![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাকবিরে তাহ্রিমা
الله أكبر
আল্লা-হু আকবর
আল্লাহ্ মহান
( মুসলিম শরীফ হাদীস নং (৪১৬) বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪) সূত্র: মুসতাদরাকে হাকিম ১/২৩৪(৮৫৬) সহীহ ইবনে খুযাইমা ১/২৩৪ (৪৫৬))
হযরত আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইমাম এ জন্যই বানানো হয় যাতে তাঁর অনুসরণ করা হয় । অতএব, (তুমি তাঁর বরখিলাফ করবে না, বরং) ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তাঁর পরক্ষণেই তাকবীর বলবে । সূত্র: মুসলিম শরীফ হাদীস নং (৪১৬) বুখারী শরীফ ১/১৭৯ (৭৩৪) সূত্র: মুসতাদরাকে হাকিম ১/২৩৪(৮৫৬) সহীহ ইবনে খুযাইমা ১/২৩৪ (৪৫৬) (অবশিষ্ট-৫)
আলী ইবন মুহাম্মাদ তানাফিসী (র)……মুহাম্মাদ ইবন আমর ইবন আতা (রা) থেকে বর্ননা । তিনি বলেনঃ আমি আবু হুমায়দ সাঈদী (রা)-কে বলতে শুনেছি যে, যখন রাসুলুল্লাহ (সা) সালাতে দাঁড়াতেন, তখন তিনি কিবলামুখী হতেন এবং তিনি তাঁর উভয় হাত উঠিয়ে বলতেনঃ আল্লাহু আকবার ।সুনান ইবন মাজা, হাদীস নং-৮০৩
©somewhere in net ltd.