নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহ্‌জাদা

তুমি প্লাস্টিকের মন, আমি সিরামিকের হৃদয়; তুমি প্রেমের আঁচে গলো, আমি হাত ফসকে ভাঙ্গি। তুমি নানান বর্ণে সাজো, আমি সাদা হলেই খুশী; তুমি হালকা সবাই জানে, আমি রাশভারি লোকে বলে। তুমি সস্তায় বিকোয় জানি, আমার দামটা একটু বেশী। তুমি গরীব ঘরের শোভা, আমি আভিজাত্যে ঠাসা। তুমি সহজলভ্য বটে, আমার শোকেস জীবন কাটে। বাচ্চা-বুড়ো সবাই তোমায় যেমন খুশী ধরে, আমায় বেলায় উল্টো সবাই যত্ন বেশী করে। তুমি আমি পণ্য হয়েই কাটিয়ে দিলাম জীবন, কর্পোরেট এই জীবনগাথায় মূল্যহীন তাই মন।

শাহ্‌জাদা › বিস্তারিত পোস্টঃ

হযরত মাওলানা মুহাম্মাদ ইউসুফ কান্ধলভী রাহ. এর রুখসতি হেদায়েতের অংশবিশেষ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল মোগরাহাটে এক ইজতেমার শেষ দিন রুখসতি হেদায়েতে হযরত মাওলানা মুহাম্মাদ ইউসুফ কান্ধলভী রাহ. যথারীতি বললেছিলে -"সূর্য আলোকিত। তাতে আলো আছে। সে যখন এ আলো নিয়ে ঘুরতে থাকে তখন পৃথিবীতে আলো ছড়িয়ে পড়ে। যদি সূর্যের নিজের আলো না থাকত তাহলে তা হত অন্ধকার ছড়ানোর কারণ।

আপনারা ঘর-বাড়ি ছেড়ে বের হচ্ছেন। কাছের-দূরের বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে বেড়াবেন। যদি আপনাদের মধ্যে আলো থাকে তাহলে আপনাদের মাধ্যমে চারদিকে আলো ছড়াবে আর যদি আপনাদের মধ্যে অন্ধকার থাকে তাহলে চারদিকে অন্ধকার ছড়াবে। এজন্য চেষ্টা করতে হবে যেন আপনাদের মধ্যে নূর ও আলো থাকে এবং আপনারা নূরানী ও আলোকিত হয়ে যান।

সত্ত্বাগতভাবে মানুষের মধ্যে নূর নেই; মানুষের মধ্যে নূর পয়দা হয় নূরানী আমলের দ্বারা। তাই আপনাদেরকে নূরানী আমল করতে হবে। যেন আপনাদের মধ্যেও নূর আসে এবং আপনাদের মাধ্যমে চারদিকে নূর ছড়ায়। তেমনি যেসব কাজে জুলমত ও অন্ধকার আছে তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যেন আপনারা জুলমত ও অন্ধকার ছড়ানোর কারণ না হয়ে যান।

নূরানী আমল

নূরানী আমল হচ্ছে ঐ মুহাম্মাদী আমল, যা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। এই আমলগুলো এত বেশি বেশি করা চাই এবং এত নিয়মিত ও একাগ্রতার সাথে করা চাই যে, আপনি ঐ আমলের নূরে নূরানী হয়ে যান।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.