![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউটিউবে যা পেয়েছি তার বেশির ভাগই সলিড ফুল লেন্থ ফুটেজ না, কাটছাট বা এডিট করা, পার্ট বাই পার্ট করা, আপলোডারের বিশাল লোগো বসানো, রেজুলেশন একদম লো কোয়ালিটি ইত্যাদি সমস্যা। আর সব থেকে বড় কথা হচ্ছে একত্রে সব কালেকশন পাচ্ছি না। আমার আসলে সলিড ফুটেজ ফুল লেন্থ ভিডিও দরকার।
হ্যা কিনে নেওয়াটা একটা অপশন কিন্তু অনেকেই আছেন যারা আমার কাছেই হয়ত থাকেন যাদের কাছ থেকে হয়ত বিনা ঝঞ্ঝাটে ফ্রি-ই পেনন্ড্রাইভে কপি করে নিতে পারবো, কষ্ট করে কাঁটাবন যেয়ে ৩-৪ হাজার টাকা খরচ করে কিনে আনা লাগবে না।
অথবা চাইলে তিনি টরেন্টে বা মিডিয়াফায়ারে আপলোড করে দিলে আমি একা না সবাই কিন্তু উপকৃত হবো।
অথবা যদি কারো কাছে সব না থাকে দুই চারটা থাকে তাও কমেন্টে জানান বা কোথাও আপলোড করে দিন যাখানে থেকে ডাউনলোড করতে পারি।
উনার ইংরেজি প্রায় সব গুলো লেকচার উনার অফিশিয়াল সাইট থেকে নামিয়ে হার্ডডিক্সে রেখেছি প্রায় ৪০ গিগার মত ৩৯ টি লেকচার।
কিন্তু এগুলো বাংলায় পেলে ভালভাবে বুঝতে সুবিধা হতো।
ধন্যবাদ সবাইকে। আমার কাছে ডা জাকির নায়েকের লেকচার খুব ভালো লাগে। মন্ত্রমুগ্ধ হয়ে শুনি উনার কথা। বর্তমান বিশ্বে উনি টপ লেভেলের দ্বায়িদের মধ্যে একজন। আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। আমিন।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
কাদা মাটি জল বলেছেন: এই যে, এই লিংকে পাবেনঃ
জাকির নালায়েকের সব লেকচার
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: নতুন বছর হোক খুব বেশী আনন্দময়।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
পবন সরকার বলেছেন: ঢাকার কাঁটাবন মসজিদে পাওয়া যায়।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮
কালীদাস বলেছেন: কপিরাইট শব্দটা শুনেছেন কখনও? ধরলাম শুনেননি, জাকির নায়েক কি নিজের লেকচার ফ্রিতে কপি করার কথা বলেন উনার লেকচারে? যদি না বলে থাকেন, তাহলে এই ফ্রিতে কপি করে কতজনকে পোঙ্গা পোঙ্গা দিচ্ছেন কোন আইডিয়া আছে?
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
ভারতীয় পুলিশের কাছে আছে।