![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মুহূর্তের আজাইরা প্যাচাল এর বিষয় অতি রসাত্মক, কারো কারো জন্যে চুলকানিমূলক ও বটে, তবে মজা আছে এই আড্ডায় সেইটা হলফ করে কইতে পারি
_
_
_
_
দুইটা বিষয়ে আড্ডা দেব আজ-
১। বাঙ্গালি কি সব ভাসমান ভোটার নাকি???
২। নাকি উভয় দল আগে থেকেই যুক্তি করে রেখেছে আর আমরা কেবল চেয়ে চেয়ে দেখছি???!!!
এর বাইরে অনেক জ্ঞানী গুণী অনেক চিন্তাবিদ থাকতে পারেন, তাদের চিন্তা নিজদের মধ্যে রেখে এই দুইটা বিষয়ে আসেন আড্ডা দিয়া নিজেদের সুনাম অক্ষুন্ন রাখি :> :>
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: কিন্তু, শিক্ষিত মানুষ বলেই তো প্রশ্ন "ভাসমান পছন্দ কিভাবে হয়?"
২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৯
মোমেরমানুষ৭১ বলেছেন: চলছে আড্ডা......
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২
ক্ষুদ্র খাদেম বলেছেন: জি মনে মনে আর কি
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ সিটি নির্বাচনে ক্ষমতাসিন সরকারের বাইরের কোন লোককেই চাইবে, সে যোগ্য না হলেও!
কারন সরকার ও মেয়র একই দলের হলে দুর্নিতী ধরবে কে?
মানুষ এই কারনেই মনস্তাত্তিক ভাবে চাইবে তাদের নগর পিতা হউক ক্ষমতাসিন সরকারের বলয়ের বাইরের কোন লোক।
যে দুর্নিতি করলে সরকার নিজেই চেপে ধরবে।
Click This Link
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২
ক্ষুদ্র খাদেম বলেছেন: আগেই পড়েছি
৪| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৩
আতা2010 বলেছেন: Click This Link বাংলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এর আগে এখানের বাসিন্দা ছিলো বৌদ্ধরা।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনি কে ভাই?? আপনাকে তো চিনলাম না
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
গোর্কি বলেছেন:
-বিভিন্ন আঁতেল ও সুশীল আলোচনায় এবং টকশো'তে প্রায়ই বলা হয়ে থাকে, ভোটদানের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে। ভোট কেনার দিন শেষ।
-কথা হইলো তারপরেও এ দেশ জুড়ে কেন নিত্য হাহাকার?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: দ্যাখেন ভাই, আরও সমস্যা আছে, অইবার অমুক দল ভোট কিনছে কম টাকায়, আমার বেশি ক্যান লাগলো??
ঐ আঁতেল এত্ত কমে ঐ দলের গান গায়, আমি এত্ত দিবার চাই, তাও ক্যান আমার গীত গায় না??
আমার ভোট আমি দিমু, তোমার ভোট ও আমি ই দিমু ইত্যাদি ইত্যাদি থাকায় এত্ত হাহাকার, আর জানেন ই তো আজকাল হাহাকার করার জন্যে ও টাকাই পাওয়া যায়
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
আলাপচারী বলেছেন: যত ভাসমান ভোট তত সচেতন বুঝতে হবে। তত আশাবাদ। কোনো দলের কাছে বান্ধা নয়। এই তো ভালো।