![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ভাগ্যে দুঃখই আছে । এক দিকে সামরিক চুক্তির মাধ্যমে বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রনে নেয়া অপর দিকে বাংলাদেশের দ্বিতীয় সিমান্তবর্তী দেশ মায়ানমারকে দেয়া হচ্ছে টর্পেডো।
প্রতিবেদনে বলা হয়েছে যে,
উত্তর-পূর্ব সীমান্তের প্রতিবেশী মিয়ানমারকে ছোট আকৃতির হালকা টর্পেডো সরবরাহ করবে ভারত। এগুলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত। দেশটির প্রতিরক্ষাবিষয়ক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
টর্পেডো সরবরাহ করার লক্ষ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রায় চার কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রধান এস ক্রিস্টোফার গত ২৪ মার্চ বলেছেন, এর আগে মিয়ানমারে সোনার প্রযুক্তির যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এবার টর্পেডো সরবরাহ করা হবে।
ভারতীয় এই কর্মকর্তা অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, ক্রিস্টোফার ডিআরডিওর তৈরি অগ্রসর প্রযুক্তির শেইনা টর্পেডোর দিকেই ইঙ্গিত করেছেন।
বলা হয়, এটি ইতালিভিত্তিক প্রতিষ্ঠান হোয়াইটহেড অ্যালেনিয়া সিসতেমি সুবাকুই (ওয়াস)/লিওনার্দো এ ২৪৪/এস হালকা টর্পোডোর প্রযুক্তির ভিত্তিতে নির্মিত। আগে এটি ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা হয়েছে।
ভারত মিয়ানমার দু;দেশর সাথেই বাংলাদেশের সিমান্ত রয়েছে এবং মিয়ানমারের সাথে রহিংগা সংক্রান্ত সমস্যা চলছে যার ফলশ্রতিতে সেনাবাহিনীর সাথে প্রায় সংঘর্ষ হয়।
অপর দিকে ভারত সিমান্তে প্রতি নিয়ত বাংলাদেশিকে হত্যা করা হয়। এই পরিস্থিতিতে সামরিক চুক্তি মানে বাংলাদেশের ভিতরে এসে হত্যার বৈধতা দেয়।
একই সাথে টর্পেডো সরবরাহ করার লক্ষ্যে প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রায় চার কোটি মার্কিন ডলারের চুক্তি বাংলাদেশের জন্য অশিনি সংকেতই বহন করে।
০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৭
প্রাইমারি স্কুল বলেছেন: কি করব বলেন, যখন দেশে ছিলাম তখন দেশের প্রতি কোন মায়া ছিলো কি না বুঝি নাই। যত বছর বিদেশে এখন বুকটা খা খা করে। সবাই ভালো থাক সে যে ধর্মেরই হউক। হাজার মানুষের ভীড়ে যখন একজন এসে বলে ভাই আমি বাংলাদেশি আমি বা আমরা কেউই জানতে চাই না আপনি কোন ধর্মের বরং জানতে চাই কেমন আছেন, কই থাকেন, কি করেন ? আমি লক্ষ করছি এটা সবাই করেন ?
২| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৪
টারজান০০০০৭ বলেছেন: সাপ হইয়া কামরাইবো, ওঝা হইয়া ঝাড়বো!
চিন্তা কইরেন না , পাঁঠাদের বিচির সামনে টর্পেডো কোন ছাড় !
০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩১
প্রাইমারি স্কুল বলেছেন: যদি এই দু'দেশ ধরে তাহলে রহিংগাদের মতো পানিতে ভাস্তে হবে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল কর।
সামরিক চুক্তির নামে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া প্রতিরোধের জন্য একাত্তরের চেতনায় জেগে উঠৌ আমজনতা।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৪
প্রাইমারি স্কুল বলেছেন: আসলে প্রধানমন্ত্রী প্যাচে পরে গেছে কিছু করার নাই
৪| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫
নতুন নকিব বলেছেন:
সব ষোল চুঙ্গাওয়ালাদের তেলেসমাতি!!!
সাম্প্রতিক মুসলিম রোহিঙ্গাদের নিধনযজ্ঞে পারদর্শিতার উপযুক্ত পুরস্কার!!!!!!!
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
প্রাইমারি স্কুল বলেছেন: সম্ভবত
৫| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
প্রাইমারি স্কুল বলেছেন: জি স্যার
৬| ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩২
শাহজালাল হাওলাদার বলেছেন: আল্লাহতায়ালা বলেন - নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল।
তবে আল্লাহর আনুগত্য আমাদের আবশ্যিক দায়িত্ব।
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪১
প্রাইমারি স্কুল বলেছেন: কোন প্রেক্ষাপটে বলেছেণ তা জানেন, নিজের ভাগ্য নিজের পরিবর্তন করতে হয়
৭| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
টর্পেডো কোথায়, কিভাবে, কোন ধরণের প্লাটফর্ম থেকে ব্যবহার করা হয়?
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭
প্রাইমারি স্কুল বলেছেন: আপনার লেখা পড়ে বুঝছি আপনি কোন মানের লোক? সে তুলোনায় আমি অনেক বাচ্চা, প্রশ্ন দেখে আমার মাথা চুলকায়.............।
৮| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
বার্মা, ভারত, শ্রী-লংকা অস্ত্র কিনলে বাংলাদেশকে কি ব্যবস্হা নিতে হবে?
৯| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৪
প্রাইমারি স্কুল বলেছেন: যার যার নিরাপত্ব্যতা সে সে নিবেই বাংলাদেশের ক্বরার কি আছে ? সমরিক চুক্তির কথা ভাবতে পারে ? আর ব্যবস্থা নিতে বলার আমি কে ? আমি দেশকে ভালোবাসি তাই আমার উদবেগের কথা বলছি ।
১০| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১
ভবঘুরের ঠিকানা বলেছেন: বাংলাদেশ সাবমেরিন কিনল চায়না থেকে, ভারত হল মনঃক্ষুণ্ণ। প্রতিবেশী বৈরী (রোহিঙ্গা, ইয়াবা আরও কিছু ইস্যু আছে) মায়ানমার তো আর চুপ করে বসে থাকতে পারেনা। ভারত তাদেরকে টর্পেডো বিক্রি করে এক ঢিলে যেন দুই পাখি মারল। বাংলাদেশের সময়টা এখন ভাল যাচ্ছে না। নেই গণতন্ত্র। জঙ্গি আতঙ্ক, ভারতের সাথে সামরিক চুক্তি, সবকিছু মিলিয়ে কেমন যেন
গোলমাল পাকিয়ে যায় !
সমুদ্রের মাঝখানে যদি আমরা মালদ্বীপের মত একটা দ্বীপরাষ্ট্র হতাম, তাহলে মনে হয় আমরা অনেক অনেক বেশী ভাল থাকতে পারতাম, বজ্জাত প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে !
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩
প্রাইমারি স্কুল বলেছেন: কে জানে, আল্লাহ জানে
১১| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯
শাহজালাল হাওলাদার বলেছেন: কোন প্রেক্ষাপটে বলেছেণ তা জানেন, নিজের ভাগ্য নিজের পরিবর্তন করতে হয় ।
বড় বড় বুলি আওরিয়ে যাবো আল্লাহর অনুগত হওয়া ব্যতিরেকে আর ভাগ্যের উপর বইবে রহমতের সু বাতাস, পরিবর্তন এতই সহজ?
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
প্রাইমারি স্কুল বলেছেন: আপনি বুঝটে ভুল করছেন আমি জানতে চেয়েছিলাম আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে
১২| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৮
রিফাত হোসেন বলেছেন: বুঝলাম, মাঝখানে ভারত নিজেদেরকে কয়েকধাপ এগিয়ে রাখল। দুই দেশের সাপ্লাই দাতার চান্স নিচ্ছে আর কি?
মাঝখানে চীন কি করবে? চীনের পদক্ষেপটা দেখা দরকার।
দাবার ঘুটি জমে উঠেছে।
বাংলাদেশের পক্ষ থেকে ১ম পদক্ষেপ যেটা নিতে হবে, যা আশা করছি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে। এটা ঠিক হলে সব ঠিক হবে ধীরে ধীরে।
গোড়াতেই তো গলদ।
০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৮
প্রাইমারি স্কুল বলেছেন: ঠিক বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি শক্তিশালী কর দরকার
১৩| ০২ রা এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি চিন্তিত নই ভাই। এখানে ভারতে ব্যবসা ছাড়া কিছুই দেখছিনা আমি।
বাংলাদেশকে এতটা দুর্বল ভাবি না আমি।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫
প্রাইমারি স্কুল বলেছেন: আজকের জন্য আমিও চিন্তিত না তবে ৫০ বছর পরের জন্য চিন্তিত
১৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৯
মানবী বলেছেন: প্রতিবেশী হিসেবে ভারতের মতো নিকৃষ্ট আর দ্বিতীয় কোন দেশ নেই মনে হয়। আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুদেশ এই ভারত, তারপরও আমাদের বিকার নেই! শুধু যে আমাদের সরকার ভারতের সকল অন্যায় আব্দার নতজানু হয়ে মেনে ভারতের পদলেহনে ব্যস্ত এমন নয়। আমাদের দেশের অনেকেই বুঝে না বুঝে ভারত সফরে যাচ্ছেন, নিজের কষ্টার্জিত উপার্জন দেশের শত্রুদের হাতে তুলে তাদের নিপীড়নের হাতটা আরো শক্তিশালী করছে।
১০ মন্তব্যে ভালোলাগা জানালাম।
পোস্টের জন্য ধন্যবাদ প্রাইমারি স্কুল।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৩
প্রাইমারি স্কুল বলেছেন: আপনারা সহমত। আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
মগেরা এখন থেকে টর্পেডো খাবে; আপনাকে চিন্তিত মনে হচ্ছে টর্পেডো নিয়ে? কোথায়ও বের হতে মাথায় হেলমেট পরে বের হবেন।