নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

বাহবা দেয়ার কি এটাই সঠিক সময় নয়??? /:) :(

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

আজকের এই ঘটনায় হাসব, কাঁদব, নাকি বিবেক বোধ শূন্য হয়ে যাব, কিছুই বুঝতে পারছি না...



গাজীপুরের একজন মুক্তিযোদ্ধার নিজের করা স্কুলের জমি জবর দখল করা নিয়ে কাণ্ড। সেই সম্মানিত মুক্তিযোদ্ধা তার প্রাণের স্কুলের জমি বাঁচাতে গিয়ে হয়েছেন নিরজাতনের শিকার, হয়েছেন আহত!! এই সেই সেলুকাস দেশ আর সমাজব্যবস্থা, যেখানে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের কেন অধিকার দেয়া হবে না, সেই জন্যে সবাই সোচ্চার, কিন্তু, যে ব্যক্তির কল্যাণে সেই নাতি পুতিরা দুনিয়ার আলো দেখেছে, তার প্রতি আমাদের বিচার...

আমাদের সোনা, কয়লা, টাকা সব চুরি যাচ্ছে, লোপাট হছে, কিছু কি কারো আসে যায়?? না কারোই কিছু আসে যায় না বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।

তবে কি, আমার একটু একটু এটা মনে হচ্ছে যে, এভাবে যদি চলে তবে আর কতদিন পারা যেতে পারে???

আমাদের সেই ঐতিহাসিক ব্যক্তিবর্গ আজ কোথায় কন স্বর্গে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, যে নাকের ডগার ওপরে এমন ঘটনা ঘটে আর তারা নাতি-পুতিদের জন্যে বিচলিত হয়ে পড়ে আছেন। বাহবা দেয়ার কি এটাই সঠিক সময় নয়???

ঠিক যে কারণে, এই লেখার উৎপত্তি!!, অনেকে বলতে পারেন, এ আর এমন কি???

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নগরহাওলা তরমুজেরপাড় এলাকায় আমীর আলী নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শনিবার সকালে নিজ প্রতিষ্ঠিত স্কুলের জমি দখলে বাধা দেওয়ায় তাকে মারধর করে স্থানীয় ফজলুল হক,অজিত উল্লাহ,শফিকুল ইসলাম, নাজমুল ও জহিরুল।

এ সময় তারা মুক্তিযোদ্ধা আমীর আলীর ছেলে হারুন অর রশীদ ও আশরাফুল ইসলাম নাঈমকেও মারধর করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় আমীর আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসী জহিরুল ইসলাসকে আটক করে।

স্থানীয়রা জানান, আমীর আলী তার নিজের জমিতে মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয় নামে একটিস্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলের ওই জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে একটি পক্ষ পায়তারাকরে আসছিল। শনিবার তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই জমি দখল করে স্থাপনা নির্মাণ করতে গেলে আমীর আলী বাধা দেন। এ সময় তাকে বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। শ্রীপুর থানার এস আই মনজুরুল ইসলাম জানান, ওই মুক্তিযোদ্ধার অভিযোগের প্রেক্ষিতে জহির নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা বলেন, ওই মুক্তিযোদ্ধা তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নিদের্শ দেন।(কপি)

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২০

ক্ষুদ্র খাদেম বলেছেন: আমাদের কি কিছুই করার নেই???

২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪

কাইকর বলেছেন: নিন্দা জানাই।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১

ক্ষুদ্র খাদেম বলেছেন: সহমত :(

৩| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ফজলুল হক,অজিত উল্লাহ,শফিকুল ইসলাম, নাজমুল ও জহিরুল।

... আমার হিরোদের অপমান করা!!!! ওয়েট করেন, প্রসেসিং চলছে। এই সালাদের খবর আছে। X(

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২

ক্ষুদ্র খাদেম বলেছেন: কিছু করা গেলে খুবই ভালো হয় :)

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: (উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা বলেন, ওই মুক্তিযোদ্ধা তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তিনি পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নিদের্শ দেন।)


ওরা স্থানীয় প্রভাবশালী। সম্ভবত সুবিধাবাদী/সরকার দলীয়! তবে আজকের পেপারে খবরটা আসলে ওরা কিছু হলেও সমস্যায়.....

পুনশ্চঃ
এদেশে খুন করেই কত লোক ছাড়া পাচ্ছে!! আর এটা তো সামান্য মারধোর! কেস হলেও দু দিনে বের হয়ে আসবে.....

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: এটা আসলে কেইসের বিষয় নয়, বিষয় হচ্ছে, যেদেশে আমরা মুক্তিযোদ্ধাদের জন্যে এতকিছু করতে চাচ্ছি, সেখানে এরকম কোনও একটা খবর কি কলঙ্কের মত নয়?? আর এর ব্যাপারে আমাদের উচ্চপর্যায়ের লোকদের অনীহা কেন, সেটাই ঠিক বোধগম্য হচ্ছে না :((

৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৭

আবদুল মমিন বলেছেন: কিছুই করতে পারবে বলে মনে হয়না কারন এখন যারা শক্তি প্রদর্শন করে যাচ্ছে তারা কেউ ই রাস্তার হাম্মা চাম্মা কেউ নয় সরকারের ছায়া পাওয়া কেউ তো হবেই , তা হলে বুজতে পারেন এই মুক্তিযদ্ধা ক করতে পারবে ?

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪২

ক্ষুদ্র খাদেম বলেছেন: ব্যাপারটা আসলেই দুঃখজনক, এবং আশ্চর্যের বিষয়, যে প্রশাসন মুক্তিযোদ্ধাদের জন্যে এতকিছু করে চলেছে, তারাই নীরব!!

৬| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১

দূর পাহাড়ে বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা ব্যবসা করে তারাই মুক্তিযোদ্ধাদের শত্রু

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪২

ক্ষুদ্র খাদেম বলেছেন: সহমত /:)

৭| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাদের সিদ্দিকী রাজাকার,
এই মূহুর্তে বাংলা ছাড়...

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫০

ক্ষুদ্র খাদেম বলেছেন: /:) /:)

৮| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১:৪০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আম্লীগের কথার বাইরে গেলে কাউ মুক্তিযোদ্ধা থাকেনা, মুক্তিযোদ্ধা থেকে খারিজ হয়ে রাজাকার হয়ে যায়। এখানেও হয়তো তাই ঘটেছে।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১:৪১

ক্ষুদ্র খাদেম বলেছেন: /:) :((

৯| ২২ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের অধিকার দেয়াতে মুল মুক্তিযোদ্ধাদের সম্মান ব্যক্তিত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

আগে গ্রামের চা দোকানদার বেশিক্ষণ বসতে দিত না। বলতো "চাচা উঠেন,কাষ্টমার আইবো"
এখন চাচার পকেটে প্রতি মাসে নগদ ১০ হাজার,
এখন চাচা রাস্তা দিয়া হাইটা গেলেও ডাকে "চাচা একটু বইসা যান, কি খাইবেন বলেন।"

নাতি-পুতিরা আগে বলতো "বুড়া মরে না কেন"
এখন কত সম্মান!
এখন প্রতি ঈদে পাঞ্জাবি গিফট তো মাষ্ট!

যারা মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান কেড়ে নিতে মিথ্যে কাহিনী ফাদে তাদের ধিক্কার জানাই।

১০| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আমি সুখী, কারন আমার সাথে কেউ দুর্ব্যবহার করলে আমি অতি দ্রুত ভুলে যাই।

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: :( /:)

১১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৬

বিপরীত বাক বলেছেন: এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: সেটাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.