![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ জুয়েল মৃধা (ইউনুছ)। একটি কিন্ডার গার্টেন স্কুলে অধ্যক্ষ পদে কাজ করছি। অধ্যক্ষ, পারফেক্ট চাইল্ড একাডেমী, পূবাইল,মাজুখান,গাজীপুর। সত্য কথা বলতে চাই। সত্য নিয়েই লড়তে চাই।
‘নাস্তিক ব্লগার’ বিরোধী আন্দোলন করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শাহ আহমদ শফি। আল্লামা শাহ আহমদ শফি জন্ম গ্রহণ করেন ১৯৩০ সালে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পাখিয়ারটিলা গ্রামে এক সম্ভ্রান্ত দ্বীনদার পরিবারে। দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় যখন তিনি ভর্তি হন তখন তাঁর বয়স মাত্র ১০ বছর। ওই বয়সেই কিছু দিনের ব্যবধানে তিনি তার মা-বাবাকে হারান। শিক্ষা অর্জনের অদম্য বাসনায় ১৯৫০ সালে উপমহাদেশে ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র ভারতের দারুল উলুম দেওবন্দে যান এবং তিনি সেখানে শিক্ষা লাভ করেন।
দেওবন্দে অধ্যয়নের পর দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পান। বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন।
এছাড়া আল্লামা শফি বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রায় ২০ হাজার মাদ্রাসার সমন্বয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) গঠিত। যার ছাত্র সংখ্যা কমপক্ষে ১৪ লক্ষ।
বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোর শিক্ষক ও ছাত্রদের নিয়ে ২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা থেকে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। হাটহাজারি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ আহমদ শফিকে প্রধান করে ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়।
হেফাজতে ইসলাম নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দিচ্ছে। এখনও পর্যন্ত কোন বেসরকারী সংস্থা হিসেবেও সরকারি অনুমোদন নেই প্রতিষ্ঠানটির। রাজনৈতিক দল হিসেবেও অনুমোদন নেই সংগঠনটির।
হেফাজতে ইসলাম এখনও পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়দান, মহানবীকে কটুক্তি করে চলচ্চিত্র নির্মাণ, ব্লগিং বিরোধী আন্দোলন করেছে।
এছাড়া আল্লামা শাহ শফি কওমী শিক্ষাকে সরকারি অনুমোদন দেয়ার জন্য বেফাকের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন।
http://www.notun-din.com/?p=1601
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
রামন বলেছেন:
উনার বায়োডাটা দেখছি সাদা কাগজের মতই ধবধবে। হেফাজতির ১৩দাবির সাথে আরও ১টি দাবি যোগ করে বলছি, বর্তমানে রাষ্ট্রপতির খালি পদটি উনাকে দেয়া হোক।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
সাধারণ মুসলমান বলেছেন: ওনার পায়ে ধরলেও উনি রাষ্ট্রপতি হবেন না।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬
রামন বলেছেন:
@ সাধারণ মুসলমান
কেন ভাই ? ঐ পদটিতে কি নাস্তিক বসে?
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
এস এইচ খান বলেছেন: কিছু লোকের পায়ে পারা দিয়ে ঝঘড়া করার স্বভাব লক্ষ্য করছি! এটি ভাল লক্ষণ নয়।
ধন্যবাদ পোস্টের জন্য।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: ১৯৫০ সালের পর ১৯৮৬ সাল। আসল জা্য়গার ইনফরমেশন কৈ? ১৯৫২ থেকে ১৯৭১ এই সময় উনি কি করেছেন?? নাকি যাহা রটে তাহা সত্য বটে???
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২
রায়হান রানা বলেছেন: ইসলাম নিয়ে কিছু বল্লেই ৭১ এর রাজাকার !!!
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫
পলপট বলেছেন: ১৯৫০ সালের পর ১৯৮৬ সাল। আসল জা্য়গার ইনফরমেশন কৈ? ১৯৫২ থেকে ১৯৭১ এই সময় উনি কি করেছেন?? নাকি যাহা রটে তাহা সত্য বটে??
আরে ভাই !
যাহা রটেছে তাহা সত্য সত্য সত্য!
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪
প্যারাসিটামল বলেছেন: একটি বিশেষ দল আছে, তদের বিরুদ্ধে কিছু কইলেই রাজাকার বানায়া ফেলসে. দেশটাকে মনে হয় তরা তদের আব্বার সম্পত্তি ভাবসাধক।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
ব্লগার রানা বলেছেন: ৭১ সালে কি করছে ছাগলগুলাও জানেনা, ছাগলগুলার তৃতীয় আব্বারা কি বলছে তাই নিয়ে নাচতেছে
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
মাজহারুল হুসাইন বলেছেন: পাকিস্তানকে সাহায্য করার পুরুষ্কার সরুপ পাকি বিমান বাহিনী হাট হাজারি ও পটিয়া উভয় মাদ্রাসায় বিমান হামলা করে । মাদ্রাসা দুটো সম্পর্কে ধারনা থাকলে এ ধরনের প্রশ্ন মনে আসত না ।
আর রূপকথার গল্পে এবার নতুন নাম এসেছে "মুজাহিদ" । এই নাম আপনারা এর আগে কবে শুনেছেন রাজাকার-আলবদরের পাশে ?
১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০
হাসান মাহবুব বলেছেন: সৈয়দ ফয়সল রেজা বলেছেন: ১৯৫০ সালের পর ১৯৮৬ সাল। আসল জা্য়গার ইনফরমেশন কৈ? ১৯৫২ থেকে ১৯৭১ এই সময় উনি কি করেছেন?? নাকি যাহা রটে তাহা সত্য বটে???
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬
Palol বলেছেন: ৭১ সালে কি করেছেন তাতো জানালেন না। ওইটা আগে বলুন।