নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

আমারতো কিছুই বুঝে আসে না, আপনাদের কারো কি আসে??? X( X((

১৮ ই জুন, ২০১৮ রাত ১১:৪৯

নতুন সেনাবাহিনী প্রধান এর নিয়োগ কে কেন্দ্র করে করা এক মামুলি সংবাদের কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ ছিল বিডি নিউজ ২৪। এইরকম আশ্চর্য খবরও আজকাল আমাদের শুনতে হচ্ছে থুক্কু হজম করতে হচ্ছে।

এইমাত্র আবার ফেসবুকে দেখলাম একজন গন্যমান্য ব্যক্তি (নাম বা পরিচয় বলা যাবে না, বললে চাকরি থাকবে না) যিনি কিনা ভবিষ্যতে নিজেই বড় কিছু হবেন বলে আশায় আছেন, উনি আবার সেনাবাহিনী প্রধান যিনি হচ্ছেন তিনি কেন হবেন, তার লম্বা ফিরিস্তি দিচ্ছেন। আমি অবাক হয়ে লক্ষ্য করি, এদেরকে কি ব্রেইন ওয়াশ করা হয় নাকি এইগুলা প্লেইন স্টুপিড নাকি আগে ভালো ছিল এখন এইরকম না হইলে এদেরই চাকরি থাকবে না তাই বলে এইরকম একটা সেনসিটিভ ইস্যু কে নিয়ে এইরকম ঢালাও কথা বলতে পারে!!

এরপরে, দশটার দিকে বিডিনিউজ আবার চালু হওয়ার পরে এই খবর দিয়েছে। এবার সঙ্গতভাবেই, সেনাবাহিনী প্রধানের পরিবার সম্পরকে কিছু উল্লেখ না করেই !!

আমি জানি না, এটা কিভাবে সম্ভব যে, একজন স্বীকৃত এবং বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসীর ভাই কি করে দেশের সেনাপ্রধানের পদ অলংকৃত করতে পারে, আমারতো কিছুই বুঝে আসে না, আপনাদের কারো কি আসে???

আর যতটুকু জানলাম, শুধু এই খবর প্রকাশের জন্যেই বিডি নিউজের ওয়েবসাইট ৫ ঘণ্টা বন্ধ করে রাখা ছিল!!!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশের সংবাদ পত্রের উপর আমার আস্থা কম! তারা না বুঝে, ভুল বুঝে বা বেশী বুঝে মোসাহেবি/লাফালাফি করে! ইদানিং ব্যাঙের ছাতার চাইতে বেশী ম্যাওপ্যাও অনলাইন পত্রিকা বের হয়েছে! লাইক, কমেন্ট ছাড়া ওরা কিছু বোঝে না!!

২৪ প্রথম সারির পত্রিকা! কিন্তু তাদের খবরে তো আহামরি কিছু নেই!!

@" এটা কিভাবে সম্ভব যে, একজন স্বীকৃত এবং বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসীর ভাই কি করে দেশের সেনাপ্রধানের পদ অলংকৃত করতে পারে, আমারতো কিছুই বুঝে আসে না, আপনাদের কারো কি আসে???"
-- কে সেনাপ্রধান হবে তার নির্দ্দিষ্ট রুলস আছে! উপরের বিষয়টি আবেগী কথা! একজনের অপরাধে অন্যজন তো শাস্তি পাবে না!!!

১৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: সমস্যাটা অখানে নয় যে, তার ভাই দাগী আসামি, সমস্যাটা সেখানে যে আমার জানামতে সেই সন্ত্রাসীর বড় ধরণের সাজা হয়েছিল এবং এই সেনাপ্রধানের সুপারিশের বদৌলতে রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা ভিক্ষা নিয়ে সেই আলোচিত সন্ত্রাসী এখন বিদেশে আয়েশি জীবনযাপন করছে। যে ব্যক্তি, এই ধরণের কাজ করতে পারে, তার হাতে এতবড় দায়িত্ব দেয়া হয় বোকামি অথবা সোজা কথায় পাগলামি। আমি জানি না, আপনার ভিন্নমত থাকতে পারে, তবে আমার মনে হয়, কিছু কিছু ক্ষেত্রে একজনের সমস্যার কারণে আরেকজনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে আমার মনে হয়। আর ঘটনাটা যখন এরকম যে সেই অপরজনের সমস্যায় মুল ব্যক্তির প্রচ্ছন্ন একটা জোরাল সমরথন ছিল, তখন তো ব্যাপারটা আরেকবার খতিয়ে দেখাই দরকার নাকি??

আর বিডি নিউজের বিকালের খবরে সেনাপ্রধানের তার ভাইয়ের ব্যাপারে সুপারিশের ব্যপারটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছিল বলেই আমার জানামতে ৫ ঘণ্টা তাদের ওয়েবসাইট বিটিআরসি কর্তৃক বন্ধ করে রাখা হয়েছিল।

২| ১৯ শে জুন, ২০১৮ রাত ১২:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরওয়েবসাইটের লিংক ‘ব্লক’ করতে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। "

সংবিধানের ৩৯(২খ) অনুসারে বিডি নিউজ২৪ এর কর্তৃপক্ষ সরকারের কাছে কারণ জানতে/জবাবদিহি চাইতে পারে!(যদিও তারা সাপের লেজে পা দিতে চাইবে না;))

১৯ শে জুন, ২০১৮ রাত ১:০১

ক্ষুদ্র খাদেম বলেছেন: সেইটা সত্যি! কেউই চাইবে না সাপের লেজে পা দিতে /:)

৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা ভিক্ষা নিয়ে সেই আলোচিত সন্ত্রাসী এখন বিদেশে আয়েশি জীবনযাপন করছে।"
-- এই বিষয়টি আমি একে বারেই অপছন্দ করি! সব সরকার সংবিধান আর রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে আমাদের চোখের সামনে বৈধভাবে(!!) এসব আকাম করে যাচ্ছে!
তবে এখানে আমি নিরব!(সংবিধানের ৪৯অনুচ্ছেদ :()


৭১ছাড়া সেনাপ্রধানদের কখনোই আমার ভালো লাগে নি! তারা শুধু কামড়াকামড়ি করেছে! (৭৫-৯০) দেশের সংকটময় সময়ে তারা যে কি করবে???

১৯ শে জুন, ২০১৮ রাত ১:১৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, আমি ছোট মানুষ, শুধু আজকের বিষয়টা একটু বেশিই খারাপ লাগলো। আর এটা নিয়েও হয়তো কথা বলতাম না কিন্তু, একজন দায়িত্বশীল মানুষের নির্বোধের মত আচরণে মেজাজ খুবই খারাপ হয়েছিল এবং এখনও আছে /:)

৪| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৭:০৩

অক্পটে বলেছেন: ভাই একটা ব্যাপার বুঝে আসছে। কিন্তু বলতে চাইনা।

১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩২

ক্ষুদ্র খাদেম বলেছেন: থাক ভাই, বইলেন না আর /:)

৫| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১০:২৪

সনেট কবি বলেছেন: এসব আমাদের বুঝে কি হবে?

১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: সহমত, কিন্তু, না বুঝেও তো আর পারছি না :((

৬| ১৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: এই দেশে সরকার যা চায় তাই হবে। সরকারফের ইচ্ছার বিরুদ্ধে কেউ যেতে পারবে না।

১৯ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমরা কেউ তো ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইছি না, আমরা চাইছি যে সরকার আমাদের হয়ে এমন সব সিদ্ধান্ত নেবে জাতে আমরা আমাদের ইচ্ছার প্রতিফলন ই দেখতে পাব /:)

৭| ১৯ শে জুন, ২০১৮ রাত ১০:৫১

আল ইফরান বলেছেন: বাংলাদেশের সরকার হচ্ছে অস্টিনের লিগ্যাল পজিটিভিজমের সবচাইতে ভালো উদাহরন।
জোসেফের ভাই হওয়াতে আমি কোন সমস্যা অবশ্য দেখি না, সমস্যা হচ্ছে সেইখানে উনি যদি ওনার সামরিক বাহিনীর প্রভাব ব্যবহার করে থাকেন প্রেসিডেন্টস মার্সি নেয়ার জন্য।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: সেটাই হয়তো হতে যাচ্ছে :||

৮| ২০ শে জুন, ২০১৮ রাত ১২:০৮

কানিজ রিনা বলেছেন: আজ দেখলাম শীর্ষ ইয়াবাবদী হজ করিয়া
মক্কার ঘরে গ্লাব প্রদান করে বীর দর্পে দেশে
ফিরিয়া আসিয়াছেন। হজ করিয়া আল্লাহর
কাছে মাফ চাহিয়া আসিয়াছেন। আর তাই
মুমিন ব্যাক্তিকে রাস্ট্রপতি প্রধানমন্ত্রী মাফ
করিয়া দিবেন।
দেশের শীর্ষ সন্ত্রাসীর পাশে শীর্ষ নেতারা না
থাকিলে কেমন হয়।

২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমিন বলেন সবাই, কেউ বাদ যাবেন না /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.