![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি Wordpress এ একটা Website বানাবো ভেবেছি। কিন্তু এক ভাই বললো ডোমেইন আর হোস্টিং নাকি নিজের দেশের প্রোভাইডার থেকে কিনলেই ভালো হবে।
আমার প্রশ্ন হচ্ছে উনারা নিজেরাই তো সেগুলো Godaddy এর মত সাইট থেকে রি সেলার হিসাবে কেনে তাহলে ঘুরে ফিরে পার্থক্য কি? আর কোথা থেকে কিনলে আমার লাভ হবে?
যারা ওয়েব সাইট এর বিজনেস করেন প্লিজ আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবেন। ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৯
মি.সিম্পলম্যান বলেছেন: ভাইয়া আমি কি জানতে চেয়েছি আপনি বোঝেননি , ধন্যবাদ
২| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: দুটাই ভালো।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: নাহিদ০৯ ভাইয়ের সাথে সহমত।
পেমেন্ট করার মতো অনলাইন কার্ড থাকলে বিদেশী কোম্পানি থেকে নিন। না থাকলে, ভালো কোনো ওয়েব ডেভেলপার কোঃ বা ডেভলপারের সাহায্য নিন।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৮
মি.সিম্পলম্যান বলেছেন: ভাইয়া আমি কি জানতে চেয়েছি আপনি বোঝেননি , ধন্যবাদ
৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
রিফাত হোসেন বলেছেন: আমি অফিসে আছি। তাই বিস্তারিত বললাম না। বাসায় গিয়ে বলব। হুট করে কারো কথায় করবেন না। একটু নিজে থেকে Research করে নেন। আমি চেষ্টা করেছিলাম তবে কর্ম ব্যস্ততায় আর সম্ভব হয় নাই। বাকিটুকু পরে বলব।
১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৭
মি.সিম্পলম্যান বলেছেন: ভাইয়া আর তো জানালেন না
৫| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২
রিফাত হোসেন বলেছেন: সাহেব কাজের অনেক চাপ ছিল। এখনো আছে। আমি কোন ব্যবসায়ী নই। সাইট বানানো একেবারে সখের বসে ইচ্ছা ছিল। আমার নিজের কিছু ছিল। এখন ৮-১০ বছর পর free hosting site ঘুরে দেখি আমার গুলো আর নাই। ইদানিং আবার শুরু করেছিলাম, কাজের কারনে বন্ধ এখন। bluehost প্লাস প্যাকেজ ভাল লেগেছে। সিদ্ধান্ত নিতে পারছিনা এই কারনে যে বেসিক নিব কিনা বা ব্লু হোস্ট নিব নাকি অন্য প্রতিষ্ঠান এর। কারন ব্লু হোস্ট থেকে অন্য সার্ভার এ গেলে বাড়তি খরচ হবে। ভবিষ্যৎএ যদি পরিবর্তনকরতে চাই তাহলে। আর বেসিক প্যাকেজ একটি সাইট নিয়ে করা যাবে আর প্লাস এ একাধিক আরো কিছু সুবিধা আছে। wordpress plugin easy ব্লু হোস্ট এ। ব্লু হোস্ট থেকে সস্তা প্রতিষ্ঠান গুলো আবার সেবা অন্য রকম। দাম হলেও ব্লু হোস্ট সার্ভার একটু ভাল। আমি আরেকটু সময় নিয়ে সিদ্ধান্ত নিব। আমি রিসেলার থেকে নিব না।আপাতত এইটুকুই। পোস্ট দিয়ে জানাবেন
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৯
নাহিদ০৯ বলেছেন: আপনার যদি পেমেন্ট করার মতো এভেইলেবল কার্ড বা একাউন্ট থাকে তবে সরাসরি কিনুন। গো ড্যাডি তে ভালো কোয়ালিটি পাবেন।