঝার ক্ষমতা প্রত্যেক বুঝমানেরই আছে।
শুধু মিডিয়ার মিথ্যা অপপ্রচারের কারনে আজ তিনি নিজের দেশে পরদেশি।
তবে তিনি যা অলরেডি দ্বীনের জন্য করেছেন তা মুছে ফেলবে কিভাবে। সত্য বেশিদিন অন্ধকারে থাকেনা।
আমার মতে বর্তমান বিশ্বে উনি টপ ক্লাস দ্বায়িদের মধ্যে একজন। আল্লাহ তার মঙ্গল করুন।
এই দুনিয়ার বিচার এমন হবে এটাই স্বাভাবিক, বরং এমন না হওয়াটা অস্বাভাবিক। আসল বিচারের দিনে প্রত্যেকেই ন্যায় বিচার পাবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
পলাশবাবা বলেছেন: কোরআন ও আধুনিক বিজ্ঞান
https://www.youtube.com/watch?v=GqzNf2HGkx4
হিন্দু এবং ইসলাম ধর্মের সাদৃশ্যতা
https://www.youtube.com/watch?v=pLnc_MlkEac
পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা।
https://www.youtube.com/watch?v=76IJWRkm4JQ
মুহাম্মাদ সাঃ সম্পর্কে ভবিশ্বৎবাণী বিভিন্ন ধর্মগ্রন্থে।
https://www.youtube.com/watch?v=BaeKPXT5lB8
ইউটিউবে তো পাইলাম ।
অফিসিয়াল সাইট থেকে যা পাইছেন সেটার অথেনটিসিটি নিয়া প্রশ্ন নাই ।
থার্ড পার্টি সাইট (যেমনঃ ইউটিউব) থেকে যা ডাউনলোড করবেন সেটা অথেনটিক কিনা সেটা যাচাই করে নিবেন।