নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

মনের দুঃখ কই রাখি :'( :'(

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

আলসেমির কারণে অনেকদিন বাদে লেখা হচ্ছে...তবে সেটা লেখা কিনা ঠিক বলা যাচ্ছে না, কারণ, প্রথমবারের মত বিদেশযাত্রার (অবশ্যই পরের টাকায় :-B :P ) যে বিশাল সম্ভাবনা ছিল, তার অকালমৃত্যু ঘটায় X( মন মেজাজ খুবই খারাপ। মনে হচ্ছে রাজনীতি রে আছাড় দিয়ে ...থাক আর গেলাম না; কবে না আবার আমারেই আছাড় মারে :||

তবে আর যাই হোক এর মাঝে আমার ব্লগের বয়সকাল তিন বছর পার হয়ে চার বছরের দিকে হেঁটে যাচ্ছে। আগের মত এখন আর পড়ার ও সময় পাচ্ছি না, সব ভাল ভাল পোস্টগুলো পড়া হচ্ছে না :(

অনেক কিছুই আবার নিয়মিতকরণের চেষ্টায় আছি। দোয়া করবেন যেন হরতাল আর অবরোধের পাল্লায় পড়ে আমার মত আর কারো বিনা পয়সার বিদেশ ভ্রমণ মাটি না হয় :P :P

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

নিলু বলেছেন: নিজের স্বার্থ আগে ভাই , বেড়িয়ে আসুন , আপনার আশা পুরনের কামনায় , ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: না আপু, সেইটা হচ্ছে না এই মুহূর্তে, আসলে অফিসের বাৎসরিক কনফারেন্স ছিল দেশের বাইরে, সেটা বাতিল হয়ে গেল, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক, শাপে বর বুঝি একেই বলে! :P :P

ব্লগে আবারও স্বাগতম। :)

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: শাপে বর কিনা বলা যাচ্ছে না ভাইয়া, এখনও।

চেষ্টা চালিয়ে দেখি কিছুটা নিয়মিত হওয়া জায় কিনা :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.