নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব সময় সাধারন, অনেক ভাব আনার চেষ্টা করছি কিন্তু আসে ন। শিশু,কিশোর ও বয়স্ক মানুষ ভালবাসি । একা থাকি, পড়তে থাকি।

প্রাইমারি স্কুল

অতি সাধারন

প্রাইমারি স্কুল › বিস্তারিত পোস্টঃ

পলিটিশিয়ান (রম্য)

২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:২১


সম্ভবত তৃতীয় বা চতুর্থ ক্লাস। একেক দিন একক প্রফেসর লেকচার দেন। আজও এক প্রফেসর আসলেন। এসেই বললেন আজকে আমার লেকচারের বিষয় ওয়ার্ল্ড পলিটিক্স।

বাংলাদেশি কেউ কি ক্লাসে আছো?
প্রফেসর জানতে চাইলেন।
একজন হাত তুলে বলল- আমি বাংলাদেশি। প্রফেসর বললেন আজকে আমার লেকচার টাইমে তোমার কোন প্রকার কথা বলা নিষেধ। এমনকি কোন প্রশ্ন করতেও পারবে না। একান্তই যদি তোমার কোন প্রশ্ন থাকে তাহলে ক্লাস শেষে করতে পারবে। আমি তোমাকে সে সুযোগ করে দিবো।

প্রফেসরের কথা শুনে ক্লাসে পিনপতন নিরবতা। সবার একই কথা কেন প্রফেসর এমন করলেন?
বাংলাদেশি ছাত্রের মাথা হ্যাং হয়ে গেছে। তার জানার ইচ্ছে।
ইসকিউসমি প্রফ! আমি এমন কি অপরাধ করলাম? যে প্রশ্ন করতে পারবো না?

প্রফেসর হেসে হেসে বললেন অপরাধের কারণে নয়। তোমাদের বৈশিষ্টের কারনে।

বাংলাদেশি ছাত্র বলল - মানে?
প্রফেসর, কারণটা হলোঃ আমার এই পনের বছরে অভিজ্ঞতায় যত বাংলাদেশি ছাত্র-ছাত্রী পেয়েছি তাদের প্রত্যেককে ওর্য়াল্ড পলিটিক্সে PhD করা পেয়েছি।

প্রফেসরসহ ক্লাসে সবার হাসি। একটু পর হাসি থামিয়ে প্রফেসর বললেন- আমার মনে হয় তুমিও এর ব্যতিক্রম নও। বাংলাদেশি ছাত্র এ কথা শুনে হাসছে। ( আর মনে মনে বলছে কথা একদম মিথ্যা বলেনি।)

প্রফেসর আমেরিকারর ডোনাল্ড ট্রাম্প এবং হিলারী ক্লিনটনের নিবার্চন সংক্রান্ত বিষয় লেকচার দিচ্ছেন । লেকচার শেষে বিভিন্ন দেশ থেকে আসা ছাত্র-ছাত্রীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রফেসর ভাবছে জীবনের একটা যদি সফল ক্লাস নিয়ে থাকি তবে সেটা আজকের ক্লাস। মনে মনে মহা খুশি প্রফেসর।

ইতিমধ্যে বাংলাদেশি ছাত্র প্রশ্ন করার জন হাত তুলে আছে। আগে প্রশ্ন করার জন্য অনেকবার হাত তুলেছিলেন কিন্তু প্রফেসর হাত ইশারা দিয়ে নামিয়ে দিলেন।

প্রফেসর বলল এবার তুমি প্রশ্ন করতে পার। তবে একটাই প্রশ্ন করবে? কোন সম্পূরক প্রশ্ন এলাউড না। আর প্রশ্ন করার টাইম হলো ৩০ সেকেন্ড।

বাংলাদেশী ছাত্র ওকে প্রফ! প্রফেসর ওকে- প্রশ্ন কর?
প্রশ্ন: স্যার ডোনাল্ড ট্রাম্প বিবাহ ছাড়া কোন মহিলার সাথে প্রথম সম্পর্ক করে সন্তান জন্ম দিয়েছে। সে মহিলার বাবার নাম কি?

ক্লাসের সবার হাহাহা করে হাসির রোল পরে গেলো। প্রফেসর বাংলাদেশি ছাত্রের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন হে, আল্লাহ তুমি সব ওয়ার্ল্ড পলিটিশিয়ান বাংলাদেশে কেন দিলে? যারা পলিটিক্সের আন্তপান্ত সবাই জানে যা আমি পৃরফেসর হয়েও জানি না। সারা পৃথিবী তো খালি পরে আছে। অতপর প্রফেসরের হাসি-কান্না.মিশ্রিত আওয়াজ .....................!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent NJ

২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২০

কাছের-মানুষ বলেছেন:
হা হা ! রম্য রম্যরই মতই হয়েছে!

সহজ সরল সুন্দর হয়েছে।

৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: অতি আনন্দেও আমার ঘুম আসে না, অতি দুঃখেও না। উভয় সংকটে আছি। কি বিপদ !

৪| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি।
বাংগালী শিক্ষিতদের রাজনৈতিক জ্ঞান খুবই নীচু মানের।

৫| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৮

কাইকর বলেছেন: ভাল লাগলো।

৬| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

প্রাইমারি স্কুল বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২০

প্রাইমারি স্কুল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

৮| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

প্রাইমারি স্কুল বলেছেন: আসলেই বিপদ দাদা

৯| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

প্রাইমারি স্কুল বলেছেন: ♥ হয়ত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.