![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলসেমির কারণে অনেকদিন বাদে লেখা হচ্ছে...তবে সেটা লেখা কিনা ঠিক বলা যাচ্ছে না, কারণ, প্রথমবারের মত বিদেশযাত্রার (অবশ্যই পরের টাকায়
) যে বিশাল সম্ভাবনা ছিল, তার অকালমৃত্যু ঘটায়
মন মেজাজ খুবই খারাপ। মনে হচ্ছে রাজনীতি রে আছাড় দিয়ে ...থাক আর গেলাম না; কবে না আবার আমারেই আছাড় মারে
তবে আর যাই হোক এর মাঝে আমার ব্লগের বয়সকাল তিন বছর পার হয়ে চার বছরের দিকে হেঁটে যাচ্ছে। আগের মত এখন আর পড়ার ও সময় পাচ্ছি না, সব ভাল ভাল পোস্টগুলো পড়া হচ্ছে না
অনেক কিছুই আবার নিয়মিতকরণের চেষ্টায় আছি। দোয়া করবেন যেন হরতাল আর অবরোধের পাল্লায় পড়ে আমার মত আর কারো বিনা পয়সার বিদেশ ভ্রমণ মাটি না হয়
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: না আপু, সেইটা হচ্ছে না এই মুহূর্তে, আসলে অফিসের বাৎসরিক কনফারেন্স ছিল দেশের বাইরে, সেটা বাতিল হয়ে গেল, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে।
২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক, শাপে বর বুঝি একেই বলে!
ব্লগে আবারও স্বাগতম।
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: শাপে বর কিনা বলা যাচ্ছে না ভাইয়া, এখনও।
চেষ্টা চালিয়ে দেখি কিছুটা নিয়মিত হওয়া জায় কিনা
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭
নিলু বলেছেন: নিজের স্বার্থ আগে ভাই , বেড়িয়ে আসুন , আপনার আশা পুরনের কামনায় , ধন্যবাদ