![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণত গল্প লেখি, কবিতা আর তেমন মনে আসে না। এক কথায় গল্প নিয়ে আমার বসবাস। নিজের মত জোরালোভাবে প্রকাশের চেষ্টা করি। দেশকে ভালোবাসি, প্রেমকে শ্রদ্ধা করি।
এইতো আমি!
ঘন কুয়াশার মাঝে লুকিয়ে থাকা
এক মূর্তি;
এক ল্যাম্পপোস্ট।
এইতো আমি!
দিনের শেষ আর দিনের সমাপ্তি
এক সন্ধ্যা;
এক অন্ধকার।
এইতো আমি!
পরাজিত এক বীর সৈনিক।
রক্ত মাখা জংধরা এক তলোয়ার হাতে
এইতো দাঁড়িয়ে।
এইতো আমি!
খুঁজে ফিরছি আমার আমাকে।
প্রতি ক্ষণে ক্ষণে খুঁজছি তাকে
সংগোপনে,
প্রতি ক্ষণে ক্ষণে খুঁজে পেয়ে তাকে
নির্বিকার।
এইতো আমি!
শুকনো পাতার জঞ্জালে থাকা
একটি পাতা।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
এম. এ. হায়দার বলেছেন: (y)