![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাঙ্গা তো সহজ তুমি জান কি
গড়া তো অনেক কঠিন মান কি
গড়তে যদি চাও
কষ্ট বেছে নাও
না হলে গড়তে তুমি পাড়বে কি
এই সত্য কথাকে তুমি মানবে কি
ভাংতে যদি চাও
বসে যে তুমি রাও
কষ্ট ছাড়া যে ভাঙ্গে তুমি জান কি
ভাঙ্গার আগে সে তুমি বুঝবে কি
গড়ার জন্য সৃষ্টি তোমার
এই সত্য কথা বুঝে নাও
ভাঙ্গা তো আজ বন্ধ কর
সুন্দর করে রেখে যাও
মরার পরে আত্ম তোমার শান্তি পাবে
এই কথা তুমি বুঝে যাও
ভাঙ্গা গড়ার চেয়ে সহজ তুমি পাবে
এই সত্য তুমি নিয়ে যাও।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৯
প্রাইমারি স্কুল বলেছেন: চেষ্টা
২| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮
প্রাইমারি স্কুল বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৯ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
নাদিম আহসান তুহিন বলেছেন: ভালোই তো
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১:১০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +