নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মাদ এম রায়হান

আমি জন্মেছি নতুন করে জন্মাবো বলে।

মোহাম্মাদ এম রায়হান › বিস্তারিত পোস্টঃ

নিজ ভাষাকে ভালবাসতে শিখুন

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৫

আমি তখন মাত্র সপ্তম শ্রেণীতে পড়তাম। যে কোন কারনেই হোক কিছু দিন পড়াশোনা থেকে দূরে ছিলাম। তখন সাময়িক পরিক্ষা ছিল, বছরে তিনটা পরিক্ষা দিতাম। প্রথম সাময়িক পরিক্ষায় স্বাভাবিক নিয়মেই খারাপ হবার কথা, কিন্তু ততটা খারাপ হয় নাই যতটা ভেবেছিলাম। তখন পাশ নম্বর ছিল ৩৩, আমি ২৮ পেয়ে ইংরেজি বিষয়ে খারাপ করি। ওই দিনেই প্রথম ব্যর্থতার স্বাদ পেলাম। তখন থেকেই ইংরেজী শিখার যাত্রা শুরু করলাম। এস এস সি তে এই ইংরেজী বিষয়ে এ+ পেলাম। এই ইংরেজী চর্চার মাত্রা আরো বেড়ে যায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে ফেল করার জন্য আমি এই প্রাচ্যের অক্সফোর্ডে পড়ার সুযোগ হারিয়ে ফেলি। দ্বিতীয় বার ইংরেজিতে পাশ করলেও ১২৮০ তম হবার কারনে এবারও ব্যর্থ। শেষে ঠাই পাই আমার প্রাণের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
আমার শিরোনামের সাথে কথার কিছুটা অমিল থাকলেও এখন বিষয়টা পরিষ্কার করি। এই ইংরেজি চর্চা করতে বাংলা বানান এমন ভাবে ভুলে গেলাম, যেখানে আমি "ভুল" বানানটা লিখতে গেলেও ভুল করে বসি, এমন কি তোমাকে লিখে ফেললাম "তুমাকে"!! আর এই জন্যই ভার্চুয়াল লাইফে সর্বপ্রথম অপমানিত হয়, এবং যার কোন উওর আমি করতে পারি নাই, এমন কি মনের কথাটাও তাকে সাজিয়ে লিখতে পারি নাই!!!!!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

প্রলয়শিখা বলেছেন: অবশ্যই আগে নিজের ভাষা। "আই লাভ ইউ" বলার চেয়ে "আমি তোমায় ভালবাসি" বলাতেই বেশি স্মার্টনেস আছে বলে আমার মনে হয়। আমি তাই বিশ্বাস করি।

পরিশেষে এটা জানিয়ে রাখছি আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র :)

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০১

মোহাম্মাদ এম রায়হান বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য, আমি বিবিএ তে অধ্যয়নরত

২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০

অমরেন্দ্রনাথ বাপ্পাজী বলেছেন: বানান শুদ্ধকরণ- পরীক্ষা

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০২

মোহাম্মাদ এম রায়হান বলেছেন: কি বুঝাতে চাইলেন??

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৪

প্রলয়শিখা বলেছেন: ভাইয়ের সেশন? সাবজেক্ট?

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮

মোহাম্মাদ এম রায়হান বলেছেন: ২০১৩-২০১৪, ম্যানেজমেন্ট, আপনি?

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৫

অমরেন্দ্রনাথ বাপ্পাজী বলেছেন: যতদূর মনে হচ্ছে, আপনি পরীক্ষা বানাম টি ভুল করেছেন

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫১

মোহাম্মাদ এম রায়হান বলেছেন: ধন্যবাদ, কোথায় যেন পড়েছিলাম "ী" এর স্থলে "ি" ব্যবহার করা যায়। সবচেয়ে বড় কথা আমি বাংলা বানান শিখছি, আবারও ধন্যবাদ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

অমরেন্দ্রনাথ বাপ্পাজী বলেছেন: স্বাগতম.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.