নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় সাধারন, অনেক ভাব আনার চেষ্টা করছি কিন্তু আসে ন। শিশু,কিশোর ও বয়স্ক মানুষ ভালবাসি । একা থাকি, পড়তে থাকি।

প্রাইমারি স্কুল

অতি সাধারন

প্রাইমারি স্কুল › বিস্তারিত পোস্টঃ

বিড়াল ছানা

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

বিড়াল ছানা
স্বরবৃত্তে (৪+৪+৪+১)
তারিখ:-২১/০৪/১৭

বিড়াল ছানা বিড়াল ছানা
কোথায় তুমি গো
এসো মোরা গল্প করি
তোমার ভাই কো।
এখন আমি ফুলের বাগে
রোদে বসছি ভাই,
তোমার সঙ্গে গল্প করা
আমার সময় নাই।
বিড়াল ছানা বিড়াল ছানা
মনটা আমার কালো
তোমায় গায়ে রঙের বাহার
দেখে লাগে ভালো
ঐ দেখ ভাই মালায় মানব
ওদের কত ভালো ঢং
ঐদের খাবার খাই বলেই
আমার এতো রঙ।
বিড়াল ছানা বিড়াল ছানা
একটু ফিরে চাও,
তোমার জন্য দুধ এনেছি
একটু খেয়ে যাও।
তোমার আনা দুধ বন্ধু
খেতে যদিও পারি।
তোমার আসায় থাকলে বসে
চলবে না তো মাড়ি।
বিড়াল ছানা বিড়াল ছানা
এমন যে কেন করো
প্রতিদিনই দিবো খাবার
ভয় যে কেন কর
ভিসার মেয়াদ একটি বছর
না বলেই যে চলো
আমি তখন খুদায় মরি
সবাই তখন ভালো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০

মানবী বলেছেন: কাজি নজরুলের "কাঠবিড়ালী"র ঢঙ্গে লেখা সুন্দর কবিতা!!!

ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ প্রাইমারী স্কুল।

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০

প্রাইমারি স্কুল বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫

প্রাইমারি স্কুল বলেছেন: কাঠবিড়ালী কবিতাটি আমি পুড়াটা পড়িনি কোন লিংকে পাওয়া যাবে কি । মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.