![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো সাধারন মানুষের কাতারে বসবাস
জীবনে খুব বেশী বন্ধুদের সাথে , মিশার অভ্যাস একদম নেই সেই ছোট বেলা থেকেই
যার সাথে মিশতাম তাকে ছাড়া অন্য কাউকে বুঝতাম না।
জীবনে অনেক বন্ধুকে নিজের মত করে তৈরী করার চেষ্টা করেছি
তবে বেশী একটা কাজে আসেনি,
তবে কেনো আজ এই কথাগুলো বলা বা নিজের অভিজ্ঞতা শেয়ার করা যার একটাই কারন
আমার মত কেউ আর এমন ভুল করবেন না!
বন্ধুকে সব থেকে আপব ভাববেন না, তবে ভাববেন খুব ভালোভাবে পরিক্ষা করে
যে সে আপনাকে ঠিক আপনার মত ভাবে নাকি?
আমি আর বেশী কিছু না বলে আমি আমার সর্বশেষ যেই ঘটনাটি রয়েছে ঠিক তাই বলতে যাচ্চি।
অন্যদেশী টিভি সিরাল বা মুভি অত একটা পছন্দ করি না!
মাঝে মাঝে হলে গিয়ে বাংলা মুভি দেখি আর সব সময় ইউটিউবে বাংলা নাটক দেখি
যেমন, মোসাররফ করিম, জাহিদ হাসান, তাহসান, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির ইত্যাদি।
সব থেকে মজার যে বেপার তা হল চঞ্চল চৌধুরীর নাটক দেখতে দেখতে আমি এখন
পাবনার আঞ্চলিক ভাষার লোকাল এলাকার মানুষের মতই কথা বলতে পারি,
বলা চলে পাবনার ভাষায় আমার অনার্স কম্পিটেড,
একই ভাবে সাব্বির এর নাটক দেখে বরিশালের ভাষায় পিএইচডি করা শেষ।
নোয়াখালী পার্শবর্তী জেলার কারনে তা জন্মগত ভাবেই মাষ্টার্স করা আছে।
পাবনার ভাষার প্রতি খুব বেশি আসক্ত হয়ে যাই,
যেই সাথে ভার্সিটি গিয়ে পেয়ে যাই পাশের সিটে একটা পাবনার ছেলে
প্রথম দিন তার সাথে পরিচিত হলাম আমি পাবনার একটা বানোয়াট পরিচয়
একদম তার জেলার মানুষ হিসেবে। কয়দিন পর যখন খুব ভালো বন্ধু হয়ে গেলো
তখন যানাযানি হলে বন্ধুটি খুব লজ্জা পায় আমার সাথে কথা বলে ধরতে পারেনি বলে।
দিন যেতে যেতে সে হয়ে যায় আমার ভার্সিটি লাইফের সব থেকে কাছের বন্ধু,
আমার ফ্যামিলি বন্ধুমহল সবার সাথে তার পরিচয় করিয়ে দিলাম আমার বাড়িতে ও নিয়ে গেলাম
কিন্তু নাটক দেখে যা অনুমান করতাম ঐ একালার মানুষের সম্পর্কে ছেলেটা আসলেই তাই ছিলো
মাথায় তার দুইটা ছিড়া, তিবুও নিজে যা পারতাম কিছু শিক্ষানোর চেষ্টা চালাইলাম
কিন্তু উত্তরে কিছুই হল না!
সর্বশেষ আমার সাথে এমন একটি কাজ করেছে বলতে আর আমার বাধা থাকলো না!
শিক্ষিত শত্রু অনেক ভালো মূর্খ(দুই তার ছিড়া) বন্ধু ও ভালো নয়।
এমন ভালো উপকার করতে যাবে আপনার জন্য,
যে আপনি ভাবতেই পারবেন না কি বাশ টা আপনার পিছনে গুজে গেলো!
আপনি যতই চেষ্টা করেন তাকে পরিবর্তন করে নিতে পারবেন না!
পরবর্তীতে একাত্ব্বতা হওয়া ব্যতিত উপায় নেই।
©somewhere in net ltd.