![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুকে ধন্যবাদ আমাকে লেখার সুযোগ দানের জন্য। আমি এখানে একদম নতুন। এটা আমার প্রথম পোষ্ট। তবে অনেক দিন ধরে সামুতে অনেকের লেখা পরেছি। অনেকেই খুব ভাল লেখে। অনেক গুরুত্বপূর্ণ লেখা পাওয়া যায় এখানে।আমি ভীষণ ভাবে অনুপ্রাণিত । তবে আমার লেখার হাত খুব খারাপ, যদি আপনারা আমাকে সাহায্য করেন তাহলে হয়ত কিছু লিখতে পারব। সামু আসলে শুধুমাত্র একটা ব্লগ প্লাটফরম না আমার মতে বাংলাভাষায় সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডার । আমার মনের সংকীর্ণতা দূর করতে সামুর ভূমিকা অপরিসীম। এখানে খুবই সুন্দর ভাবে মুক্ত বুদ্ধির চর্চা হয়, সেটা যেমন লেখকের বুদ্ধি বাড়াতে সহয়তা করে তেমনি তার চেয়েও বেশি সহয়তা করে আমাদের মতো পাঠকদের । যে সমস্থ ভাইয়েরা খুব ভাল ভাল লেখেন দয়াকরে তারা আমাকে একটু সাহায্য করবেন। আমি আমার মনের না বলা কথা গুলো শেয়ার করতে চাই যদি সামু সুযোগ দ্যায়।
মডু ভাইদের কাছে অনুরধ এই লেখাটি প্রথম পাতায় প্রকাশ করলে কৃতজ্ঞ হব এবং আরও কিছু লিখতে অনুপ্রাণিত হব।
©somewhere in net ltd.