নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথমবার কেউ বিয়ে করে বরখাস্ত হোল B:-)

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪



আমি এইডা আগেই ধারণা করছিলাম যে হইব, কিন্তু, এইডা যে এত্ত তাড়াতাড়ি আর এইভাবে হইব, সেইটা বুঝবার পারি নাই :-B

আমার আগের একটা পোস্টে এই ঘটনার বিস্তারিত বিবরণের লিঙ্ক আছে, কেউ চাইলে দেইখা লইতে পারেন আর মজাও লইতে পারেন। কারণ, যেইডা করার কর্মকর্তা মহাশয় কইরা ফালাইছেন, আর যেইডা হওয়ার সেইডা ও হইয়া গেছে।

আইজ আর কোনও জোকস দিতাছি না, কারণ, এইডাই আইজকার বড় জোকস যারে কইবার পারেন "কমেডি অভ এররস" B-))

ওহ, গত এক ঘণ্টার বেশি ধরে পোস্ট দিতে যাইয়াও দিতে পারি নাই এইরকম দেখাইতাছিল এখন কায়দা কানুন কইরা পোস্ট দিলাম, এইগুলার মানে কী??? :((

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৮

ফারুক আহাম্মেদ বলেছেন: ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিতে হয় না। উচিৎ শিক্ষা হয়েছে।

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২

ক্ষুদ্র খাদেম বলেছেন: /:) আমাদের যদি এতেও কিছুটা বোধোদয় হয়!! আমি শুধু চিন্তায় আছি, নারায়ণগঞ্জের যে অবস্থা, উপস্থিত লোকজনের মাঝে কেউ যদি আক্রান্ত থেকে থাকে, সেখান থেকে কি হতে পারে :((

২| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সাময়িক বরখাস্ত আর চিরতরে বরখাস্ত এক জিনিস নয়। বরং উপকার হয়েছে সে এখন প্রচুর সময় পাবে বাসায় থাকার।

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: হাহাহা ভাই ভালা কথা কইছেন, চিন্তা কইরা যদি একটু বিবেক বুদ্ধি আসে আর কী!! :-B

৩| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোয়ারাইন্টেন সময়ে ওনার দাম্পত্য জীবন সুখের হোক।
চাকুরীর ব্যবস্থা পরে করুমনে !!

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই তাই, চাকরির ব্যবস্থা পরে, আগে বিয়া কইরা লই :-B

দুষ্টু লোকে কয়, হের কাছে মাইয়া বিয়া দিছে সরকারী চাকরি করে বইলা, এহন যদি চাকরি ই নাই থাকে, তাইলে??? :P

৪| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫

কাছের-মানুষ বলেছেন: সাময়িক বরখাস্ত করেছে। পরে কি ব্যাবস্থা নেয় সেটা দেখার বিষয়। এই রকম সময় বিয়ে করে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, দায়িত্বশীল আচরন করছে না এটা দুঃখজনক।

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪০

ক্ষুদ্র খাদেম বলেছেন: হাছা কতা কইছেন, দায়িত্বশীল হইলে তো আর এই টাইমে বিয়া টা করতে যাইত না !!

তয় আমি মনে করি, সরকারের দায়িত্ব এই টাইমে এই ঘটনার উপরে ভিত্তি কইরা একটা দৃষ্টান্ত স্থাপন করা। এক্ষেত্রে যারা দায়িত্বহীন, তারা মনে হয় না পাবলিক সার্ভিসের যোগ্য!!

৫| ১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: তা দেখে অন্যরা আবার বিয়ে করা বন্ধ করবেন । চালিয়ে যান :-P

১০ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৪১

ক্ষুদ্র খাদেম বলেছেন: আহাহা আমরা তো চালাইতে ই চাই, খালি সরকারে বাগড়া দেয় B-)) B-))

৬| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আহারে---

১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই আহারে =p~ B-))

৭| ১০ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: কি দরকার ছিলো এখনই বিয়ে করার :P ।চুপি চুপি কিছু একটা করলেই তো হতো :-B

১০ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাইয়া, এই বুদ্ধি যদি ওর ঘটে থাকত, তাহলে কী আর ধরা খায় নাকি :#) B-))

৮| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪২

মা.হাসান বলেছেন: বর-বধূর হাস্যোজ্জল ছবি দেখে ভালো লেগেছিলো। ফৌজদারী মামলা না থাকলে এভাবে বরখাস্থ করা ঠিক না। প্রথমে কারণ দর্শানো নোটিশ দিতে হয় , পরে সাময়িক বরখাস্থ এবং পরে যথাযথ বিধান মেনে ব্যবস্থা নেয়ার বিধান। বিয়ে করা দোষের না, তবে প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে এভাবে এসময় আনুষ্ঠানিকতা দোষের। যেহেতু বরখাস্থ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, উনি পরবর্তিতে রি-ইনসটেড হবেন। এই সময়টা হানিমুন লিভ হিসেবে কাটাতে পারেন।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: আরে হাসান ভাই, আমরা বন্ধুরা মিলে যে চিন্তাটা করছিলাম সেটা খানিকটা এইরকম "মেয়ের বাবা হয়ত মেয়ে বিয়ে দিচ্ছে ই সরকারি চাকরি দেখে, আর সেই বিয়ের অনুষ্ঠানেই এইরকম লঙ্কাকাণ্ড। বিয়েটাই এখন টেকে কিনা সেটা নিয়েই আমরা বেশি চিন্তিত :P "

আর অন্য একটা বিষয় হচ্ছে, এইরকম অদ্ভুত ঘটনার জন্মদানকারী কাউকে আসলে পাবলিক সার্ভিসে রাখাটা কতখানি যুক্তিসঙ্গত, সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। যদিও, আমাদের দেশে যেহেতু, চাল-গম, রিলিফের আটা-ময়দা চুরি করলেই জন-প্রতিনিধি হওয়া যায়, আপনার আমার জন্যে হয়ত এইরকম আক্কেল-জ্ঞানহীন পাবলিক সার্ভিস হোল্ডার ই দরকার /:)

৯| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

পদ্মপুকুর বলেছেন: ওনার ভাইরে না ১৪ হাজার টাকা জরিমানা করা হইছিলো? সেইডার কি হইবো?

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫২

ক্ষুদ্র খাদেম বলেছেন: ওনার ভাইরে না, ওনারেই ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। উনি যেহেতু পলাতক ছিল, তাই উনার ভাই সেই জরিমানার টাকা পরিশোধ করেছিল আর কী!! B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.