নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

আমি পাইলাম, আমি ইহাকে ফিরিয়া পাইলাম B-)) B-))

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫



দীর্ঘ এক বছর পরে, আমার আইডি উদ্ধার করতে পারলাম ... :) :#) :-B

ব্যাপক মনকষ্টে থেকে মাঝে একখান নয়া আইডি ও খুইলা ফালাইছিলাম। যাক, চিন্তার অবসান হইল আর দেখা যাক আবারো কিছু লেখা যায় কিনা। আইডিতে ঢুকতে না পেরে অনেকের অনেক কিছুই পড়াও হয়নি।

আশা করছি আবার নিয়মিত হতে পারব আপনাদের সাথে :)

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

কাওসার চৌধুরী বলেছেন: শুনে ভাল লাগলো। এবার শুরু করুন চমৎকার লেখা পোস্ট করা।

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫২

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার লেখা খুব বেশি চমৎকার না, তবে আপনাদের সাথা থাকতে পারাটাই আনন্দের :)

২| ১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

শায়মা বলেছেন: নয়া নিক কোনটা ছিলো?

১৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: "ক্ষুদ্র খাদেম_১" এইরকম একটা নিক খুলেছিলাম, দুইটা পোস্ট ও দিয়েছিলাম। কিন্তু আসলে আগ্রহ পাই নি আপু :(

এবার দেখা যাক কিছু করা যায় কিনা :)

৩| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

খায়রুল আহসান বলেছেন: পুরাতন 'নিক' পুনরুদ্ধারে অভিনন্দন এবং নতুন করে স্বাগতম! + +
এবারে নিয়মিতভাবে লেখা প্রকাশ করতে থাকুন!

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:০৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: নিয়মিত লেখক আমি কোনকালেই ছিলাম না, তবে পাথক হিসেবে আমাকে নিয়মিত বলতে পারেন নির্দ্বিধায় :)

৪| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

আহা!
পুরান খাদেম আইলো ব্লগে ভাই
নিক দেখিয়া দারুন মজা পাই;)
নাদান আমি আরজি রেখে যাই
পড়িয়া লিখিয়া ব্লগটাকে ভাই, ধন্য করা চাই....:)

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: নিজাম ভাই, ছড়া ভালা পাইলাম B-) B-)

৫| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৩

এখওয়ানআখী বলেছেন: একবছর পরে হলেও আপনাকে পেয়ে আমরা আনন্দিত। প্রাণঢালা অভিনন্দন।

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৬| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৮

মৌরি হক দোলা বলেছেন: অাইডিতে ঢুকতে পারেন নাই কেন ?? B:-)

কি সমস্যা ছিল, ভাইয়া??

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: পাসওয়ার্ড ভুল হওয়াতে ঢুকতে পারছিলাম না, আবার রিসেট এর জন্যে কয়েকবার মেইল করেই কোনও সমাধান পাচ্ছিলাম না তখন /:)

৭| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো লগিন ফিরে পেয়েছেন, লিখুন!
অন্যের পোষ্ট পড়তে নিজের আইডি থাকতে হয় না।

১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি সেটা জানি এবং মনে-প্রাণে মানি ভাইয়া, তাপরেও এতদিনের পরিচয়টা আসলে ছাড়তে মনে চাইছিল না :)

৮| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৪১

ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.